আসসালামু আলাইকুম বন্ধুরা, ওমান ভিসা আবেদন কিভাবে করা হয় এ বিষয় টি নিয়ে আজকে
আপনাদের সাথে সুন্দর ভাবে আলোচনা করব। তাই আপনারা যারা ওমান যেতে চান তারা এই লেখা টি
থেকে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের এই বিষয় জানা দরকার কারণ আমাদের বাংলাদেশ থেকে
বর্তমানে প্রচুর সংখ্যাক কর্মী ওমান যাচ্ছেন। আর আমাদের দেশ থেকে যারা ওমানে যায় তারা সাধারণত
কাজ করার জন্য যায় । আর তাই আপনারা যারা ওমান যাবেন তারা যাওয়ার আগে জেনে নিবেন যে কিভাবে
ওমান কাজের জন্য আবেদন করা হয় । আপনি যদি আগে থেকে জানেন যে ওমান ভিসা আবেদন কিভাবে
করা হয় তাহলে আপনার জন্য আবেদন করা সহজ হবে । আর তাই আপনাদের জন্য এই লেখার মাধ্যমে
জানাবো কিভাবে ভিসা আবেদন করা হয় , ভিসা প্রসেসিং করার নিয়ম এবং ভিসা আবেদন করতে কি কি
কাগজপত্র প্রয়োজন ইত্যাদি সম্পর্কে । এ সকল বিষয় নিম্নে আলোচনা করা হল । আপনারা যারা জানতে
ইচ্ছুক তারা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। চলুন তাহলে বিস্তারিত ভাবে
জেনে নেই –
ওমান ভিসা আবেদন
ওমান ভিসা আবেদন : আপনারা যারা ওমান যেতে চান তারা এই সকল বিষয় জেনে জাবেন। আপনারা
যারা কাজ করার জন্য যেতে চান তারা দুই ভাবে যেতে পারবেন যেমন, একটি হল সরকারি ভাবে আবেদন
করে আর একটি হল বেসরকারি ভাবে আবেদন করে । আর আপনি যদি স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা
নিয়ে যেতে চান তাহরে আপনি সরকার নিবন্ধিত এজেন্সি গুলো ছাড়াও বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে
পারবেন। আর এক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা বেশি হওয়ার করণে খরচ একটু বেশি হয়। আবার আপনি
যদি সরকারি এজেন্সির মাধ্যমে যান তাহলে বিশ্বস্ততার সাথে যেতে পারবেন। তাই আপনারা ভালো করে
বুজে শুনে সিদ্ধান্ত নিবেন যে আপনি ওমান যাওয়ার জন্য কোন মাধ্যমে আবেদন করবেন। আশা করি
আপনারা ওমান ভিসা আবেদন সম্পর্কে বুঝতে পেরেছেন।
ওমান ভিসা আবেদন কিভাবে করা হয়
ওমান ভিসা আবেদন কিভাবে করা হয় : আপনারা যারা ওমান যাওয়ার জন্য আবেদন করতে চান কিন্ত
কিভাবে করবেন জানেন না । তারা আমার এই খান থেকে জেনে নিন যে কিভাবে আবেদন করা হয় ।
আপনারা সরকারি ভাবে আবেদন করতে পারবেন আর সরকারি ভাবে আবেদন করলে আপনারা
বিশ্বস্তাতার সাথে যেতে পারবেন। আর তাছাড়া আবেদন করার জন্য আপনারা সরাসরি ওমান দূতাবাস এর
মাধ্যমে আবেদন করতে পারবেন। আর তাছাড়াও আপনারা বিএমইটি অথবা বয়েসেলের মাধ্যমেও ওমান
ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যায়া ।
ওমান ভিসা প্রসেসিং করার নিয়ম
ওমান ভিসা প্রসেসিং করার নিয়ম : আপনারা যারা ওমান যেতে চান তারা জানতে চান যে ওমান ভিসা
প্রসেসিং করতে কি কি লাগে এবং কত দিন সময় লাগে। আপনাদের ওমান ভিসা প্রসেসিং করতে কি কি
নিয়ম কনুন মেনে করতে হবে তা জানাবো । আপনাদের ওমান ভিসা প্রসেসিং করতে যে সকল কগজপত্র
প্রয়োজন হবে তা নিম্নে উল্লেখ করা হল –
- আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে যার মেয়াদ নিম্নে ছয় মাস থাকতে হবে।
- চার কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ।
- এনআইডি কার্ডের ফটোকপি লাগবে।
- বাবা মায়ের এন আইডি কার্ডের ফটোকপি ।
- করোনা টিকা কার্ড লাগবে।
উপরোক্ত কাগজপত্রে যদি কোন ভূল থাকে তাহলে আপনার ভিসা কিন্ত বাতিল হতে পারে । তাই কোন ভূল
থাকলে আগে থেকে ঠিক করে রাখতে হবে। তাছাড়া যদি আপনাদের কোন কাগজপত্র লাগে তাহলে আপনি
যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা আপনাকে আগে থেকেই জানিয়ে দিবে । এই সকল কাগজপত্র আপনার
এজেন্সির কাছে জমা দিলে তারপরে আপনার ভিসা প্রসেসিং শুরু করবে। আপনার ভিসা প্রসেসিং করতে
সময় লাগবে কিছুদিন। কাগজপত্র জমা দিয়ে সকল নিয়ম কানুন মেনে আপনার ভিসা প্রসেসিং করবে তারা
। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
শেষ কথা
আজকে আপনাদের সাথে আলোচনা করলাম ওমান ভিসা আবেদন কিভাবে করা হয় এই বিষয় টি নিয়ে
। এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি লেখা । আপনারা যারা এই সকল বিষয় জানতে চান তারা এই লেখা থেকে
উপকৃত হইবেন আশা করি । আপনাদের সাথে আমরা সব সময় বিদেশের ব্যাপারে তথ্য শেয়ার করে থাকি ।
তাই এছাড়াও যদি আপনাদের আরও কোন বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন । আমরা তার
উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিব। আর আমার কিছু লেখা আপনাদের সাথে শেয়ার করলাম । প্রয়োজন
হরে পড়তে পারেন । আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে ওমান ভিসা আবেদন কিভাবে করা হয়
লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য ।
আরো একই বিষয়ে পড়তেঃ
- দুবাই. সৌদি , ইন্ডিয়া, কুয়েত থেকে কসোভো যাওয়ার উপায়
- ওমান থেকে ইউরোপ যাওয়ার উপায়
- ওমানে ক্লিনিয়ার ভিসার দাম ও বেতন কত?
- ওমানে কম্পানি ভিসায় যাওয়ার উপায় বেতন ও যেতে কত টাকা লাগে ?
- ওমান যাওয়ার উপায় ভিসার দাম চেক ও বেতন কত ?
- ওমানের হোটেল ভিসার দাম ও বেতন কত ?