ইউকে স্পাউস ভিসা প্রসেসিং সময় খরচ আবেদন কেন্দ্র ঢাকা

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং- সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি লেখায়। যে লিখাটি আপনাদের অনেকের জন্যই প্রয়োজন হবে, বিশেষ করে যারা ইউকে স্পাউস ভিসায় যাচ্ছেন। কারণ আমরা অনেকেই জানিনা স্পাউস ভিসা প্রসেসিং কিভাবে করতে হয়? কত টাকা খরচ করতে হয়? আর ইউ কি ভিসার আবেদন কেন্দ্র ঢাকার কোথায়? যার ফলে অনেক সময় দেখা যায়

আমরা বিভিন্ন প্রতারক চক্রের খপ্পরে পড়ে আমাদের সর্বস্ব হারিয়ে ফেলি। তাই আজকে এই লেখার মাধ্যমে আপনাদেরকে সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনি কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হন, একই সাথে আপনার

ভিসা প্রসেসিং এর ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারেন। এই ভিসার খরচ সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন, আর এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ইউকে স্পাউস ভিসা প্রসেসিং লিখাটি পড়তে থাকুন।

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং খরচ ও সময় ২০২৩

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং
ইউকে স্পাউস ভিসা প্রসেসিং

অনেকেই প্রশ্ন করে থাকেন আমি যুক্তরাজ্য যেতে চাই তবে সেক্ষেত্রে আমার স্পাউস ভিসা প্রসেসিং কি ভাবে করবো? এর জন্য কত খরচ পড়বে এবং সময় কত দিন লাগবে ?এই বিষয়গুলো সবারই জানার আগ্রহ থাকে, বা বিদেশে যাওয়ার সময় এই বিষয়গুলো

তাদের জন্য একান্ত অপরিহার্য হয়ে পড়ে। তাই আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই বিষয়গুলো নিম্নোক্ত বিস্তারিত আলোচনা করা হলো-

লন্ডন/ইউকে/যুক্তরাজ্য স্পাউস ভিসা প্রসেসিং

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং- যারা বর্তমানে ইউকে আছেন বা যেতে চাচ্ছেন স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করার জন্য তাদের জন্য স্পাউস ভিসা প্রসেসিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । সেখানে যেতে কিকি যোগ্যতা ও কাগজপত্র লাগে তা আমাদের জানতে হবে।

তা নাহলে আপনি যে কোন ধরনের বড় সমস্যায় পড়ে যেতে পারেন। এখানে যেতে যে ধরনের যোগ্যতা ও কাগজ পত্র লাগে তা হলো নিম্নরূপ-

  • যদি কেউ লন্ডন স্পাউস ভিসায় যেতে চায় তবে তাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেমন তার সেই দেশে ৬ মাসে ন্যূনতম ১৮৬০০ টাকা আয় থাকতে হবে।
  • বৈবাহিক বৈধ কাগজ পত্র বা প্রমান পত্র থাকতে হবে।
  • স্ত্রীকে যে টাকা বা গিফট পাঠিয়েছেন তার প্রমান পত্র জমা দিতে হবে।
  • যদি কারো বাচ্চা থেকে থাকে তবে বাচ্চা প্রসবের ক্লিনিক্যাল কাগজ পত্র।

 লন্ডন বা ইউকে স্পাউস ভিসায় যেতে যে সকল কাগজ পত্র লাগবে তাহলো নিম্নোক্তঃ-

  • সকল প্রমান পত্র জমা দিতে হবে আপনি যে বিবাহ করছেন তার।
  • যে দেশের বর্তমানে নাগররিক সেই দেশের বৈধ পাসপোর্ট এর ফটোকপি। যদি কারো পূর্বের পুরাতন পাসপোর্ট থাকে তবে সেটারও ফটোকপি সাথে জমা দিতে হবে।
  • জন্মসনদ ও জাতীয় পরিচয় পত্র।
  • ইংরেজী ভষা দক্ষতার সার্টিফিকেট।
  • মেডিক্যাল রিপোর্ট।
  • ব্যাংক স্টেটমেন্ট।
  • বিবাহের বৈধতা যাচাই করার জন্য বিবাহের ছবি,ভিডিও, বিভিন্ন ইমেল,গিফট ইত্যাদির প্রমান পত্র।
  • ইউকে যে খানে আপনার স্পাউস নিবেন সেখানকার বাড়ীর চুক্তি পত্র অন্যান্য কাগজপত্র প্রয়োজন অনুযায়ী।

লন্ডন/ইউকে/যুক্তরাজ্য ভিসা প্রসেসিং খরচ

অনেকেই তাদের স্পাউস তাদের কাছে নিতে চায়। কিন্তু কি পরিমাণে খরচ হয় সে বিষয়টি জানেনা। যার ফলে অনেক সময় অতিরিক্ত টাকা এজেন্সি তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে থাকে। তাই আপনি যদি জানেন কত টাকা কোন কোন বিষয়ে খরচ হয় তবে আপনার জন্য সহজ হবে। তাই আপনাদের সুবিধার জন্য স্পাউস ইউকে নিতে যে পরিমাণে খরচ হবে তার হিসাব নিম্নোক্ত তুলে ধরা হলো।

যদি কেহ ইউকে থেকে এই আবেদন করে তবে তার বাংলাদেশী টাকায় লাগবে-১৩৬৫ টাকা। আর যদি সে লন্ডন এর বাহিরের কোন দেশ থেকে ভিসার জন্য আবেদন করে তবে তার জন্য দিতে হবে-২০০০ টাকার মত। এর সাথে প্রতি বছরের স্বাস্থ্য বীমার জন্য দিতে হবে ৮১৫ টাকা। বায়োমেট্রিক ফি হলো -২৫ টাকা। এছাড়াও আপনি যদি আপনার কাজ দ্রুত করতে চান তবে তার জন্য অতিরিক্ত -৮১৫ টাকা গুনতে হবে।

লন্ডন/ইউকে/যুক্তরাজ্য ভিসা প্রসেসিং সময়

সাধারণত অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। লন্ডনে স্পাউস নিতে ভিসা কতদিনে বের হয়? বা এই ধরনের ভিসা প্রসেসিং করতে কত দিন সময় লাগে?। তাদের প্রশ্নের আলোকে বলতে চাই আপনি যদি এই ধরনের ভিসার জন্য আবেদন করেন আর আপনার যদি কোন ধরনের সমস্যা না থাকে তবে দেখা যাবে ৭ থেকে ১৫ কর্ম দিবসের মধ্যেই এই ভিসা আপনি হাতে পেয়ে গেছেন।

ইউকে ভিসা আবেদন কেন্দ্র ঢাকা

ইউকে ভিসা আবেদন কেন্দ্র ঢাকা- বিশেষ করে যারা ইউকে যেতে চায় তাদের জন্য এই অফিসের ঠিকানা কোথায় সেটা জানা না থাকলে তবে আপনি অনেক ধরনের সমস্যায় পড়ে যাবেন। আর তাই আপনাকে অবশ্যই এই অফিসের ঠিকানা জানতে হবে। তা

নাহলে আপনি কি করে আপনার ভিসার আবেদনপত্র জমা দিবেন, অথবা আপনি কিভাবে আপনার ফিঙ্গার প্রিন্ট দিবেন। যদিও বর্তমানে অনলাইনে আবেদন জমা দেয়া যায়, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট. বা অন্যান্য কাজ করার জন্য এখানে আপনার আসতেই

হবে। তাই নিচে আপনাদের সুবিধার জন্য ইউকে ভিসা আবেদন কেন্দ্র ঢাকা ঠিকানা বিস্তারিত তুলে ধরা হলো।

ভি.এফ.এস যুক্তরাজ্য, ঢাকা:
ডেল্টা লাইফ টাওয়ার
৪র্থ তলা, প্লট #৩৭, রোড #৪৫
৯০ গুলশান উত্তর, বাণিজ্যিক এলাকা,
ঢাকা।
VFS হেল্পলাইন: (+88) 02 9895 894 (রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩0 AM থেকে ২:00 PM এবং ৩:00 PM থেকে ৪:00 PM পর্যন্ত।
অফিস খোলা : রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:00 AM থেকে২:00 PM পর্যন্ত।
তথ্য, ফর্ম সংগ্রহ, পাসপোর্ট সংগ্রহ, এবং অতিরিক্ত নথি জমা: রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৯:30 PM থেকে ৩:৩0 PM।

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং এর শেষ কথা

ইউকে স্পাউস ভিসা প্রসেসিং লেখার পরিশেষে বলতে চাই, আপনারা যারা ইউকে স্পাউস ভিসায় যাবেন, তাদের এই তথ্যগুলো অনেক কাজে লাগবে। এই বিষয় ছাড়াও আপনাদের যদি অন্য কোন বিষয়ে জানার ইচ্ছে থাকে, তবে আমাদের কাছে অবশ্যই

কমেন্ট করে জানতে পারবেন। এছাড়াও ইউকে সহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার বিষয়ে আমাদের আরো অনেক তথ্যমূলক লেখা আছে। যে লেখাগুলো লিংক নিচে দেওয়া হলো, আপনাদের সুবিধার জন্য ইচ্ছে করলে লেখাগুলো পড়তে পারেন। আশা করি

আপনাদের কাজে লাগবে। লেখা টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ইউকে স্পাউস ভিসা প্রসেসিং  লিখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকুন সুস্থ থাকুন, আপনার বিদেশ যাত্রা শুভ হোক, এ প্রত্যাশায় আজকের মত বিদায়।

আরো পড়তে পারেনঃ

যুক্তরাজ্য বা ইউকের  জনসংখ্যা কত?

লন্ডনের স্পাউস ও ওয়ার্ক পারমিট  ভিসার দাম কত ২০২৩

লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

স্পাউস ভিসা লন্ডন ২০২৩

যুক্তরাজ্য বা ইউকের মুদ্রার নাম কি?

লন্ডন / ইউকে/যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা প্রসেসিং এজেন্সি

লন্ডন/ইংল্যান্ড বা যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা আবেদন ২০২৩

কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা

কানাডায় স্থায়ী বসবাস

ইউকে ভিজিট ভিসা ২০২৩

যুক্তরাজ্য/ লন্ডনে / ইউকে কাজের ভিসা ২০২৩

কানাডার জীবন যাপন

কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ

কানাডায় বৈধ হওয়ার উপায়

কানাডা জব ব্যাংক

কানাডা জব সার্কুলার ২০২৩

কানাডায় চাকরির আবেদন

যুক্তরাজ্য বা ইউকের আয়তন কত?

বাংলাদেশ থেকে লন্ডন দূরুত্ব কত?

লন্ডন কোন দেশে অবস্থিত?

বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে?

কানাডা যাওয়ার যোগ্যতা

কানাডায় যাওয়ার খরচ কত

কানাডা যেতে কতদিন লাগে

কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়

কানাডায় ইমিগ্রেশন ভিসা

About 24 Favor

Check Also

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা: সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সুন্দর একটি বিষয় । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *