বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম : কেমন আছেন আশাকরি সবাই অনেক ভালোআছেন বিশেষ করে যারা প্রবাসে আছেন বা যেতে চাচ্ছেরন । আজকের লেখাটি তাদের জন্য খুবই গরুত্বপূর্ণ হতে

যাচ্ছে। কারণ আমরা অনেক সময় দেশে টাকা পাঠানোর বিষয়ে অনেক ঝামেলায় পড়ে যায়। আমরা কি

উপায়ে দেশে টাকা পাঠাবো সে বিষয়টি না জানার কারণে দেশে টাকা পাঠাতে পারিনা। আবার দেখা যায়

সঠিক উপায় না জানার কারনে সঠিক বিনিময় হার পাইনা। বা যে পরিমাণে টাকার রেট পাওয়ার কথা সে

পরিমাণে রেট পাওয়া যায় না। এছাড়াও বর্তমানে সরকার অনেক সুবিধা প্রদান করছেন দেখা যাচ্ছে সেই

সকল সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। তাই এই গরুত্বপূর্ণ বিষয়টি জানার জন্য আমার এই  বিদেশ থেকে

বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন তবেই জানতে পারবেন

বিস্তারিত।

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম
বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম : আপনি বর্তমানে যদি বিদেশ থেকে থাকেন বা যাওয়ার

জন্য চান তবে এই লেখাটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন বিদেশ থাকবেন

তখন আপনার দেশে টাকা পাঠানোর প্রয়োজন পড়বে। আর তখন এই তথ্যটি আপনার অনেক বেশি কাজে

লাগবে। কারণ আপনি যদি না জানেন কি কি উপায়ে বিদেশ থেকে টাকা পাঠানো যায়? তবে আপনি টাকা

পাঠানোর সময় ঠকে যাবেন। আর তাই নিচের তথ্য গুলো পড়তে থাকুন তবে আপনি টাকা পাঠানোর সঠিক

ও লাভজনক তথ্য সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে টাকা পাঠানোর বেশ কয়েকটি উপায় বা মাধ্যম রয়েছে । আপনাদের সুবিধার জন্য আমি

সবগুলো আলোচনা করার চেষ্টা করবো আপনি আপনার সুবিধা মত যে কোন উপায়ে টাকা পাঠাতে পারেন।

কারণ হিসেবে দেখা গেছে বিভিন্ন দেশের টাকা পাঠানোর মাধ্য ও সুবিধা বিভিন্ন ধরনের রয়েছে। আপনি যে

দেশে থাকেন সেই দেশের সুবিধা অনুযায়ী টাকা পাঠাতে পারেন।

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম : আজকে আমি আপনাদের সাথে এখানে

আলোচনা করবো আপনি যদি বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলোতে থাকেন তবে ইসলামী ব্যাংক হতে

পারে আপনার জন্য টাকা পাঠানোর সবথেকে ভালো এবং নির্ভরযোগ্য মাধ্যম। কারণ আমরা সবাই জানি

ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানে এটা যেমন নিরাপদ অন্যদিকে সরকার কর্তৃক যে ভর্তুকি দেয়া হয় তাও

পেয়ে যাবেন। তাই অনেকের কাছে এই মাধ্যমটি প্রিয়। আর তার জন্য আপনিও বেছে নিতে পারেন এই

মাধ্যমটি আর তার জন্য নিচের তথ্য গুলো আপনার জানা খুবই প্রয়োজন।

ইসলামী ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ

আপনি যদি বিদেশ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান তবে নির্দিষ্ট পরিমাণে খরচ প্রদান

করতে হয় । তবে সেই খরচ খুব একটা বেশি নয়। তবে আপনি যে সকল দেশে ইসলামী ব্যাংকের এজেন্ট

শাখা আছে সেখানে গিয়ে টাকা জমাদিয়ে দেশে টাকা পাঠাতে পারেন। আবার আপনি যে সকল দেশে

এজেন্ট ব্যাংক নেই সেখানে আপনি বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর সেই পাঠানো

টাকা আপনি ইচ্ছে করলেই ইসলামী ব্যাংকের যে কোন শাখা থেকে খুব সহজেই উঠাতে পারবেন।

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠালে বোনাস

বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠালে বোনাস:  অনেকেরই ধারণা ব্যাংকের মাধ্যমে টাকা

পাঠালে সরকার কর্তৃক প্রদেয় যে ভূর্তকি দেয়া হয় তা দিবে কিনা? আর সেই সময় কোন ধরনের সমস্যা হবে

কি না? যাদের মনে এই ধরনের প্রশ্ন আসে তাদের উদ্দেশ্য এখানে বলা । আপনি যদি বিশ্বের যে কোন দেশ

থেকেই টাকা পাঠান তবে বাংলাদেশ সরকার প্রদেয় ৩% বোনাস ব্যাংক থেকে পেয়ে যাবেন। আর সে ক্ষেত্রে

ইসলামী ব্যাংক আপনাকে বোনাস প্রদান করবে। তার জন্য শুধু সঠিখ নিয়মি টাকা বাংলদেশে পাঠাবেন এই

ব্যাংকের মাধ্যমে।

বিদেশে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম

বিদেশে ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়ম: যাদের ইসলামী ব্যাংকে একাউন্ট আছে তারা এক

জায়গাতে টাকা জমা দিলেই বাংলাদেশের যে কোন জায়গার ব্যাংক থেকে টাকা উঠাতে পারেন। কারণ

বর্তমানে দেখা গেছে সকল ইসলামী ব্যাংকই অনলাইন। যার ফলে টাকা লেনদেন হয়েগেছে সবথেকে

সহজ। এছাড়াও অনেকেই বিদেশ থেকে টাকা পাঠানো অনেক ঝামেলার মনে করে থাকেন কিন্তু এই

কাজটি আসলে এত বেশি ঝামেলার নয়। আপনি যে কোন বিদেশী শাখায় গিয়ে আপনার টাকা দেশে

পাঠাতে পারবেন। সে ক্ষেত্রে কিছু তথ্য ও আপনার ওয়ার্কপারমিট কাগজের ফটোকপি জমা দিতে হয় মাত্র।

আর আপনি যদি বিভিন্ন অ্যাপের মাধ্যমে জমা দেন তাহলে আরো সহজ ।

বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বিদেশ থেকে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম: যদি কোন কারণে আপনি বিদেশে অবস্থান করে

থাকেন আর আপনি ইসলামী ব্যাংকে একটি একাউন্ট খোলার জন্য আবেদন করে থাকেন তবে সেই ক্ষেত্রে

কিভাবে সেটা করা যায় সে বিষয়ে আজকে এখানে বিস্তারিত আলোচনা করবো। আর তার জন্য এই

অংশটুকু ভালোকরে পড়তে হবে। এর জন্য যা করতে হবে প্রথমে আপনাকে সেলফিন একটি অ্যাপ

ডাউলোড করতে হবে। এর পর আপনি যে দেশে থাকেন সেখান থেকে দেয়া আপনার কাজের অনুমোধন

পত্র ও আপনার পাসপোর্ট ও আপনার জাতীয় পত্র স্ক্যান করে খুব সহজেই একটি একাউন্ট খুলতে

পারবেন। আর এর জন্য আমার দেয়া এই ভিডিওটি দেখতে পারেন।

ইসলামী এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

সলামী এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম: অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে

থাকেন আমার যদি ইসলামী ব্যাংকে একাউন্ট থাকে তবে দেশ ও বিদেশ থেকে এই ব্যাংকের মাধ্যমে অন্য

ব্যাংকে টাকা পাঠাতে পারবোকিনা? তাদের প্রশ্নের উত্তরে বলা। আপনি এই ব্যাংক থেকে বাংলাদেশের ও

বিশ্বের অনেক গুলো ব্যাংকেই আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। আর তার জন্য আপনাকে দু-

ধরনের পদ্ধতি আছে আর তা হলো আপনি ইসলামী ব্যাংকের একটি অ্যাপ আছে যার নাম সেলফিন এর

মাধ্যমে আরেকটি হলো সরাসরি আপনি ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম :  বিকাশে টাকা পাঠানো এখন খুব সহজ কাজ। যে কোন

সময় যে কোন স্থান থেকে আপনি দেশে টাকা পাঠাতে পারেন। আর এই ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে

মোবাইল রিজার্চ করা সহ যে কোন ধরনের বিল প্রদান করতে পারেন। আর এর জন্য আপনার একটি বিকাশ

একাউন্ট থাকতে হবে। আর আপনি ইচ্ছে করলে বিকাশের মাধ্যমে যে কোন ব্যাংকেও টাকা পাঠাতে পারেন।

বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে নগদে টাকা পাঠানোর নিয়ম : এখন বিদেশ থেকে টাকা গ্রহণ করা অনেক সহজ

হয়েগেছে ।আর তার নাম হচ্ছে নগদের মত টাকা প্রদান ও গ্রহন করী অ্যাপস। আপনি যদি বিদেশ অবস্থান

করে থাকেন তবে খুব সহজেই ঘরে বসে খুব দ্রুত সময়ে দেশে যে কারো কাছে ব্যাংকে বা নগদে বা বিকাশে

টাকা পাঠাতে পারেন। এর জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে । আর এর জন্য আপনাকে

নগদে একটি একাউন্ট থাকতে হবে। আর যার কাছে টাকা পাঠাবেন তার পূর্ণ তথ্য থাকতে হবে। যদি আপনি

ব্যাংকে টাকা পাঠাতে চান তবে যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের পূর্ণ তথ্য আর যদি বিকাশে বা নগদে হয়

তবে সেই হিসাব নাম্বার । আর এই দুই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আপনি দেশে টাকা পাঠাতে

পারেন।

বিদেশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম : যদি আপনি বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে

চান তবে আপনি খুব সহজেই সোনলী ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারেন। আর এর জন্য

আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আর তার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজ

পত্র জমা দিতে হবে। যেমন আপনি যখন দেশে টাকা পাঠাবেন তখন আপনার পাসপোর্ট ও কাজের প্রমান

পত্র জমাদিয়ে দেশে সোনালী ব্যাংকে টাকা পাঠাতে পারেন। আর এর জন্য আপনাকে বিভিন্ন ব্রোকার

হাউজের মাধ্যমে পাঠতে হবে। আর যে সকল দেশে এই ব্যাংকটির বিদেশী শাখা রয়েছে শুধু সেই দেশ হতে

সেখানে গিয়ে সরাসরি টাকা পাঠাতে পারেন। আর এর জন্য আপনাকে মানি এক্সচেন্জ হাউজ গিয়ে সেখান

থেকে সকল কাজ সম্পন্ন করতে হবে।

সোনালী ব্যাংকে টাকা পাঠানোর খরচ

সোনালী ব্যাংকে টাকা পাঠানোর খরচ: আপনারা অনেকেই জানেন সোনালী ব্যাংকে টাকা পাঠাতে

গেলে খরচ অনেক বেশি । আসলে  এই তথ্যটি সঠিক নয়। ব্যাংকে টাকা পাঠাতে কোন ধরনের খরচ নেয়া

হয় না। তবে আপনি যখন বিদেশ থেকে টাকা পাঠান তখন আপনি যে মানি এক্সচেন্জ এর মাধ্যমে পাঠানো

হয় সেখানকার  অফিস খরচ নিয়ে থাকে । আর তাকে আমরা বলে থাকি সোনলী ব্যাংকে টাকা পাঠালে খরচ

নেয়। তবে যখন আপনি বাংলাদেশে বিভিন্ন শাখার মাধ্যমে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তখন

নূন্যতম একটা খরচ হিসাব করে টাকা নেয়া হয়। যা খুবই সমান্য পরিমাণে।

বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম

বিদেশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম : বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশ থেকেই ব্যাংকের

মাধ্যমে টাকা দেশে পাঠানো যায়। তবে দেখা যায় একেক ব্যাংকের সুযোগ সুবিধা একেক রকমের । তাই

আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান। আর সেই ক্ষেত্রে

বাংলাদেশে অগ্রণী ব্যাংকে টাকা পাঠানো সবথেকে সহজ ও নিরাপদ। কারণ এই ব্যাংকটি সরকারী হওয়াতে

সরকার প্রদেয় ভূর্তুকি খুব সহজেই পাওয়া যায়। এর সাথে এই ব্যাংকের সাথে লেনদেন করা অনেক বেশি

নিরাপদ। তাই আপনি যদি বিদেশ থেকে বিভিন্ন ব্রোকার হাউজের মাধ্যমে অগ্রণী ব্যাংকে টাকা পাঠাতে চান

তবে খুব সহজেই তা পাঠাতে পারবেন। আর সেই সকল ব্রোকার হাউজের মধ্য অন্যতম হলো ওয়েস্টর্ণ মানি

এক্সজেন্স, মানি গ্রাম বর্তমানে বিকাশ ও নগদ অন্যতম।

অগ্রণী ব্যাংক রেমিট্যান্স পাঠালে বোনাস পাওয়া যায় কিনা?

অগ্রণী ব্যাংক রেমিট্যান্স পাঠালে বোনাস পাওয়া যায় কিনা?: আপনি যদি এই ব্যাংকের মাধ্যমে

বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে চান আর তা যদি সঠিক উপায়ে হয় তবে আপনি সরকার প্রদেয় ২.৫%

হারে বোনাস পেয়ে যাবেন। আর সে ক্ষেত্রে আপনার কোন কাগজ পত্র বা আর কোন পদক্ষেপও নিতে হবে

না। তাই অনেকেই এই মাধ্যমে আপনি খুব সহজেই এই মাধ্যমে টাকা পাঠিয়ে সরকার প্রদেয় বোনাস গ্রহন

করতে পারেন।

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম এর শেষ উক্তি

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে যাচ্ছি বিদেশ থেকে বাংলাদেশে

টাকা পাঠানোর নিয়ম  এই লেখাটি। আশাকরি উপরোক্ত তথ্য গুুলো আপনাদের অনেক কাজে লাগবে।

এছাড়াও যদি অন্যকোন বিষয়ে জানতে চান তবে আমাদের কাছে লিখতে পারেন। আমরা আপনার

প্রশ্নেরউত্তর দিব। আমাদের সাইটে নিয়মিত ইউরোপের দেশসমূহে কিভাবে যাওয়া যায় ও সকল বিষয়ে তথ্য

সবসময় শেয়ার করা হয় আপনি যদি সেই সকল তথ্য জানতে চান তবে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট

করতে পারেন তবে জানতে পারবেন সেই সকল তথ্য। প্রথম থেকে শেষ পর্যন্ত  লেখাটি পড়ার জন্য অনেক

অনেক ধন্যবাদ।

আরো পড়তে পারেন

ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নিয়ম

দুবাই টাকার রেট

দুবাইয়ের ১০০০ দিরহাম সমা

About 24 Favor

Check Also

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত বিস্তারিত

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত হচ্ছে  সংযুক্ত আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *