যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা- যুক্তরাজ্য যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে লেখাপড়ার ভিসা নিয়ে সেখানে যাওয়া। যুক্তরাজ্য যাওয়ার জন্য অন্যান্য যে সকল ভিসা পাওয়া যায় তা অনেক কঠিন। কিন্তু আপনি যদি
লেখা পড়ার ভিসা নিয়ে সে দেশে যেতে চান তবে সে দেশের সরকার খুব সহজেই আপনাকে অনুমোদন
দিবে। যুক্তরাজ্যর সরকার লেখাপড়ার জন্য ভিসা প্রদান করে থাকে খুব সহজেই। এছাড়াও অনেকগুলো
কলেজ আছে যারা প্রতি বছরই বাহিরের দেশ থেকে তাদের কলেজে লেখাপড়ার জন্য সুযোগ দিয়ে থাকে।
কিন্তু সবারই একটি ভয় থাকে সেটি হচ্ছে আইএলটিএস । কারন এই পরীক্ষায় ভালো স্কোর না পাওয়ার
কারণে অনেকেই এই দেশে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা
করব আইএলটিএস নিয়ে ও ছাড়া আপনি কিভাবে পড়ালেখা করার জন্য যুক্তরাজ্যে যেতে পারেন সে বিষয়
নিয়ে বিস্তারিত আলোচনা কররো। যাতে করে আপনি খুব সহজেই সেখানে পড়তে যেতে পারেন। আর এর
জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা লেখা টি ধৈর্য সহকারে পড়তে থাকুন।
যুক্তরাজ্য আইইএলটিএস/IELTS ছাড়া ও সহ স্টুডেন্ট ভিসা ২০২৩
যুক্তরাজ্য আইইএলটিএস/IELTS ছাড়া ও সহ স্টুডেন্ট ভিসা ২০২৩- এই দেশটিতে যাওয়ার সর্বোত্তম
পন্থা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে যাওয়া। তবে স্টুডেন্ট ভিসায় যাওয়ার সবচেয়ে মূল যে সমস্যাটি
সবাই মনে করে থাকেন, তা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য আইএলটিএস করতে হয়। যা অনেকের
জন্যই একটা কঠিন বিষয় হয়ে দাড়াঁয়। আর এর জন্যই অনেকেই এ ভিসায় সেখানে যেতে চায় না ।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস এ কত নম্বর হলে আপনি যুক্তরাজ্যে
লেখাপড়া করার জন্য যেতে পারবেন। এছাড়াও আরো একটি সুযোগ বর্তমানে সুবর্ণ সুযোগ হচ্ছে
আইএলটিএস ছাড়াও অনেক লোক যুক্তরাজ্য যাচ্ছেন লেখাপড়ার ভিসা নিয়ে। তার জন্য কি করতে হবে
সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আইইএলটিএস / IELTS পরীক্ষা দিয়ে যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা ২০২৩
আইইএলটিএস / IELTS পরীক্ষা দিয়ে যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা ২০২৩- IELTS পরীক্ষা দিয়ে
যুক্তরাজ্যে যাওয়া হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আপনি যদি IELTS এ মোটামুটি ৫.৫ থেকে ৭ স্কোর করতে
পারেন তাহলেই হবে, তবে তার উপরে স্কোর করতে পারলে আরো ভালো। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা
যায় যারা IELTS করে তাদের ভিসা পাওয়ার হার অনেক বেশি। সহজেই যে কোন কলেজে স্টুডেন্ট ভিসা
পেয়ে যায়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি পারেন একটু প্রস্তুতি নিয়ে
IELTS সম্পন্ন করুন। এতে করে একদিকে যেমন আপনার বিদেশ যাওয়াটা সহজ হবে, একই সাথে খরচ
কম হবে। যেহেতু আপনার ইংরেজী ভাষার উপর দক্ষতা প্রয়োজন হবে তাই এই প্রক্রিয়ার মাধ্যমে সেখানে
গেলে আপনার সেই দক্ষতাটাও অর্জন হয়ে যাবে। কারণ সেখানে যাওয়ার পরে সমস্ত লেখাপড়া আপনাকে
ইংরেজিতে করতে হবে। তাই আপনার ইংরেজি দেখে ভয় পাওয়ার কোন সুযোগ নেই। সেখানে গিয়ে এই
ভাষায় কথা বলার জন্য ও লেখার জন্য আপনাকে এই ভাষার উপর দক্ষতা অর্জন করতেই হবে। তাই
এখনই যদি আপনি IELTS করে সেখানে লেখাপড়া করতে যান তাহলে আপনার জন্য সকল বিষয় সহজ
হবে। বর্তমানে IELTS করার জন্য অনেক প্রতিষ্ঠান আছে। যেখানে তারা অনেক যত্নসহকারে পড়ায়।
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে তাদের ঠিকানা দিতে
পারব, যেখান থেকে আপনি কম টাকায়, কম সময়ে IELTS সম্পন্ন করতে পারবেন।
যুক্তরাজ্য আইইএলটিএস/IELTS ছাড়া স্টুডেন্ট ভিসা ২০২৩
যযুক্তরাজ্য আইইএলটিএস/IELTS ছাড়া স্টুডেন্ট ভিসা ২০২৩- যদিও একসময় আইএলটিএস/IELTS
ছাড়া যুক্তরাজ্য যাওয়া অসম্ভব ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে অনেক কলেজ বা স্কুল লেখাপড়ার
ক্ষেত্রে আইএলটিএস এর বিষয়টি শিথিল করেছে। ইংরেজি ভাষা দক্ষতার ওপর তারা বিভিন্নভাবে পরীক্ষা
করে ভিসা দিয়ে থাকেন। আর এই পরীক্ষাগুলো সাধারণত আইএলটিএস/IELTS থেকে অনেক সহজ হয়।
এতে করে যে কেউ মোটামুটি ইংরেজি লিখতে পারলেই উত্তীর্ণ হতে পারে। তাই বর্তমানে অনেকের কাছেই
এই পদ্ধতিগুলো হয়ে উঠেছে অনেক জনপ্রিয়, এবং যুক্তরাজ্য লেখাপড়া করতে যাওয়ার জন্য অনেক
সহজ মাধ্যম। আর এদের মধ্যে যে পদ্ধতি গুলো সবচেয়ে বেশি স্কুল কলেজে গ্রহন করে থাকে সেগুলো
হলো-
- MOI (Medium of Instruction)
- OIETC
- Duolingo English Test
তাই আপনি যদি চান খুব সহজেই আইএলটিএস/IELTS ছাড়া যুক্তরাজ্যে লেখাপড়া করার জন্য যেতে তাহলে এই পদ্ধতি গুলো হতে পারে আপনার জন্য অপার সুযোগ।
যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা এর শেষ উক্তি
আশা করি উপরোক্ত যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা লিখাটির মাধ্যমে বুঝতে পেরেছেন আপনি কিভাবে IELTS
এছাড়াও যুক্তরাজ্যের মত ইউরোপিয়ান সেনজেনভুক্ত দেশটিতে সহজেই যেতে পারবেন। আশা করি কোন
ধরনের প্রতারক চক্রের কাছে না গিয়ে আপনি নিজে নিজেই যুক্তরাজ্য যাওয়ার জন্য সকল কাগজ পত্র
তৈরী করবেন। এছাড়াও আমাদের আরো অনেকগুলো লেখা আছে এই বিষয়ে, যেগুলোর লিংক
আপনাদের সুবিধার জন্য নিচে দেওয়া হলো । আপনি ইচ্ছে করলে লেখাগুলো পড়তে পারেন, আশা করি
আপনার উপকারে আসবে। আর এই লেখা টি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
এছাড়াও আপনার যদি কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তবে আমাদেরকে লিখতে পারেন। আমরা
আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা লেখাটি পড়ার জন্য।
আরো পড়তে পারেনঃ
যুক্তরাজ্য বা ইউকের জনসংখ্যা কত?
লন্ডনের স্পাউস ও ওয়ার্ক পারমিট ভিসার দাম কত ২০২৩
লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
যুক্তরাজ্য বা ইউকের মুদ্রার নাম কি?
লন্ডন / ইউকে/যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা প্রসেসিং এজেন্সি
লন্ডন/ইংল্যান্ড বা যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা আবেদন ২০২৩
কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা
বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে লন্ডন দূরুত্ব কত?
যুক্তরাজ্য/ লন্ডনে / ইউকে কাজের ভিসা ২০২৩
কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ
ইউকে স্পাউস ভিসা প্রসেসিং খরচ ও সময় ২০২৩
কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়