সৌদি আরবে কোন কাজে লোক নেয় বা ভিসা চাহিদা বেশি আছে

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি- সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি অনেক গুরুত্বপূর্ণ একটি লেখা । যেটা

অনেকেরই কাজে লাগবে। বিশেষ করে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব কাজের জন্য যেতে আগ্রহী, এবং যারা

অলরেডি সৌদি আরবে কাজ করার জন্য বসবাস করছেন। তাদের জন্য এই লেখাটি হতে পারে অনেক গুরুত্বপূর্ণ। তাই

অনেক মনোযোগ সহকারে লেখাটা পড়লে আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। এই লেখার দ্বারা আপনি জানতে

পারবেন সৌদি আরবে কোন কোন কাজের উপরে লোকজন বেশি নিয়োগ দিয়ে থাকে। আর এই সকল চকুরি পেতে

আমাদের করণীয় কি? আমরা কি করলে আমরা সহজেই সেই কাজগুলো পেতে পারি? একই সাথে আমি আপনাদের কিছু

ভালো কোম্পানির নাম দিব। যে কোম্পানিগুলো সৌদি আরবে বর্তমানে অনেক ভালো । তাই আপনি যদি এসব

কোম্পানিতে চাকরি পান তাহলে নিঃসন্দেহে আপনি ভাল বেতন পাবেন, এবং আপনি ঠকার সম্ভাবনা থাকবে না। আর এই

কারণে আমার এই লেখাটি আপনাদের জন্য হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ । তাই বিদেশ যাওয়ার আগে অবশ্যই আমার এই

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি  লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে তারপরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলে

আশাকরি আপনার অনেক উপকারে আসবে।

সূচিপত্র

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি

"<yoastmark

সৌদি আরবে অনেক কাজেই লোক নিয়োগ দিয়ে থাকে । তবে অনেকেই অনেক ভাবে লিখেছেন, এবং অনেক নিয়োগ

বিজ্ঞপ্তিও তারা তাদের লেখার মধ্যে দিয়েছেন। কিন্তু আমি আমার লেখায় আমাদের প্রেক্ষাপট, অর্থাৎ আমাদের কোন

শ্রেণীর মানুষ বিদেশে অবস্থান করছে, অথবা বিদেশে যেতে চায় সেই বিষয়টি মাথায় রেখে আমার লেখায় আমি সেই ধরনের

কাজের উপরে আলোচনা করবো যেখানে সৌদি আরব বেশি লোক নিয়ে থাকে। কারন আমাদের যারা বিদেশ যায় তারা

দেখা যাচ্ছে বেশিরভাগই বেকার, এবং শিক্ষার পারসেন্টেন্স কম। তাই তাদের কথা মাথায় রেখেই আমি আমার লিখাটিতে

কাজের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । আশা করি এর ফলে আপনাদের অনেক কাজে আসবে। তবে বলে রাখা

ভালো যে কাজের জন্যই আপনি বিদেশ যান না কেন প্রতিটা কাজের জন্যই আপনার দক্ষতা থাকা প্রয়োজন। আপনি যদি

কাজের দক্ষতা প্রকাশ করতে পারেন, এবং একই সাথে আপনার যদি প্রয়োজনীয় সার্টিফিকেট থাকে তবে আপনি অবশ্যই

অন্যদের থেকে বেশি পরিমাণে বেতন পাবেন। সেক্ষেত্রে কোন সন্দেহ নাই। তাই আসুন কোন কোন কাজে সৌদি সরকার

বাংলাদেশ তথা বিশ্বের অন্যান্য দেশ থেকে লোক বেশি পরিমাণে নিয়োগ করে থাকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।

লেখাটি পড়ার পরে আপনার যে কাজটি সবচেয়ে ভালো লাগে,সেই কাজের উপরে অবশ্যই আপনি যাওয়ার আগে নিজেকে

দক্ষ করে গড়ে তুলে তারপরে বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিবেন। সেটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো একটি

সিদ্ধান্ত। কথা না বাড়িয়ে আসুন কোন কোন কাজে সবচেয়ে বেশি লোক নিয়োগ করে থাকে, সে বিষয়গুলো নিয়ে একটু

বিস্তারিত আলোচনা করি, এবং একই সাথে সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখে নেই।

ক্লিনিয়ার হিসেবে সৌদি আরব নিয়োগ

সৌদি আরবে প্রতি বৎসর হজ্ব মউসুমে ও ওমরা হজ্ব পালনের জন্য প্রচুর পরিমাণ বিদেশী লোকের সমাগম হয়ে থাকে যার

ফলে এদেশের পরিষ্কার পরিছন্নতা কাজের জন্য অনেক কর্মী প্রয়োজন হয়। যা তাদের দেশের লোক দ্বারা করানো সম্ভভপর

হয়না । আর তাই তারা  প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে জনবল নিয়োগ করে থাকে।  বিশেষ করে বিশ্বের যে সকল

দেশে অনুন্নত সেই সকল দেশ থেকে তারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে লোক নিয়োগ দিয়ে থাকে। যদি কারো এই ব্যাপারে

অভিজ্ঞতা থাকে তাহলে খুব সহজেই আপনি এই দেশে চকুরি পেতে পারেন। তাছাড়া এই কাজের জন্য অনেক সময় পূর্ব

দ্ক্ষতা না থাকলেও চলে। আর আপনি যদি এই সকল দেশে যেতে চান তবে আপনার জন্য নিম্নোক্ত কম্পনি গুলো ভালো

হবে।

Saudi Arabia Cleaning Company

যদি আপনি ক্লিনিয়ার পদে কাজ করার জন্য আগ্রহী থাকেন তবে নিম্নোক্ত বেশ কিছু চকুরির বিজ্ঞপ্তি প্রদান কৃত ঠিকানা

প্রদান  করা হলো আপনি ইচ্ছে করলে এই সকল কম্পানিতে চাকুরি নিতে পারবেন।

  1. Little Caesars Cleaner
  2. United Foods Co.
  3. FEMALE CLEANER
  4. AL ITTEFAQ STEEL PRODUCTS CO.
  5. LEVA HOTEL, MAZAYA CENTRE

কনস্ট্রাকশন কম্পানিতে সৌদি আরব চাকরি

অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিবছর সৌদি আরব প্রচুর পরিমাণ লোক কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ দিয়ে

থাকে। আর এই সকল সেক্টরের অধিকাংশ লোকে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকে। আর তাই এই সেক্টরে দেখা

যায় প্রতিবছর তারা অনেক লোক নিয়োগ করে থাকে। তাই যদি আপনার এ ধরনের কাজের অভিজ্ঞতা থাকে, তবে আপনার

জন্য সৌদি হতে পারে সম্ভাবনার একটি জায়গা । নিচে বেশকিছু কনস্ট্রাকশন কোম্পানির নাম উল্লেখ করা হলো যেগুলো

অনেক ভালো কোম্পানি। এর সাথে কিছু চাকুরির অফার দেয়া হলো যে খানে আপনি আবেদন করতে পারেন।

Saudi Construction Company List
Job vacancy in construction company বা সৌদি আরব নতুন চাকুরির
  1. Labor Required For Construction

  2. Construction Manager – ELECTRICAL
  3. Construction Manager Mechanical – EPC

  4. Project Director – Industrial Construction – PMC

  5. Business Development Manager – Construction

  6. Construction Supervisor

  7. Site Manager/Construction Managers (Transmission lines)

  8. QC Supervisor – Civil Building

ড্রাইভিং ভিসায় সৌদি আরব চাকুরি

ড্রাইভিং ভিসায় সৌদি আরব প্রতিবছরই বহুসংখ্যক লোক নিয়োগ করে থাকে। তবে সেই ক্ষেত্রে দেখা যায় বেশির ভাগ

লোক তারা বাহিরের দেশ গুলো থেকে নিয়োগ করে থাকে। আর এই কাজে বেতনের পরিমাণও অনেক বেশি থাকে। আর

তাই যদি আপনার এই কাজের উপর দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স থাকে তবে আপনি এই দেশে যেতে পারেন। এখানে বেশ

কয়েক ধরনের ড্রাইভার নিয়োগ করে থাকে। তার মধ্যে উল্লেখ যোগ্য হলো হাউস ড্রাইভার ,কম্পানির হেভি ড্রাইভার ,লরির

ড্রাইভার ইত্যাদি।

Driving job in Saudi Arabia বা সৌদি আরব ড্রাইভিং ভিসা 2022

হোটেল বয়ের সৌদি আরব চাকুরি বা সৌদি আরব হোটেল ভিসা

বিশেষ করে যাদের বয়স একটু কম এবং অল্প একটু শিক্ষিত তাদের জন্য এই  ধরনের চাকুরি অনেক সুন্দর। কারণ এই

চাকুরিতে প্রচুর পরিমাণে এক্সটা ইনকাম করা যায়। তাই অনেকেই এই ধরনের কাজ পছন্দ করে থাকে। কারন হোটেল বয়

গুলো অনেক টিপস পেয়ে থাকে পর্যটকদের কাছ থেকে। আর এই ধরনের কাজের জন্য প্রতি বছর তারা ভিসা দিয়ে

থাকেন। তাই যদি কারো এই ধরনের কাজের পূর্ব দক্ষতা থাকে তবে এই কাজের জন্য এখানে আসতে পারেন।

ইলেকট্রিশিয়ান  পদে সৌদি আরব চাকুরি ভিসা

যারা ইলেকট্রিক কাজে পারদর্শি বা এই কাজের উপর প্রশিক্ষণ বা সার্টিফিকেট আছে তাদের জন্য সৌদি প্রচুর কাজের

অফার রয়েছে। এই দেশটিতে প্রচুর পরিমাণে দক্ষ ইলেকট্রিশিয়ান নিয়োগ দিয়ে থাকে। অনেকেই বর্তমানে এই কাজের

উপর যাচ্ছে তাদের সবদিকেই সুবিধা রয়েছে। তাই আপনিও এই কাজের উপর দক্ষতা অর্জন করে যেতে পারেন এই

দেশটাতে।

সৌদি কার্পেন্টারের চাকুরির  ভিসা 

কাঠের কাজের জন্য বা বিষেশ করে ফার্ণিচারের কাজ করার জন্য অনেক লোকের প্রয়োজন হয়। তাই তারা এই সকল

লোক বাহিরের দেশ থেকে নিয়ে থাকে। আর এর জন্য প্রতিবছর তারা প্রচুর পরিমাণে ভিসা প্রদান করে থাকে। আর তাই

আপনার যদি এই ধরনের কাজের দক্ষতা থাকে তবে আপনার জন্য এই দেশটি অনেক ভাল হবে। যাদের এই ধরনের

কাজের দক্ষতা আছে তারা খুব সহজেই আসতে পারবে এই দেশটিতে।

মেশসনের কাজে সৌদি চাকুরি ভিসা

যাদের এই কাজটির ওপরে দক্ষতা, বা প্রশিক্ষণ আছে তাদের জন্য সৌদি আরব অনেক কাজের সম্ভাবনা আছে। এই

কাজগুলো টেকনিক্যাল কাজ হওয়ায় বেতনও অনেক ভালো । বর্তমানে প্রতিবছরই মেশন কাজের উপরে সৌদি আরব

প্রচুর পরিমাণে লোক নিয়োগ করে থাকে। আর এই কাজে সৌদি যেতে টাকার পরিমাণও কম লাগে। তাই অনেকের কাছে

মেশনের কাজটি অনেক পছন্দ। তাই আপনিও যদি এই কাজে যেতে চান তবে দক্ষতা অর্জন করে, খুব সহজেই যেতে

পারেন এই কাজটির উপর।

সৌদি আরব কৃষিকাজ বা বাগানে চাকুরি ভিসা

মরুভুমি ও পাথরের এই দেশটিতে বর্তমানে কৃষি কাজের উপর জোর দিচ্ছে। প্রতিনিয়ত এখানে গড়ে উঠছে কৃষি খামার ।

যার ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কৃষি খামার যার জন্য এই সেক্টরে নতুন করে লোক নিয়োগের প্রয়োজন দেখা যায়। আর এই

সকল লোক তারা নিয়োগ করে থাকে বাহিরর দেশ গুলো থেকে। আর তাই আপনি যদি এই কাজ করার জন্য অগ্রহী হয়ে

থাকেন তবে আসতে পারেন এই কাজের উপর। তাছাড়াও এই কাজে তেমন একটা  কাজের পূর্ব দক্ষ প্রয়োজন হয়না বিধায়

সবার জন্য সুবিধা হয়ে থাকে।

সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি এর শেষ কথা

আশা করি উপরোক্ত সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি লেখাটি আপনাদের অনেক কাজে লাগবে । বিশেষ করে

উপরোক্ত কাজ গুলোতেই আমাদের বাংলাদেশ ও ভারত থেকে বেশির ভাগ লোক নিয়োগ করে থাকে। তাই আমি অন্যান্য

আরো যে সেক্টরে লোক নিয়োগ করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করলাম না। তবে আপনাদের যদি প্রয়োজন হয় তবে

কমেন্স করে জানাতে পারেন। সেই বিষয়ে আমি ধারণা দিব। তবে আপনাদের কাছে একটি অনুরোধ, যে কাজেেই আপনি

যান না কেন বিদেশ যাওয়ার আগে সেই কাজের ওপরে অবশ্যই দক্ষতা অর্জন করবেন। সে ক্ষেত্রে আপনি আপনার

কাঙ্ক্ষিত ফল পাবেন । অন্যথায় আপনি সেই কাছ থেকে আশানুরূপ ফল পাবেন না। আমরা যারা বিশেষ করে বাংলাদেশ

ও ভারত থেকে বিদেশ যেতে চাই তারা বেশিরভাগ কোন কাজেই দক্ষতা থাকে না । যার ফলে বিদেশে আমরা অনেক

ভোগান্তিতে পড়ে থাকি। তাই কোনভাবেই দক্ষতা অর্জন ছাড়া বিদেশ যাওয়া উচিত হবে না। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত

লেখাটি পড়ার জন্য। ভাল লাগলে কমেন্স করে জানাবেন।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *