রোমানিয়া সরকারি ভিসার আবেদন

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলব রোমানিয়া সরকারি ভিসার আবেদন  নিয়ে ।

আপনারা যদি রোমানিয়া যেতে চান তাহলে রোমানিয়া সরকারি ভিসার আবেদন লেখা টি পড়ুন। আমার এই

লেখা থেকে আপনারা আরো জান্তে পারবেন রোমানিয়া যাওয়ার উপায়, রোমানিয়া যেতে কত বয়স লাগে,

রোমানিয়া যেতে কত টাকা লাগে- 2023 সালে এবং রোমানিয়া বেতন কত হবে। এই সমস্ত সকল বিষয়

নিম্নে আলোচনা করা হল। তাই যারা রোমানিয়া যেতে ইচ্ছুক তারা আমার এই রোমানিয়া সরকারি ভিসার

আবেদন লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনারা এই লেখাটি

থেকে অনেক উপকৃত হইবেন। বিস্তারিত নিম্নে দেওয়া হল।

রোমানিয়া সরকারি ভিসার আবেদন

রোমানিয়া সরকারি ভিসার আবেদন:রোমানিয়া যাওয়ার জন্য সরকারি ভাবে ৪০,০০০ হাজার লোক

নিয়োগ দেবে রোমানিয়া সরকার। এক্ষেত্রে দক্ষ ও অদক্ষ ব্যক্তির জন্য যাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে

যারা দক্ষ রয়েছে তারা সরাসরি পিএম ইটি এর মেইন ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে রোমানিয়া

ভিসার জন্য আবেদন করতে পারবে।দক্ষ বলতে এখানে বোঝানো হয়েছে যারা কাজ শিখে  নির্দিষ্ট কাজের

ভিসা নিয়ে বিদেশ যায় তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে ধরা হয়। আর যারা এখনও কোন কাজ না শিখে

বিদেশ যাচ্ছেন তাদেরকে অদক্ষ শ্রমিক বলে। আর এদের জন্য রয়েছে বিএমইটি এর মাধ্যমে প্রশিক্ষণ

নিয়ে নির্দিষ্ট কাজের সার্টিফিকেট তৈরি করার সুযোগ। তারপর রোমানিয়া কাজের জন্য আবেদন করতে

পারবেন। বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে বিএমইটি মোটামুটি আপনি যে বিষয় দক্ষ হতে

চাচ্ছেন বা বিদেশ গিয়ে যে বিষয় কাজ করতে চাচ্ছেন সেই কাজের ওপর দক্ষতা অর্জন করা প্রয়োজন।

তাহলে আপনি রোমানিয়াতে সরকারিভাবে যাওয়ার সুযোগ পাবেন।

রোমানিয়া যাওয়ার উপায়

রোমানিয়া যাওয়ার উপায়

রোমানিয়া যাওয়ার উপায়:বর্তমান সময়ে রোমানিয়া সরকার বিভিন্ন দেশ থেকে বড় সংখ্যক লোক

নিয়োগ দিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে ও অনেক লোক রোমানিয়াতে যাচ্ছে এক দেশ থেকে অন্য

দেশে লোক যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তেমন ভাবে আপনি যদি

বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

যোগাযোগ করতে হবে। আবার যদি আপনার কোন পরিচিত ব্যক্তি রোমানিয়াতে কর্মরত থাকে তাহলে সেই

ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনি রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনার

যদি পরিচিত লোক রোমানিয়াতে না থাকে সেক্ষেত্রে আপনার সর্বশেষ ঠিকানা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

আপনি চাইলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে রোমানিয়া কাজের ভিসা জন্য আবেদন করতে

পারবেন। এখন বাংলাদেশের অনেক দালাল আছে যারা মিথ্যা কথা বলে আপনাদের সাথে প্রতারণা করেন ।

আপনারা দালালের মাধ্যমে টাকা দিয়ে ধরা খান। এজন্য আপনি অবশ্যই রোমানিয়া যেতে চাইলে

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন।

রোমানিয়া যেতে বয়স কত লাগে?

রোমানিয়া যেতে বয়স কত লাগে: আমরা সকলেই জানি আমাদের দেশে ১৮ বছর হলেই ছেলে-

মেয়েদের নাগরিকত্ব দেওয়া হয় ঠিক তেমনি প্রতিটি দেশেই একটি নিয়ম রয়েছে যে কত বছর হলে তাদের

নাগরিকত্ব দেওয়া হবে এবং কত বছর বয়স হলে অন্য দেশের লোক রোমানিয়াতে ঢুকতে পারবে ।প্রতিটি

দেশের জন্য একটি নির্দিষ্ট বয়স সীমা নির্ধারিত রয়েছে ঠিক তেমনি রোমানিয়া যেতে একটি নির্দিষ্ট বয়স

সীমা নির্ধারিত রয়েছে ।আপনি যদি রোমানিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনার ১৮ বছর হতে হবে বা

১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে তাছাড়া কোন ভাবেই আপনি রোমানিয়া যেতে পারবেন না এবং রোমানিয়া

যেতে হলে অবশ্যই আপনার সঠিক ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড প্রয়োজন

হবে।

রোমানিয়া যেতে কত টাকা লাগে-২০২৩

বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যাওয়া স্বপ্নের মত কারণ বাংলাদেশ থেকে ইউরোপের

দেশগুলোর ভিসা পাওয়া অনেক কঠিন। কিন্তু বর্তমানে আপনি চাইলে ইউরোপের অন্যতম দেশ

রোমানিয়া যেতে পারেন। বর্তমানে আমাদের দেশ থেকে কাজের ভিসা টুরিস্ট ভিসা চালু রয়েছে। বাংলাদেশ

ও ভারত থেকে যে কোন মানুষ চাইলে রোমানিয়া দেশে যেতে পারবে। কিন্তু এজন্য আপনাকে রোমানিয়া

যেতে কত টাকা লাগবে রোমানিয়া ভিসার দাম কত জানতে হবে।

রোমানিয়া যেতে কত টাকা লাগে: রোমানিয়া যেতে কত টাকা লাগে এটা নির্ভর করেন আপনি  কোন

ক্যাটাগরির বিষয় নিয়ে রোমানিয়া যাবেন তার উপর। বর্তমানে রোমানিয়া বেশ কয়েকটি ভিসা চালু রয়েছে।

ভিসার ক্যাটাগরি ভিসার মেয়াদের ওপর ভিত্তি করে আপনার ভিসার দাম নির্ধারণ করা হবে। তাই কেউ

সঠিকভাবে রোমানিয়া ভিসার দাম কত বলতে পারবেনা ।বর্তমানে এক জরিপে দেখা গেছে রোমানিয়া

কাজের ভিসার দাম  সাত লাখ থেকে আট লাখ টাকার মতো। কাজের ভিসা করার সময় আপনার টাকার

পরিমান কমবেশি হতে পারে। কারণ আপনি যে কোম্পানিতে যাচ্ছে সেই কোম্পানি সাথে চুক্তি করবেন

সেই কোম্পানি যদি আপনার খরচ বহন করে তাহলে অল্প টাকা দিয়ে আপনি রোমানিয়া যেতে পারবেন।

এই কারণে রোমানিয়া যেতে কত টাকা লাগে এটা কেউ সঠিকভাবে বলতে পারেনা। বর্তমানে সময়ে

বাংলাদেশ থেকে অনেক জনগণ রোমানিয়া কাজের ভিসা নিয়ে যাচ্ছে। আপনি চাইলে রোমানিয়া ভিসার

জন্য আবেদন করতে পারবেন। এই বছরে রোমানিয়া সেনজেন হওয়ার কথা আছে ।আর আপনি চাইলে

রোমানিয়া যাওয়ার পর সেখানকার নিয়ম কানুন মেনে স্থায়ী নাগরিক হতে পারেন।

রোমানিয়া বেতন কত হবে?

রোমানিয়া বেতন কত হবে: রোমানিয়াতে বিভিন্ন ধরনের কাজে রয়েছে যেমন কনস্ট্রাকশনের

কোম্পানিতে কাজ রয়েছে, হোটেল, রেষ্টুরান্ট ফুড প্যাকেজিং, গবাদি পশু পালন ,কৃষি কাজ সহ বিভিন্ন

ধরনের কাজ রয়েছে। এদের বেতন সাধারণত ৪০০ থেকে ৬০০ পর্যন্ত হয়ে থাকে। তবে এক্ষেত্রে বিভিন্ন

কাজের বিভিন্ন বেতন হয়ে থাকে। এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি ১০০ টাকা ।তবে আপনি যে

কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির সাথে কথা বলে আগে থেকেই জেনে নিতে হবে যে আপনাকে

বেতন কত দেবে।

রোমানিয়া সরকারি ভিসার শেষ কথা

সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই রোমানিয়া সরকারি ভিসার আবেদন

এটি একটি সুন্দর তথ্যমূলক লেখা। আশা করি উপরোক্ত লেখাগুলো অনেকের উপকারে আসবে ।এরপর

যদি আপনাদের আরো কোন বিষয় জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার উত্তর

দিয়ে আপনাকে সেই বিষয়টি জানিয়ে দিবো। আমরা বিদেশের ব্যাপারে সব ধরনের আপডেট দিয়ে থাকি

তাই নিয়মিত আপডেট তথ্য পেতে আমাদের সাথে থাকুন ।নিচে আরো কিছু লেখার লিংক দেওয়া হল

প্রয়োজন মনে করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে

শেষ পর্যন্ত রোমানিয়া সরকারি ভিসার আবেদন লেখা টি পড়ার জন্য।

একই বিষয়ে পড়তে পারেনঃ

রোমানিয়া থেকে ইউরোপের ইতালি কত কিলোমিটার?

রোমানিয়া থেকে ইউরোপে  ইতালি কিভাবে যাওয়া যায়?

কানাডার জীবন যাপন

রোমানিয়া থেকে ফ্রান্স কিভাবে যাওয়া যায়?

কাতারে কোন কাজের চাহিদা বেশি

রোমানিয়া থেকে পর্তুগালের দূরুত্ব

লন্ডনে নাগরিকত্ব পাওয়ার উপায়/নিয়ম

রোমানিয়া থেকে ফ্রান্স কত কিলোমিটার?

রোমানিয়া থেকে পর্তুগালে যাওয়ার উপায়

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *