শ্রমিক স্কুলিং কৃষি স্টুডেন্ট ভিসায় কানাডা – সবাইকে স্বাগতম জানাচ্ছি সুন্দর একটি লেখায়। আমাদের স্বপ্নের দেশ কানাডায়
কিভাবে আমরা যেতে সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। কারন অনেকেই জানেন কানাডায় প্রতিবছরই লোক
নিয়ে থাকে। কিন্তু প্রয়োজনীয় তথ্য না জানার কারণে আমরা সেই স্বপ্নের দেশে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।কোনোভাবেই যেতে
পারতেছিনা, তাই আজকে আমি এই লেখার মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করবো ,কিভাবে আপনি কানাডায় শ্রমিক,স্কুলিং
, কৃষি বা স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। আপনি যদি সেই স্বপ্নের দেশে যেতে চান তাহলে আর দেরি না করে আমাদের এই শ্রমিক
স্কুলিং কৃষি স্টুডেন্ট ভিসায় কানাডা লেখাটি পড়তে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে জেনে নিতে পারবেন কিভাবে
আপনি খুব সহজেই উক্ত প্রোগ্রাম গুলোর মাধ্যমে সে দেশে যেতে পারেন।
কানাডা শ্রমিক ভিসা
কানাডা শ্রমিক ভিসা- আমরা অনেকেই হয়তো জানি না প্রতিবছরই বর্তমানে কানাডা শ্রমিক নিয়োগ করে থাকেন। আর তাদের
দেশে প্রচুর শ্রমিক ঘাটতি হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক গুলো নিয়ে থাকেন । অনেক সময় দেখা যায় শ্রমিক
গুলো তারা কম সময়ের জন্য নিয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় তারা দীর্ঘ সময়ের জন্য শ্রমিক নিয়োগ করে থাকে। তবে
যেভাবেই তারা শ্রমিক নিয়োগ করে থাকুক না কেন, সেই সকল শ্রমিক সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাসের একটি সুযোগ পেয়ে
থাকে। আর তাই অনেকের কাছেই সুযোগগুলো অনেক আকর্ষনীয় হয়ে থাকে। কারণ এক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা সহ অন্যান্য
যোগ্যতার একটু কম হলেও চলে।যাদের শিক্ষাগত যোগ্যতা, এবং আইএলটিএস নেই তারা খুব সহজেই এই প্রোগ্রামের মাধ্যমে যেতে
পারে । কানাডা শ্রমিক হিসেবে যেতে যে কাগজ পত্র গুলো লাগবে তা নিম্নরূপ।
- বৈধ একটি পাসপোর্ট ১ বছর মেয়াদী।
- সাদা ব্যাকগ্রাউন্ড ৩৫/৩৫ পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
- কানাডা স্টাইলের সিভি।
- কানাডা স্টাইলের কভার লেটার।
- অভিজ্ঞতার সনদপত্র
আশা করি উপরোক্ত বিষয় গুলো থাকলে আপনি খুব সহজে কানাডা যেতে পারবেন
কানাডায় স্কুলিং ভিসা
কানাডায় স্কুলিং ভিসা- বাচ্চাদের জন্য কানাডিয়ান সরকার অনেক উদার । কারণ তাদের লেখাপড়ার বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে
থাকেন, তাই তারা প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কুলিং প্রোগ্রামে প্রচুর ছাত্র-ছাত্রী নিয়ে থাকেন। আর এই সুযোগে অনেক
বাবা-মা তাদের বাচ্চাদের সাথে সেই দেশে গিয়ে থাকেন। আর তাই আপনি যদি আপনার বাচ্চাকে কানাডায় পড়াতে চান, এবং এই
সুযোগ নিয়ে সে দেশে স্থায়ীভাবে বসবাস করতে চান তবে এই স্কুলের প্রোগ্রাম হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি
মাধ্যম । আপনি খুব সহজেই সেখানে যেতে পারবেন, আর এর জন্য যা কিছু প্রয়োজন তা নিম্নে আপনাদের জন্য উপস্থাপন করা
হলো-
- ৫ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- বর্তমান স্কুলের সার্টিফিকেট।
- জন্ম সনদের ফটোকপি।
- পাসপোর্টের স্ক্যান ফটোকপি।
- শিক্ষার্থীর সাথে অভিবাবকের পাসপোর্টের স্ক্যান/ফটোকপি।
- বাচ্চাকে কানাডার একটি স্কুলে ভর্তি করাতে হবে।
- এর পর তার প্রয়োজনীয় টিওশন ফি জমা দিতে হবে।
- প্রয়োজনীয় ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে।
- যে সকল কাগজ পত্র প্রয়োজন হবে তা একত্রিত করে ভিসার জন্য আবেদন করতে হবে।
এখানে শুধু ছোট বাচ্চাদের বিষয়টি আলোচনা করা হলো যারা ১২ ক্লাসের উপরে লেখা পড়া করার জন্য যাবেন তাদের বিষয়টি
আলাদা। তাদের ক্ষেত্রে আই.এল.টিিএস দিতে হবে। সেখানে ভালো স্কোর লাগবে ইত্যাদি। তাবে আপনাদের জানানোর জন্য বলা এই
পদ্ধতিটি তাদের জন্য ভালো যাদের প্রচুর টাকা পয়সা আছে। কারণ এই পদ্ধতিতে কানাডা লেখা পড়া করাতে গেলে অনেক টাকা
খরচ হবে।
কানাডায় কৃষি ভিসা
কানাডায় কৃষি ভিসা- আপনি যদি কৃষি কাজে দক্ষ হন, এবং আপনার যদি ইংরেজিতে ন্যূনতম কথা বলার যোগ্যতা থাকে সেই
ক্ষেত্রে আপনি খুব সহজেই কৃষি কাজে কানাডা যেতে পারেন। কারণ এ দেশটিতে কৃষিকাজের জন্য প্রতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ
থেকে লোক নিয়োগ করে থাকে। তবে সে ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে এই সুযোগটা কম পেয়ে থাকেন। কারণ আমাদের
দেশের এই শ্রেণীর লোকজন আমরা এ বিষয় সম্পর্কে ধারণা না রাখার জন্য। তাই পর্যাপ্ত তথ্য না জানার কারণে আমরা এই ধরনের
সুযোগ থেকে বঞ্চিত হই। তাই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি কৃষি কাজে সে দেশে
যেতে পারেন। আর তার জন্য এই অংশটি খুব মনোযোগ সহকারে পড়তে থাকুন।
আপনাকে প্রথমে আমাদের দেয়া লিংক অনুসরণ করে সেখানে গিয়ে আবেদন করতে হবে । আর আবেদনের জন্য তেমন একটা
কাগজ পত্র লাগেনা। আপনার শুধু বৈধ ১বছর মেয়াদী পাসপোর্ট আর সাদা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে। এবার আবেদন করার পর
কম্পানি আপনাকে নির্বাচন করলে ইন্টারভিউ দেয়ার জন্য ইমেল করবে তখন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। এর পর
চূড়ান্তা হলে আপনাকে তারা জব অফার দিবে যা দিয়ে আপনি বিএফএস অফিসে গিয়ে কাগজ পত্র জমা দিবেন ভিসার জন্য।
(কৃষি কাজের চাকুরির আবেদনের জন্য এখানে ক্লিক করুন)
স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়ার উপায়
স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়ার উপায়- ছাত্র/ছাত্রী দের জন্য যেহেতু কানাডিয়ান সরকার সকল সুযোগ-সুবিধা উন্মুক্ত করে
দিয়েছে, একই সাথে যারা এই দেশে লেখাপড়া করার জন্য আসে তারা খুব সহজেই সেখানে নাগরিকত্ব পেয়ে থাকেন। আর তাই
সবার থেকে পছন্দের তালিকা এক নাম্বারে থাকে কানাডা। আপনি যদি চিন্তা করে থাকেন কানাডা স্টুডেন্ট ভিসায় যাবেন তবে
আপনি ঠিক জায়গায় এসেছেন। আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনি কিভাবে স্টুডেন্ট ভিসায়
কানাডা যেতে পারেন। আর এর জন্য যা প্রয়োজন হবে তা হলো-
- ইংরেজী ভাষার দক্ষতা প্রমানের জন্য IELTS সার্টিফিকেট ( কলেজ বা স্কুল ভেদে স্কোর কম বেশি প্রয়োজন হতে পারে) তবে বেশির ভাগ সময় ৬ এর উপরে রিকোয়ারমেন্ট থাকে।
- এক বছর মেয়াদী একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- অনলাইনে জাতীয় পরিচয় পত্র ও জন্ম সনদ থাকতে হবে।
- আপনি যে প্রোগ্রামে শিক্ষা গ্রহণের জন্য যাবেন তার আগের সকল শিক্ষার সার্টিফিকেট।
- আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশংসা পত্র।
- কানাডার যে স্কুলে বা কলেজে ভর্তি হবেন তাদের অফার লেটার।
- আপনি এই পড়াশুনা চালানোর জন্য যে খরচ প্রয়োজন হবে তার প্রুফ অব ফান্ড।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- মেডেকেল সার্টিফিকেট।
এই কাগজ পত্র গুলো হলে আপনি সেখানের যাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে বলে রাখা ভালো আপনি যদি এই
কাগজ পত্রের সাথে কেন আপনি সেই দেশে স্ট্যাডি করতে যাচ্ছেন, এবং আপনি দেশে ফিরে আসলে এই শিক্ষা আরো বেশি কাজে
লাগবে তার একটি বর্ণনা পত্র সকল কাগজ পত্রের সাথে জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
শ্রমিক স্কুলিং কৃষি স্টুডেন্ট ভিসায় কানাডা এর শেষ উক্তি
সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমিক স্কুলিং কৃষি স্টুডেন্ট ভিসায় কানাডা লেখাটি এখানে শেষ করতে চাচ্ছি। আশাকরি যে
তথ্যগুলো প্রদান করা হয়েছে, সেই তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এছাড়াও কানাডার বিষয়ে আমাদের আরো
অনেকগুলো লেখা আছে, আপনার প্রয়োজন মনে করলে সে লেখাগুলো পড়তে পারেন। আপনাদের কথা চিন্তা করে নিচে
সেগুলোর লিংক দেওয়া হল। সেখান থেকে খুব সহজেই পড়ে নিতে পারবেন। এছাড়াও বিদেশের ব্যাপারে আমাদের আরো
অনেকগুলো লেখা আছে। আপনি ইচ্ছে করলে সেগুলোও পড়তে পারেন। আর এই লেখাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার
অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রমিক স্কুলিং কৃষি স্টুডেন্ট ভিসায় কানাডা লেখাটা পড়ার জন্য আপনাকে অনেক
অনেক ধন্যবাদ। আপনার বিদেশ যাত্রা শুভ হোক।
আরো পড়তে পারেনঃ
কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা
কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ
It’s a great pleasure to meet the side