আপনারা যারা বাংলাদেশ থেকে কসোভো যেতে চান তারা আমার এই কসোভো ভিসা ফর বাংলাদেশ
লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন। আমার এই লেখায় আজকে
কসোভো সম্পর্কে আলোচনা করা হবে । বর্তমান সময়ে কসোভো কাজের রেশিও খুব ভালো । আর তাই
আপনারা চাইলে এখন অনেক কম সময়ের মধ্যে কসোভো যেতে পারবেন। কসোভো হল ইউরোপ এর
একটি দেশ। আর এখন ইউরোপ এর দেশ কসোভোর ভিসা দিচ্ছে বাংলাদেশ থেকে । আপনি যদি বাংলাদেশ
থেকে কসোবো কাজ করার জন্য যেতে চান তাহলে আপনার একটি ওয়ার্ক পারমিট লাগবে। আর আপনি
যদি কসোভো একটি ওয়ার্ক পারমিট পেতে চান তাহলে আপনার কসোভো নিয়োগকর্তার কাছ থেকে একটি
কাজের অফার লেটার থাকতে হবে। আপনাকে প্রথমে কাজের জন্য একটি আবেদন করতে হবে তারপরে
আপনার আবেদন ফ্রী জমা দিতে হবে। আর এর সাথে আপনার পাসপোর্ট সিভি এবং আরও অন্যান্য যে
সকল কাগজপত্র লাগবে তা জমা দিতে হবে। আর আপনাদের এই সকল বিষয় বিস্তারিত ভাবে নিম্নে আরও
আলোচনা করা হল । আপনারা জানতে চাইলে পড়তে থাকুন –
কসোভো ভিসা ফর বাংলাদেশ
কসোভো ভিসা ফর বাংলাদেশ : আপনারা যারা ইউরোপ এর দেশ কসোভো যেতে চান তারা আমার এই
লেখার মাধ্যমে জানতে পারবেন যে কসোভো ভিসা কিভাবে বাংলাদেশ থেকে পাওয়া যায় । আর আপনারা
যারা জানতে চান তারা লেখা টি পড়তে থাকুন তাহলেই জানতে পারবেন । আর ইউরোপ এর দেশ
কসোভোতে যেতে পারবেন বর্তমানে ওয়ার্ক পারমিট নিয়ে । আর আপনি যদি কসোভো যান এবং একটি
কোম্পানিতে ছয় মাস কাজ করেন তাহলে আপনাকে একটি টিআরসি কার্ড দিবে কসোভো সরকার। আর
আপনি এই কার্ড টি পেলে কসোভোতে বৈধ ভাবে কাজ করতে পারবেন। আপনি যদি কসোভোর জন্য
আবেদন করেন তাহলে আপনার আবেদন প্রক্রিয়া টি সাধারণ ভাবে প্রায় ৩০ দিন সময় লাগে আর এই ইস্যু
টি করা হয়ে গেলে আপনার জন্য এটি দুই বছর এর জন্য বৈধ হবে। আর আপনাদের একটি কথা মনে রাখা
ভালো যে কসোভো কাজের ভিসা ইস্যু করার জন্য পয়েন্ট ভিত্তিক সিস্টেম আছে। আর আপনাকে এই
পয়েন্ট দেওয়া হয় আপনার বয়স , শিক্ষা এবং কাজের অভিজ্ঞতা ও ভাষা দক্ষতার উপর ভিত্তি করে পয়েন্ট
দিবে। আপনি যেমন পয়েন্ট পাবেন তার উপর ভিত্তি করে আপনার কাজ এর পসিশন দেওয়া হবে। আর এই
সকল বিষয় অতিক্রম করে একবার যদি ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিট পান তাহলে আপনি
কসোভো তে কাজ এবং বসবাস করার জন্য আইনত অনুমোদিত হবেন। আপনারা যারা কসোভো যেতে চান
তার এখনি সুযোগটা কজে লাগিয়ে ফেলুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
কসোভো বেতন কত ?
কসোভো বেতন কত ? : আপনারা যারা ২০২৩ সালে কসোভো তে যাচ্ছেন তারা যাওয়ার আগে অবশ্যই
জানতে চান যে কসোভো বর্তমানে বেতন কত। তাই আপনারা যারা কসোভো যাচ্ছেন তাদের জন্য
আজকের এই লেখার মাধ্যমে জানাবো যে কসোভো বর্তমানে বেতন কত। আপনি যদি কসোভো ওয়ার্ক
পারমিট নিয়ে যেতে চান তাহলে আপনার সর্বপ্রথম জানা প্রয়োজন যে কি কাজে যাচ্ছেন এবং বেতন কত ।
কারণ আপনি যে দেশেই কাজ করার জন্য যান না কেনো আপনারা সর্বপ্রথম এই দুই বিষয় জানা জরুরি ।
কারণ আপনি যে দেশে যাবেন সেই দেশের বেতন কত তা যদি না জানেন তাহলে আপনি ঠকতেও পারেন ।
আর আপনি যদি ঠিক করে না জানেন যে আপনার বেতন কত তাহলে আপনার টাকা উঠাতে অনেক দিন
লেগে যাবে। তাই যাওয়ার আগে আপনার কাজ এবং বেতন সম্পর্কে জানা অবশ্যই জরুরি প্রয়োজন
কসোভো বর্তমানে ভিসা চালু আছে ওয়ার্ক পারমিট। তাই আপনি যদি কসোভো কাজের ভিসা নিয়ে যান
তাহলে আপনার বেতন হবে ৫০ থেকে ৭০ হাজারের মধ্যে । আপনার কাজের উপর নির্ভর করেও বেতন
দেওয়া হয় । কারণ আপনি যদি কোম্পানির ভিসা নিয়ে যান তাহলে আপনার বেতন ধরবে ৬০ থেকে ৭০
হাজার টাকা আবার আপনি যদি ড্রাইভিং ভিসা নিয়ে যান তাহলে আপনার বেতন ধরবে ৭০ থেকে ৮০
হাজার এর মত। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময় কসোভো গেলে আপনার বেতন
কত হবে।
কসোভো ভিসা ফর বাংলাদেশ এর শেষ কথা
আপনাদের কসোভো ভিসা ফর বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম । আশা করি আপনারা
এই লেখা থেকে উপকৃত হইবেন। কারণ এই লেখার মাধ্যমে আপনাদের সামনে অনেক কথা তুলে ধরার
চেষ্টা করেছি। আর তাই আপনার যদি কসোভো সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আপনারা
আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়টির উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিবো। বিদেশের তথ্য
জানতে চাইলে আমার সাইট টি ভিজিট করুন প্রতি নিয়ত। তাই আপনারা প্রতি দিন বিদেশ সম্পর্কে কিছু না
কিছু জানতে পারবেন। আর আপনাদের জন্য কিছু লেখার লিংক নিম্নে শেয়ার করা হল । আপনারা
প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আজকে আমার এই
কসোভো ভিসা ফর বাংলাদেশ লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য ।
ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।