সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ও বেতন কত ? আপনারা যার ইউরোপ কান্ট্রিতে যেতে চান তারা
অনেকেই সার্বিয়াতে যান। তাই যারা ইউরোপ এর সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তারা
আমার এই লেখার মাধ্যমে জানতে পারবেন যে কি ভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সার্বিয়া যাবেন এবং
কাজের বেতন কত পাবেন। আর আপনাদের জানাই যে, বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা অনেকেই
কাজের ভিসা নিয়ে সার্বিয়া যাচ্ছেন কিন্ত ভালো এজেন্সি না পাওয়ার কারণে অনেকেই প্রতারিত হচ্ছেন। তাই
আপনাদের ইউরোপ এর সার্বিয়াতে যাওয়ার আগে জানতে হবে যে কোন এজেন্সির মাধ্যমে গেলে প্রতারিত
হতে হবে না। আর আমার এই লেখার মাধ্যমে আপনারা আজকে জানতে পারবেন সার্বিয়া ওয়ার্ক পারমিট
ভিসা, সার্বিয় কাজের বেতন কত?, সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা করতে কি কি কাগজপত্র লাগে এবং সার্বিয়া
কাজের ভিসায় যেতে কত টাকা খরচ হয়। এ সকল বিষয় আলোচনা করা হল । আপনারা যারা জানতে
ইচ্ছুক তারা আমার এই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ও বেতন কত ? লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত
পড়লে সব কিছু জানতে পারবেন। নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হল । তাহলে যারা জানতে চান আর
দেরি না করে চলুন পড়া শুরু করি –
সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা
সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা: আপনারা যারা ইউরোপ এর দেশ সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে
যেতে চান তারা আমার এই লেখার মাধ্যমে জানতে পারবেন যে, কি ভাবে যাওয়া যায়। আপনাদের জানাই
যে, বাংলাদেশ থেকে সার্বিয়াতে আপনারা যারা কাজের ভিসা নিয়ে যেতে চান তাদের বলি যে আপনাদের
জন্য বেশ কিছু ভিসা রয়েছে তা নিয়ে এখন সার্বিয়াতে যেতে পারবেন। আর যে সমস্ত ভিসা রয়েছে তাহল ,
নির্মাণ কজের জন্য যেতে পারবেন, আবার হোটেলে কাজ করার জন্য হোটেল বয় হিসেবে যেতে পারবেন,
বাসা বাড়িতে কাজ করার জন্যও লোক নেওয়া হয় সেখানেও যেতে পারবেন । যারা নির্মাণ কাজে যাবেন
তাদের জন্য অনেক সুযোগ- সুবিধা রয়েছে। এছাড়াও আপনারা ড্রাইভিং ভিসা নিয়ে যেতে পারবেন আর
ড্রােইভার হিসেবে সার্বিয়াতে গেলে ভালো বেতনে কাজ করতে পারবেন। আপনাদের আর একটি কথা
জানাই যে , আপনারা যারা হোটেল এর কাজ করতে যেতে চান তাদের রান্না বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
আপনি যদি রান্না পারেন তাহলে ভলো বেতন পাবেন সার্বিয়াতে । আপনি যদি এ সকল ভিসা নিয়ে যেতে চান
তাহলে আপনাকে বাংলাদেশ সরকার অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। তাহলেই আপনি
সার্বিয়াতে গিয়ে কাজ করতে পারবেন।
সার্বিয়া কাজের বেতন কত?
সার্বিয়া কাজের বেতন কত?: আপনারা সকলেই জানেন যে সার্বিয়া ইউরোপ এর দেশ । তাই এখান কার
মানুষের জীবন মান ও অনেক উন্নত । আর এই কারণে সার্বিয়াতে অন্য দেশের তুলনায় বেতন একটু বেশি ।
আমাদের দেশ থেকে বেশির ভাগ মানুষ মধ্যপ্রাচ্যে যায়। আর যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের বেতন খুব একটা
বেশি হয় না। আর সেই তুলনায় ইউরোপ এর যে কোনো দেশে গেলে আপনার প্রথম দিকেই বেতন হবে ৫০
হাজার টাকার উপরে প্রায়। আর যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে তাহলে আপনার বেতন হবে
৫০ থেকে ৬০ হাজার টাকা। আবার আপনি যদি গাড়ির ড্রাইভার হন তাহলে আপনার বেতন হবে ৮০ থেকে
৯০ হাজার টাকা । আর উপরোক্ত লেখা থেকে আপনারা বুঝতেই পারছেন যে ইউরোপ এর সার্বিয়াতে গেলে
বেতন ভালো হয়। তাই আপনারা যারা সার্বিয়া কাজের বেতন সম্পর্কে জানতে চান তারা আমার এই লেখার
মাধ্যমে জানতে পেরেছেন আশা করি।
সার্বিয়া কাজের ভিসার খরচ কত?
সার্বিয়া কাজের ভিসার খরচ কত?: আপনারা যারা ইউরোপ এর সার্বিয়াতে যেতে চান তারা অনেকেই
জানতে চান যে ইউরোপ এর দেশ সার্বিয়া যেতে কত টাকা লাগে । তাই আপনারা যারা সার্বিয়া যেতে কত
টাকা লাগে জানতে চান তারা আমার এই লেখার মাধ্যমে জেনে নিন। আপনাদের জানাই যে , ইউরোপ এর
দেশ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশের চেয়ে টাকা অনেক বেশি লাগে। আপনাদের আরও একটি কথা বলে
রাখি যে , ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে যে আপনার কত টাকা লাগবে। আপনি যদি নির্মান শ্রমিক
হিসেবে যান তাহলে আপনার খরচ হতে পারে ৬ লাখ টাকার মত। আর আপনি যদি হোটেল বা রেস্টুরেন্ট
এর কাজে যান তাহলে আপনার খরচ একটু বেশি হবে প্রায় ৭ লাখ টাকার মত। আবার আপনি যদি ড্রাইভিং
এর কাজ নিয়ে যান তাহলে আপনার খরচ হতে পারে ৮ লাখ টাকার মত। এছাড়া আপনার খরচ কম হতে
পারে যদি আপনি বাংলাদেশ সরকার এর মাধ্যমে যান । আর এজেন্সির মাধ্যমে গেলে খরচ একটু বেশিই
হয়। আপনাদের যে ধারণা দিয়েছি তা থেকে আপনার এজেন্সি ভেদে কিছু কম বেশি হতে পারে।
সার্বিয়া যেতে কি কি ডকুমেন্টস লাগে
সার্বিয়া যেতে কি কি ডকুমেন্টস লাগে: আপনি যদি ইউরোপ এর দেশ সার্বিয়া তে যেতে চান তাহলে
আপনার কিছু ডকুমেন্ট লাগবে তা আগে থেকে জমা করে রাখতে হবে। আর কি কি ডকুমেন্টস লাগবে তা
আপনাদের জন্য নিম্নে উল্লেখ করলাম –
- ভিসা আবেদন ফরম
- ইনভাইটেশন লেটার বা চিঠি
- একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যার মেয়াদ সর্বনিম্ন ৯০ দিন থাকতে হবে।
- আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- নিজের হাতে লেখা কভার লেটার লাগবে।
- আপনার লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
- আপনার হেলথ ইনস্যুরেন্স এর কপি লাগবে।
- আর আপনার ইনকাম ট্যাক্স রিপোর্ট কপি লাগবে।
উপরোক্ত ডকুমেন্টস গুলো আপনার ইউরোপ এ যেতে চাইলে আগে থেকে গুছিয়ে রাখবেন। তাই যখন
লাগবে তখন শুদু জমা দিতে পারবেন।
শেষ কথা
আজকের মত এখানেই শেষ করছি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ও বেতন কত? লেখা টি। এটি একটি
তথ্য মূলক লেখা । আপনারা যারা ইউরোপ এর দেশ সার্বিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তারা আমার
এই লেখা থেকে অনেক তথ্য জানতে পেরেছেন আশা করি । তাই আপনারা যারা বিদেশের ব্যাপারে তথ্য
জানতে ইচ্ছুক তারা আমার সাইটি ভিজিট করতে পারেন প্রতি দিন । কারণ আমার এই সাইটে প্রতি দিন
বিদেশের ব্যাপারে তথ্য দেওয়া হয়ে থাকে । আর আপনাদের জন্য নিম্নে কিছু লেখার লিংক শেয়ার করলাম ।
আপনারা পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। আমার এই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ও বেতন
কত? লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনায়
শেষ করছি। আল্লাহ্ হাফেজ।