জার্মানি ভাষা ও শিখার উপায়

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জার্মানি ভাষা ও শিখার উপায় নিয়ে। এই

লেখায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা জার্মান যেতে চান

তারা এই লেখাটি পড়তে পারেন ।এই লেখা থেকে আরো জানতে পারবেন জার্মানি ভাষা শিখার উপায় ও

জার্মানি ভাষা শিখতে কত দিন লাগে। তাই আপনারা যারা জার্মানি ভাষা সম্পর্কে জানতে চান তারা আমার

এই জার্মানি ভাষা ও শিখার উপায় লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনেযোগ সহকারে পড়ুন । নিম্নে

বিস্তারিত আলোচনা করা হলো ।

জার্মানি  ভাষা

জার্মানি ভাষা ও শিখার উপায়

জার্মানি ভাষা: জার্মানিতে প্রায় সাড়ে সাত কোটি মানুষ জার্মান ভাষায় কথা বলে। অস্ট্রিয়াতে ৭৫ লক্ষ

সুইজারল্যান্ডে প্রায় ৫০ লক্ষ এবং কাজাকিস্তানে ১০ লক্ষ মানুষের মাতৃভাষা জার্মান। এছাড়া  লুক্সেমবুর্গ,

ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক ও রোমানিয়া চেকপ্রজাতন্ত্র হাঙ্গেরি ও রাশিয়াতেও জার্মান ভাষাভাষীরা বাস

করেন। পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং স্ক্যান্ডিনেভিয়া অনেক বিদেশি জার্মান

ভাষাভাষীও(মাতৃভাষী নন কিন্ত স্বাচ্ছন্দে জার্মানি ভাষা বলেন) দেখতে পাওয়া যায়। ইউরোপ ও প্রাক্তন

সোভিয়েত ইউনিয়নের বাইরে সবচেয়ে বেশি জার্মান ভাষাভাষী অঞ্চল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান স্থান

দখল করেছে ।মার্কিন যুক্তরাষ্ট্রের এক-চতুর্থাংশ জার্মান রক্ত বহন করেন। ব্রাজিল প্রায় ১৫ লক্ষ এবং

আর্জেন্টিনার ৪ লক্ষ ২০০ বছর আগেও জার্মান ভাষাভাষীর সংখ্যা ছিল অনেক। কিন্তু পরবর্তীকালে এই

ভাষায় চর্চার গুরুত্ব কমে যাওয়ায়  সংখ্যাও অনেক অনেক কমে আসে। কানাডাতেও প্রায় ৫ লক্ষ জার্মান

ভাষাভাষী আছেন । পূর্বে আঁখেন শহর থেকে শুরু হয়ে ডুসেলডর্ফ, কাসেল, মাগডেবুর্গ ও বার্লিন শহরের

দক্ষিণ দিয়ে ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত চলে যাওয়া একটি কাল্পনিক রেখার দক্ষিনের লোকেরা ঊর্ধ্ব জার্মান ভাষায়

কথা বলেন। আবার ঊর্ধ্ব জার্মান ও মধ্য জার্মান এই দুই ভাগে ভাগ করা যায়। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া ও

দক্ষিণ জার্মানিতে ঊর্ধ্ব  জার্মান ভাষা প্রচলিত। আর লুক্সেমবুর্গ ও মধ্য জার্মানিতে মধ্য জার্মান ভাষা

প্রচলিত।

জর্মানি ভাষা শিখার উপায়

আপনারা যারা জার্মান ভাষা শিখতে ইচ্ছক তাদের জন্য সব থেকে ভালো হয় কোন জার্মান লার্নিং সেন্টার

এ গেলে। আর আপনি যদি বাড়িতে বসে জার্মান ভাষা শিখতে চান তাহলে যে কোন ইউটিউব চ্যানেল থেকে

শিখতে পারেন । আবার ফোনে বিভিন্ন ধরণের অ্যাপস আছে যেমন, Duolingo সেখান থেকেও শিখতে

পারেন । এছাড়াও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউট থেকে জার্মান ভাষার এক বছরের কোর্স

করতে পারেন।  বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি কম খরচেই এই ভাষা শিখতে পারবেন। ভাষার এ ক্লাশ

সাধারণত ছুটির দিনে বা সন্ধ্যা কালীন সময়ে নেওয়া হয় যাতে করে অনেকে চাকরি করেও ক্লাস করতে

পারেন। এতে খরচ কম তাই কোর্স শেষ হতে সময় একটু বেশি লাগে। আবার প্রাইভেট টিউটর এর কাছ

থেকে শিখতে পারেন।

জার্মানি ভাষা শিখতে কত দিন লাগে

সাধারণত একটি ভাষা শিখতে ছয় মাসের মত সময় লাগে বলে মনে করেন বিজ্ঞানীরা। কিন্তু  দিনে কতক্ষণ

করে শিখলে ছয় মাসে তা শেখা হবে তা বলেনি। তাই জার্মান ভাষা অথবা যেকোনো ভাষা শেখার জন্য

এমন একটা কারণ খুঁজে বের করুন যেটা আপনাকে সবসময় মোটিভেট করে। জার্মান ভাষার মৌলিক

বিষয়গুলো শিখে ফেলুন। যেমন: বর্ণমালা ,উচ্চারণ ইত্যাদি। ভাষা শেখার পুরো বিষয়টাকে এক ধরনের

মজা হিসেবে নিয়ে নিন। যেন কিছুদিন পরে সেই বিষয়টি আপনার বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। প্রতিদিন

শিখুন এবং যেটা শিখছেন সেটা চর্চা করতে থাকুন।সেই সাথে আপনি যদি একটি জার্মানি বন্ধু খুঁজে বের

করতে পারেন তাহলে আরো ভালো হয় ।আপনার যাবতীয় ভুল সে সহজেই সমাধান করে দিতে পারবে।

প্রতিনিয়ত উল্লেখিত বিষয়গুলো অনুসরণ করলে খুব দ্রুত এবং সহজেই ভাষা শিখতে পারবেন। নতুন

একটা ভাষা শিখতে হলে আপনার সেটার জন্য সময় ,পরিশ্রম এবং মেধা ব্যবহার করতেই হবে। জার্মান

ভাষা শেখার সময় মনেযোগ মহকারে শিখুন তাহলে অবশ্যই তারাতাড়ি শিখেফেলতে পারবেন।

জার্মানি ভাষা ও শিখার উপায় এর শেষ উক্তি

সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের জার্মানি ভাষা ও শেখার উপায় লেখাটি।এটি

সুন্দর একটি তথ্যমূলক লেখা। আশা করি উপরোক্ত তথ্যগুলো অনেকের উপকারে আসবে। এছাড়াও যদি

আপনাদের আরো কোন বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার উত্তর

দিয়ে আপনাকে সেই বিষয়টি জানিয়ে দেবো।নিচে আরো কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা

হলো। প্রয়োজন মনে করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে

আজকের এই জার্মানি ভাষা ও শেখার উপায় লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার

জন্য।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *