সেরা ভালো বাংলা কবিতা আবৃত্তি- আজকে আমি আপনাদের জন্য নতুন কিছু কবিতা নিয়ে হাজির
হয়েছি। আশাকরি আপনি যদি এই কবিতা গুলো পড়েন বাংলা কবিতা আবৃত্তি করার জন্য তাহলে অনেক
ভালো লাগবে। কারণ অনেক জায়গায় আমরা কবিতা আবৃত্তি করে থাকি। কিন্তু সেই সময় নতুন নতুন
কবিতা পাওয়া যায়না। তাই যারা এই ধরনের কবিতা খোঁজ করছেন তাদের জন্য এখানে কয়েকটি কবিতা
উপস্থাপন করা হলো যে কবিতা গুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এর জন্য সেরা ভালো
বাংলা কবিতা আবৃত্তি লেখাটি পড়তে থাকুন।
যোগ্য ছেলে
যোগ্য মাতার যোগ্য ছেলে
সজীব ওয়াজেদ জয়।
শিক্ষা দীক্ষায় জ্ঞানী সে যে
সকল মানুষ কয়।
উচ্চশিক্ষায় ডিগ্রি নিল
বিদেশ গিয়ে যিনি
জ্ঞেনে গুনে অনেক বড়
আমরা সেটা মানি ।
মা ছেলে যে স্বপ্ন দেখে
ডিজিটাল হবে দেশ
উন্নয়নের জোয়ার বইবে
আহা বেশ বেশ।
মায়ের পাশে থাকছে সে যে
দেশ চালানোর কালে
দেশের মানুষ ধন্য হতো
এমন লোকটা পেলে।
বদ নেতা
যত বড় বদ নেতা
ততো বড় চোড়
এই কথাটি বল্লে পড়ে
বলবে তারা আমায় নেশা খোড়।
নেশা আমি করিনা ভাই
বলি সত্য কথা,
এই কথাটি বল্লে পড়ে
কাটবে আমার মাথা
দেখেছি অনেক নেতা ওরে
দেখিছি অনেক চোর
তারাই আসল মিথ্যাবাদী
আসল নেশা খোর।
পরের টাকা পরের বউয়ের
নেশা তাদের বেশি
অবৈধ মাল পেলে তারা
অনেক বেশি খুসি।
মিথ্যা বুলি মারে ওরা
ভোটের সময় এল,
দেশকে ওরা বেঁচে দিত
সময় সুযোগ পেলে।
সত্যবাদী
সত্য কথা বল্লে পরে
নাইকো কোন লাজ।
মিথ্যা কথা বল্লে পরে
পড়বে মাথায় বাজ।
সত্য কথা বল যদি
হবে তুমার জয়
এই কথাটি তাইতো ওরে
গুরু জনে কয়।
সত্য বলায় সত্য চলায়
সবে ভালো কয়।
সত্য পথে চল্লে ওরে
নাইকো মনে ভয়।
সত্য কথা বল যদি
হবে সত্যর জয়।
মিথ্যাবাদীর মিথ্যা কথার
হবে নিশ্চয়ই একদিন পরাজয়।
মায়ের স্বপ্ন
খোকা বাবু সোনা মানি
অনেক বড় হবে।
দেশের দশের সেবা করবে
সেদিন আসবে কবে?
খোকা বাবু যখন আমায়
মা- বলে যে ডাকে।
তখন আমার মনটা শুধু
তাহার কাছেই থাকে।
খোকা বাবু হাটা শিখে
পড়ে পড়ে যায়
তাইতো খোকা মায়ের পিছে
আঙ্গুল ধরে যায়।
শিক্ষা দীক্ষায় খোকা যেন
অনেক বড় হয়
সকল মানুষ খোকাকে যেন
ভালো মানুষ কয়।
আমার খোকা বড় হবে
হবে অনেক নাম।
দেশের দশের সেবা করাই
হবে প্রধান কাম।
শেষ বক্তব্য
পরিশেষে সেরা ভালো বাংলা কবিতা আবৃত্তি লেখার ইতি টানতে চাচ্ছি। যদি আপনার এই ধরনের লেখা
ভালোলাগে তবে অবশ্যই কমেন্স করে আমাকে জানাবেন। আর যদি খারাপ লেগে থাকে তবে কমেন্স করে
বলবেন। আমাদের সাইটে আরো সুন্দর সুন্দর অনেক লেখা আছে আপনি যদি ইচ্ছে করেন তবে তা পড়তে
পারেন। অনেক অনেক ধন্যবাদ সেরা ভালো বাংলা কবিতা আবৃত্তি লেখাটি পড়ার জন্য।