নির্বাচনী বক্তব্য দেওয়ার নিয়ম : আসছে দেশে নির্বাচন আর এই নির্বাচনকে সমনে রেখে সবাই যার যার নিজের এলাকায় গিয়ে শুরু করে দিয়েছে জন সংযোগ। আর তাই তাদের সামনে দিতে হয় বক্তব্য আর এই
ক্ষেত্রে দেখা যায় যার বক্তব্য যত বেশি ভালো হয় তার বক্তব্য শুনার জন্য জনগন বেশি হাজির হয়ে থাকে। আর তার গ্রহনযোগ্যতাও দলের মধ্যে বেশি থাকে। বিশেষ করে দেখা যায় যে মিটিং করার সময় বক্তব্য
দিতে পারেনা তার নেতা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর তাই অমাদের জন্য বক্তব্য শেখা বা ভালোভাবে বক্তব্য দেয় আমাদের জন্য খুবই প্রয়োজন। আর আমি আজকে এই লেখার মাধ্যমে আমি
আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে সবার সামনে বক্তব্য দিতে হবে। আর সুন্দর ভাবে বক্তব্য শেখার জন্য আমার লেখা প্রথম থেকে শেষপর্যন্ত পড়তে থাকুন।
নির্বাচনী বক্তব্য দেওয়ার নিয়ম
নির্বাচনী বক্তব্য দেওয়ার নিয়ম : বক্তব্য দেয়াটা অনেক বড় একটা গুন। যারা ভালোভাবে বক্তব্য দিতে পারে দলের মধ্যে তার গ্রহন যোগ্যতা ততবেশি। তাই দলের বড় নেতা হতে গেলে আপনাকে অবশ্যই ভালো
করে বক্তব্য দেয়া শিখতে হবে। আর আপনি যদি ভালোভাবে বক্তব্য দিতে পারেন তবে খুব তাড়াতাড়ি বড় নেতা হতে পারবেন ।আর দলের সবাই আপনাকে সন্মান দিবে। আর আজ এখানে আমি আপনাদের সাথে
কিছু টিপস শেয়ার করবো যে টিপস গুলো কাজে লাগিয়ে আপনি ভালোভাবে সবার সামনে বক্তব্য দিতে পারবেন।
বক্তব্য দেয়ার আগে পূর্ব প্রস্তুতি নেয়া
বক্তব্য দেয়ার আগে পূর্ব প্রস্তুতি নেয়া : যারা বক্তব্য দেয়ার আগে পূর্ব প্রস্তুতি নেয় তাদের বক্তব্য অনেক সুন্দর হয়। আর তাই সকল নেতার বা বক্তার বক্তব্য প্রদানের পূর্বেই প্রস্তুতি নেয়া প্রয়োজন। আর সেই প্রস্তুতি
কিভাবে নিতে হবে তার একটি দিক নির্দেশনা আমি আপনাদের দিব। যেমন আপনি যে বিষয় নিয়ে বক্তব্য দিবেন সেই বিষয় সম্পর্কে ধারণা নেয়া। যে এলাকায় বক্তব্য দিবেন সেই এলাকা সম্পর্কে ধারণা নেয়া।
আপনি যেখানে বক্তব্য দিবেন সেই এলাকার মানুষের সম্পর্কে ধারণা নেয়া। মোট কথা আপনি যেখানে বক্তব্য দিচ্ছেন সেই এলাকা স্পর্কে পূর্ণ ধারণা নিয়ে আগেই যদি প্রস্তুতি নিয়ে বক্তব্য দিতে পারেন তবে খুব সুন্দর ভাবে বক্তব্য দিতে পারবেন।
বক্তব্য দেয়ার আগে স্ক্রিপ্ট লেখা
বক্তব্য দেয়ার আগে স্ক্রিপ্ট লেখা : আপনি যদি আপনার বক্তব্যটি পূর্ণ লেখে তার পরে সেই বক্তব্য বার বার নিজেই চর্চা করতে থাকেন এবং সেই বক্তব্য যদি জনতার সামনে দেন তবে আপনার বক্তব্য অবশ্যই
ভালো হবে। আর এই বক্তব্য লেখার সময় আপনাকে অবশ্যই বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে সঠিক তথ্য সবার সামনে উপস্থাপন করতে হবে। কোনভাবেই মিথ্যা বা ভূল তথ্য দেয়া যাবেনা। তাহলে মানুষ আপনাকে
মিথ্যাবাদী বলবে কখনো বিশ্বাস করবে না। তাই বক্তব্য দেয়ার সময় অবশ্যই সৎ থাকতে হবে।
স্পষ্ট ভাষায় ও সম্ভব হলে স্থানীয় ভাষায় বক্তব্য দেয়া
স্পষ্ট ভাষায় ও সম্ভব হলে স্থানীয় ভাষায় বক্তব্য দেয়া : আপনি যদি ভালো বক্তা হতে চান তবে আপনাকে অবশ্যই স্পষ্ট ভাষায় কথা বলতে হবে যদি আপনি ভালো করে কথা বলতে পারেন তবে সহজেই
শ্রোতা আপনাকে বুঝতে পারবেন আর তারা আপনাকে খুব সহজেই গ্রহণ করে নিবেন। কারণ আপনি যদি স্পষ্ট ভাষায় কথা না বলতে পারেন তবে তারা আপনার কথা বুঝতে পারবেন না। আর যদি আপনি পারেন
তবে যে এলাকায় বক্তব্য দিতে যাবেন সেই এলাকার স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টা করবেন তবেই সেই এলাকার মানুষ আপনাকে কাছের মানুষ হিসেবে নিবে। আর তারা আপনাকে আপজন ভাবতে শুরু করবে।
কথার মধ্যে রসাত্বক ভাব রাখা বা হাঁসি মুখে কথা বলা
কথার মধ্যে রসাত্বক ভাব রাখা বা হাঁসি মুখে কথা বলা : অনেক সময় দেখা যায় আমরা যখন কোন জায়গায় বক্তব্য দেই তখন শুধু একতরফা কথা বলেই যাই । অনেকটা টিভিতে খবর বলার মত কিন্তু এই
পদ্ধতিতে কথা বল্লে মানুষ তেমন একটা আগ্রহ নিয়ে শুণতে চায়না তাই আমাদের প্রয়োজন কথার মধ্যে রসাত্বক ভাব রেখে হাঁসি মুখে কথা বলা । যাতে করে সকলেই কথা শুনতে ভালোবাসে।
নির্বাচনী বক্তব্য দেওয়ার নিয়ম এর শেষ কথা
নির্বাচনী বক্তব্য দেওয়ার নিয়ম এর শেষ কথা : পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে যাচ্ছি বক্তব্য শেখার কিছু গুরুত্বপূর্ণ টিপস লেখাটির । আশাকরি আজকের এই লেখাটি
আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এছাড়াও আরো যদি কোন টিপস আপনাদের প্রয়োজন হয় তবে আমাদের কাছে লিখতে পারেন। আমরা আপনাকে জানিয়ে দিতে চেষ্টা করবো। এছাড়াও আমাদের
সাইটে আরো অনেক গুরুত্বর্ণ লেখা আছে আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলোও পড়তে পারেন অনেক কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আরো পড়তে পারেন :
মেম্বার পদপ্রার্থী স্ট্যাটাস ছন্দ