বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন নিয়ম : আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে
বিষয়টি অনেকের জন্যই বেশ প্রয়োজনীয় । কারণ এই বিষয়টি না জানার কারণে অনেক সময় দেখা যায়
সমস্যার সন্মুখিন হয় । আবার অনেক সময় দেখা যায় জীবনে অনেক বড় ধরনের রিক্স নিয়ে থাকে। কিন্তু
আমারা যদি একটু সচেতন হয়ে বিদেশ থেকে কিছু প্রক্রিয়া মেনে যতটুকু খুশি ততটুকু সোন দেশে নিয়ে
আসতে পারবো। আর এর সাথে আরো আলোচনা করবো কতটুকু সোনা বা কিভাবে সোনা আনলে আপনি
ফ্রি কোন প্রকার কাস্টম ছাড়াই সোনা নিয়ে আসতে পারবেন। আর এই সব বিষয় জানার জন্য আমার এই
লেখাটি প্রথম থেকে শেষপর্যন্ত পড়তে থাকুন তাহলেই জানতে পারবেন বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন
নিয়ম সম্পর্কে।
বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন নিয়ম ২০২৩
বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন নিয়ম : আপনি যদি বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন নিয়ম জানার জন্য
চান তবে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো
কিভাবে আপনি বিদেশ থেকে খুব সহজেই সোনা দেশে নিয়ে আসতে পারেন। আর এর জন্য আপনাকে
কতটুকু পর্যন্ত আনা যাবে আর কিভাবে আনতে হবে এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আর তার
জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি বিস্তারিত পড়তে হবে।
কতটুকু সোনা বিদেশ থেকে আনা যায়?
সবার মনেই প্রশ্ন থাকে আমি বিদেশ থেকে যাওয়ার সময় কতটুকু সোনা নিয়ে যেতে পারবো। যার জন্য
আমাকে কোন প্রকার ঝামেলা পোহাতে হবে না। তাদের উদ্দেশ্য এখানে বলা আপনি যদি বিদেশ থেকে স্বর্ণ
আনতে চান তবে দু-ভাবে আনততে পারবেন আর তা হলো নিম্নরূপ{
ট্যাক্স ফ্রি কতটুকু সোন বিদেশ থেকে আনা যায়
ট্যাক্স ফ্রি কতটুকু সোন বিদেশ থেকে আনা যায় : আপনি যদি পরিবারের ব্যবহার বা অন্য কোন
উদ্দেশ্য তৈরীকৃত গহনা বিদেশ থেকে আনতে চান তবে তা কোন প্রকার ট্যক্স ছাড়েই দেশে নিয়ে আসতে
পারবেন । তবে অনেকেই জানতে চায় আমি কি আমার ইচ্ছে মত সোনা দেশে নিয়ে আসতে পারবো নাকি ?
সে ক্ষেত্রে আপনাকে বলতে হয় না । আপনি ইচ্ছে করলেই আপনার ইচ্ছে মত সোনা আনতে পারবেন না।
আর তার জন্য নিয়ম হলো আপনি যদি ১০০ গ্রাম সোনার গহনা আনতে চান তবে তা আনতে পারবেন ফ্রি
ট্যাক্সে। আর এ ক্ষেত্রে একই রকম গহনা ১২ টির অধিক থাকা যাবে না। বিভিন্ন ধরনের গহনা হতে হবে।
ট্যাক্স দিয়ে কতটুকু সোন বিদেশ থেকে আনা যায়
ট্যাক্স দিয়ে কতটুকু সোন বিদেশ থেকে আনা যায়: অনেকের মনেই প্রশ্ন থাকে আমি ট্যাক্স দিয়ে সোনা
দেশে নিয়ে আসতে চাই তবে আমি কতটুকু সোনা নিয়ে আসতে পারবো। আর তার জন্য আমাকে কি কি
করতে হবে। তাদের উদ্দেশ্য বলা আপনি যদি দেশে সোনা নিয়ে আসতে চান তবে সে ক্ষেত্রে আপনি দুটো
সোনার ভার বা ২৪০ গ্রাম সোনা নিয়ে আসতে পারবেন। আর তার জন্য আপনাকে গুনতে হবে বাংলাদেশী
টাকায় ৪০০০০/= টাকার মত। আর এর জন্য আপার সাথে যা থাকতে হবে তা হলো আপনার ক্রয়কৃত
ভাউচার বা রশিদ। আপনি যখন বাংলাদেশ এয়ারপোর্ট আসবেন তখন রেড লাইনে গিয়ে আপনার কাছে যে
ট্যাক্স প্রদানের মাল আছে তার বিবরণ দিয়ে এয়ারপোর্টর ভিতরে ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে এবার
বেরিয়ে আসুন দেখবেন কেউ আপনাকে আটকাবেনা। আর কোন ভাবে যদি আপনি ট্যাক্স না দিয়ে বেড়িয়ে
আসতে যান তবে ধরা পড়লে আপনাকে জরিমানা ও ট্যাক্স দুটোই প্রদান করতে হবে। অন্যথায় আপনাকে
সোনা হারাতে হবে। তবে আপনাদের সর্তকতার জন্য বলা কোন ভাবেই নগদ টাকা লেনদেন করা যাবেনা
শুধু মাত্র ব্যাংকের সাথে লেনদেন করবেন।
দুবাই থেকে স্বর্ণ আনার নিয়ম/দুবাই থেকে স্বর্ণ বাংলাদেশে এনে ব্যবসা
দুবাই থেকে স্বর্ণ আনার নিয়ম: বর্তমানে যারা দুবাই আছেন তাদের অন্যতম একটি উদ্দেশ্য থাকে
বাড়িতে আসার সময় ব্যবহার করার জন্য বা ব্যবসা করার জন্য দেশে সোনার গহনা বা বার নিয়ে আসে।
কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেক সময় আনতে সাহস পায়না। আবার অনেক সময় জানেনা
কতটুকু সোনা আনা যাবে বা কিভাবে আনতে হবে। আর তার জন্য আজ এখানে আমি আপনাদের সাথে
আলোচনা করবো আপনি যদি দুবাই থাকেন তবে দুবাই থেকে কতটুকু সোনা আপনি নিয়ে আসতে
পারবেন। সাধারণত আপনি দু-ভাবে সোনা নিয়ে আসতে পারবেন প্রথমত সোনার তৈরী গহনা ১০০ গ্রাম
পরিমাণে কিন্তু একই জাতীয় গহনা ১২টির অধিক হওয়া যাবেনা। আর আপনি যদি ট্যাক্স দিয়ে সোনা আনতে
চান তবে দুটো সোনার বার বা ২৪০ গ্রাম সোনা বাংলাদেশী ৪০ হারজার টাকা দিয়ে আনতে পারবেন। আর
তাই দেখা যায় মোটামুটি ৩৪০ গ্রাম সোনা একজন মানুষ বৈদভাবে আনতে পারে।
বিদেশ থেকে স্বর্ণ আনার নতুন নিয়ম এর শেষ কথা
পরিশেষে বলা যায় উপরোক্ত তথ্য গুলো আপনাদের অনেক কাজে লাগবে। এছাড়াও আপনি যদি আরো
কোন বিষয়ে জানতে চান তবে আমাদের কাছে লিখতে পারেন । আমি আপনাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে
সেই বিষয়টি জানিয়ে দিব। এছাড়াও আমাদের সাইটে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে লেখা আছে যে গুলো
আপনাদের কাজে লাগবে। বিদেশের বিষয়ে সবার আগে আপডেট তথ্য পেতে আমাদের সাইটি নিয়মিত
পরিদর্শন করুন।প্রথম থেকে শেষপর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরো গুরুত্ব পূর্ণ কিছু লেখার লিংক যা আপানার জন্য খুবই গুরুত্বপূর্ণ:
1ভরি দুবাই স্বর্ণের দাম কত ও গোল্ড মার্কেট