সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়

সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়: আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ । কারণ বর্তমান সময়ে বাংলাদেশে পর্যাপ্ত কাজের ব্যবস্থা না থাকায় অনেকেই বিদেশ পাড়ি জমাচ্ছে। আর তার জন্য আমাদের প্রয়োজন বিশ্বস্ত মাধ্যম

যে মাধ্যমে আমরা খুব কম খরচে সঠিক ভিসা নিয়ে বিদেশ যেতে পারি। আর তার জন্য আমাদের প্রয়োজন হবে বাংলাদেশের সরকারী মাধ্যম গুলো আমরা যদি সরকারীভাবে বিদেশ যেতে পারি তবে দেখা যাবে খুব সহজেই কোন দালাল বা এজেন্সি ছাড়া কম টাকায় আবার কোন কোন সময় টাকা ছাড়াও  বিদেশ যেতে পারি ।

আর সেই বিষয় গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আপনি কিভাবে টাকা ছাড়া বা কম টাকায় বৈধভাবে সঠিক কোম্পানিতে বিদেশ যেতে পারেন সেই মাধ্যম আপনি কিভাবে পাবেন। আর এই সকল বিষয় জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন আমার এই লেখাটি।

সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়

সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়

সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায় : আপনি যদি সরকারি ভাবে বিদেশ যেতে চান তবে সবার আগে আপনাকে যে কাজটি করতে হবে তাহলো আপনাকে আগে জানতে হবে । কোন কোন কোম্পানি বা অফিস

সরকারীভাবে বিদেশ কর্মী প্রেরণ করে থাকে। আর তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কোন কোম্পানি গুলো বাংলাদেশ থেকে বিদেশে লোক প্রেরণ করে থাকে ও কি কি ভিসায় আপনি

সরকারিভাবে বিদেশ যেতে পারেন । আর তাদের দ্বারা বিদেশ যেতে কি কি কাগজ পত্র ও যোগ্যতা থাকতে হবে তার বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এখানে ।

সাধারণত দেখা যায় সরকারীভাবে বিদেশ যাওয়ার জন্য তিন ভাবে যাওয়া যায় তাদের মধ্যে হলোঃ

১.  বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে সরকার বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকেঃ

বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে সরকার বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে থাকে : আপনি যদি শ্রমিক হিসেবে বিদেশ যেতে চান তবে সরকারীভাবে যেতে পারবেন তবে সেক্ষেত্রে দেখা যায় সেখানে বিভিন্ন

ক্যাটগরিতে লোক পাঠানো হয়ে থাকে। তাদের মধ্যে কিছু থাকে দক্ষ কর্মী আর কিছু থাকে অদক্ষ্য কর্মী তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় বিদেশের বেশির ভাগ কোম্পানি গুলোই দক্ষ কর্মী বেশি নিয়ে থাকে। তাই

আপনি যদি এই পদ্ধতিতে বিদেশ যেতে চান তবে যে কোন একটি কাজে নিজেকে যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে এই সুযোগ নিতে পারেন।

২.  উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য সরকার বিদেশে লোক পাঠিয়ে থাকে

উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য সরকার বিদেশে লোক পাঠিয়ে থাকে :  বর্তমানে এই সুযোগ গ্রহণ করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমানে লোক লেখা পড়ার ভিসা নিয়ে বিদেশ গিয়ে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা আয়রোজগার করছে অন্যদিকে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে ভালো ভালো কম্পানিতে চাকুরীর

সুযোগ পাচ্ছে। এতে করে দেখা যায় বাংলাদেশের ছাত্র/ছত্রী বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করছে। আর এই সুযোগটি আপনি ইচ্ছে করলে

বেসরকারী এজেন্সির পাশাপাশি সরকারীভাবেও নিতে পারেন।

৩. চাকুরীর জন্য বিদেশে সরকার লোক পাঠিয়ে থাকে

চাকুরীর জন্য বিদেশে সরকার লোক পাঠিয়ে থাকে :  বাংলাদেশ সরকার অনেক সময় বিদেশে বিভিন্ন অফিসে বা সরকার টু সরকার লোক প্রেরণ করে থাকে । তাই আপনার যদি কোন কম্পানিতে বা প্রয়োজনীয়

কর্ম দক্ষতা থাকে তবে সরকারিভাবে চুকুরীর ভিসা নিয়ে বিদেশ যেতে পারেন। আর তার জন্য আপাকে যোগাযোগ করতে হবে। যাতে করে আপনি বিদেশ যেতে পারেন।

তাই দেখা যায় বাংলাদেশ সরকার যেখানেই বিদেশে লোক পাঠিয়ে থাকুকনা কেন উপরোক্ত তিনটির যে কোন একটি উপায়ে বা মাধ্যমে পাঠিয়ে থাকে।

সরকারীভাবে কোন কোন দেশে যাওয়া যায়

সরকারীভাবে কোন কোন দেশে যাওয়া যায় :  আমরা অনেকেই জানিনা যে বাংলাদেশ থেকে বিশ্বের কোন কোন দেশে সরকারিভবে বিদেশ যাওয়া যায় বা আদও সরকারীভাবে বিদেশ যাওয়া যায় কিনা। তাদের

উদ্দেশ্য আজকে আমি বলতে চাই আপনি যদি সরকারীভাবে বিদেশ যেতে চান তবে বিশ্বের ১৭২ টি দেশেই যেতে পারবেন সরকারীভাবে। আর তার জন্য আপনাকে জানতে হবে সরকার কিভাবে ও কোন কোন

সেক্টরে লোক পাঠিয়ে থাকে। তবে দেখা যায় বিশ্বের এক শত বাহাত্তুরটি দেশে লোক পাঠালেও তার মধ্যে নিম্নোক্ত দেশ সমূহ গুলোতে সরকার উল্লেখযোগ্য হারে লোক পাঠাচ্ছে ।

১. সৌদি আরব। ২. সংযুক্ত আরব আমিরাত। ৩. ওমান. ৪. মালয়েশিয়া. ৫. কাতার. কুয়েত বাহারািইন ইটালি  সিঙ্গাপুর  জর্ডান লেবানন লিবিয়া. রোমানিয়া যুক্তরাজ্য ব্রুনাই দারুসসালাম যুক্তরাষ্ট্র কানাডা ইরাক মরিশাস

ফ্রান্স দক্ষিন  অস্ট্রেলিয়া লন্ডন মানদ্বীপ ভারত সুইজারল্যান্ড ডেনমার্ক ফিনল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা জ্যামাইকা চীন কম্বোডিয়া থাইল্যান্ড জাপান অস্ট্রেলিয়া

সরকারিভাবে বিদেশে যেতে কত টাকা খরচ হয়

সরকারিভাবে বিদেশে যেতে কত টাকা খরচ হয় :  সোধারণত দেখা যায় আমরা মনে করে থাকে সরকারীভাবে বিদেশ যাওয়া মনেই ফ্রিতে বিদেশ যাওয়া এই ধারণাটি ভুল । কারণ হিসেবে দেখা গেছে আপনি

যদি সরকারিভাবে বিদেশ যেতে চান তবে সেখানেও বেশ কিছু খরচ রয়েছে যে খরচ গুলো আপনার কাছ থেকে নেয়া হবে । তবে দেখা যায় আপনি যদি একই কাজে এজেন্সির মাধ্যমে যান আর সেই কাজে যদি

সরকারিভাবে যান তবে তার থেকে অনেক কম খরচ হবে। তাই দেখা যায় অনেকেই সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেন আর তাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন আমি যদি সরকারিভাবে বিদেশ যেতে

চাই তবে আমার কত টাকা খরচ হবে । তাদের উদ্দেশ্য বলতে চাই খরচের বিষয়টি অনেক গুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন তার মধ্যে উল্লেখ যোগ্য বিষয় গুলো হলো ভিসার ধরন. দেশ. বিমান ভাড়া.

ইন্সুরেন্স . কম্পানির সুযোগ সুবিধা . কম্পানির নিয়ম কানুন ইত্যাদি উল্লেখযোগ্য।  তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। তবে খুব কম সময়ই এর থেকে বেশি টাকা লাগে।

কম খরচে সরকারিভাবে বিদেশ যাওয়ার দেশ সমূহ

কম খরচে সরকারিভাবে বিদেশ যাওয়ার দেশ সমূহ : আমাদের অনেকের অর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বেশি টাকা দিয়ে বিদেশ যাওয়া সম্ভব হয়না । তাই আমরা খোঁজ করতে থাকি কম খরচে কোন কোন

দেশে সরকারিভাবে বিদেশ যাওয়া যায় । তাই আজ এখানে আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনি কোন কোন দেশে খুব কম খরচে খুব সহজেই কম খরচে যেতে পারেন। আর সেই সকল দেশ সমূহ হলো নিম্নোক্ত:

  • ওমান
  • সংযুক্ত আরব আমিরাত
  •   মালেয়েশিয়া
  • সুইজারল্যান্ড
  • ডেনমার্ক
  • ভারত
  • পোল্যান্ড

সরকারীভাবে বিদেশ যাওয়ার অফিসের নাম ও ঠিকানা

সরকারীভাবে বিদেশ যাওয়ার অফিসের নাম ও ঠিকানা : অনেকেই সরকারিভাবে বিদেশে যেতে চায় কিন্তু তারা জানেনা যে কোন অফিসের মাধ্যমে যেতে হয় । আর সেই অফিসটি কোথায় এই সকল তথ্য

নাজানার কারণে আমরা এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই। তাই আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো কোন অফিসের মাধ্যমে আপনি খুব কম টাকায় সরকারিভাবে বিদেশ যেতে পারেন ।

আর সেই অফিসের নামটি হলো বোয়েসেল বাংলাদেশ আর এই অফিসটি বাংলাদেশের ডাকায় অবস্থিত। আর এই অফিসের ঠিকানা মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার নিচে বিস্তারিত দেয়া হল:

বোয়েসেল অফিসের ঠিকানা,ইমেল ও মোবাইল নাম্বার

আপনি যদি কোন কারণে সেখানে যেতে চান বা যোগাযোগ করতে চান তবে নিম্নোক্ত তথ্যর মাধ্যমে তা খুব সহজেই করতে পারবেন।

নিম্নে আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত তথ্য দেয়া হলো

ঠিকানা

৭১-৭২ ইস্কাটন গার্ডেন

প্রবাসী কল্যণ ভবন (৪র্থ তলা)

রমনা, ঢাকা-১০০০

বাংলাদেশ

ইমেইল

info@boesl.gov.bd, md@boesl.gov.bd

পিএবিএক্স

৪৮৩১৯১২৫, ৪৮৩১৭৫১৫,৫৮৩১১৮৩৮

হটলাইনঃ ০১৭৬৫৪১১৬৫৩

সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায় শেষ কথা

আশাকরি উপরোক্ত বিষয় গুলো আপনাদের অনেক উপকারে আসবে। কারণ আপনি যদি সরকারী ভাবে বিদেশ যেতে পারেন তবে সেটা আপনার জন্য অনেক উপকারে আসবে। এই বিষয় ছাড়াও আমাদের সাইটে

বিদেশের বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখাগুলোও পড়তে পারেন । আশাকরি কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ্য থাকুন।

গুরুত্বপূর্ণ কয়েকটি লেখা পড়তে ক্লিক করুন নিচের লিংকে:

সরকারিভাবে জাপান যাওয়ার উপায়

জাপান ভিসা সার্কুলার ও আবেদন

জাপান স্টুডেন্ট ভিসা ফ্রম বাংলাদেশ

জাপানের এক টাকা বাংলাদেশের কত টাকা ?

জাপান ওয়ার্ক পারমিট ভিসা আবেদন

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *