মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি

মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি – আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে জানতে চায় মালয়েশিয়ায় কোন

কাজের চাহিদা বেশি, এবং কোন কাজে গেলে সহজে ভিসা পাওয়া যাবে । একই সাথে কোন কাজে বেতন বেশি? এ ধরনের

প্রশ্ন অনেকেই করে থাকেন। আজকে আমি এখানে আপনাদের সবার ‍প্রশ্ন গুলোর আলোকে আজকে এ বিষয়গুলো নিয়ে

বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতে পারেন। আর তার জন্য

আপনাকে যা করত হবে তাহলো এই লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে হবে। তবেই আপনি জানতে পারবেন

মালয়েশিয়া কোন কোন কাজে অনেক বেশী লোক দিচ্ছে, এবং মালয়েশিয়ায় কোন কাজের বেতন কত? একই সাথে

মালয়েশিয়ার লোক নেওয়ার জন্য যে জব সার্কুলার আছে সেই সার্কুলার গুলো দেখতে পারবেন। আর কথা না বাড়িয়ে প্রথম

থেকে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি পড়তে থাকুন আর জেনে নিন বিস্তারিত বিষয় গুলো।

মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি

মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি ছবি
মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি ছবি

মালয়েশিয়া হচ্ছে মিডিলিস্ট দেশ গুলোর মধ্যে অন্যতম একটি ভাল দেশ। যে খানে কোন প্রকার ঝামেলা নাই। এই দেশের

শ্রম আইন অনেক ভালো । এখানে দেখা যায় অন্যান্য দেশের মতো, কোম্পানিগুলো বেতন নিয়ে ঝামেলা করে না। বেশির

ভাগ কম্পানিই তাদের শ্রমিকদের বেতন মাসের প্রথম ২ থেকে ৫ দিনের মধ্যে ক্লিয়ার রাখে । প্রতিটা কোম্পানির

নিয়মকানুন অনেক ভালো, আর তাই অনেকেই মালয়েশিয়া আসার জন্য ইচ্ছা পোষণ করে থাকেন। কিন্তু তারা জানেনা

কোন কাজে ভিসা বেশি পাওয়া যায়, এবং কোন ভিসার কাজের কত দাম? আর এভাবে বিদেশ গেলে বেতন কি পরিমাণে

হবে। এ সকল বিষয়ে বিস্তারিত ধারণা দিব। এর সাথে আরো জানতে পারবেন মালয়েশিয়ায় জন্য যে সকল কাজের অফার

বেশি আসে, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত । যাতে করে আপনি এখান থেকে আপনার পছন্দমত যে কাজটি

আপনার জন্য সুবিধা, এবং ভালো লাগে  সেই সাথে যে কাজটি আপনি অনেক ভাল জানেন সেই কাজের উপরে আপনি

বিদেশ যেতে পারেন। এতে করে একদিকে যেমন আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। অন্যদিকে কাজ করে

অনেক মজা পাবেন।

ফ্যাক্টরিতে লোক নিয়োগ মালয়েশিয়ায়

মালয়েশিয়া হচ্ছে শিল্পোন্নত দেশ । এখানে প্রচুর পরিমাণ মিল ফ্যাক্টরি গড়ে উঠেছে। যার কারণে মালয়েশিয়ান প্রতিবছরই

অনেক লোক নিয়োগ করে থাকেন। এই দেশটিতে বিশেষ করে ফার্নিচার ফ্যাক্টরি অনেক বেশি প্রচলিত। এছাড়াও আরো

অনেক ধরনের মিল ফ্যাক্টরি এখানে গড়ে উঠেছে। যারা এখানে প্রতিবছর নতুন নতুন কর্মী নিয়োগ করে থাকে । তাই

ফ্যাক্টরির কাজ আপনার জন্য হতে পারে এক অপার সম্ভাবনার জায়গা। যে খানে আপনি খুব সহজেই পেতে পারেন  ভিসা।

আর এর জন্য নিম্নোক্ত কোম্পানিগুলো হচ্ছে উল্লেখযোগ্য।

কনস্ট্রাকশনে মালয়েশিয়ায় লোক নিয়োগ

মালয়েশিয়ায় প্রচুর পরিমাণ কনস্ট্রাকশনের কাজ হয় প্রতিবছরই। কারণ এই দেশে প্রতিবছর নতুন নতুন দালান নির্মাণ করা

হয়। যার ফলে এই সেক্টরে তাদের প্রচুর লোকের প্রয়োজন হয়। যা তাদের দেশ থেকে সংগ্রহ করা সম্ভব হয় না। আর তাই

তারা এই সেক্টরে প্রচুর বাহিরের কর্মী নিয়োগ দিয়ে থাকে। এতে করে বাংলাদেশ ও ভারতের যারা এই কাজে দক্ষ তারা এই

কাজের জন্য খুব সহজেই মালয়েশিয়া যেতে পারবেন।

CONSTRUCTION WORKERS FOREIGNER

U.E Kurnia Sdn Bhd
Butterworth
MYR 2,000 – MYR 2,500
Posted on 1-Nov-22

হোটেল কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া

বিভিন্ন সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে মালয়েশিয়া হচ্ছে আকর্ষণীয় স্থান। এছাড়াও মালয়েশিয়ার মার্কেট গুলো অনেক

উন্নত, যার কারণে অনেক দেশের মানুষ সেখানে গিয়ে মার্কেট করে থাকেন। যার জন্য মালয়েশিয়া প্রতিবছর প্রচুর পর্যটক

সমাগম হয়। আর এদেরকে বিভিন্নভাবে সেবা দিতে প্রচুর কর্মী প্রয়োজন হয়, যা তারা বাইরের দেশগুলো থেকে নিয়ে থাকে।

আর তাই আপনি যদি হোটেলের কাজে আগ্রহী, এবং এ কাজে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে মালয়েশিয়া আপনার জন্য

উপযুক্ত স্থান হতে পারে।

ক্লিনিয়ারে লোক নিয়োগ মালয়েশিয়া

এই দেশটিতে প্রতি বছরই প্রচুর পরিমাণে টুরিস্ট এর আগমন হয়ে থাকে। আর তাই এখানকার রাস্তা থেকে শুরু করে সব

জায়গা সব সময় পরিস্কার পরিছন্ন রাখতে হয়। যার ফলে দেখা যায় এই সেক্টরে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন হয় । যা

তারা তাদের দেশ থেকে নিয়োগ দিয়ে করা সম্ভব হয়না। তাই তারা প্রতি বছর বাহিরের দেশ গুলো থেকে লোক নিয়ে করিয়ে

থাকে। আর তাই যদি আপনি এই কাজের অভিজ্ঞতা থাকে তবে আপনি খুব সহজেই এই দেশে যেতে পারবেন।

ড্রাইভিং কাজে লোক নিয়োগ

শিল্পোন্নত এবং পর্যটক নির্ভর দেশ হওয়াতে এই দেশে প্রচুর পরিমাণে গাড়ি ব্যবহার করা হয়। আর যার করণে দরকার হয়

অনেক দক্ষ ড্রাইভারের যার ফলে প্রতিবছরই তারা বাইরের দেশগুলো থেকে যাদের এই কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে

নিয়োগ করে থাকে। আর যারা ড্রাইভিং কাজে আসে এদের বেতন সাধারণত হয় অনেক বেশি। তাই আপনি যদি একজন

দক্ষ ড্রাইভার হয়ে থাকেন তাহলে এ দেশটিতে আসতে পারেন খুব সহজেই। সেক্ষেত্রে আপনি অনেক টাকা ইনকাম করতে

পারবেন।

পাইপ ফিটিংএ মালয়েশিয়া লোক নিয়োগ

বহুসংখ্যক বাড়ি ঘর নির্মাণ করার কারণে, এই দেশটিতে এই কাজের জন্য প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হয়। যা

এখানকার স্থানীয় লোক জন দ্বারা সম্ভবপর হয়না । আর তাই তারা প্রতি বছরই বাইরের দেশগুলো থেকে পাইপ ফিটিং কাজ

করার জন্য লোকবল নিয়োগ করে থাকে। আর আপনি যদি এই কাজের উপর একজন দক্ষ কর্মী হন তবে খুব সহজ্চেই

আসতে পারবেন এই দেশটিতে।

টাইলস মিস্ত্রিতে লোক নিবে মালয়েশিয়া

টাইলস এর কাজের উপরে দক্ষ লোকের প্রচুর চাহিদা রয়েছে দেশটিতে। এখানে বহুসংখ্যক লোক নিয়োগ করে থাকে

এই ধরনের কাজের  জন্য। আর যারা টাইলস কাছে দক্ষ, তাদের বেতনও হয় অনেক বেশি। তাই আপনি যদি এই কাজটাতে

দক্ষ হয়ে থাকেন তাহলে এখানে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন।

ইলেকট্রিশিয়ানে লোক নিয়োগ মালয়েশিয়াতে

যেহেতু এই কাজটি টেকনিক্যাল কাজ তাই খুব কম সংখ্যক লোক পাওয়া যায় এই কাজটিতে। যারা এই কাজের উপর দক্ষ

তারা মালয়েশিয়াতে ভাল বেতনে চাকুরী পেয়ে থাকেন। আর তাদের ভিসা পেতে অনেক সহজ হয়। আর আপনি যদি এই

কাজের উপর একজ দক্ষ কর্মী হয়ে থাকেন তবে এখানে আসা আপনার জন্য খুবই সহজ। তাছাড়া এখানে আপনি অনেক

দিন কাজ করার সুযোগ পাবেন। একই সাথে বেতন অনেক ভাল হবে।

কৃষি কাজের জন্য মালয়েশিয়াতে লোক নিয়োগ

এখানে রয়েছে প্রচুর পরিমাণে পাম গাছ । আর এই গাছ গুলো এই দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক ভূমিকা পালন করে

থাকে। এই গাছ গুলো পরিচর্যা করার জন্য অনেক লোক প্রয়োজন হয় । যা তারা তাদের দেশ থেকে নিয়ে করানো কঠিন

হয়ে পরে। যার ফলে তারা বাহিরের দেশ থেকে লোক নিয়ে করিয়ে থাকে। আর যাদের এই ধরনের কাজ করার আগ্রহ ও

দক্ষতা আছে তাদের জন্য এই দেশ উপযুক্ত জায়গা।

গার্মেন্টস কর্মী নিয়োগ

বাংলাদেশ ও ভারত গার্মেন্টস অনেক বেশি থাকাতে এই দেশ দুটিতে রয়েছে এই কাজের উপর অনেক দক্ষ জনগোষ্ঠি যার

কারণে এই দেশ দুটো থেকে অনেক লোক বাহিরের দেশে নিয়োগ দিয়ে থাকে। আর বর্তমানে বিশ্বের বহুদেশ মালয়েশিয়া

শিল্প স্থাপনের সুবিধা থাকায় সেখানে নতুন নতুন গার্মেন্টস গড়ে উঠছে যার ফলে সেখানে অনেক লোকের প্রয়োজন। আর

তাই এখানে সবসময় এই সেক্টরে বহুসংখ্যক লোক নিয়োগ করে থাকেন। আপনি যদি এই কাজটি ভাল জানেন তবে আপনি

এই দেশটিতে কাজ করতে পারেন।

বাসা বাড়ীতে কাজ

গৃহ কর্মী থেকে শুরু করে হাউজ ড্রাইভার দের প্রচুর চাহিদা রয়েছে এখানে। বাহিরের দেশ থেকে পর্যটক আসা সহ এখানে

বাসা বাড়ি পরিস্কার করার জন্য তারা প্রতিবছর লোক নিয়ো করে থাকে। আর তাই যারা এই সকল কাজ করার জন্য আগ্রহী

তারা খুব সহজেই আসতে পারেন এই দেশটিতে।

রস্তার কাজ

এখানে সবসময় রাস্তার কাজ চলমান থাকে । কারণ এই দেশটির রাস্তায় অনেক বড় বড় লড়ি ও প্রাইভেট গাড়ী চলাচল

করে। যার ফলে দেশের সরকার সবসময় এই ব্যাপারে সজাগ। তাই  এই কাজ করার জন্য গরীব দেশ গুলো থেকে লোক

নিয়ে থাকে। আপনি যদি এই কাজ করার জন্য অগ্রহী থাকেন তবে সেখানে যেতে পারবেন।

রেস্টুরেন্ট বা হোটেল কর্মী

খাবার হোটেল থেকে শুরু করে থাকার হোটেল এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। কারণ প্রতিবছর এখানে প্রচুর পরিমাণে

পর্যটক আসাতে এই হোটেল গুলো গড়ে উঠেছে । আর এই সকল হোটেলের অনেক ধরনের কাজ থাকে। যার ফলে অনেক

লোকবলের প্রয়োজন হয়। যা তারা বাহিরের দেশ গুলো থেকে নিয়ে থাকে। আর আপনি যদি এই কাজে পারদর্শি হয়ে

থাকেন তবে সেখানে যেতে পারেন। অনেক ভাল হবে।

মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি এর শেষ কথা

আশা করি উপরোক্ত মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি  লেখাটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি এই

সকল বিষয়ে আপনাদের আরো কোন প্রকারের প্রশ্ন থাকে তবে আমাদের কাছে লিখতে পারেন। যার উত্তর আমরা প্রদান

করবো। আপনাদের একটি বিষয়ে অবগতির জন্য বলা , যেই কাজেই আপনি বিদেশ যাননা কেন সেই কাজে আপনাকে

দক্ষতা থাকতে হবে তবেই আপনি আশানুরুপ টাকা আয় করতে পারবেন। আমাদের আরো অনেক প্রয়োজনীয় লেখা আছে

যা আপনি পড়তে পারেন। লেখাটি কেমন লেগেছে কমেন্স করে আমাদের জানাবেন। অনেক অনেক ধন্যবাদ লেখাটি

প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

National human trafficking awareness day 2023

National-human-trafficking-day is an International celebration event. If anyone celebrates this day he can use our …