আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জাপান সম্পর্কে অজানা তথ্য এই বিষয়
টি নিয়ে । আপনারা যারা জাপান সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আমার এই লেখা টি থেকে জানতে পারবেন
আশা করি। এই লেখা থেকে আরও জানতে পারবেন জাপানের অর্থনীতি , জাপান সম্পর্কে সংক্ষেপে কিছু
তথ্য, জাপানের ইতিহাস। এ সকল বিষয় নিম্নে আলোচনা করা হলো । আপনারা যারা জানতে চান তারা
পড়ুন-
জাপান সম্পর্কে অজানা তথ্য
জাপান সম্পর্কে অজানা তথ্য: আপনারা যারা জাপান সম্পর্কে অজানা তথ্য জানতে চান তারা আমার
এই লেখা টি পড়লে জাপান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করি। জাপান পূর্ব এশিয়ার প্রশান্ত
মহাসাগরের তীরে অবস্থীত একটি দেশ । জাপানি ভাষায় জাপান শব্দটিকে নিহন বা নিপুন নামে ডাকা হয় ।
এক সময় মনে করা হতো সকালে পূর্ব দিকে সূর্য উঠাটাকে জাপান থেকেই সবচেয়ে আগে দেখা যায় । এর
জন্য জাপানকে ল্যান্ড অফ দি রাইসিং সান বলা হয়।
জাপান সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য
আপনাদের সাথে এখন আমরা জাপান সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো । আপনারা অনেকেই জাপান
সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না তাই আপনারা যারা জানতে চান তারা এখান থেকে জাপান
সম্পর্কে কিছু তথ্য পাবেন। জাপনের বাজধানীর নাম হলো টোকিও। জাপানের জাতীয় ভাষা হল জাপানি ।
জাপানের জনসংখ্যার পরিমান হলো ১২৬,৯১৯,৬৫৯ (২০১৫ আনুমানিক)। জাপানের জাতীয় খেলা সুমো
ও জুডো । সরকার এককেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র । জাপান দ্বীপেন সংখ্যা ৬৮৫২ টি।
জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির । আর জাপানে জাতীয় ফুলের নাম হল চেরি ফুল ( শাকুরা)। আশা
করি আপনারা জাপান সম্পর্কে সংক্ষেপে অনেক কিছু জানতে পেরেছেন।
জাপানের ইতিহাস
ঐতিহাসিকদের মতে প্রায় ১৩ বছর ক্রিস্টপূর্বে জাপানে জমান নামক মানব সভ্যতার খোঁজ মেলে এবং
তাদের আদিম মানুষ বলা হয় । আসলে এরাই জাপানের আদিবাসী বাসিন্দা আইনু দের পূর্ব পুরুষ। চীন
ইতিহাস বই বুক অফ হান্ট সর্বপ্রথম , যেখানে জাপানের নাম পাওয়া যায় ।
জাপানের অর্থনীতি
জাপানের অর্থনীতি: আধুনিক জাপানের অর্থনৈতিক বিকাশ শুরু হয়েছিল এদো যুগে। এদো যুগের অধুনা
বিদ্যলাম শিল্পে উপাদানগুলির মধ্যে সড়ক ও জলপথ এবং ফিউচার্স কনট্র্যাক্টস, ব্যাংকিং ও ওসাকা রাইস
ব্রোকারসর বিমাগুলির মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি উল্লেখযোগ্য । ১৮৬৮ সাল থেকে মেইজি যুগে
জাপানের অর্থনীতি প্রসার লাভ করেন। আজকের অনেক সংস্থা সেই যুগে স্থাপিত হয়েছিল। তখন থেকেই
জাপান এশিয়ার সর্বাধিক সর্মৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে শুরু করে । ১৯৬০ সাল থেকে ১৯৮০ এর দশক
পর্যন্ত জাপানের সর্বিক অর্থনৈতিক বিকাশ কে বলা হয় জাপানের যুদ্ধোত্তর অর্থনৈতিক বিস্ময় । এই বৃদ্ধির
হার ১৯৬০ ও ১৯৭০ – এর দশকে ছিল ৭.৫ এবং ১৯৮০ ও ১৯৯০ এর দশকের গোড়ার দিকে ছিল ৩.২।
১৯৯০ এর দশকে জাপানিজ অ্যাসেট প্রাইস বাবল ও শেয়ার বাজার ও রিয়েল এস্টট বাজার থেকে
স্পেকুলেটিক এক্সেস আরোপ করার সরকারি নীতি ফলস্রুতিতে যে লস্ট ডিকেডে“র ঘটনা ঘটে, তার ফলে
আর্থিক বৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছিল। বৃদ্ধির হার বাড়ানোর প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ২০০০ সালের বিশ্বজনীন
প্রেক্ষিতে তা আরও হ্রাস পায় । ২০০৫ সালের পরে অর্থনৈতিক বৃদ্ধি আবার শুরু হয় । সেই বছরের জিডিপি
বৃদ্ধির হার ছিল ২.৮% যা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়েনর হারকে ছারিয়ে যায় । ২০১২ সালো
হিসেব অনুসারে নামমাত্র জিডিপি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পর জাপানই বিশ্বের তৃতীয় বৃহত্তম
জাতীয় অর্থনীতি । ২০১৩ সালের হিসেব অনুসারে জাপানের সরকারি ঋণের পরিমাণ দেশের বার্ষিক মোট
আভ্যন্তরিন উৎপাদনের ২০০ শতাংশেরও বেশি বলে অনুমান করা হয়েছে যা বিশ্বের দেশ গুলির মধ্যে
বৃহত্তম। ২০১১ সালে মুডি‘জ রেটিং জাপানের দীর্ঘমেয়াদি সর্বভৌম ঋণ রেটিং এক নচকে এএ৩ কমিয়ে
এএ২ করেছে দেশের ঘাটতি ও ধার করার মাত্রা অনুসারে। ২০০৯ সালে বিশ্বজনীন মন্দা এবং ২০১১ সালের
মার্চে ভূমিকম্প ও সুনামির ফলে যে বিশাল বাজেট ঘাটতি ও সরকারি ঋণ বৃদ্ধি পায় তা রেটিং এর হারকে
কমিয়ে দেয়।
শেষ কথা
ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জাপান সম্পর্কে অজানা তথ্য লেখা টি । আপনারা যারা আরো
অন্য বিষয় নিয়ে জানতে চান তারা কমেন্ট করে জানাবেন । আমরা আপনাকে সেই বিষয় টির উত্তর দিয়ে
জানিয়ে দিবো । আমরা বিদেশের ব্যপারে সব সময় সব ধরণের তথ্য দিয়ে থাকি। তাই আপনারা বিদেশের
ব্যাপারে জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। আপনাদের জন্য নিম্নে কিছু লেখার লিংক দেওয়া হলো
প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। আজকের মত এখানেই শেষ করছি
জাপান সম্পর্কে অজানা তথ্য লেখা টি। সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন।
একই জাতীয় আরো লেখা :
- ইতালির ভাষা কি?
- ইতালির মানচিত্র
- ইতালির রাষ্ট্রিয় ধর্ম কি?
- ইতালির পতাকা
- ইতালির জনক কে?
- ইতালিতে বেতন কত?
- আজকে ইতালির টাকার মান কত?
- ইতালি টাকার ছবি
- ইতালি ভিসা আবেদন ফরম ২০২৩
- ইতালি ভিসা আবেদন করার নিয়ম
- ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন
- ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আপডেট
- ইতালি সিজনাল ভিসার রেজাল্ট ২০২৩
- লিবিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে
- বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে