24 Favor

Tips and Tricks
Menu
  • Home
  • Advertise
  • Visa Tips
  • Education
  • Greetings
  • Tips & Tricks
  • English

Home » মা দিবস নিয়ে কিছু কথা শুভেচ্ছা, কবিতা,এসএমএস এবং স্ট্যাটাস

Greetings

মা দিবস নিয়ে কিছু কথা শুভেচ্ছা, কবিতা,এসএমএস এবং স্ট্যাটাস

24 Favor September 23, 2024

মা দিবস নিয়ে কিছু কথা: মা অনেক মধূর ডাক , এ কথার মাধ্যমেই বুঝা যায় মা কত মধূর কত ভালবাসার । মা দিবস শুধু

এক দিনের জন্যই নয় । আমার মনে হয় বছরের প্রতিদিনই আমাদের কাছে মা দিবস হবার কথা। আসুন মা দিবসে মায়ের

প্রতি ভালবাসা প্রকাশের জন্য বিভিন্ন  এস.এম.এস , ছড়ার মধ্যমে পৃথীবির সকল মায়ের প্রতি ভালোবাসা জানাই । পৃথিবীর

সকল মা যেন তার সন্তানদেরকে নিয়ে সুখে থাকে। আর যেন কোন মায়ের বৃদ্ধা-আশ্রমে যেতে না হয়। তার জন্য প্রথম

থেকে শেষ পর্যন্ত মা দিবস নিয়ে কিছু কথা  পড়তে থাকুন।

’’মা কথাটি ছোট্র অতি কিন্তু যেন ভাই 

ইহার চেয়ে অতি মধূর ত্রিভূবণে নাই’’

মা দিবস

মা দিবস প্রথম পালিত হয় ১৯০৮ সালে । এনা জারভিস নামের এক ভদ্র মহিলা তার মায়ের প্রতি ভালবাসা  থেকেই প্রথম

এই দিনের প্রচলন করেন । তিনি চেয়েছিলেন তার মায়ের প্রতি তিনি কিছু করবেন আর তখন থেকেই এই দিনের প্রচলন

শুরু হয়। বিশ্বৈর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে মা দিবস প্রতিপালিত হলেও বিভিন্ন  দেশে মায়েদের প্রতি ভালবাসা জানানোর

কমতি থাকেনা।

বাংলাদেশেও আজকাল মায়ের প্রতি ভালবাসা জানানোর জন্য এ দিন টিকে স্মরন করা  হয় । সবাই এই দিনটিকে স্মরণ

করার জন্য  মাকে বিভিন্ন প্রকার উপহার, বেড়াতে নিয়ে যাওয়া,  মায়ের  সাথে দেখা করা সহ  মোবাইলে এস.এম.এস

 অথবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন।

আর তাদের জন্যই মূলত আমার এই লেখা আপনি যদি মায়ের প্রতি ভালবাসা জানিয়ে এই দিনটিকে আরো সাফল্যমন্ডিত

করে তুলতে চান এবং মায়ের প্রতি ভালবাসা জানানোর জন্য মাকে মোবাইলে অথবা  ফেসবুকে বিভিন্ন প্রকার স্টাটাস দিতে

চান অথবা ছবি দিতে চান তাহলে আমাদের এখানে সবধরনের এস.এম.এস. , কবিতা, ছড়া, ছবি পাবেন। প্রথম থেকে শেষ

পর্যন্ত আপনি লেখা পড়লেই আপনার চাহিদা মত এস.এম.এস. , কবিতা, ছড়া, ছবি পেয়ে যাবেন।

মাকে নিয়ে কবিতা

আপনি যদি মা দিবসের দিন ফেসবুক অথবা এস .এম.এর মাধ্যমে মাকে এই দিনের শুভেচ্ছা জানাতে চান তাহলে আমাদের

এখানে অনেক গুলো ছড়া আছে আপনার পছন্দ মত কবিতা নিয়ে আপনার মা কে এস.এম.এস অথবা ফেসবুকে স্ট্যাটাস

দিতে পারেন। সবগুলো কবিতা পড়লে আমার মনে হয় আপনার অনেক ভাল লাগবে। আসুন আমরা সবগুলো কবিতা এক

এক করে পড়ে নিয়ে, দেখি কোনটি আপনার পছন্দ হয়।

১. মা-গো তুমি আমার নয়ন মনি
তুমি আমার জান
তুমায় ছাড়া আমি একা
বাঁচেনা মোর প্রান।

 

২,    মা-তুমি মোর আশার আলো
দুঃখের সাথী তুমি.
তোমায় ছাড়া শূন্য হৃদয়,
যেন মরু ভূমি।

 

৩, মায়ের আচল সুখের ছায়া
বাড়ায় যেন প্রানে মায়া।
আসুক ফিরে এই দিন
বিশ্ব মা দিবসের শুভেচ্ছা নিন।

 

৪. দূর বিদেশে পড়ে আছি
মা -তোমায় দেখি না ।
তোমায় না দেখে
যেন মরি না।

 

৫, মা তুমি আমায় জন্মদিয়ে
দেখালে এ ভূবন
পৃথিবীতে পাইনা খুজে
তোমার মত আপন।

 

৬. আমায় ছেড়ে কোথায় তুমি
চলে গেলে মা
তোমায়  জানি কোন দিন পাওয়া যাবে না।

 

৭. নিষ্ঠূর মরণ কেড়ে নিল
আমার মায়ের প্রান
সুখে থেকো ওপাড়েতে
আমার প্রিয় জান।

মা দিবসে মাকে নিয়ে স্ট্যাটাস

মা-দিবসকে আরো সুন্দর করে তুলতে আপনি আমার দেয়া নিচের সুন্দর – সুন্দর উক্তি গুলো ব্যবহার করতে পারেন। যাতে

করে আপনার মায়ের প্রতি ভালবাসা আরো বেড়ে যাবে। এই দিনের প্রতিপাদ্য হোক-

      ‘’মাকে বৃদ্ধা আশ্রমে রাখবো না
মাকে ছাড়া থাকবো না’’

 

১. দেখিলে মায়ের মুখ
মুছে  যায় সব দুঃখ।

২. মায়ের মুখের হাসি
সবচেয়ে বেশি ভালবাসি।

৩. মা ‍যদিও কালো
সে সন্তানের চোখের আলো।

৪. মায়ের হাতের ছোয়া
যেন পরশমনি।
মা আমার সকল সুখের খনি।

৫.জন্ম দিয়ে মাগো তুমি নিলে আমায় কোলে
আমায় দেখে সকল দুঃখ গেলে তুমি ভুলে।

৬. মা দিবসের এই দিনে
মা কে আমার মনে পড়ে।

মা দিবসের এসএমএস

যারা এই দিনটিকে আরো স্মরনীয় করার জন্য মা কে মোবাইলে এস.এম.এস  অথবা ফেসবুকে স্ট্যাটাস করতে চান তারা

আমার এখান থেকে এস.এম.এস নিয়ে আপনার মাকে লিখতে পারেন । তা হলে আপনার মা বুঝবে আপনি আপনার মা কে

কতটা ভালবাসেন। তা ছাড়াও যাদের মা আজ আর পৃথিবীতে নেই তারাও আমার এখান থেকে এস.এম.এস নিয়ে  মায়ের

স্মরণে লিখতে পারেন । মা দিবসের এই দিনটিকে স্মরণীয় করার জন্য।

যাদের মা বেঁচে আছে তাদের জন্য-

প্রিয় মা

মা-গো আমি আজকের এই দিনে তোমাকে জানাই আমার শুভেচ্ছা । আশাকরি ভাল আছো , আমিও তোমার দোয়ায় ভাল আছি।
আমার জন্য দোয়া করো । আমি যেন তোমার আদরের সন্তান হিসেবে তোমার সেবা করতে পারি।

ইতি তোমার আদরের

…….?

প্রিয় মা

মা দিবসের শুভেচ্ছা রইল । আশাকরি ভাল আছো । আর তুমি ভাল থেকে সুখে থাকো এ কামনাই করি।
তোমার প্রতি রইলো আমার অনেক অনেক ভালবাসা।

ইতি তোমার স্নেহের

…..?

পরম শ্রদ্বেয় মা

মা তোমাকে জানাই আমার হাজার হাজার সালাম । আশাকরি তুমি ভাল আছো । মা দিবস তোমার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর শান্তি এ কামনায় তোমার আদরের ।

…..?

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

দুঃখের বিষয় যাদের মা আজ আর দুনিয়াতে বেঁচে নেই তারা তাদের মাকে মা দিবসে স্মরণ করার জন্য ফেসবুকে স্ট্যাটাস

দিবেন তাদের জন্যই মূলত আমার এ লেখা । নিচের সস্ট্যাস গুলো পড়ুন আপনার ভাল লাগবে আশাকরি।

প্রিয় মা

তুমি আজ আমাদের ছেড়ে অজানা এক দেশে আছো। আজকের এই দিনে  তোমাকে জানাই হাজার হাজার শুভেচ্ছা । ভাল থেকো সুখে থেকো আমাদেরকে ছেড়ে।

তোমার দুঃখে ভাড়াক্রান্ত

…………..?

স্বর্গীয় মা

মা দিবস প্রতি বছরেই আসে কিন্তু তুমি নেই আমাদের মাঝে । তাই মা দিবসের শুভেচ্ছা রইলো তোমার প্রতি। শুভ হোক তোমার স্মরণে মা দিবসের এই দিন।

তোমার আদরের

…….?

প্রিয় মা

আমাদের ছেড়ে চলে গেছো অনেক দূরে । জানিনা কেমন আছো ভাল থাকো সুখে থাকে এ কামনাই করি । মা দিবসে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

তোমার আদরের

…………?

এই দিবসের জন্য নিচের ছবিটি আপনি ডাউনলোড করে নিয়ে ফেসবুকে দিতে পারেন। ছবিটি আমার কাছ খুবই সুন্দর লেগেছে।

যারা আমার মা দিবস নিয়ে কিছু কথা এই লেখা পড়েছেন এবং যাদের আমার মা দিবস নিয়ে কিছু কথা এই লেখা

ভাললেগেছে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আর যাদের এই লেখা ভাললাগেনি তাদেরকেও আমার পক্ষ্য থেকে

শুভেচ্ছা। আপনাদের সবার কাছেই আন্তরিক অনুরোধ দয়া করে কমেন্স সেকশনে কিছু লিখে যাবেন । যাতে করে

পরবর্তীতে আরো ভাল লেখা আপনাদের উপহার দিতে পারি।

আপনাদের অগ্রিম শুভেচ্ছা মা দিবসের । পৃথিবীর সকল মা সুখে থাক শান্তিতে থাক এ কামনায় আমি

 সাইফুল ইসলাম
অতি ক্ষুদ্র ব্লগার

আরো পড়ুন:

১.গুগলের জানা অজানা নানান তথ্য ।

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

Happy new Year 2023 SMS
Happy New Year 2023 Happy New Year 2023:-I think the …

Happy new Year 2023 SMS

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ছন্দ ও কবিতা
১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা – ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির …

১৬ ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ছন্দ ও কবিতা

About The Author

24 Favor

No Responses

  1. Pingback: Mother's Day SMS, Quotes & Image
    February 20, 2022
  2. Pingback: Google, office's , Activities, Income, Owner, Google plex, Google means- গুগলের সব A to Z
    March 2, 2022

Leave a Reply Cancel Reply

24 Favor

Tips and Tricks
Copyright © 2025 24 Favor

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh