আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জাপান স্টুডেন্ট ভিসা বিষয় টি নিয়ে।
আপনারা যারা লেখা-পড়া করতে জাপান যেতে চান তাদের জন্য আজকে আমার এই লেখা বা নিজের
আপন কাউকে পাঠাতে চান তাঁরা সবাই অবশ্যই লেখা টি পড়বেন। এই লেখা থেকে আপনারা অনেক তথ্য
জানতে পারবেন আশা করি। নিম্নে স্টুডেন্ট ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা
জানতে চাইলে অবশ্যই লেখাটি পড়ুন-
জাপান স্টুডেন্ট ভিসা
জাপান স্টুডেন্ট ভিসা: আপনারা যারা জাপানা লেখা পড়া কারার জন্য যান তাদের জন্য ২০২৩ সালে
যাওয়া, আগের তুলনায় স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া আরও সহজ । এক্ষেত্রে শুধু মাত্র আপনাকে জাপান
ভাষার উপর দক্ষতা অর্জন করতে হবে । আর একটা বিষয় হলো আপনি লেখা-পড়া করার জন্য জাপান
যেতে চাইলে আপনাকে এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট করতে হবে তাহলেই স্টুডেন্ট ভিসার জন্য
আবেদন করতে পারবেন। আপনাদের আরো একটা কথা জানাই যে জাপান স্টুডেন্ট ভিসার বয়স সীম ১৮
থেকে ৩৫ বছর পর্যন্ত করা হয়েছে। আপনি যদি কোনো ভাবেই জাপান ভাষা না শিখেন বা না জানেন
তাহলে আপনার জন্য আর একটি উপায় হলো আইএলটিএস করে তার পরে যেতে পারবেন । লেখা টি
পড়তে থাকুন তাহলে জাপান স্টুডেন্ট ভিসা সম্পর্কে সব কিছু জানতে পারবেন। আশা করি আপনারা
বুঝতে পেরেছেন ।
জাপান স্টুডেন্ট ভিসা খরচ
জাপান স্টুডেন্ট ভিসা খরচ: আপনারা অনেকেই উচ্চ শিক্ষার জন্য জাপান যেতে চান। জাপান উচ্চ
শিক্ষার জন্য যেতে চাইলে অবশ্যই আপনাকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি যদি
সরকারি ভাবে ভিসা নিয়ে জাপান যান তাও আপনার টাকা লাগবে । আপনার জাপান ভিসা আবেদন করার
জন্য খরচ হবে – ৬ লক্ষ ৫০ হাজার টাকা এটি শুধু মাত্র টিউশন এবং এডমিশন ফ্রি এর জন্য । তাছাড়া
আরও অন্যান্য খরচ ভাবত আপনাকে আরো টাকা প্রধান করতে হবে । যেমন কাগজ পত্র পাঠানো এবং
ডকুমেন্টেশনের ফটোকপি গুলো করতে হলে আপনার আরও এক্সট্রা ভাবে খরচ করা লাগবে। তবে এই
সমস্ত খরচ যদি আপনি এজেন্সির মাধ্যমে করে থাকেন তাহলে আপনার খরচ একটু বেশি হতে পারে ।
ভিবিন্ন এজেন্সি ভেদে খরচ কম- বেশি হয়ে থাকে । তাই আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন তার কাছ
থেকে আগে খরচ সম্পর্কে জেনে নিবেন তাহলে আপনার জন্য ভালো হবে। আবার আপনি যদি ব্যাচেলর
অথবা মাস্টার্স ডিগ্রী অর্জন করার জন্য জাপান যান এর পর সেখানে গিয়ে যদি আপনি ইংলিশ মিডিয়ামে
পড়তে চান তাহলে আপনাকে প্রতি বছর প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা টিউশন ফি দিয়ে পড়তে হবে।
অনেকেই মনে করেন জাপানে গিয়ে অনেক টাকা ইনকাম করে টিউশন ফি দিবেন। তবে এসব চিন্তা করে
জাপান যাওয়ার কথা না ভাবাই ভালো। এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনাদেন জাপানে গিয়ে
অনেক পরিশ্রম করতে হবে তারপর ভালো অর্থ উপার্জন করতে পারবেন।
স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র: জাপানে আপনাদের স্টুডেন্ট ভিসা করতে বেশ কিছু
কাগজপত্র এর প্রয়োজন হবে । আর এ সব ডকুমেন্টস সঠিক এবং বৈধ হতে হবে । আর এ সকল
ডকুমেন্টস যাচাই – বাছাই করে তার পরে আপনার আবেদন গ্রহণ করা হবে । আপনাদেন যে সমস্ত
ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে তাহলো-
- ছয় মাস মেয়াদের একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে।
- পাসপোর্ট সাইজ ছবি লাগবো।
- তারিখ সহ একটি ভিসা আবেদন ফরম লাগবে।
- স্বাস্থ্য মূল্যায়ন পত্র লাগবে।
- জন্ম নিবন্ধন এর ফটোকপি লাগবে।
- এন আই ডি কার্ডের ফটোকপি লাগবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে।
- আবাসনের বিস্তারিত বিবরণ।
- ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস লাগবে।
- বাবা-মায়ের এন আই ডি কার্ডের ফটোকপি লাগবে।
- শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে।
- করণা ভ্যাকসিন এর প্রমাণ পত্র হিসেবে টিকা কার্ড লাগবে।
উপরোক্ত কাগজ পত্র গুলো আপনার আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে । আর যদি কাগজপত্রে কোন
ধরণের ভূল-ত্রূটি থাকে তাহলে তা সংশোধন করে নিতে হবে, তা না হলে আপনার ভিসা বাতিল হওয়ার
সম্ভাবনা থাকবে।
শেষ কথা
আজকের মতো এখানেই শেষ করছি জাপান স্টুডেন্ট ভিসা লেখা টি। এটি সুন্দর একটি তথ্য মূলক লেখা।
আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে। আপনাদের যদি কারো কোন বিষয়ে জানার থাকে
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে সেই বিষয় টি আপনাদের জানিয়ে দিবো।
আমরা বিদেশের ব্যাপারে সব সময় সব ধরণের তথ্য দিয়ে থাকি। তাই আপনারা যারা বিদেশের ব্যাপারে তথ্য
জানতে ইচ্ছুক তারা আমার এই লেখাগুলোর মাধ্যমে জানতে পারেন। নিম্নে আপনাদের জন্য আরো কিছু
লেখার লিংক শেয়ার করা হলো। প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ
সবাইকে আজকে আমার এই জাপান স্টুডেন্ট ভিসা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে
পড়ার জন্য।
একই বিষয়ে পড়তে পারেনঃ
- সৌদি আরব ভিসা কত প্রকার
- সুইজারল্যান্ড সংবিধান ও জনপ্রিয় স্থান
- সুইজারল্যান্ড ভাষা এবং প্রশাসন
- সুইজারল্যান্ড কোন মহাদেশে অবস্থত
- সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা
- পর্তুগাল দেশ কেমন
- পর্তুগাল স্টুডেন্ট ভিসা
- পর্তুগাল টুরিস্ট বা ভিজিট ভিসা এবং কি কি কাগজপত্র লাগে
- সোনার খাদ চেনার উপায় ও কেনার কৌশল
- নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
- পর্তুগাল ভিসা আপডেট ও যেতে কত টাকা লাগে
- সোনা পরীক্ষা করার উপায় ও ক্যারেট মানে কি ?
- জাপান ওয়ার্ক পারমিট ভিসা
- জাপান ওয়ার্ক পারমিট ভিসা আবেদন