অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন ও বাংলাদেশে পোল্যান্ড দূতাবাস

সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন লেখাতে।

আশাকরি এই লিখাটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে তাই আপনাদের সাথে

বিস্তারিত তথ্য আলোচনা করব, যাতে আপনি অনলাইনে খুব সহজেই এই দেশের ভিসার জন্য আবেদন

করতে পারেন। আর এই দেশটির দূতাবাস সম্পর্কেও যেন খোঁজ খবর নিতে পারেন । আমাদের এই পর্বে

আশা করি এ বিষয়গুলো জানার জন্য আমার এই অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন  লেখাটি প্রথম

থেকে শেষ পর্যন্ত পড়বেন। আর পড়া হয়ে গেলেই  উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা

সম্ভব। তবে চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা করা যাক।

অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন

Visa Application form
Visa Application form

অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন- বর্তমানে অনলাইনের যুগে আপনি ঘরে বসেই অনেক গুরুত্বপূর্ণ

কাজ সম্পন্ন করে ফেলতে পারবেন। যেহেতু বাংলাদেশে এই দেশটির দূতাবাস নাই যার কারণে অনেক

সময় অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। এছাড়াও যারা ইন্ডিয়াতে আছেন তারাও দূতাবাসে গিয়ে ভিসা

আবেদন ফরম পূরণ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি

বিষয় শেয়ার করব যেটির মাধ্যমে আপনি ঘরে বসেই পোল্যান্ডের ভিসা আবেদন করতে পারবেন । আর তা

নিচে বিস্তারি ব্যাখা করা হলো।

অনলাইলে পোল্যান্ডের স্টুডেন্ট ও ওয়ার্কপারমিট ভিসার আবেদন কি ভাবে করে?

তবে আপনি যদি এই দেশটিতে কাজের জন্য, অথবা ছাত্র ভিসা নিয়ে সেখানে যাওয়ার জন্য আবেদন

করতে চান  তবে নিম্নোক্ত দেওয়া লিংক এর সাহায্যে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এখানে আপনাদের সুবিধার জন্য আমি সরাসরি ভিসা আবেদন ফর্ম এর যে লিংক রয়েছে তা শেয়ার

করলাম যেন আপনার কোন ধরনের সমস্যা না হয়। আপনি শুধু সেখানে দেয়া নির্দেশ অনুযায়ী ফর্মটি

পুরণ করবেন। তবে যেখানে লাল তারকা চিহ্ন দেয়া আছে সে বিষয়টি অবশ্যই পূরণ করতে হবে। এভাবে

পুরণ করা শেষ হলে আবেদনটি সাবমিট করুন দেখবেন সকল কাজ সম্পন্ন হয়ে গেছে। আর এর জন্য

নিচের লিংকটি ব্রাউজ করুন।

আপনি যদি স্টুডেন্ট অথবা ওয়ার্কপারমিট ভিসায় অনলাইনে আবেদন করতে চান তবে ( ই-ভিসা আবেদন ) এখানে ক্লিক করুন।

অনলাইনে পোল্যান্ডে টুরিস্ট ভিসার জন্য আবেদন কি ভাবে করে?

অনেক কাজের জন্যই পোল্যান্ড ভিজিট বা টুরিস্ট ভিসার প্রয়োজন হয়। আর তখন দেখা যায় আমরা না

জানার কারণে অনেক সময় ইন্ডিয়া নিউ দিল্লি গিয়ে সকল কাজ সম্পন্ন করতে হয়। কিন্তু একটু ভাবুনতো

আপনি যদি সেই কাজটি ঘরে বসেই করে ফেলতে পারেন তবে কত সুবিধা হয়। ঠিক তাই আপনি যদি

আমার দেয়া নিচের লিংকটি  ব্রাউজ করেন সেখানে এই আবেদন করার ফর্মটি আপনাদের সাথে শেয়ার

করা আছে আপনি শুধু সেখানে দেয়া নির্দেশ অনুযায়ী ফর্মটি পুরণ করবেন।

আপনি যদি টুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তবে ( টুরিস্ট ই-ভিসা আবেদন ) এখানে ক্লিক করুন।

বাংলাদেশে পোল্যান্ড দূতাবাস

বাংলাদেশে পোল্যান্ড দূতাবাস- সাধারণত অনেকেই না জানার কারণে এই ধরনের প্রশ্ন আমাদের কাছে

করে থাকে। কারণ আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশে পোল্যান্ডের কোন দূতাবাস নেই । আমাদের

যে সকল কাজ দূতাবাসে গিয়ে করতে হবে । তা মূলত ইন্ডিয়া নিউ দিল্লি গিয়ে করতে হয়। তাই আপনাদের

সাথে সেই অফিসের ঠিকানা শেয়ার করবো যাতে করে আপনি খুব সহজেই সেখানে গিয়ে আপনার

প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেন।

ইন্ডিয়ার পোল্যান্ড দূতাবাসের ঠিকানা

আপনার যেন এই দেশটিতে এসে বিড়ম্বনায় পড়তে না হয় তার জন্য নিচে আপনাদের সাথে পোল্যান্ডের

ঠিকানা শেয়ার করা হলো। আর এই দেশটির দূতাবাসের ঠিকানা হলো নিম্নরূপ-

পোল্যান্ড দূতাবাসের ঠিকানাঃ

Nirmal Building 11A, 11th Floor,
241/242 Backbay Reclamation,
Nariman Point, Mumbai 400 021
পোল্যান্ড ইন্ডিয়া দূতাবাসের ই-মেল নাম্বার

যতি কোন কারনে পোল্যান্ডের দূতাবাসে ই-মেল করার প্রয়োজন পড়ে তবে আপনি নিচের ঠিকানায় আপনার প্রয়োজনীয় ই-মেলটি করতে পারবেন।

ই-মেলঃ
 mumbaj.kg.info@msz.gov.pl

শেষ বক্তব্য

পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের এই অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন লেখাটি।

আশা করি উপরোক্ত বিষয়গুলো আপনাদের অনেক কাজে লাগবে । এই বিষয় গুলো ভাল লাগলে অবশ্যই

সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন

যে, আপনার কোন বিষয়টি খারাপ লেগেছে। পোল্যান্ড বিষয়ে  আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ লেখা

আছে। সেই লেখার লিংক গুলো আপনাদের সুবিধার জন্য নিচে শেয়ার করা হলো। আপনি সেই লেখাগুলো

পড়তে পারেন আশাকরি আপনার উপকারে আসবে। আপনার বিদেশ যাত্রা শুভ হোক, সে প্রত্যাশা রেখেই

আজকের মত বিদায় নিচ্ছি, অনলাইনে পোল্যান্ড ভিসা আবেদন লেখা থেকে আল্লাহ হাফেজ।

একই বিষয়ে পড়তে পারেনঃ

পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি

পোল্যান্ড মানচিত্র

ইতালি স্পন্সর ভিসা ২০২৩ আবেদন

পোল্যান্ড ধর্ম কি?

ইতালির ভ্রমণ ভিসার জন্য খরচ

পোল্যান্ড মুসলিম

পোল্যান্ড কেমন দেশ?

পোল্যান্ডের টাকার নাম কি? / পোল্যান্ড মুদ্রা

পোল্যান্ড রাজধানীর নাম কি?

পোল্যান্ড ভিসা ফ্রম বাংলাদেশ জন্য পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা

About 24 Favor

Check Also

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায়

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম

কসোভো থেকে ইতালি যাওয়ার উপায় বা গেম : সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটি বর্তমান সময়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *