সেরা বক্তব্য শেখার কৌশল: আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আমাদের সবারই জানা দরকার। কারণ অনেক সময় আমরা সবার সামনে
কথা বলতে পারিনা । আবার অনেক সময় দেখা যায় দু-একটা কথা বলার পরই আমরা আর কথা চালিয়ে নিয়ে যেতে পারিনা। কয়েক কথা বলার পরেই আমাদের কথা শেষ হয়ে যায়। তাই আজ এখানে এমন কিছু
বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয় গুলো জানার পর আপনি খুব সহজেই হাজার হাজার মানুষের সামনে নিজেকে মেলে ধরতে পারবেন। আপনি সবার সামনে কোন প্রকারের দূর্বলতা ছাড়াই নিজের বক্তব্য পেশ করতে পারবেন।
সেরা বক্তব্য শেখার কৌশল
সেরা বক্তব্য শেখার কৌশল : সবাই বক্তব্য দেয় কিন্তু অনেক সময় দেখা যায় তাদের বক্তব্য কেউ শুনতে চায়না। আবার অনেক সময় শ্রোতা তার বক্তব্যকে বিরক্ত মনে করে । তাই আমরা কিভাবে বক্তব্য দিলে বাসেরা বক্তব্যাটি দিতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো । যে বিষয়গুলো জানার পর আমরা
সেই বিষয় গুলো পালন করে আমরা আমাদের বক্তব্যকে সেরা বক্তব্য করে গড়ে তুলবো। আর তার জন্য নিচের লেখাটি পড়ে সেই অনুযায়ী আপনার বক্তব্য দিতে হবে ।
বক্তব্যর সময় বয়ষ বিবেচনা করা
বক্তব্যর সময় বয়ষ বিবেচনা করা: প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তাহলো আপনি যাদের উদ্দেশ্য বক্তব্য দিচ্ছেন তাদের বয়স কত? তাদের যদি গড় বয়ষ জানেন তবে আপনার জন্য বক্তব্য দেয়া
অনেক সহজ হয়ে যায়। কারণ আপনাকে শ্রোতার বয়স হিসেব করে আপনাকে তাদের পছন্দের তালিকা তেলা আপনি যাদের উদ্দেশ্য বক্তব্য দিবেন তাদের বয়স বিবেচনা কর সেই এলাকায় বক্তব্য দিবেন কারণ জোয়ান মানুষের চাহিদা একরকমন আর বুড়ো মানুষের বিচার বিশ্লেশন আরেক রকমের ।
বক্তব্যর মধ্যে বিভিন্ন ছন্দ ও উপমা ব্যবহার করা
বক্তব্যর মধ্যে বিভিন্ন ছন্দ ও উপমা ব্যবহার করা: যখন আপনি বক্তব্য দিবেন তখন শুধু নিরস ভাবে বলেই যাবেননা। মাঝে মধ্যে কথার মাঝে মাঝে ছন্দ বা উপমা ব্যবহার করবেন। আর এইভাবে যদি আপনি
প্রতিনিয়ত বক্তব্য প্রদান করতে থাকেন তখন দেখবেন আপনি সবার কাছে এক সময় জনপ্রিয় হয়ে গেছেন। যার বাস্তবউদাহরণ হচ্ছে আমাদের সমাজে আলেম সমাজ যারা বিশেষ করে যুক্তিবাদী বা হাস্য রস করে
কথা বলতে পারে তাদের বক্তব্য মানুষ বেশি করে শুনে। যেমন আরো জ্বলন্ত উদাহরণ তাহেরী হজুর। যাই হোক আপনিও আপনার বক্তব্য প্রদানের সময় এই টিপস ব্যবহার করবেন।
বক্তব্যর মাধ্যমে মানুষের মনের দাবি তুলে ধরা
বক্তব্যর মাধ্যমে মানুষের মনের দাবি তুলে ধরা: বক্তব্য দেয়ার সময় চিন্তা করবেন এই সময় মানুষের মনের ভাব বা দাবি কি সেই অনুযায়ী যদি আপনি বক্তব্য দিতে পারেন তবে খুব সহজেই মানুষের মনের
ভিতরে স্থান করে নিতে পারবেন। তাই সবসময় জনগনের সামনে কথা বলার সময় তাদের মনের দাবি তুলে ধরবেন। তাহলেই দেখবেন আপনি খুব সহজেই সেরা বক্তা হয়ে গেছেন।
বক্তব্যর বিষয়ে জ্ঞান অর্জন করা
বক্তব্যর বিষয়ে জ্ঞান অর্জন করা: জ্ঞান অর্জন করার কোন প্রকার বিকল্প নেই । আপনি যদি একটি বিষয়ে পর্যাপ্ত না জানেন তবে আপনি সেই বিষয়ে সুন্দর করে বলতে পারবেন না এটাই স্বাভাবিক । তাই যখন
আপনি কোন বিষয়ে বা কোন এলাকার মানুষের সামনে কথা বলতে যাবেন তখন সেই বিষয় নিয়ে বক্তব্য দেয়ার পূর্বেই পূর্ণ জ্ঞান অর্জন করুন। তাহলে দেখবেন মানুষ মনযোগ দিয়ে আপনার কথা শুনছে। কারণ
অনেক সময় দেখা যায় আমরা যা কথা বলি তা অনেকটাই বাঝে কথা তাই শ্রোতা তা শুনতে চায় না।
ভালো শ্রোতা হতে হবে
ভালো শ্রোতা হতে হবে: আপনি যদি ভালো বা সেরা বক্তব্য দিতে চান তবে প্রথমে ভালো শ্রোতা হতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে যে সকল ভালো বক্তা আছে তাদের বক্তব্য শুনতে হবে । আর দেখতে হবে তারা
কিভাবে বক্তব্য প্রদান করে । তাদের কথা বলার ধরণ কেমন। তাদের অনুসরণ করলেই দেখবেন আস্তে আস্তে আপনিও একদিন তাদের মত সেরা বক্তা হয়ে গেছেন।
বলা যায় মুটামুটি উপরোক্ত বিষয় সমূহ অনুসরণ করলেই আপনি নিজেকে একসময় সেরা বক্তা হিসেবে উপস্থাপন করতে পারবেন। এছাড়াও যাদি আপনার মনে হয় তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্রেক্টিস করতে পারেন সেক্ষেত্রেও অনেক উপকার পাবেন।
সেরা বক্তব্য শেখার বই
বক্তব্য শেখার বই: আমাদের কাছে অনেকেই জানতে চায় আমি একজন ভালো মানের বক্তা হতে চাই সেই ক্ষেত্রে কোন বই পড়লে আমি ভালো বক্তা হতে পারবো । আসলে আমি যে জীনিসটি আপনাদের বলতে
চাই আপনি যদি একজন ভালো বক্তা হতে চান তবে নিজে নিজে প্রচুর অনুশীলন করতে হবে । আর এই চর্চার মাধ্যমেই কেবল এই সেরা বক্তা হওয়া সম্ভব। আর এছাড়াও আপনি কিছু কিছু বই পড়তে পারেন যে বই
গুলো আপনাকে কিছু বিষয়ে ধারণা দিবে আপনি কিভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবেন। কিভাবে সবার সমনে কথা বলতে হয় । কথা বলার ধরণ কি হবে । এই বিষয় গুলো সম্পর্কে কিছু ধারণা
আপনাকে দিবে নিচের বই গুলো পড়লে। তবে মনে রাখবেন আপনার উন্নয়ন কেবন আপনার চর্চার মাধ্যমেই সম্ভব অন্য কোন উপায় সম্ভব নয়।
- ফ্রি এই বইটি পড়তে পারেন বক্তব্য শিখবেন কিভাবে। দেখার জন্য এখানে ক্লিক করুন।
- বস মেনেজ মেন্ট এই বইটি পড়তে পারেন আর তার জন্য এখানে ক্লিক করুন।
সেরা বক্তব্য শেখার কৌশল এর শেষ কথা
বক্তব্য শেখার কৌশল এর শেষ কথা: আশাকরি উপরোক্ত টিপস গুলো আপনাদের অনেক কাজে লাগবে। এছাড়াও আরো কোন বিষয়ে যদি আপনাদের জানার থাকে তবে আমাদের কাছে প্রশ্ন করবেন আমি
আপনাদের সেই বিষয়টি জানিয়ে দিব। সমাজের কাছে আপনি মাথা উঁচু করে কথা বলেন এই প্রত্যাশায় আজকের মত এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। এই লেখা ছাড়াও আমাদের সাইটে আরো অনেক গুরুত্ব পূর্ণ
লেখা আছে যে লেখা গুলো পড়লে আপনি অনেক উপকার পাবেন । আপনাদের সুবিধার জন্য নিচের সেই লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।
আরো পড়তে পারেন :
নির্বাচনী বক্তব্য দেওয়ার নিয়ম
মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস ছন্দ