পরীক্ষার রেজাল্ট নিয়ে মজার উক্তি কবিতা শুভেচ্ছা ও স্ট্যাটাস

পরীক্ষার রেজাল্ট বা ফলাফল নিয়ে মজার উক্তি : আমরা জানি পরীক্ষা পাশ করা হচ্ছে লেখা পড়া করার চূড়ান্ত বিজয় । আর তাই পরীক্ষার পর রেজাল্ট পাওয়ার জন্য সবাই থাকে অনেক অপেক্ষায় । আর

এই রেজাল্টকে গিরে থাকে সবার মধ্যে উচ্ছাস। তাই সবাই ফলাফল প্রকাশ হওয়ার সাথে মিষ্টি খাওয়ার ধূম পড়ে যায়। আর ফল প্রকাশের পর দেখা যায় কারো মনে হাসি আবার কারো কান্নার রোল পড়ে যায়। বিশেষ

করে যারা পরীক্ষা দেয় তাদের অভিবাকগন থাকে অনেক বেশি চিন্তিত। আর তাদের সাথে আজকে এখানে আমি আপনাদের সাথে বেশ কিছু কবিতা , স্ট্যাটাস, শুভেচ্ছা শেয়ার করবো যে গুলো শেয়ার করতে

পারবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে । আর এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়তে থাকুন।

পরীক্ষার রেজাল্ট বা ফলাফল নিয়ে মজার উক্তি

পরীক্ষার রেজাল্ট বা ফলাফল নিয়ে মজার উক্তি : যখন আমাদের পরীক্ষার রেজাল্ট বা ফলাফল ভালো হয় তখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফলাফল নিয়ে মজার উক্তি দিয়ে থাকে আর

তাই দেখা যায় সেই সময় তারা নতুন ও আনকমন সকল উক্তি খোঁজ করতে থাকে। আর তাদের কথা মাথায় রেখে আপনাদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করার জন্য নিচে বেশ কিছু মজার উক্তি শেয়ার করা

হলো যে গুলো আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন ।

  1.  চেয়েছিলাম ভালো রেজাল্ট তা আজ পেলাম হাতে । তোমরা সবাই জীবনের উন্নয়নের পথে থেকো আমার সাথে।
  2. জীবনের কিছু সময় কষ্ট্য করেছিলাম বলেই আজ তার ফল পেলাম।
  3. কতটা রাত আর কতটা দীন যে এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম তা বলে বুঝানো যাবেনা।
  4.  আমি যখন আমার ফল দেখতে পেলাম আর সেই ফলাফল যখন বাবা মাকে বল্লাম তখন দেখলাম আমি যেন পাশ করিনাই, পাশ করেছে আমার বাবা মা।
  5. পরীক্ষায় পাশ করলাম আমি আর আমার কাছে মিষ্টি চাও তুমি।

পরীক্ষায় ভালো রেজাল্ট করায় শুভেচ্ছা

পরীক্ষার রেজাল্ট বা ফলাফল নিয়ে মজার উক্তি

পরীক্ষায় ভালো রেজাল্ট করায় শুভেচ্ছা : সবার ভাগ্যেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব হয়না । তাই দেখা যায় যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে থাকে তাদের নিয়ে সবাই গর্ভবোধ করে থাকে। আবার

কারো ছেলে বা মেয়ে যদি ভালো রেজাল্ট করে তবে তো কোন কথাই নাই ।তাই আজকে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভালো রেজাল্ট করা নিয়ে কিছু আনকমন ও নতুন শুভেচ্ছা যা আপনি

সবার সাথে শেয়ার করতে পারবেন। আর এই শুভেচ্ছা গুলো পাঠাতে পারবেন আপনার প্রিয়জনের কাছে। আর তার জন্য নিচের অংশটুকু পড়তে থাকুন।

  1. প্রিয় ভালোবাসার মানুষটি আমার তোমার পরীক্ষার রেজাল্ট শুনে অনেক খুসি হয়েছি । জীবনে অনেক বড় হও এই শুভকামনায় তুমার আপনজন।
  2. এত ভালো রেজাল্ট করবে ভাবতে পারিনাই তাই তুমাকে একরাশ ফুলের শুভেচ্ছা রইল।
  3. আমার এই ভালো রেজাল্ট করার জন্য অনেকেই দুয়া করে সহযোগীতা করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
  4. তোমাকে জাই লাল গোলাপ শুভেচ্ছা । তোমর এই ভালো রেজাল্ট তোমার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি এই প্রত্যাশায়।

পরীক্ষায় ফেল নিয়ে উক্তি

পরীক্ষায় ফেল নিয়ে উক্তি :  পরীক্ষায় ফেল করা যে কতটা কষ্টের সেটা শুধু বুঝতে পারে যারা পরীক্ষায় ফেল করে তারা । আর সবাই তাদেরকে নিয়ে উপহাস করতে থাকে। তাদের মনের দুঃখ বুঝার চেষ্টা করেনা ।

আর তাদের সেই দুঃখকে ভাগাভাগি করে নেয়ার জন্য এখানে বেশ কিছু উক্তি শেয়ার করবো যে উক্তিগুলো আপনার ফেল করা বন্ধু বা বান্ধবীর সাথে শেয়ার করে তাদেরকে সহানূভতি জানাতে পারবেন।

  • ফেইলর ইজ দা পিলার আফ সাকসেস।
  • জীবনে ব্যর্থতাকে সফলতার পথ বানিয়ে নাও । আর এখান থেকেই নিজেকে গড়ার কাজ শুরু করে দাও।
  • পরীক্ষায় ফেল করাকে ব্যর্থতা মনে করিও না। এটাকে তুমি মনে করে নাও জীবনের নতুন এক অধ্যায়।
  • ফেল করেছো তাতে কি হয়েছে এর পর তুমি সবাইকে দেখিয়ে দাও তুমি নিজে কতটুকু যোগ্য।
  • ব্যর্থতাকে পরাজয় মনে না করে এখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করে আগের থেকে আরো বেশি প্রস্তুতি নিয়ে । দেখবে সফলতা তোমার কাছেই আসবে।

পরীক্ষার রেজাল্ট নিয়ে কবিতা

পরীক্ষার রেজাল্ট নিয়ে কবিতা : কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা অনেক সুন্দর একটি প্রক্রিয়া আর তাই যখন কোন সুখের অনূভতি আমরা কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারি। আার আপনাদের সেই

কাজটাকে সহজ করার জন্য এখানে নতুন ও আনকমন একটি কবিতা শেয়ার করা হলো যে কবিতাটি আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন। এতে করে আপনার বন্ধু ‍ও বান্ধবী অনেক বেশি আনন্দ পাবে। আর এই সুন্দর কবিতাটি পড়ার জন্য নিচে দেখুন।

পরীক্ষার রেজাল্ট 
                  সাইফুল ইসলাম

পরীক্ষা দিয়েছি অনেক দিন হলো
আপেক্ষায় আছি দিবে বলে ফল।
ভালো রেজাল্ট করলে তবেই
পাবো গায়ে অনেক বেশি বল।
ভালো রেজাল্ট করলে পরে
চান্স পাবো ভালো কলেজে।
তা নাহলে বলবে খারাপ
ঘৃনা করবে যে সকলে।
আছেন যত প্রতি বেশি
দোয়া আমি চাই ।
সবার দোয়া আমি যেন
গোল্ডেন এ + পাই।
উজ্জল হবে মা-বাবার মুখ
খুশি হবেন যে সবাই।
তাইতো আমি সকলের কাছেে
এমন আকূতি করে দোয়া চাই।

 পরীক্ষায় রেজাল্ট নিয়ে স্ট্যাটাস

পরীক্ষায় রেজাল্ট নিয়ে স্ট্যাটাস : পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের শুরু হয় অপেক্ষার পালা দীর্ঘ ২ থেকে ৩ মাস অপেক্ষা করতে হয় এই পরীক্ষার রেজাল্ট পেতে। তাই দেখা যায় এই রেজাল্ট বের হবার সাথে

সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেয়ার প্রতিযোগীতা । আর যারা পরীক্ষার রেজাল্ট নিয়ে স্ট্যাটাস দিতে চান তাদের জন্য এখানে শেয়ার করা হলো নতুন কিছু স্ট্যাটাস যেগুলো আপনি শেয়ার করতে পারবেন সবার সাথে।

  1. পরীক্ষার রেজাল্ট হয়েছে আজ ।  খুসি সবার মন জীবনে অনেক বড় হতে করিও জীবনের যতন।
  2. জীবনে ভালো কিছু পাওয়ার যে আনন্দ ।  তা এই রেজাল্ট হওয়ার পর বুঝতে পারলাম।
  3. আমার রেজাল্ট শুনে যারা খুসি হয়েছেন সবাইকে ধন্যবাদ।
  4. আজকে আমি অনেক খুসি পেয়ে আমার রেজাল্ট। সবার কাছে চাইছি দুয়া হই যেন অনেক বড়।
  5. মিষ্টি ছাড়া গ্রহণ করো আমার রেজাল্ট খানি। তোমরা সবাই আমায় ভালোবাস এটা আমি মানি।

পরীক্ষার রেজাল্ট বা ফলাফল নিয়ে মজার উক্তি এর শেষ কথা

পরীক্ষার রেজাল্ট বা ফলাফল নিয়ে মজার উক্তি এর শেষ কথা : পরিশেষে কলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে যাচ্ছি আজকের এই লেখাটির । আমার বিশ্বাস লেখাটি পড়ে আপনারা

অনেক মজা পেয়েছেন। এই ধরনের আরো অনেক মজার মজার লেখা আমাদের এই সাইটে আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলো পড়তে পারেন আশাকরি অনেক ভালো লাগবে। আর তার জন্য নিয়মিত

আমাদের সাইটি ভিজিট করুন। এছাড়াও আমাদের সাইটে বিদেশের বিষয়ে নিয়মিত আপডেট তথ্য শেয়ার করা হয় সে লেখাগুলোও আপনি পড়তে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আরো একই বিষয়ে পড়তেঃ

About 24 Favor

Check Also

New year SMS and Quotes

New year SMS and Quotes

Every end of the month we are busy wishing for the new year. Because all …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *