ভাল মানুষ চেনার উপায়

ভাল মানুষ চেনার উপায়: আমরা প্রতিদিন চলার পথে নানারকম মানুষের সাথে কথা বলি ও নানান রকম মানুষের

সাথে চলি। কিন্তু এই মানুষকে চেনা বড় কঠিন। কথায় আছে ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মানুষকে কি দেখে দেখে

চিনবো বল? বিভিন্ন সময় মানুষ না চেনার কারণে বিভিন্ন ভাবে ঠকে যাই বা প্রতারণার শিকার হই। তাই মানুষ চেনা অনেক

জরুরী। আমরা ভাল মানুষ চেনার কিছু উপায় বলতে পারি । যে বৈশিষ্ট্য গুলো থাকলে একটি মানুষকে ভাল মানুষ বলা যায়।

  উক্ত বৈশিষ্ট্য গুলো দেখলেই আপনি সহজেই ভাল মানুষ গুলোকে  চিনতে পারবেন । কোন মানুষটি ভাল কোন মানুষটি

খারাপ । আসুন ভাল মানুষ চেনার উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

ভাল মানুষ- Good Man

ভালো মানুষ বলতে তাকেই বুঝি, তাহল একটি মানুষের কথাবার্তায় আচার-আচরণে সৌন্দর্য এবং মাধুর্য। যার দ্বারা মানুষের

ক্ষতি হয় না। মানুষের বরং উপকার হয় । তার চলন বলন সবকিছুই যেন মাধুর্যপূর্ণ এবং সে সবসময় পরের উপকার করে

থাকে।  কারো কোনো ক্ষতি করে না সেই মানুষটিকে আমরা ভাল মানুষ হিসেবে চিহ্নিত করতে পারি ।

আমাদের  সমাজে অনেক ধরনের মানুষ দেখা যায় কিন্তু সবাই  সৎ মানুষ বা ভালো নয়। ভালো মানুষ শুধু তাকেই বলা যায়

যার দ্বারা মানুষ তথা প্রাণীকুলের কোন ক্ষতি হয় না।

ভালো মানুষের গুনাগুন সমূহ(ভাল মানুষ চেনার উপায়)– Good human qualities

সভায় নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করলেও, আমরা সবাইকে ভালো মানুষ বলতে পারিনা । একটি মানুষ ভালো হতে

গেলে তার কিছু গুণের অধিকারী হতে হয় । সেই গুণগুলো আমরা বিস্তারিত বর্ণনা করব।

সৎচরিত্র- Honesty

একজন মানুষের ধন দৌলত, টাকাপয়সা থাকলেই তাকে আমরা ভাল মানুষ হিসেবে পারিনা যদি না  তার চরিত্র ভালো হয়।

কারণ অসৎ চরিত্রের লোক সব সময় খারাপ হয়। আর অনেকেই নিজেকে ভাল লোক হিসেবে জাহির করতে চায়। তবে

নিজেকে ভাল হিসেবে চিহ্নিত করতে গেলে অবশ্যই সৎচরিত্রবান হতে হবে।

কারণ একটা কথা আছে টাকা হারালে কিছুই হারায় না । স্বাস্থ্য হারালে কিছু হারায়। কিন্তু চরিত্র হারালে সবকিছুই হারায়। তাই

আমরা বলতে পারি সৎচরিত্র না হলে তাকে আমরা ভালো মানুষ বলতে পারিনা। ভালো মানুষ হতে গেলে অবশ্যই চরিত্র

ভালো থাকতে হবে।

ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে-Keeps promises with promises

সমাজে অনেক মানুষ দেখা যায় যাদের কথা কাজে মিল নাই। কথা দিয়ে কথা রাখতে পারে না। সেই সকল মানুষকে আমরা

ভাল মানুষ হিসেবে আখ্যায়িত করতে পারিনা। কারণ একটি মানুষকে ভালো মানুষ হিসেবে চিহ্নিত করতে গেলে, অবশ্যই

সেই মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে কিনা এটা একটা বড় ভালো মানুষের গুণ।

তাই ভালো মানুষ হতে গেলে অবশ্যই এই গুণটি বিবেচনা করতে হবে । সে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে কিনা?

মিষ্টভাষী- Sweet talker

সু-মিষ্টি ভাষী একটি ভালো মানুষের অন্যতম গুণ। অনেক মানুষ আছে যাদের মুখের ভাষা ভালো না। তাদের কথা অনেক

খারাপ । তাদেরকে আমরা ভাল মানুষ বলেতে পারিনা।  আমরা শুধু তাদেরকে ভাল মানুষ বলতে পারি যাদের অন্যান্য

ভালমানুষের গুনের সাথে এ গুনটিও আছে। আর তাই  ভালো মানুষ  হিসেবে নিজেকে বলতে গেলে অবশ্যই মুখের ভাষা সু-

মিষ্টি হতে হবে।

সুশিক্ষিত- Well educated

বাতি ছাড়া যেমন একটি ঘর অন্ধকার। তেমনি শিক্ষা ছাড়া একটি মানুষের জীবন অন্ধকার। তার সমস্ত ভালো গুলোকে নষ্ট

করে দেয় শুধু তার সু- শিক্ষা নাথাকার কারণে। আর সেই শিক্ষা অবশ্যই হতে হবে সুশিক্ষা। তা না হলে তাকে আমরা ভাল

মানুষ হিসেবে বলতে পারবোনা। ভালো মানুষের অন্যতম গুণ হচ্ছে তার সুশিক্ষা।

পরোপকারী-Benevolent

মানুষের উপকারে নেই যার মন। কে বলে মানুষ তারে পশু সেই জন। এ কথার পরিপ্রেক্ষিতেই বলা যায় , একটা মানুষের

যতগুলি গুন থাক সেগুলা যদি মানুষের উপকারে না আসে। তবে তার সমস্ত গুন গুলো যেন ধুলিস্যাৎ হয়ে যায়। তাই

পরোপকারী  একজন ভালো মানুষের অন্যতম গুণ । কারো মধ্যে পরোপকারীতা, না থাকলে তাকে আমরা ভাল মানুষ

হিসেবে চিহ্নিত করতে পারিনা।

ন্যায়পরায়ন-Impartial

অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয় যে জন, সে তো মানুষ নয় পশু সেই জন। আমাদের সমাজে অনেক লোক আছে যারা

ন্যায়-অন্যায় মানেনা। অন্যায় কে ন্যায় বলে চালিয়ে দেয়, তাদেরকে আমরা ভালো মানুষ বলতে পারিনা।  কারন মানুষ হতে

গেলে অবশ্যই ন্য়য্যতা থাকতে হবে। আমরা তাকে ভালো মানুষ বলতে পারি যার মধ্যে এই গুনটি আছে। আর এটা ভাল

মানুষের অন্যতম একটি গুণ।

লোভ লালসা বিহীন- Greed without lust

লোভ-লালসা নেই এমন মানুষ খুঁজে পাওয়াই কষ্ট। কারণ আমাদের সবারই কম বেশি লোভ থাকে। তাই লোভ থাকতে পারে,

কিন্তু সেই লোভটা যেন অন্যের ক্ষতির কারণ না হয়। অন্য কারো ক্ষতি না করে যদি আপনার নিজের জিনিসের প্রতি লোভ

থাকে,  সেটা খারাপের কিছু না। খারাপ হলো সেটাই যেটা অন্যের ক্ষতি করে নিজের লাভের চিন্তা করে।

সেই লোভ কেই আমরা খারাপ বলতে পারি যা অন্যের ক্ষতির কারণ হয়ে যায়। এই খারাপ প্রকৃতির  এই প্রকৃতির মানুষকে

আমরা ভালো মানুষ বলতে পারিনা। ভালো মানুষ হতে গেলে অবশ্যই  খারাপ লোভ বিহীন থাকতে হবে।

ভালো মানুষ চেনার উপায়- Way to Identify Good Man

উপরের বৈশিষ্ট গুলো ছাড়াও আমরা আরও বিশেষ কিছু বিষয় লক্ষ করলে আমরা ভালো মানুষ চিনতে পারি। কারণ সমাজে

মুখোশধারী অনেক লোক থাকে যাদের কে চেনা বড় দায়। তাই উপরের বৈশিষ্ট গুলো সহ আরও বিশেষ কিছু সামাজিক দিক

বিবেচনা করলে আমরা সহজেই খারাপ মানুষ থেকে ভালো মানুষ কে চিনতে। এবার  সে সব বিষয়গুলো বিস্তারিত বর্ণনা

করবো।

সামাজিক দিক- Social Side

একটি মানুষকে ভাল মানুষ হিসেবে বলতে গেলে, সামাজিক দিক বিবেচনা করে  আমরা তাকে বিবেচনা করতে পারি।

সমাজের মানুষের কাছে সে কতটুকু গ্রহণযোগ্য? এখানে মানুষের কাছে সে ভালো মানুষ কিনা? সমাজের মানুষ তাক

ভালো মানুষ হিসেবে দেখে কিনা? সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারে কিনা?

  মানুষের উপকারে তাকে কাজে লাগে কিনা? এই বিষয়গুলো বিবেচনা করলেও আমরা একজন ভালো মানুষ কে চিনতে

পারি। যদি দেখি সমাজের মানুষের তার দ্বারা  উপকৃত হয় তাহলে তাকে আমরা ভালো মানুষ বলতে পারব।

অর্থনৈতিক দিক- Financial Side

অর্থনৈতিক দিক বিবেচনা করলেও আমরা একটি মানুষকে চিনতে পারি । যদি দেখি কোন ব্যক্তির অনেক অর্থ আছে কিন্তু

সেগুলো  অসৎ উপার্জন করা হয় তাহলে তাকে আমরা ভালো মানুষ বলতে পারিনা। কারণ একজন ভালো মানুষ কখনো

অসৎ উপায়ে টাকা উপার্জন করতে পারে না। তাই ভালো মানুষ হতে গেলে সৎ ভাবে টাকা উপার্জন করাও ভালো মানুষের

একটি অন্যতম লক্ষণ।

ধর্মীয় দিক- Religious side

আমরা যে ধর্মের লোকই হোক না কেন। ধর্ম আমাদের শিক্ষা দেয় সহনশীলতা হতে । ধর্ম আমাদের শিক্ষা দেয় ভালো মানুষ

হতে। কোন ধর্মেই মানুষকে খারাপ হতে বলে না। তাই যারা ধর্মকর্ম পালন করে তারা ভাল মানুষ হিসেবে সর্বাধিক পরিচিত।

আর তাদের মন মানসিকতা থাকে অনেক ভাল। যদিও কিছু লোক থাকে যারা ধর্মের আড়ালে খারাপ কর্ম করে বেড়ায়।

তাদের বাদ দিয়ে সাধারণভাবে বলতে গেলে, যারা একটু ধর্মভীরু তারা সাধারণত ভালো মানুষ হিসেবে পরিচিত।

চলার ধরণ- Behaviors

কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।  চলার ধরন দেখেও আমরা ভালো মানুষ চিনতে পারব। যার মন ভালো

নয় খারাপ মানুষের সাথে চলে এবং খারাপ পথে চলে তাকে আমরা ভালো মানুষ বলতে পারেনা। তাই ভালো মানুষের

হিসেবে সংজ্ঞায়িত করতে গেলে তার চলার ধরন ভালো হতে হবে। তবেই তাকে আমরা ভাল মানুষ হিসেবে চিহ্নিত করতে

পারব।

শেষ কথা – End word

ভাল মানুষ চেনার উপায় লেখায় বলা হয়েছে মানুষ চেনা বড়ই কষ্ট। মানুষকে চেনা বড় দায়। এই বিষয়ে অনেক

জ্ঞানী-গুণী অনেক ভাবে মানুষকে চেনার জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু মানুষের রূপ প্রকৃতি আজও অচেনাই রয়ে গেছে ।

তাই আপনাদেরকে চেষ্টা করলাম কিছু গুণ এর মাধ্যমে একজন ভাল মানুষ চেনার প্রচেষ্টা। এছাড়াও আরো বেশকিছু গুন

থাকতে পারে যে গুলো একটা ভালো মানুষের  বৈশিষ্ট্য হতে পারে । তো আপনার যদি এই বিষয়ে আরো জানার থাকে

আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনাকে অসংখ্য অসংখ্য অগ্রিম  ধন্যবাদ কারণ আপনি কষ্ট করে আমার এই লেখাটি

পড়েছেন ।

আরো পড়ুন:

১.ভালবাসার মানুষের জন্মদিরে শুভেচ্ছা 

২.মার জন্মদিনের শুভেচ্ছা

৩. প্রিয়জনের জন্মদিনে ভালবাসার শুভেচ্ছ

৪.. বৈহালা বৈশাখের  ইতিহাস

৫. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।

৬. কবে পহেলা বৈশাখ?

৭. পহেলা বৈশাখের A to Z ধারনা

৮. গুগলের জানা অজানা নানান তথ্য

About 24 Favor

Check Also

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত বিস্তারিত

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত হচ্ছে  সংযুক্ত আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *