আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করবো ওমান থেকে ইউরোপ যাওয়ার উপায় বিষয় টি নিয়ে। আপনারা কিভাবে ওমান থেকে ইউরোপ যেতে পারবেন। আর ওমান
থেকে আপনাদের ইউরোপ যেতে কত টাকা খরচ হতে পারে। আপনারা ওমান থেকে ইউরোপ যাওয়ার জন্য
কোন এজেন্সির মাধ্যমে আপনারা সহজে যেতে পারবেন। এ সকল বিষয় আপনাদের সাথে এই লেখার
মাধ্যমে আলোচনা করবো । আপনারা অনেকেই ওমানে কাজ করার জন্য গিয়েছেন এবং সেখানে কাজও
করছেন কিন্ত আপনারা সেখান থেকে চিন্ত করে থাকেন যে ওমান থেকে ইউরোপ এর বিভিন্ন রাষ্ট্রে কিভাবে
যাওয়া যায়। কিছু দিন আগে এই বিষয় গুলো খুব কঠিন ছিল। কিন্ত বর্তমান সময়ে এই কাজ গুলো কঠিন
কিছুই না। আপনি যদি ওমান থেকে ইউরোপ এ যেতে চান তাহলে আপনার কিছু খরচ হবে আর প্রয়োজনীয়
কিছু কাগজপত্রের দরকার হবে। আপনারা বিভিন্ন দেশে গিয়ে থাকেন কিন্ত সবাই জানেন যে অন্যান্য
দেশের চেয়ে ইউরোপ এ যেতে একটু বেশি টাকা লাগে । তাই আপনি যদি ওমনি থেকে ইউরোপ এ যেতে চান
তাহলে আপনার একটু খরচ বেশি পড়বে । আর আপনি যদি একবার ইউরোপ এ একটি কাজ নিয়ে যেতে
পারেন তাহলে আপনার আর চিন্তা করতে হবে না। আপনাদের সাথে এই বিষয় আরও বিস্তারিত ভাবে নিম্নে
আলোচনা করা হল –
ওমান থেকে ইউরোপ যাওয়ার উপায়
ওমান থেকে ইউরোপ যাওয়ার উপায় : আপনারা যারা ওমান থেকে ইউরোপ এ যেতে চান তাদের
অবশ্যই সেই দেশের এম্বাসির মাধ্যমে আলোচনা করে তারপরে যেতে হবে। আর ইউরোপ এর বিভিন্ন
দেশের এজেন্সি রয়েছে ওমানে । আর এই সমস্ত এজেন্সিতে গেলেই আপনার কি কি লাগবে তা আপনাকে
বিস্তারিত ভাবে জানিয়ে দিবে । আপনার কি কি কাগজপত্র লাগবে এবং কি দক্ষতা প্রয়োজন আছে এই
সকল বিষয় আপনাদের জানিয়ে দিবে । আপনার কাজের দক্ষতার প্রমান এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে
আপনাকে ইউরোপ এ ভিসার জন্য আবেদন করতে হবে। আপনাদের আর একটি কথা বলে রাখি যে
আপনারা যে কোন সরকারি এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ওমান থেকে ইউরোপ এ প্রবেশ করতে
পারবেন। কিন্ত আপনি যাওয়ার পূর্বে যে এজেন্সির মাধ্যমে জাবেন তাদের সাথে আলোচনা করে নিবেন যে
কোন কাজে পাঠাবে, যেতে কত টাকা নিবে এবং বেতন কত হবে এই সকল বিষয় বিস্তারিত ভাবে আলোচনা
করে নিবেন।
ওমান থেকে ইউরোপ যাওয়ার খরচ
ওমান থেকে ইউরোপ যাওয়ার খরচ : আপনারা যারা ওমান থেকে ইউরোপ এ যেতে চান তাদের জন্য
এই লেখা । কারণ আপনাদের এই লেখার মাধ্যমে জানাবো যে ওমান থেকে ইউরোপ যেতে কত টাকা খরচ
হতে পারে। আপনারা যারা ওমান থেকে ইউরোপ যাবেন তাদের আগে নির্দিষ্ট করতে হবে যে আপনি
ইউরোপ এর কোন দেশে যাবেন । কারণ ইউরোপ এর বিভিন্ন দেশে যাওয়ার বিভিন্ন ধরণের খরচ হবে। তাই
আপনি কোন দেশে যাবেন তার উপর নির্ভর করবে যে আপনার কত টাকা খরচ হবে। আপনি যদি
রোমানিয়া যেতে চান তাহলে আপনার খরচ হবে ৪ লাখ টাকার মত । আর আপনি যদি পোল্যান্ড যেতে চান
তাহলে আপনার খরচ হতে পারে ১০ লাখ টাকার মত। এছাড়াও আপনাকে কাগজপত্র বা প্রয়োজনীয় কিছু
রিকোয়ারমেন্ট তোলার জন্য আরও কিছু বাড়তি খরচ হতে পারে। আপনারা যে সমস্ত সরকারি বা
বেসরকারি এম্বাসি , এজেন্সি আছে তাদের মাধ্যমে আলোচনা করে জেনে নিতে পারবেন আপনার কি কি
খরচ লাগবে আর কত টাকা খরচ হবে।
ওমান থেকে ইউরোপ যেতে কি কি কাগজপত্র প্রয়োজন
ওমান থেকে ইউরোপ যেতে কি কি কাগজপত্র প্রয়োজন : আপনারা যারা ওমান থেকে ইউরোপ এ
যাবেন তাদের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে । আর এই সমস্ত কাগজপত্র সব একত্র করে তারপরে
এম্বাসির মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সাধারণত কি কি কাগজপত্র লাগবে তা নিম্নে উল্লেখ
করা হল –
- আপনার একটি পাসপোর্ট লাগবে যার মেয়াদ নিম্নে ছয় মাস থাকতে হবে।
- পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি লাগবে যার ব্যাকগ্রউন্ড থকতে হবে সাদা।
- আরনার এনআইডি কার্ডের ফটো কপি লাগবে।
- আর আপনি বর্তমানে যে কাজে নিয়োজিত আছেন তার প্রমান পত্র লাগবে ।
- আপনার ইউরোপ এর দেশ থেকে ইনভাইটেশন লেটার লাগবে।
- আর লাগবে হল ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
উপরোক্ত কাগজপত্র সাধারণত সবারি লাগবে। আর আপনি ওমানে যে কাজে নিয়োজিত আছেন সেখান
থেকে আপনার মালিক এর কাছ থেকে একটি কাগজ তৈরি করে নিবেন তাহলে ইউরোপ এর দেশগুলোতে
যাওয়া আপনার জন্য সহজ হবে। আর কাজ পাওয়াও সহজ হবে। তাই আপনারা যারা ওমান থেকে ইউরোপ
এ যাবেন তারা এই কাগজ টি তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন।
ওমান থেকে ইউরোপ যাওয়ার উপায় এর শেষ কথা
আপনাদের সাথে আজকে আলোচনা করলাম ওমান থেকে ইউরোপ যাওয়ার উপায় নিয়ে । আপনারা
যারা ইউরোপ এ যেতে চান তারা লেখা টি পড়লে উপকৃত হইবেন । আর এর পরেও যদি আপনাদের আরও
কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন । আমরা তার উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিবো । নিম্নে
আপনাদের সাথে কিছু লেখার লিংক শেয়ার করা হল প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আজকের মত
এখানেই শেষ করছি ওমান থেকে ইউরোপ যাওয়ার উপায় লেখা টি । আপনারা যারা লেখা টি প্রথম
থেকে শেষ পর্যন্ত পড়েছেন তাদের সকলকেই ধন্যবাদ।