24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » জার্মানি শহর ও আয়তন এবং জনসংখ্যা কত

Visa Tips

জার্মানি শহর ও আয়তন এবং জনসংখ্যা কত

24 Favor February 12, 2024

আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো জার্মানি শহর ও আয়তন এবং জনসংখ্যা কত এই

বিষয় নিয়ে।এই লেখাটি পড়লে আপনি আরো জানতে পারবেন জার্মানির শহরের নাম, জার্মানির রাজধানী

বার্লিন, জার্মানির আয়তন,এবং জার্মানির জনসংখ্যা কত। এই সকল আলোচনা নিম্নে করা হলো।তাই যারা

জার্মানি শহর ও আয়তন এবং জনসংখ্যা কত এই বিষয় গুলি জানতে চান তারা আমার এই লেখাটি প্রথম

থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশা করি জার্মানি শহর ও আয়তন এবং জনসংখ্যা কত

সম্পর্কে আপনারা সবকিছু জানতে পারবেন।নিম্নে সকল বিস্তারিত আলোচনা করা হলো।

জার্মানি শহর

জার্মানি শহর

জার্মানি শহর: জার্মানির রাজধানী এবং ইউরোপের মহাদেশের একটি ঐতিহাসিক শহর বার্লিন।জার্মানির

প্রধান এই নগর কেন্দ্রে ৩৪ লাখের ও বেশি মানুষ বাস করে। এর আয়তর ৮৮৮ বর্গ কিলোমিটার।

আয়তনের দিক থেকে বার্লিন প্যারিসের থেকে প্রায় নয় গুন বড়।বার্লিন দেশের অত্যন্ত বৃহত্তম শহর।কিন্তু

প্রাক্তন পশ্চিম জার্মানির রাজধানী বন। বন শহরে এখনো বেশ কিছু সরকারি অফিস রয়েছে।জার্মান ভাষা

এখান কার প্রধান ভাষা।জার্মান বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ।এটির অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র

জাপানের পরে ৪র্থ বৃহত্তম। জার্মানি ইউরোপ ইউনিয়ন এর অন্যতম একটি প্রধান অর্থনৈতিক অঞ্চল।

জার্মানিতে দুই হাজারের ও বেশি শহর রয়েছে।

 

জার্মানি শহরের নাম

জার্মানি শহরের নাম: জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন সবচেয়ে বেশি মানুষ থাকে। জার্মানিতে ছোট-বড়

মিলিয়ে দুই হাজারের ও বেশি শহর রয়েছে। এর মধ্যে কিছু শহরের বর্ণনা দেওয়া হলো।বার্লিনে প্রায় ৩৪

লাখ মানুষ বসবাস করেন ।এরপর হামবুর্গ শহরে প্রায় ১৯ লাখের মতো মানুষ বসবাস করে। এর পরে

রয়েছে মিউনিখ এর মধ্যে রয়েছে অনেক বাংলাদেশী এবং ভারতীয় লোকজন প্রায় ১৫ লাখ লোক থাকে।

তারপরে হচ্ছে কলন শহর এই খানে থাকে প্রায় ১১ লাখ লোক।জার্মানির ১০ টি বড় শহরের মধ্যে চার নম্বরে

আছে হচ্ছে কলন। এর পর হচ্ছে ফ্রাংকফুট আম্মা ইন।স্টুটগার্ট এই শহরে থাকেন হচ্ছে ৬ লাখ ৩৫

হাজার এর মত লোক জন।ডুসেলডর্ফ  এই শহরে প্রায় ৬ লাখ ২০ হাজারের মত লোক বাস করে।এর পর

হচ্ছে লাইপজিক এই শহরে থাকে হচ্ছে প্রায় ৬ লাখ ২ হাজারের মত লোক।আর এর পর হচ্ছে ডডমুনড

এই খানে লোক জন থাকে ৬ লাখ ১হাজার ৭০০ এর মত ।এবং তার পর হচ্ছে এসেন এখানেও প্রায় ৬ লাখ

এর মত লোক থাকে ।

 

জার্মানির রাজধানী বার্লিন

জার্মানির রাজধানী বার্লিন: বার্লিন শুধু একটি শহরই নয় জার্মানির একটি রাজ্য। বার্লিন শহরের মাঝখান

দিয়ে প্রবাহিত হয়েছে স্প্রে নদী বলা যায় এই নদীর পাড়েই বার্লিন নগরীর অবস্থান। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে

মাত্র একশত পনেরো ফুট  উঁচুতে অবস্থিত। বর্তমানে যে খানে বার্লিনের অবস্থান অতীতে সেখানে ছিল রদ

তাই শহর টি বেশ নিচু । বার্লিনে প্রচুর খাল চোখে পড়বে। সেই কারণে এই শহরটিতে ৯৬০ টি ব্রিজ আছে।

বার্লিন কে জার্মানির সবচেয়ে সবুজ শহর বলা হয়।কারণ শহরের প্রায় ৪৪ শতাংশ জায়গা লেগ এবং

গাছপালা দাঁড়া পরিবেশিত ।১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বার্লিন দুই ভাগে বিভক্ত ছিলো সে সময়

শহরটি পূর্ব বার্লিন ও পশ্চিম বার্লিন নামে পরিচিত ছিল পূর্ব বার্লিন সমাজতান্ত্রিক এবং পশ্চিম বার্লিন

পুঁজিবাদী ব্যবস্থা অধীনে ছিল।বার্লিন জার্মানির বৃহত্তমো শিল্পনগরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির

অর্থনীতি পূর্ণ নির্মাণে বার্লিন ব্যাপক ভূমিকা পালন করেছিলো। বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই শহরের

ইলেকট্রনিক পণ্য সামগ্রী বৃহৎ শিল্পে পরিণত হয়েছে।বার্লিনের  সবচেয়ে জনপ্রিয় খাবার হয়েছে ক্যারি

ওরস। মজার ব্যাপার হলো বার্লিনে এখনো ৪০০ বছরের পুরনো একটি রেস্টুরেন্ট চালু আছে। বার্লিন

বিশ্বব্যাপী দেওয়াল চিত্রের জন্য বিখ্যাত। বার্লিন কে জাদুঘরের শহর বললেও ভুল হবে না। এই শহরে ১৭৫

টি জাদু ঘর রয়েছে।বার্লিনের টিভি টাওয়ার সবচেয়ে জার্মানির উঁচু জায়গা।এই টাওয়ারের উচ্চতা প্রয় ১২০০

ফুট।এটি সমগ্র ইউরোপ এর তৃতীয় স্থাপনা।

জার্মানির আয়তন

জার্মানির আয়তন: জার্মানি মধ্য ইউরোপের একটি বড় রাষ্ট্র। জার্মানির মোট আয়তন ৩,৫৭,০২২

বর্গকিলোমিটার যার মধ্যে ৩,৪৯,২২৩ বর্গকিমি ভূমি এবং ৭৭৯৮বর্গকিমি জল ভাগ।আয়তনের দিক থেকে

জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে ৬৩ তম রাষ্ট্র।জার্মানির সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলো

হলো উত্তর ডেনমার্ক, পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, দক্ষিনে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, দক্ষিণ-পশ্চিমে

ফ্রান্স ও লুক্সেমবার্গ এবং উত্তর-পশ্চিমে বেলজিয়াম ও নেদারল্যান্ড।জার্মানির মধ্য ভাগে রয়েছে অরণ্যাবৃত

উচ্চভূমি এবং উত্তরে আছে নিম্ন সমতলভূমি। এই নিম্ন ভূমি দিয়ে ইউরোপের প্রধান নদী বয়ে গেছে ,যাদের

মধ্যে আছে রাইন ,দানিউব, এবং এলবে নদী।

 

জার্মানির জনসংখ্যা কত?

জার্মানির জনসংখ্যা কত: জার্মানি ইউরোপ ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। সারা পৃথিবীতে জার্মানি

হল ১৫ তম জনবহুল একটি দেশ। প্রতি বর্গ কিলোমিটারে ২২৯.৪ জন অধিবাসী বাস করে।জার্মান ভাষা

জার্মানির সরকারি ভাষা। এছাড়া অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরো অনেকগুলি ভাষা প্রচলিত এদের মধ্যে

আরবি, ইতালি, এবং তুর্কি ভাষা উল্লেখযোগ্য। লুসাটিয়া অঞ্চলে সার্বীয় ভাষা এবং দক্ষিণ শ্লেসভিগ অঞ্চলে

ডেনীয় ভাষার আঞ্চলিক সরকারি মর্যাদা রয়েছে। উপকূলীয় দীপগুলিতে ফ্রিসীয় ভাষা প্রচলিত।এছাড়া ও

এখানে অনির্দিষ্ট সংখ্যক রোমানি ভাষা ভাষী বাস করে।

জার্মানি শহরের শেষে কথা

পরিশেষে সবাইকে শুভেচ্ছা, জানিয়ে শেষ করছে আজকের জার্মানি শহর ও আয়তন এবং জনসংখ্যা

কত লেখা টি। একটি সুন্দর একটি তথ্যমূলক লেখা।আশা করি উপরোক্ত তথ্যগুলো থেকে আপনারা

সবকিছু জানতে পারবে এছাড়াও যদি আপনাদের আরো কোন বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে

জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে সেই বিষয়টি জানিয়ে দিব। নিচে আরও কিছু লেখার লিংক

আপনাদের সাথে শেয়ার করা হলো। প্রয়োজন মনে করলে সেগুলো পড়তে পারেন ।আশা করি কাজে

লাগবে ।ধন্যবাদ সবাইকে আজকের এই জার্মানি শহর ও আয়তন এবং জনসংখ্যা কত লেখা টি প্রথম

থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য।

একই জাতীয় আরো লেখা :

  • দুবাই যেতে কত টাকা লাগে?
  • দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
  • দুবাই কাজের সন্ধান
  • দুবাই কাজের ভিসা ২০২৩
  • দুবাই সর্বনিম্ন বেতন কত?
  • দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
  • কুয়েত খাদেম ভিসা।
  • কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
  • কুয়েত জব ভিসা।
  • কুয়েত হোটেল ভিসা।
  • কুয়েত মসজিদের হারেজ ভিসা।
  • কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
  • মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
  • মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
  • মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
  • সৌদি ভিসা প্রসেসিং
  • সৌদি আরব ভিসা চেকিং
  • সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
  • কাতারে কোন কাজের চাহিদা বেশি।
  • সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
  • কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
  • মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
  • সৌদি আরব ভিসা কত প্রকার
  • কুয়েত মাজরা ভিসা।
Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

সৌদি ভিসা প্রসেসিং চেকিং ও কোন কাজের বেতন বেশি
সৌদি ভিসা প্রসেসিং চেকিং- অনেকেই বিদেশে যেতে চায় কিন্তু কোথায় …

সৌদি ভিসা প্রসেসিং চেকিং ও কোন কাজের বেতন বেশি

জার্মানি ভিসা ও প্রসেসিং
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভাল আছেন। আজকে কথা …

জার্মানি ভিসা ও প্রসেসিং

About The Author

24 Favor

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh