আর্জেন্টিনা খেলায় হারাতে যুবকের মৃত্যু

আর্জেন্টিনা খেলায় হারাতে যুবকের মৃত্যু নিয়তির নির্মম পরিহাস, আর এরই ধারাবাহিকতায় আমরা অনেক সময়

শিকার হয়ে থাকি নানান রকমের দুর্ঘটনায়। প্রতিটা দুর্ঘটনা হয়ে থাকে কারো জন্য কান্নার, কারো জন্য হাহাকার। আবার

কেউবা স্বজন হারার বেদনায় সারাজীবন হাহাকার করতে থাকে। একটি এক্সিডেন্ট যেন সারা জীবনের কান্নার কারণ হয়ে না

হয়ে যায়। তার জন্য আমাদের সচেতন হতে হবে। আর এরকম একটি ঘটনা ঘটেছে আজ বিকেল বেলায় আর্জেন্টিনা বনাম

সৌদির খেলা চলার সময় । যা নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো। বিষয়টি সিত্যি অনেক খেলা প্রেমি মানুষের মনে আঘাত

দিয়েছে। তাই আসুন ঘটনাটি বিস্তারিত জেনে নেই।

আর্জেন্টিনা খেলায় হারাতে যুবকের মৃত্যু

আর্জেন্টিনা বনাম সৌদি আরবের  মঙ্গলবার (২২/১১/২০২২)  সন্ধ্যা ছয়টায় খেলা চলাকালে পরিবারের সবার সাথে তিনি

খেলা দেখছিলেন। তিনি একজন আর্জেন্টিনার অন্ধ ভক্ত ছিলেন। যখন দেখায় পরপর তার সমর্থন করা দল ২ গোল খায়

এবং একই সময়  যখন দেখা যায় শেষপর্যায়ে আর্জেন্টিনার হার নিশ্চিত তখন তার হৃদরোগে আক্রান্ত হয়ে যায়। আর এই

লোকটির নাম ছিল কাকন, যার বয়স ৪০বছর হৃদ রোগে আক্রান্ত হবার পরে তাকে ডাক্তার দেখালে ডাক্তার তাকে মৃত বলে

ঘোষণা করে। আর তার  মৃত্যুর খবরটি তার ভাই নিশ্চিত করেছে। একই সাথে তার এলাকার উপজেলার ভাইস চেয়ারম্যান

জনাব ফারুক আহমেদ ও তার ভািই আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। যিনি মারা যার তার পরিপূর্ণ ঠিকানা হলো

কুমিল্লার বুড়িচং উপজেলায়, নিমসারের শিকারপুর জনাব আলী চেয়ারম্যান বাড়ি । তিনি কুমিল্লার রেইসকোর্স এলাকার

বাসিন্দা। মৃত্যু কালে তার বয়স ছিল ৪০ বছর।

আনন্দ উপভোগ করা ভালো কিন্তু কোন কাজে অতিউৎসাহী ভালো না । আমরা যারা এই বিশ্বকাপ কে নিয়ে অতি উৎসাহী

এটা হতে পারে তাদের জন্য একটি এলার্ম । কারণ কোন কাজেই অতি উৎসাহ ভালো না। আমরা খেলাটাকে উপভোগ

করবো কিন্তু খেলার জন্য জীবন দিব না। অনেক ক্ষেত্রেই দেখা যাবে এ খেলাকে ঘিরে অনেক মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে

যাবে। কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের মধ্যে না ঘটে তার জন্য আমরা সবাই যেন সচেতন থাকি। যার যার

দিক থেকে খেলা উপভোগ করতে পারি, খেলা যেন আমাদের দুঃখের কারণ না হয়ে যায়। খেলা থেকে যেন আমাদের কোন

ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সবারই সচেতন থাকতে হবে।

About 24 Favor

Check Also

H.S.C Results 2023

H.S.C Results 2023pdf

H.S.C Results 2023: Higher Secondary School Certificate ( H.S.C) examination is so important in our …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *