নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস: আজকে আমি আপনাদের সাথে নতুন এবং আনকমন বিষয় নিয়ে
আলোচনা করবো যে বিষয়টি আপনাদের অনেক ভালোলাগবে। কারণ এই ধরনের বিষয় অনেকেই খোঁজ
করে থাকেন কিন্তু তা না পাওয়ার কারণে সবার সাথে শেয়ার করতে পারেনা। বর্তমানে অনেকেই তার
পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সহ প্রেমিক/প্রেমিকা ছেড়ে বিদেশ যায়। তখন তাদের মনের মধ্যে যে রক্ত
ক্ষরণ তা কেউ দেখতে পায়না। আর তাদের এই আবেগের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানানোর জন্যই
আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশাকরি । আপনি যদি বিদেশ যাওয়ার আগে এই স্ট্যাটাস গুলো সবার সাথে শেয়ার
করেন তবে আপনি মানুষিকভাবে অনেক শান্তি পাবেন।
নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস
নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস : বর্তমানে অনেক তরুন সমাজ তাদের পরিবারের জীবিকার তাগিতে বা
তাদের কর্মসংস্থানের কারণে নিজের মাতৃভূমি ছেড়ে এর সাথে সকল আত্নীয় স্বজন ছেড়ে সকলেই বিদেশ
যাচ্ছে । আর তাই তারা চায় তাদের পরিবার পরিজন বা বন্ধুদের উদ্দেশ্য দিয়ে থাকে নানান ধরনের স্ট্যাটাস।
যা তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ধরনের নতুন ও আনকমন স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে
শেয়ার করবেন। আর তাই এখানে আপনাদের জন্য বেশ কিছু নতুন ও আনকমন মজার কিছু নিজে
নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস দিলাম ।
চলে যাচ্ছি বহুদূরে সবাইকে ছেড়ে
তাইতো আজ সবার প্রতি ভালোবাসা
গেলো আমার বহুগুনে বেড়ে।
যতদূরেই থাকি আমি মনটা
পড়ে রবে তোমার কাছে।
আমি থাকবো তুমার আশায়
যতদিন আমার জীবন বাচেঁ।
আজকে চলে যাবো আমি
সবাইকে ছেড়ে বিদেশ।
মনটা আমার পড়ে রইল
ভালোথেকো আমার সোনার দেশ।
আকাশেতে লক্ষতারা মিটি মিটি হাসে
আমি যাবো বিদেশ চলে ।
বলে দিয়ে আমার প্রিয়ার কাছে।
জনপ্রিয় কিছু বিদেশ যাওয়ার স্ট্যাটাস
আপনাদের সাথে নিচে কিছু আধুনিক জনপ্রিয় কিছু স্ট্যাটাস শেয়ার করা হলো । যা আপনাদের অনেক
বেশি ভালোলাগবে। আর এই সকল স্ট্যাটাস আপনি আপনার বন্ধুদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে
সবার সাধে শেয়ার করতে পারবেন।
আমি চলে যাচ্ছি কিন্তু মনটা তুমার কাছে
আমার আশায় পথ চেয়ে থাকবা বন্ধু
যতদিন তোমার প্রান আছে।
হাঁসি মুখে বিদায় দাও
যাব চলে আজ দূরে
ভালোবাসা দিওে বন্ধু
মনটা তোমার ভরে।
বন্ধু আমি যাব দূরে
থাকবোনা আর তোমার তবে
রেখো আমায় মনের ঘরে
এসে যেন পাই তোমারে।
তোমায় আমি ভালোবাসি
জানে অন্তর জামি।
হাজারো মানুষের ভিরেও
তোমায় ভুলবনা আমি।
কষ্ট নিওনা বন্ধু আমার
থাক সবার সাথে ওরে
আমার জন্য দোয়া করো
আবার আসি যেন তুমার কাছে ফিরে।
লক্ষি সোনা দুঃখ নিওনা
ফোন দিব তোমায় প্রতিদি
আমি চেষ্টা করবো দিতে
তোমার ভালোবাসার ঋন।
মা বাবা আর ভাইবোন ছেড়ে
যাচ্ছি চলে বহুদূরে।
আল্লাহর কাছে করছি দোয়া
ফিরে এসে যেন সবাইকে পাই ফিরে।
বন্ধু তোমাদের ছেড়ে চায়না
যেতে আমার মন বহুদূরে।
আজ বিদেশ চলে যাবো তাই
খাওতে চাই তোদের পেট পুড়ে।
আমার মাতৃভূমি যেন
স্বর্গের মত আমার কাছে
ফিরে আসতে চাই আমি
আমার মাতিৃভূমির কাছে।
মা দোয়া করো আমায়
যাবো আমি আজ বিদেশ
তোমাদের সকলকে ছেড়ে
আমি যেনে উঠতে পারি সঠিক ভাবে বেড়ে।
আমিই শুধু যাব চলে থাকবে সবে দেশে
ঘরহারা হলাম তাই আমিই শুধু শেষে।
নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস এর শেষ উক্তি
আশাকরি উপরোক্ত স্ট্যাটাস গুলো আপনাদের অনেক ভালোলেগেছে। আরো অনেক ভালোভালো স্ট্যাটাস
,উক্তি ও বিভিন্ন ধরনে তথ্য মূলক লেখা পেতে সবসময় আমাদের সাথে থাকুন। এছাড়াও আমাদের সাইটে
ইউরোপে যাওয়ার বিষয়ে অনেক তথ্য দেয়া আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলো পড়তে পারেন।
আর আপনাদের সুবিধার জন্য নিচে কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হলো। আপনার যদি
আরো কোন বিষয়ে জানার থাকে তবে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন পরবর্তীতে আমরা সে বিষয়ে
জানিয়ে দিব।