কানাডা জব ভিসা ডি ক্যাটাগরি

কানাডা জব ভিসা ডি ক্যাটাগরি–  যদি আপনি কানাডা যেতে চান তাহলে আপনার এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন । কারণ

যখন আপনি পর্যাপ্ত তথ্য জানতে পারবেন তবেই কেবল আপনার জন্য কানাডা যাওয়ার সহজ হবে। আর যে সকল তথ্যগুলো

গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো আপনাদের সামনে সব সময় আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আর তাহলো কানাডা ভিসা কতগুলো

ক্যাটাগরিতে হয়ে থাকে? কানাডায় যে সকল জব রয়েছে তাদেরকে কত গুলো ক্যাটগরিতে ভাগ করা হয়? এবং যারা

তুলনামূলকভাবে কম যোগ্য তাদের জন্য ডি ক্যাটাগরীর চাকুরি সম্পর্কে আজকে এখানে বিস্তারিত আলোচনা করব। যাতে করে

আপনারা কোন একটি প্রক্রিয়ায় মাধ্যমে কানাডা খুব সহজেই যেতে পারেন। সেই বিষয়গুলো জানতে আমার এই কানাডা জব

ভিসা ডি ক্যাটাগরি  লেখাটি শেষ পর্যন্ত  পড়ুন।

কানাডা ভিসা ক্যাটাগরি

কানাডা জব ভিসা ডি ক্যাটাগরি-
জব ভিসা ডি ক্যাটাগরি-

কানাডা ভিসা ক্যাটাগরি- কানাডিয়ান সরকার তাদের দেশের ভিসা গুলোকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে থাকে। কারণ

সকল ক্যাটাগরির ভিসার পাওয়ার যোগ্যতা সকলের একরকম নয়। তাই আপনি যদি এই দেশটিতে যেতে চান তবে আপনাকে

জানতে হবে এই দেশটিতে কত গুলো ক্যাটাগরিতে তার ভিসা প্রদান করে থাকে। যাতে করে আপনি আপনার যোগ্যতার সাথে যে

ক্যাটাগরির ভিসা মিলে যায় সেই ক্যাটাগরিতে ভিসা পাওয়ার আবেদন করতে পারেন। এতে করে আপনার ভিসা পাওয়ার হার বেড়ে

যাবে। ক্যাটাগরি সমূহ হলো নিম্নরূপ-

  1. Temporary Visa
  2. Study  Visa.
  3. Work & Permanent Resident Visa

উপরোক্ত ক্যাটাগরি গুলোকে আবার সাব ক্যাটাগরিতে ভাগ করা আছে। তাই আপনি প্রথমে কোন ধরনের ভিসায় সে দেশে গমন

করতে চান তবে নির্বাচন করতে হবে। আর সেই অনুযায়ী আপনার প্রস্তুতি নিতে হবে। তার জন্য আরো বিস্তারিত আমাদের লেখা

আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলো পড়তে পারেন। আশাকরি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

কানাডা জব ক্যাটাগরি

আপনি জানেন কি কি কি ক্যাটাগরির জব কানাডায় পাওয়া যায় আপনি কোন ধরনের কাজের জন্য যাবেন সেই বিষয়গুলো জানা

না থাকলে আপনার জন্য কানাডা যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার কারণ এখানে প্রতিটি বিষয়ের জন্য জব ক্যাটাগরি রয়েছে আর

তাই আপনি কোন ক্যাটাগরির জবের জন্য যোগ্য আপনি কোন ক্যাটাগরি জব পাওয়ার সকল যোগ্যতা আপনার মধ্যে রয়েছে এ

বিষয়টি আপনার জন্য একান্ত জানা প্রয়োজন আর সেই যোগ্যতা বা দক্ষতা জানার জন্য আপনার প্রথমে কি কি ক্যাটাগরিজ অফ

রয়েছে সে বিষয়গুলো জানা আবশ্যক নিচের গুলো আপনাদের জন্য উপস্থাপন করা হলো

  •  ব্যবস্থাপনা ,ব্যবসা – অর্থ ও প্রশাসন হলো ক্যাটাগরির পেশা।
  •  প্রাকৃতিক এবং ফলিত বিজ্ঞান এবং সম্পর্কিত পেশা ও স্বাস্থ্য পেশা হলো ‍A ক্যাটাগরির ব্যবসা।
  •  শিক্ষা – আইন ও সমাজসেবা – সম্প্রদায় এবং সরকার এই ধরনের পেশা হলো B
  •  শিল্প – সংস্কৃতি – খেলাধুলা এবং বিনোদন C
  • বিক্রয় এবং সেবা পেশা ,ট্রেড – পরিবহন – যন্ত্রপাতি অপারেটর এবং সংশ্লিষ্ট পেশা,প্রাকৃতিক সম্পদ – কৃষি এবং সংশ্লিষ্ট উৎপাদন পেশা  উত্পাদন এবং ইউটিলিটি পেশা- D ক্যাটাগরির জব।

কানাডা ডি ক্যাটাগরি জব

কানাডা ডি ক্যাটাগরি জব- যেহেতু বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে কম যোগ্যতাসম্পন্ন লোক বিদেশ গমন করে

থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাই সবাই এই ডি ক্যাটাগরির জব বেশি খোঁজ করে থাকেন।কারণ হিসেবে দেখা যায় এই ধরনের

চাকুরির জন্য যে যোগ্যতা চাওয়া হয় তা সবার ক্ষেত্রেই মিলে যায়। তার জন্যই অনেকেই খুঁজতে থাকেন এই চাকুরি গুলো। আর এই

ডি ক্যাটাগরিতে কি কি ধরনের চাকুরি থাকে তা আপনাদের জন্য নিচে বিস্তারিত তুলে ধরা হলো।-

  • ক্যশিয়ার যার কোড- ৬৬১১
  • সার্ভিস স্টেশন এটেনডেন্টস-৬৬২১
  • স্টোর কিপার বা স্টোর রক্ষণাবেক্ষণ- ৬৬২২
  • আদার্স সেলস রিলেটেড অকুপেশন- ৬৬২৩
  • ফুড কাউন্টার অ্যাটেনডেন্স এন্ড কিচেন হেলপার- ৬৭১১
  • সাপোর্ট সার্ভিস এন্ড একোমোডেশন-৬৭২১
  • লাইট ডিউটি ক্লিনার্স-৬৭৩১
  • স্পেশাল ক্লিনার্স-৬৭৩২
  • ড্রাই ক্লিনিং এন্ড রিলেটেড অকুপেশন-৬৭৪১
  • আদার সার্ভিস অকুপেশন-৬৭৪২
  • কনস্ট্রাকশন হেল্পার এন্ড লেবার-৭৬১১
  • আদার ট্রেডর্স হেলপার এন্ড লেবার-৭৬১২
  • পাবলিক ওয়ার্ক এন্ড মেইনটেন্যান্স লেবার-৭৬২১
  • রেলওয়ে এন্ড মোটর ট্রান্সপোর্ট লেবার-৭৬২২
  • হারভেস্টিং লেবার-৮৬১১
  • ল্যান্ডস্কেপিং এন্ড গ্রাউন্ড লেবার মেনটেনেন্স-৮৬১২
  • একুয়াকালচার এন্ড মেরিন হারভেস্ট কালচার-৮৬১৩
  • মাইন লেবার-৮৬১৪
  • অয়েল এন্ড গ্যাস ফিলিং সার্ভিস লেবার-৮৬১৫
  • লিভার এন্ড মিনারেল প্রসেসিং-৯৬১১
  • লগিং অন্ড ফরেস্ট্রি লিভার-৮৬১৬
  • লেবার এন্ড মেটাল ফেব্রিকেশন-৯৬১২
  • লেবার ইন কেমিক্যাল প্রোডাক্ট ইউটিলিটিস-৯৬১৩
  • লেবার ইন ফুড এন্ড পাম্প এন্ড পেপার প্রসেসিং-৯৬১৪
  • লেবার এন্ড প্লাস্টিক রাবার প্রডাক্ট মানুফাকচারিং-৯৬১৫
  • লেবার এন্ড টেক্সটাইল প্রসেসিং-৯৬১৬
  • লেবার ফুড এন্ড বেভারেজ প্রসেসিং-৯৬১৭
  • লেবার ইন ফিশ এন্ড সি ফুড প্রসেসিং-৯৬১৮
  • আদার লেবার এন্ড ফুড প্রসেসিং-৯৬১৯

উপরোক্ত চাকুরি গুলো হলে ডি ক্যাটাগরির চাকুরি। আর এদের সাথে যে নাম্বার দেয়া হলো সে গুলো হলো এই চাকুরির এন.ও.সি

নাম্বার যে নাম্বার দিয়ে কানাডার সরকারি সাইট থেকে এই চাকুরির তথ্য বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

কানাডা জব ভিসা ডি ক্যাটাগরি শেষ কথা

আশা করি উপরোক্ত কানাডা জব ভিসা ডি ক্যাটাগরি লেখার মাধ্যমে আপনি উল্লেখিত সকল বিষয় সম্পর্কে পর্যাপ্ত তথ্য

পেয়েছেন, এবং এই তথ্যগুলো আপনার ক্ষেত্রেও কাজে লাগাবে। এছাড়াও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে আমাদের কাছে

করতে পারেন। আমরা সব সময় আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। যাতে করে আপনার কানাডা যাওয়া সহজ হয়। নিচে

আরও কিছু লেখার লিংক আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার যদি প্রয়োজন মনে হয় সে লেখাগুলা পড়তে পারেন। আশা

করি সে গুলো কাজে লাগবে। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত কানাডা জব ভিসা ডি ক্যাটাগরি  লিখাটি পড়ার জন্য । ভাল লাগলে

অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভাল থাকুন , সুস্থ থাকুন।

আরো পড়তে পারেনঃ

কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা

কানাডায় স্থায়ী বসবাস

কানাডার জীবন যাপন

কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ

কানাডায় বৈধ হওয়ার উপায়

কানাডা জব ব্যাংক

কানাডা জব সার্কুলার ২০২৩

কানাডায় চাকরির আবেদন

কাতারে কোন কাজের চাহিদা বেশি

কানাডা যাওয়ার যোগ্যতা

কানাডায় যাওয়ার খরচ কত

কানাডা যেতে কতদিন লাগে

কাতার থেকে পর্তুগাল যাওয়ার উপায়

কানাডায় ইমিগ্রেশন ভিসা

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

2 comments

    • আপনি ইচ্ছে করলে নিজেই নিজের প্রচেষ্টায় সেখানে যেতে পারবেন। আর তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *