শুক্রবারের শুভেচ্ছা:-প্রতিটি দিন মুসলমানদের জন্য শুভ দিন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দিন হচ্ছে শুক্রবার
। শুক্রবার বলা চলে মুসলমানদের জন্য হজের দিন। এই দিনটি মুসলমানদের পবিত্র দিন। সকলেই জুম্মার নামাজের জন্য
প্রস্তুত হয়। আর তাই এই দিনে সবাই আমরা এসএমএস বা উক্তির মাধ্যমে একে অপরের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করে
থাকি, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মোবাইল এসএমএস দিয়ে এই দিনটি উদযাপন করে।
আর যারা এই দিনটিকে স্মরন রাখার জন্য মোবাইল অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএমএস,উক্তি শেয়ার
করেন , তাদের উদ্দেশ্যে আমার এই লেখা । আপনাদের জন্য সুন্দর সুন্দর এসএমএস এবং উক্তি প্রদান করা হলো আশা
করি আপনাদের পছন্দ হবে এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে আমার এসএমএস ও উক্তি শেয়ার করতে পারবেন।
শুক্রবার- Friday
শুক্রবার হলো সপ্তাহের সাত দিনের মধ্যে একটি দিন। মুসলমানদের জন্য অধিক পবিত্র দিন । বেশির ভাগ মুসলিম দেশে
এ দিন টিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা আছে অর্থাৎ সাপ্তাহিক বন্ধের দিন হলো শুক্রবার । অন্য একটি হাদিস
বুখারী ৮৭৬ মুসলিম ৮৫৫ বলা হয়েছে ।
’’উম্মতে মুহাম্মদীর জন্য এটি মহান দিন। জুম্মার দিনটিকে সম্মান করার জন্য ইহুদী-নাসারাদের কে বলা হয়েছিল কিন্তু
তারা মতবিরোধ করে এই দিনটিকে প্রত্যাখ্যান করেছিল অতঃপর ইহুদীরা শনিবারকে , আর খ্রিষ্টানরা রবিবারকে তাদের
ইবাদতের দিন বানিয়েছিল। অবশেষে আল্লাহ এ উম্মতের জন্য শুক্রবারকে ফযিলতের হিসেবে দান করেছেন। আর
উম্মতে মোহাম্মদীগন তা গ্রহণ করেছে। এই হাদীস দ্বারা প্রমাণিত হযে শুক্রবার কত মর্যাদাপূর্ণ।
যদি আমরা শব্দ গত উৎপত্তি ধরি তাহলে ইংরেজি ভাষার উৎপত্তি পুরনো ইংরেজি ফ্রিগের দিন থেকে উৎপত্তি হয়েছে।
শুক্রবারের শুভেচ্ছার এসএমএস- Friday Wishing SMS
যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে শুক্রবার হচ্ছে বন্ধের দিন । এই দিন সরকারি বন্ধ থাকে অফিস-আদালত কল-কারখানা
বেশিরভাগ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বন্ধ থাকার কারণে এ দিনটিকে আমরা উপভোগ করতে পারি। আসুন আমরা এই
দিনটিকে সুনন্দর সুনন্দর এসএমএস-বিভিন্ন যোগামযোগ মাধ্যম বা মোবাইলে আদান প্রদান করে আরো প্রানবন্ত করে
তুলি।
প্রিয় বন্ধু আমার,
প্রিয় বন্ধু আমার পবিত্র জুম্মার দিনে তোমাকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা । বাড়ীর সবাইকে সাথে নিয়ে জুমার নামাজ
পড়ো। ভালো থাকো জুম্মার এই পবিত্র দিনে তোমার জন্য দোয়া করি জুম্মার পবিত্রতা তোমার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি।
একামনায় তোমার বন্ধুৎ
তোমার নাম……………………..।
প্রিয় ভালবাসা আমার ,
আজকে আমাদের ছেড়ে তুমি চলে গেছো দূর বিদেশে। আর যেখানেই থাকো ভালো থাকো এই কামনাই করি । আজকের
এই জুম্মার দিন তুমি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সর্বদা তোমার মঙ্গল কামনা করুক এই প্রত্যাশা নিয়েই শেষ করছি।
ইতি
তোমার ভালোবাসা
শুক্রবারের শুভেচ্ছা বিনিময়ের জন্য সুনন্দর সুনন্দর ছবি- Friday wishing Image
ছবির মাধ্যমেও আমরা অনেকে শুক্রবারের দিনটিকে আরো ভালবাসায় এবং ধর্মীয় ভাব প্রকাশের জন্য সুনন্দর সুনন্দর
লেখা যুক্ত ছবির মাধ্যমে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তথা মোবাইলে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাবের আদান
প্রদান করে থাকে। আর তাদের জন্যই আমার এ আয়োজন ।
আসুন আপনার পছন্দ হবার মত কয়েকটি লেখা ওয়ালা ছবি দেয়া হলো। আপনি আপনার পছন্দমত ছবি নিয়ে শেয়ার
করুন আপনার বন্ধু বান্ধব বা আত্বীয় স্বজনের সাথে।
আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আমাদের নিচের ছবিটি। আশাকরি আপনি যদি আপনার বন্ধু বান্ধবদের মাঝে
এই ছবি শেয়ার করেন তাহলে তারা এই ছবিটি খুবই পছন্দ করবে। তাছাড়া আপনি শেয়ার করতে পারেন এই ছবিটি
আপনার ফেসবুকে সবাইকে শুক্রবারের শুভেচ্ছা বিনিময়ের জন্য।
অতি সাধারন একটি ছবি এইট কিন্তু দেখতে অনেক সুনন্দর । তাই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আমার এই
ছবিটি। এবং শেয়ার করতে পারেন সমাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায়।
সবাইকে জুমার নামাজের দাওয়াত দেয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন নিচের এই ছবিটি । আসুন আমরা সবাই
জুমার দিনে বেশি বেশি করে সবাইকে নামাজের দাওয়াত দেই এই ছবির মধ্যমে।
আমরা সবাই শান্তি চাই । প্রতিটি মানুষ বসবাস করুক সুখ আর শান্তিতে তার জন্যই মূলত আমার এই ছবিটি । আসুন
আমরা এই ছবির মাধ্যমে সবার সুখ শান্তি কামানা করি।
শুক্রবারের শুভেচ্ছা এর উক্তি
শুক্রবার এর উক্তি বিভাগে আমরা আপনাদের উপহার দিবো সুন্দর সুন্দর উক্তি । উক্তি গুলো আপনারা বিভিন্ন সামাজিক
যোগাযোগ মাধ্যম এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করে শুক্রবার এই
দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে পারবেন।
আসুন সুন্দর সুন্দর সেই উক্তি গুলো দেখার জন্য নিচের সবগুলো উক্তি পড়ে দেখি এবং আপনার পছন্দমত উক্তিটি এখান
থেকে নিয়ে শেয়ার করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবারের জুম্মার দিন
সবাই আমার সালাম নিন।
শুভ জুম্মা মোবারক।
হাত মুখ ধৈাত আর গোসল করি।
এবার চলুন ওযু করি,
তারপরে নামাজ পড়ি।
শুভ জুম্মা মোবারক।
দিচ্ছে আজান পড়ছে ডাক
সকল কাজ দূরে থাক।
শুভ জুম্মামোবারক
আসবে তোমার কঠিন মরন
থাকবেনা তো তুমি।
দুনিয়া ছেড়ে চলে যাব ।
আমি তুমি সবি।
শুভ জুম্মামোবারক।
কেমন করে থাকবো আমি
অন্ধকার কবরে।
নামাজ আমার হবে সথী।
সেইনা বিপদে।
শুভ জুম্মামোবারক।
শিশু থেকে কিশোর হলাম
কিশোর থেকে যুবক।
যুবক থেকে বৃদ্ধ হলাম,
বৃদ্ধ থেকে মরন।
তবুও ভাই হয়না আমার
মরনের কথা স্মরন।
শুভ জুম্মামোবারক।
অহংকারে অন্ধ তুমি,
টাকার বড়াই কর।
সময় থাকতে তুমি উরে,
আল্লাহর পথ ধর।
শুভ জুম্মামোবারক।
পরিশেষে বলা যায় আপনি যদি শুক্রবারের দিনটি সবার সাথে ভালবাসা বিনিময়ের মাধ্যমে কাটাতে চান তাহলে আমাদের
উক্তি এসএমএস ও ছবি বিনিময়ের মাধ্যমে আরো স্মরণীয় করে রাখতে পারেন। এছাড়াও যদি আপনার আরো কোন বিষয়ে
জানতে ইচ্ছে করে তাহলে লিখতে পারেন আমাদের কাছে পরবর্তী লেখায় আপনার চাহিদা মত লেখা প্রকাশ করবো
ইনশাল্লাহ্।
এছাড়াও আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন আমার এ লেখা সম্পের্কে কষ্ট্য করে পড়ে মতা মত প্রকাশ করলে
ধন্য হব। সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক অগ্রীম ধন্যবাদ।