জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার উপায়

আসসালামু আলাইকুম বন্ধুরা,  আজকে আমরা আলোচনা করব  জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার উপায় বিষয়টি নিয়ে।আশা করি সকলেই ভাল আছেন

।এই লেখাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা জার্মানি নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন তারা অবশ্যই এই লেখাটি পড়ুন।এই লেখা টি

থেকে আপনারা আরো জানতে পারবেন জার্মানি কি দ্বৈত নাগরিকত্ব দেয় এবং জার্মানিতে  স্থায়ী বসবাস। এই সকল বিষয় আলোচনা করা হলো।  তাই

যারা জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার চিন্তা করছেন তারা আমার এই জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার উপায় লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ

সহকারে পড়ুন। আশা করি উপকৃত হইবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হল

নাগরিকত্ব পাওয়ার উপায়

নাগরিকত্ব পাওয়ার উপায়

 

জার্মানিতে যেসব অভিবাসী বসবাস করছেন তাদের নাগরিকত্ব দেওয়া নিয়ম শিথিল করতে চায় দেশটির সরকার। জার্মানির সরকার অভিবাসীদের

নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছেন ।এরই মধ্যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। বিদ্যমান নিয়ম

অনুযায়ী অভিবাসীরা ৮ বছর জার্মানিতে থাকলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। খসড়া আইন সেটি বদলে ৫ বছর করা হয়েছে। এমন কি কেউ

ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে একীভূত হওয়ার জন্য বিশেষ দক্ষতা অর্জন করতে পারলে তিন বছর পরেই আবেদন করতে পারবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়

জানিয়েছে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোন কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমানে জার্মানিতে কোন অভিবাসী সন্তান জন্ম দিলে তাদের

সন্তানরা  জন্মসূত্রে নাগরিকত্ব পায় না। আশা করা হচ্ছে নতুন আইন হলে সেখানেও পরিবর্তন আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী দেশটিতে দীর্ঘ সময়

ধরে আইনগতভাবে বসবাসকারী অধিবাসীদের জার্মানিতে জন্ম নেওয়া সন্তানরা নাগরিকত্ব পাবে এর আগে জার্মানির ১৬ টি রাজ্যের মন্ত্রীরা ফেডারেল

সরকারকে দ্রুত এ বিধান এর ওপর জোর দেন।

জার্মানি কি দ্বৈত নাগরিকত্ব দেয়

মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ‘দ্য লোকাল’  জানিয়েছে অভিবাসীরা যাতে দ্বৈত নাগরিকত্ব পান সেই সুবিধাও রাখা হচ্ছে। বর্তমানে শুধু

ইউরোপ ইউনিয়ন এবং সুইস নাগরিকদের সুবিধা দেওয়া জার্মানি। সরকার গঠনের সময় জার্মানির নাগরিকত্ব ও অভিবাসন আইন পরিবর্তনে ঐকমত্যে

পৌঁছয় জার্মান। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের এসপিডি ,পরিবেশ বান্ধব  গ্রীন পার্টি ও ব্যবসা-বান্ধব এফডিপি ।এই তিন দলই চায় দ্বৈত নাগরিকত্বের

বিধানসহ বসবাস ও আশ্রয় আবেদনের নিয়মগুলো সহজ করতে ।তবে এই উদ্যোগে বিরোধীতা করেছেন অনেক রাজনীতিবিদ। বিরোধিতা ক্রিশ্চিয়ান

ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) সংসদ সদস্য থর্স্টেন ফ্রাই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জার্মান পাসপোর্টকে কোনোভাবেই আবর্জনায়

পরিণত করা যাবে না। ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের রাজনৈতিক আন্দ্রেয়া লিন্ডহোলৎস উদ্বেগ জানিয়ে বলেন, প্রস্তাবগুলো আইনে পরিণত হলে

‘জার্মানিতে বসবাসরত বিদেশীরা ইন্টিগ্রেশন একীভূত হওয়ার একটি মহৎ প্রণোদনা থেকে বঞ্চিত হবে না।

 স্থায়ী বসবাস

জার্মানিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন ।  জার্মান সরকার একটি নতুন অভিবাসন বিল অনুমোদন করেছেন। এর ফলে জার্মানিতে যে সব

অভিবাসন দীর্ঘস্থায়ী অনুমতি ছাড়াই বছরের পর বছর ধরে বসবাস করছেন, তারা এখন স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ পাবেন। দ্য ইকোনমিক

টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ সুযোগ পাবেন ।প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি মন্ত্রিসভায়

অনুমোদন হওয়া এ অভিবাসন বিলের কারণে চলতি বছরের মধ্যে  অন্তত পাঁচ বছর ধরে দেশটিতে বসবাসকারী ১ লাখ ৩৬ হাজার অভিবাসী স্থায়ীভাবে

থাকার সুযোগ পাবেন। যারা দেশটিতে স্থায়ীভাবে থাকার জন্য যোগ্য হবেন, তারা শুরুতে একবছরের রেসিডেন্সি স্ট্যাটাসের  জন্য আবেদন করতে

পারবেন। এক বছর পর  স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হবে। তবে তাদের অবশ্যই স্বাধীন জীবন যাপন করার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন

করতে হবে। জার্মান ভাষায় কথা বলতে হবে। তবে ২৭ বছরের কম বয়সি ব্যক্তিরা ইতিমধ্যেই জার্মানিতে তিন বছর থাকার পর স্থায়ীভাবে বসবাসের জন্য

আবেদন করতে পারবে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার সাংবাদিকদের বলেন, আমরা চাই ,যারা সুসংহত তারা আমাদের দেশের সুযোগ-সুবিধা ভোগ

করুক। এভাবে যারা ইতিমধ্যে আমাদের সমাজের অংশ হয়ে উঠেছে, তাদের নিয়ে আমরা আমলাতন্ত্র ও অনিশ্চয়তার অবসান ঘটাতে পেরেছি। নতুন

অভিবাসন আইনের কারণে আশ্রয় প্রত্যাশীদের জার্মান ভাষা শেখার বিষয়টিকে আরও সহজ করে তুলবে। আগে শুধু আশ্রয় আবেদনকারী প্রার্থীরা ভাষার

ক্লাসে  নথিভূক্ত হওয়ার সুযোগ পেতেন। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষ কর্মী, যেমন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সহ অন্যরা যারা দেশের জন্য অত্যন্ত জরুরি

কাজ করেছেন ,তারা নতুন এই আইনের ফলে এখন জার্মানিতে পরিবার নিয়ে যেতে পারবেন। আগে এ সুযোগ ছিল না । স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন,

আমাদের দ্রুত দক্ষ দের আকৃষ্ট করতে হবে ।দেশের বিভিন্ন সেক্টরে তাদের খুব প্রয়োজন । আমরা চাই দক্ষ কর্মীরা খুব দ্রুত এদেশে আসুক এবং সফলতা

অর্জন করুন।

 

জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার উপায় এর শেষ কথা

পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার উপায় লেখা টি ।এটি একটি সুন্দর তথ্যমূলক লেখা। আশা

করি আপনারা অনেকেই লেখা টি থেকে উপকৃত হইবেন। এর পরেও যদি আপনাদের আরো কোন বিষয় জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে

জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে সেই বিষয়টি জানিয়ে দিব। আমরা বিদেশের ব্যাপারে সব সময় তথ্য দিয়ে থাকি। তাই যারা বিদেশের

ব্যাপারে জানতে ইচ্ছুক তারা আমার এই সাইট থেকে জানতে পারবেন। নিচে আরও কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করা হল। প্রয়োজন মনে

করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আমার এই জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার উপায় লেখা টি প্রথম থেকে

শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

একই বিষয়ে পড়তে পারেনঃ

রোমানিয়া থেকে ইউরোপে  ইতালি কিভাবে যাওয়া যায়?

ইতালির ভাষা কি?

রোমানিয়া থেকে ইউরোপের ইতালি কত কিলোমিটার?

কানাডার জীবন যাপন

রোমানিয়া থেকে ফ্রান্স কিভাবে যাওয়া যায়?

রোমানিয়া ভিসার আবেদন

কাতারে কোন কাজের চাহিদা বেশি

রোমানিয়া ভিসার আবেদন ফরম

রোমানিয়া কি কি ভিসা পাওয়া যায়?

ইতালি ভিসা আবেদন করার নিয়ম

রোমানিয়া ভিসা আপডেট -২০২৩

লন্ডনে নাগরিকত্ব পাওয়ার উপায়/নিয়ম

রোমানিয়া থেকে ফ্রান্স কত কিলোমিটার?

ইতালির বিজনেস ভিসার খরচ

রোমানিয়া থেকে পর্তুগালে যাওয়ার উপায়

রোমানিয়া ভিসা প্রসেসিং

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *