বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা – সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি বেশ কিছু নতুন কবিতা যে কবিতা গুলো আপনাদের অনেক ভালো লাগবে। কারণ এই কবিতা গুলো একদম নতুন এবং আনকমন। কারণ এই কবিতা গুলো ইতিপূর্বে কেউ কোনদিন দেখেনি।
তাই আপনি যদি নিচের কবিতা গুলো পড়েন তবে অনেক ভালো লাগবে এবং বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরিক্ষায় কাজে লাগাতে পারবেন। এছাড়াও বিভিন্ন সভা সমাবেশে ও বক্তব্য দেয়ার সময়ও কাজে আসবে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা পড়তে থাকুন আপনার মনের তৃপ্তির জন্য শেষ পর্যন্ত।
বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতাঃ
বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা– নিচের কবিতাটি অনেক সুন্দর একটি কবিতা আশাকরি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে যারা ভালোবাসেন তাদের কাছে অনেক বেশি ভালোলাগবে। কারণ মহান যুদ্ধে যার অবদান আমরা কোনদিন শোধ করতে পারবোনা।
সেই মহান নেতাকে নিয়ে আমার এই কবিতা যদি ভালোলাগে তবে কমেন্স করে জানাবেন আমি আরো নতুন নতুন কবিতা আপনাদের উপহার দিব।
সোনার মানুষ
সোনার দেশের সোনার মানুষ
দেখেছো নাকি ভাই?
সোনার দেশের সোনার মানুষের
গল্প বলে জাই।
মহাকালের মহা নায়ক
বঙ্গবন্ধু ভাই
তাহার ভালো গুনের কথা
আজকে বলতে চাই।
নামটি তাহার শেখ মুজিবর রহমান
কৃর্তী তাহার পাহাড় সমান
বাচাঁলো যে বাংলাদেশের মান
নিজের জীবন বিপন্ন করে
দেশ করেছে স্বাধীন।
তাহার চেয়ে সোনার মানুষ
পাবে কি আর কোন দিন?
একই মানুষ
রক্ত ঝরা বাংলা আমার
লাল সবুজের দেশ।
রক্ত দিয়ে স্বাধীন করেছি
নয়কো তাতে শেষ
স্বাধীনতার এত পরেও
কেন হানা হানি ।
মানুষ মোরা একই কিন্তু
সবাই নাহি মানি ।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ বলি
সবাই মোরা এক।
রক্ত মোদের একই কিন্তু
নাইকো ভেদা ভেদ।
এসো আমরা সবাই মিলে
বাংলাটা কে গড়ি
দেশের তরে তবেই যেন
উন্নয়নের জোয়ার বইবে
ভাসবে সোনার তরী।
মারলে কেন?
মারলে কেন? জাতির নেতা,
দোষ কি ছিল তার?
রাজাকার আর আল বদরের
মুক্তি দিল সবার।
তাইতো তোমরা তাকে দিলে মৃত্যু উপহার।
সবাইকে নিয়ে বাঁচার তাহার
ছিল অনেক মনে আশা
তাইতো তোমরা সবাই মিলে
জীবন নিয়ে করলে সর্বনাশা।
আজকে যদি থাকতো তিনি
গড়তো সোনার দেশ।
তাকে পেলে ধন্য হতো
মোদের বাংলাদেশ।
মা-কে ডাকা
মা-গো তোমায় ডাকার পরেও
সাধ মিটেনা অমার ।
তাইতো তোমার
মুখের ছবি দেখি বারে বার।
দেখবো তোমায় নয়ন ভরে
মনে আমার আশা
তুমি আমায় দিলে মাগো
অনেক ভালোবাসা।
তোমায় মাগো কষ্ট দিলাম
বউয়ের কথা শুনে।
তাই আমি দুঃখ নিয়ে
সময় কাটাই দিন গুনে গুনে
জানি তোমায় পাবোনা মা
আমার এ জীবনে।
তাইতো তোমায় ডাকার আশা
রইলো আমার মনে।
দেশের মা
মাননীয় প্রধান মন্ত্রী
শেখ হাসিনা নাম।
দেশের দশের সেবা করাই
তাহার প্রধান কাম।
মায়ের মত ভালবেসে
দেশ গড়েছেন যিনি
আমরা সবে মা বলে যে
তাঁকেই মোরা চিনি।
যোগ্য দেশের যোগ্য মাতা
ধন্য মোদের দেশ।
কঠিন হাতে দেশ চালাও
নিয়ে দূর্গার বেশ।
যদিও আসে কঠিন সময়
পেয়োনা মা ভয়
আমরা থাকবো তোমার পাশেে
এটাই যেন হয়।
আশা করি উপরোক্ত বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা লিখাটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আমাদের সাইটে আরো অনেক সুন্দর সুন্দর নতুন কবিতা লেখা আছে আশাকরি এগুলোর সাথে সেগুলোও অনেক ভালো লাগবে।
তাই আপনাদের সুবিধার জন্য নিচে সেই কবিতা গুলোর লিংক আপনাদের সাথে শেয়ার করা হলো। আপনি চাইলে সেই কবিতা গুলো পড়তে পারেন। আশাকরি আপনাদের অনেক ভালোলাগবে। প্রথম থেকে শেষপর্যন্ত কবিতা গুলো পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরো নতুন কবিতা পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা ৫০০ শব্দের
শেখ রাসেলের জীবনী/ শেখ রাসেল রচনা