রোমানিয়া কয় ঋতুর দেশ

আসসালামু আলাইকুম বন্ধুরা,আজকে আমরা আলোচনা করবো রোমানিয়া কয় ঋতুর দেশ  সম্পর্কে।

আশা করি সকলেই ভালো আছেন । বর্তমানে রোমানিয়া সরকার বাংলাদেশ থেকে বৈধ উপায়ে অনেক

লোক নিচ্ছে।যার ফলে অনেকেই সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে।আর তাই আপনারা যদি

রোমানিয়া যেতে চান বা আপনার কোন আপনজন কে পাঠাতে চান তবে এই বিষয় গুলো জানা খুব

জরুরি। আর সেই সকল বিষয় গুলো হলো রোমানিয়া কয় ঋতুর দেশ,রোমানিয়ার আবহাওয়া কেমন এবং

রোমানিয়া স্বাস্থ্য সেবা কেমন । এই সকল আলোচনা নিম্নে করা হলো । তাই যারা রোমানিয়া যেতে ইচ্ছুক

তারা আমার এই রোমারিয়া কয় ঋতুর দেশ লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। এই লেখা টি পড়া

আপনাদের জন্য খুব জরুরি ।আশা করি  আপনারা এই লেখা টি থেকে অনেক উপকৃত হবেন। তাই ‍নিম্নে

সব বিস্তারিত আলোচনা করা হলো।

রোমানিয়া কয় ঋতুর দেশা

রোমারিয়া কয় ঋতুর দেশ:রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপ এর একটি রাষ্ট্র । কৃষ্ণ সাগরের পাশে মধ্য

ইউরোপ ও দক্ষিণ পশ্চিম ইউরোপ এর মাঝে রোমানিয়া দেশ টি অবস্থিত । আপনাদের অনেকের মনে প্রশ্ন

জাগে যে রোমানিয়া কয় ঋতুর দেশ । আর এই প্রশ্নের উত্তর জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন

অনেকেই । তাই আজকের এই লেখাটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব রোমানিয়া কয় ঋতুর দেশ ।

ইউরোপের সবচেয়ে বেশি জিপস গোষ্ঠীর বাস রোমানিয়া । রোমানিয়ার শিবু অঞ্চলে অবস্থিত অস্ত্রা

মিউজিয়াম বিশ্বের বৃহত্তম আউট টোর মিউজিয়াম। স্বর্ণ সম্পদে রোমানিয়া অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ।

এখানে রয়েছে ইউরোপের বৃহত্তম স্বর্ণ মিউজিয়াম।এখান কার নয়না ভিরাম সৌন্দর্য আর মানুষের

উদ্যমতায় ওয়েলসের যুবরাজ হিসেবে পরিচিত চার্লস এতটাই মুগ্ধ যে তিনি মাঝেমধ্যেই বেড়াতে আসেন।

দারুণ সৌন্দর্য পূর্ণ দেশটির নাম হচ্ছে রোমানিয়া। বর্তমানে রোমানিয়ার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ

হয়ে দাঁড়িয়েছে ।রোমানিয়ায়  সাধারণত দুইটি ঋতুতে ভাগ করা হয়েছে । তাই রোমানিয়া আঙুর ,আপেল

,সরিষা থেকে প্রস্তুতকৃত তেল উৎপাদিত হয়। প্রকৃতি থেকে পাওয়া প্রচুর পরিমাণে খনিজ তেল সম্পদ এবং

পৃথিবীতে জমে থাকা স্বর্ণর এক বিশাল ভান্ডার রোমানিয়া রয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

রোমানিয়ার আবহাওয়া

রোমানিয়ার আবহাওয়া: রোমানিয়া সাধারণত দুই ঋতুর দেশ । গৃষ্ম কাল ও শীত কাল । সাধারণ ভাবে মে

থেকে অক্টোবর পর্যন্ত গৃষ্ম কাল  । তার পর শুরু হয় শীত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শীত কাল। নভেম্বর

এর পর থেকে শুরু হয় বরফ পরা। রোমানিয়ায় এই কয় মাস প্রচন্ড শীত । বরফের বৃষ্টি হয়।যাকে আমরা

তুষার পাত বলে থাকি ।রোমানিয়া শীত কালে পাহাড় গুলো সব বরফে ঢেকে যায়। তাপমাত্রা মাইনাছে চলে

যায় । রোমানিয়া সমভূমিতে অবস্থান করার কারণে শীত কালে বাতাস বয় এবং মাঝে মাঝে তুষার ঝড় হয় ।

আর গৃষ্ম কাল খুব একটা তাপমাত্রা বেশি হয় না ।সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাস দেখা যায় রাত্রে শীত

এবং দিনের বেলা একটু গরম পরে ।।যদিও গৃষ্ম কালে বৃষ্টিপাত কম হয় কিন্তু মাঝে মাঝে ভারী ঝড় হয়।

 রোমানিয়া স্বাস্থ্য সেবা

রোমানিয়া স্বাস্থ্য সেবা:রাজধানীর সবচেয়ে আধুনিক হাসপাতাল গুলোর মধ্যে একটি হল কোল্টিয়া ২০১১

সালে ৯০ -মিলিয়ন -ইউরো বিনিয়োগের পরে পুনরায় সজ্জিত করা হয়েছে।এটি অনকোলজিকাল এবং

কার্ডিয়াক ডিসঅর্ডারে বিশেষজ্ঞ।এটি ১৭০১ এবং ১৭০৪ সালের মধ্যে মিহাই ক্যান্টাকুজিনো দ্বারা নির্মিত

হয়ে্ছিল । অনেক গুলো ভবনের সমন্বয়ে গঠিত,প্রতিটিতে ১২ থেকে ৩০ শয্যা ,একটি গির্জা,একাটি

স্কুল,তিনটি চ্যাপেল এবং শিক্ষকদের জন্য ঘর।আর একটি প্রচলিত হাসপাতাল হল প্যানটেলিমন যা ১৭৩৩

সালে গ্রিগোর ঘিকা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। হাসপাতালের জমির ভূ-পৃষ্ঠের আয়তন ছিল ৪,০০,০০০

মিটার। হাসপাতালের তালিকায় সংক্রামক রোগের জন্য একটি ঘর এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য একটি

ঘর ছিল। অন্যান্য হাসপাতাল বা ক্লিনিক গুলো হল বুখারেস্ট ইমারজেন্সি হাসপাতাল , ফ্লোরেসকা

ইমারজেন্সি ক্লিনিক হাসপাতাল ,বুখারেস্ট ইউনিভাসিটি ইমারজেন্সি হাসপাতাল, এবং ফান্ডেনি ক্লিনিক্যাল

ইনস্টিটিউট বা বায়োমেডিকা ইন্টারন্যাশনাল এবং ইউরো ক্লিনিক যেগুলো ব্যক্তিগত।

রোমানিয়া কয় ঋতুর দেশ এর শেষ কথা

পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি রোমানিয়া কয় ঋতুর দেশ।এটি সুন্দর একটি তথ্য

মূলক লেখা ।আশা করি উপরোক্ত তথ্য গুলো সবার উপকারে আসবে ।এর পরেও যদি আপনাদের আরো

কোন বিষয় জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন । আমরা তার উত্তর দিয়ে আপনাকে সেই

বিষয় টি জানিয়ে দিব ।কারণ আমরা সব সময় বিদেশের ব্যাপারে যে কোন তথ্য শেয়ার করার চেষ্টা করি ।

তাই নিয়মিত আপডেট তথ্য পেতে আমাদের সাথে থাকুন।নিচে আরো কিছু লেখার লিংক আপনাদের সাথে

শেয়ার করা হলো।প্রয়োজন মনে করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে লাগবে।ধন্যবাদ

সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত রোমানিয়া কয় ঋতুর দেশ লেখাটি পড়ার জন্য।

একই বিষয়ে পড়তে পারেনঃ

রোমানিয়া থেকে ইউরোপে  ইতালি কিভাবে যাওয়া যায়?

ইতালির ভাষা কি?

রোমানিয়া থেকে ইউরোপের ইতালি কত কিলোমিটার?

কানাডার জীবন যাপন

রোমানিয়া থেকে ফ্রান্স কিভাবে যাওয়া যায়?

রোমানিয়া ভিসার আবেদন

কাতারে কোন কাজের চাহিদা বেশি

রোমানিয়া ভিসার আবেদন ফরম

রোমানিয়া কি কি ভিসা পাওয়া যায়?

ইতালি ভিসা আবেদন করার নিয়ম

রোমানিয়া ভিসা আপডেট -২০২৩

লন্ডনে নাগরিকত্ব পাওয়ার উপায়/নিয়ম

রোমানিয়া থেকে ফ্রান্স কত কিলোমিটার?

ইতালির বিজনেস ভিসার খরচ

রোমানিয়া থেকে পর্তুগালে যাওয়ার উপায়

রোমানিয়া ভিসা প্রসেসিং

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *