স্বামীর জন্মদিনের শুভেচ্ছা- Husbands Birthday Wishing

স্বামীর জন্মদিনের শুভেচ্ছা: স্ত্রীর জন্য স্বামী  হচ্ছে অলংকারের মত। প্রতিনিয়তই স্বামী যেন তার স্ত্রীকে আদর সোহাগে

ভরিয়ে রাখে। স্ত্রীর সুখের জন্য সে অনেক কষ্ট থাক সহ্য করে ভরণ-পোষণের দায়িত্ব নিয়ে থাক। প্রতিনিয়ত তাঁরা কঠিন

পরিশ্রম করে উপার্জন করে তুলে দেন স্ত্রীর হাতে। আর সেই সকল স্বামীদের জন্য রইল শুভ জন্মদিন। আপনারা যারা স্ত্রী,

স্বামীর জন্মদিনের সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে তাদের জন্মদিন সুখময় ও সুন্দর করে তুলতে চান তাদের জন্য আমার এই

প্রচেষ্টা।  সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে কিছু স্বামীর জন্মদিনের শুভেচ্ছা তুলে ধরলাম। যেটা আপনার স্বামীর

জন্মদিনের আপনি শেয়ার করতে পারেন। আপনার স্বামীর প্রতি  ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য দিতে পারেন

বিভিন্ন সোশ্যাল সাইটে স্ট্যাটাস । যেটা দেখে আপনার স্বামী অনেক খুশি হবে।

স্বামীর জন্মদিনের স্ট্যাটাস

প্রতিটা স্ত্রীর কাছে তার স্বামীর জন্মদিন টা অনেক স্পেশাল। আর এই দিনকে ঘিরেই স্ত্রীর মনে থাকে নানান কৌতুহল। চায়

তার স্বামীর জন্মদিন টা অন্য ভাবে পালন করতে। তার স্বামীকে সবচেয়ে বেশি খুশি করতে। আর তাই তার স্বামী প্রবাসে থাক

বা দূরে কোথাও চাকুরীতে থাক। তখন সে খুঁজে সুন্দর সুন্দর স্ট্যাটাস স্ট্যাটাস। যে গুলো তার স্বামীর সাথে শেয়ার করলে

আনন্দিত হবে। আর আপনি যদি সেরকম হয়ে থাকেন। তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আপনার জন্য এখানে

নিয়ে এসেছি,  অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস । যে গুলো  আপনার স্বামীর সাথে শেয়ার করলে আপনার স্বামী অনেক খুশি

হবে। প্রকাশ পাবে আপনার ভালোবাসা।তো চলুন নিচ থেকে স্ট্যাটাস গুলো দেখে বেছে নেয়া যাক। আপনার স্বামীর সাথে

শেয়ার করুন অথবা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন।

তোমার জন্মদিনটা হলো আমার কাছে
সবচেয়ে বেশি দামি।
তোমার জন্মদিনে বল
ভালবাসা ছাড়া কি দিব আমি।

 

আজকে তোমার জন্মদিন
শুভহোক তোমার পথ চলা
আমার ভালবাসা নিও।
তোমার জন্মদিনে শুধু এই বলা।
শুভ জন্মদিন।

 

তোমার মত ভাল মানুষ
কজনের ভাগ্যে জুটে
তোমার জন্মদিনে যেন
ভালবাসার ফূল ফুটে।

 

দেখতে দেখতে অনেক বছর
থাকলাম এক সাথে।
শুভ জন্মদিন জানালাম
শুভ এই প্রভাতে।

 

দুজনের এক সাথে দীর্ঘ পথ চলা
তোমার জন্মদিনে আমার এই বলা
জীবনেও তোমাকে জাবেনা
আমার দূরে ফেলা।
শুভ জন্মদিন তোমার

 

স্বামীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা সমূহ:

স্বামীর জন্মদিন টা কে পালন করার জন্য অনেকেই বিভিন্ন শুভেচ্ছা বার্তা দিয়ে থাকে। আবার কেউ কেউ গিফট কার্ড

পাঠিয়ে থাকে । সেই  কার্ডের মধ্যে জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখতে হয়। আর তখন বিভিন্ন সাইটে গিয়ে খোজাখুজি

করেন। আপনি যদি সেই রকম কিছু খোঁজ করে থাকেন।

তাহলে আমাদের এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর জন্মদিনের শুভেচ্ছা বার্তা । যেগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার ম্যাসেঞ্জারে সহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে।

  • তুমি আছো বলেই আমার জীবন এত রঙ্গিন। তোমাকে গিরেই আমার সকল ভালবাসা । শুভ হোক তোমার জন্মদিন।
  • আপনি আমার জীবনকে করেছেন পরিপূর্ণ । আপনাকে পেয়ে আমার জীবন হয়েছে ধন্য। সুখে কাটুক আপনার জীবন। শুভ জন্মদিন।
  • শুধু শুভেচ্ছা জানিয়েই নয় তোমাকে ভালবাসি মন থেকে। আজকের এই দিনটা আপনাকে করুক আরো সুখময়।
  • আজ আমার প্রিয় জনের জন্মদিন । আমি আজ অনেক অনেক খুসি।
  • ভাবতে পারিনা কোন কিছু তোমাকে ছাড়া। তুমি থাকলে যেন মনে হয় সবি আছে। তোমাকে হারালে যেন আমার মরন আসে। তোমার জন্মদিনে হাজারো ফুলের শুভেচ্ছা জানাই।
  • হাজারো ফুলের সুভাসে ভরে উঠুক আপনার জীবন । ধন্য হোক আপনার জন্মদিন।
  • আপনাকে দেয়ার জন্য ভালবাসার ফুলের ডালা সাজিয়ে বসে থাকি প্রতিদিন। আজ আপনার জন্মদিন তাই সেই প্রতিক্ষা আরো ব্যাকূল করে তুলেছে আমাকে।
  • প্রান পাখি আমার তোমার জন্মদিনটা আমার জীবনে অনেক অনেক আনন্দ দেয়।
  • জীবনে তুমি প্রথম তুমিই শেষ। তোমর কাছে থাকতে চাই আজীবন। তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে মনে করছি সৌভাগ্যবান । দীর্ঘদিন বেঁচে থাকো । শুভ জন্মদিন।
  • আপনার প্রতিটি দিন হোক আনন্দময় । প্রতিটি দনি হোক সুখের । জন্মদিনটি হোক আরো সফল।
  • মরণ পর্যন্ত থাকবো তোমার । প্রতিদিন আমি শুধু তোমার । এই শুভ কামনা তোমার প্রতি।
  • হাজারো ফুলের ডালা সাজিয়ে রেখেছি তোমার জন্মদিনকে শুভেচ্ছা জানাবো বলে।

স্বামীর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

যার হাত ধরে চিরচেনা বাপের ঘর ছেড়ে চলে আসে অন্য একটি জগতে। আর তার ভালোবাসা পাওয়ার জন্য সবসময়

একজন আদর্শ নারী মরিয়া হয়ে থাকে। যেভাবেই হোক পেতে হবে তার ভালোবাসা । আর তাই তার জন্মদিনে তাকে ঘিরে

থাকে অনেক কৌতুহল তাই প্রদান করে সুন্দর সুন্দর শুভেচ্ছা স্ট্যাটাস।

আর তখন তারা খোঁজ করতে থাকে সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো । আর এখানে আমরা দিয়েছি অনেক সুন্দর আনকমন কিছু

নতুন স্ট্যাটাস। যেগুলো আপনার স্বামীর জন্মদিনে আপনি সামাজিক যোগ মাধ্যামে শেয়ার করতে পারবেন। আর জানিয়ে

দিতে পারবেন স্বামীর প্রতি আপনার ভালবাসার পরিমাণ।

স্বামী আমার গলার মালা
আমার প্রতিধন
তোমার ভালোবাসা পেতে
চাই যে সারাক্ষণ
শুভ হোক তোমার জন্মদিন।

 

তুমি আমার প্রানের স্বামী
আমার কাছে অনেক দামী
শুভ হোক তোমার জন্মদিন
এই শুভ কামনায়
তোমার প্রাণপ্রিয় স্ত্রী

 

পথ চেয়ে বসে থাকি
তোমায় পাবার আশায়
বাড়ি এসে বড়বে মন
তোমার ভালোবাসায়
শুভ জন্মদিন

 

মনের মাঝে থাকো তুমি
আমার প্রাণ পাখি
তোমায় না দেখলে আমার
জলে ভরে আঁখি
শুভ জন্মদিন

শেষ কথা:

প্রতিটা স্বামী-স্ত্রীর জন্য হয়ে থাকে তার অলংকার। প্রতিটা সময়েই ভালোবাসায় ভরে থাকুক প্রতিটা সংসার। আর যেন না হয়

স্বামী স্ত্রীর বিচ্ছেদ। স্বমীর জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিনিময় হোক ভালোবাসার । এ প্রত্যাশায় নিয়ে  এখানেই

আজকের মত শেষ করছি। আপনাদের যদি আরো কোন ধরনের স্ট্যাটাস, কবিতা, উক্তি প্রয়োজন হয় আমাদের কমেন্ট

বক্সে লিখুন। আমরা পরবর্তীতে আপনার সেই লেখার উত্তর দিব।

কষ্ট করে পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

একই জাতীয় বিষয়:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

২.মার জন্মদিনের শুভেচ্ছা

৩. বাবার জন্মদিনের শুভেচ্ছা

.প্রিয়জনের জন্মদিনের ভালবাসার শুভেচ্ছা

আরো পড়ুন:

১. বৈহালা বৈশাখের  ইতিহাস

২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৩. কবে পহেলা বৈশাখ?

৪. পহেলা বৈশাখের A to Z ধারনা

৫. গুগলের জানা অজানা নানান তথ্য

About 24 Favor

Check Also

New year SMS and Quotes

New year SMS and Quotes

Every end of the month we are busy wishing for the new year. Because all …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *