আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ বিষয় টি নিয়ে। আপনারা যারা
স্কলারশিপ এর মাধ্যমে জার্মান যেতে চান তারা অবশ্যই আমার এই লেখাটি পড়ুন। এই লেখা থেকে আপনারা আরো জানতে পারবেন,
জার্মানিতে স্কলারশীপের জন্য কিভাবে আবেদন করবেন, ব্যাচেলর’স করতে সাধারণত কত সময় লাগে ও জার্মানিতে ব্যাচেলর করতে
কি প্রয়োজন ।এ সকল বিষয় নিম্নে আলোচনা করা হল। আশা করি যারা স্কলার্শিপ নিয়ে জার্মান যেতে চান তারা আমার এ লেখা থেকে
অনেক তথ্য জান্তে পারবেন। তাই আপনারা তথ্য জানার জন্য আমার এই জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ লেখা টি প্রথম থেকে
শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ
উচ্চশিক্ষার জন্য ইউরোপ সহ সারা বিশ্বে জার্মানির খ্যাতি রয়েছে অনেক আগে থেকেই। অন্যান্য দেশগুলোর তুলনায় কম খরচে
মানসম্মত শিক্ষা ও গবেষণার জন্য জার্মানির তুলনা নেই। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিতে তাদের সুযোগ সুবিধা থাকার কারনে বিশ্বের
নানা প্রান্তের মানুষ জার্মানিতে যাওয়ার স্বপ্ন দেখেন।আপনি যদি মানসম্পন্ন গবেষণা করতে চান তাহলে জার্মানি আপনার জন্য একটি
আদর্শ স্থান। জার্মানিতে পড়াশোনার জন্য স্বল্প খরচ হলেও তার পরেও সম্পূর্ণ বিনা খরচে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সুযোগ দিয়ে
থাকেন।সেই সুযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে জার্মান ডাড স্কলার্শিপ। আপনি যে সকল বিষয় ফুল ফ্রী স্কলারশিপের জন্য
আবেদন করতে পারবেন তা হচ্ছেঃ ব্যাচেল, মাস্টার্স ও পিএইচডি এসকল বিষয় আপনি আবেদন করতে পারবেন।
জার্মানিতে স্কলারশীপের জন্য কিভাবে আবেদন করবেন
জার্মানিতে স্কলারশিপ এর জন্য আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার
কোর্সের উপর ভিত্তি করে আপনাকে সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সব তথ্য নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায়
বিশ্ববিদ্যালয় গুলো সাধারণ ডকুমেন্টস এর বাইরেও কিছু ডকুমেন্টস চায়।তাই সব সময় বিশ্ববিদ্যালয় গুলোর ওয়েবসাইটে দেওয়া
তথ্যের ওপর ভালোভাবে নজর রাখা দরকার।এপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টগুলো জার্মানি পাঠাতে হবে অথবা
সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনেও করা যেতে পারে। এটি মূলত আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন তার ওপর নির্ভর করে।
অর্থাৎ এটি সাথে ডাড এর কোনো সংযোগ নেই। বিশ্ববিদ্যালয় গুলো তার নিজস্ব নিয়মে আপনাকে আবেদন করতে বলবে ।আর
আপনি যদি একাধিক বিশ্ববিদ্যালযয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে স্বাভাবিকভাবেই যেটার ডেট খুব কাছাকাছি সেটাতেই
আগে আবেদন করতে হবে। সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদনের ইন্টারফেস এক রকম নয়। কিন্তু যে তথ্যগুলো দিতে হয় তা ঘুরে
ফিরে প্রায়ই একই।তাই এক্ষেত্রে একটু সাবধানতার সঙ্গে আবেদন ফর্মটি পূরণ করবেন। তাহলে তেমন একটা জটিলতার সম্মুখীন
হতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি আপলোড সহ যাবতীয় তথ্য প্রদান করলে আবেদন সম্পন্ন হয়ে যাবে।
ব্যাচেলর’স করতে সাধারণত কত সময় লাগে
সাধারণত একজন ছাত্র- ছাত্রী ব্যাচেলর করতে আসে ২১ থেকে ২২বছর বয়সে ।কারণ হলো, সব প্রসেস করতে একটু এক্সট্রা সময়
লেগে যায়। সেই হিসেবে ২১ বছর বয়সে ব্যাচেলর শুরু করলে নিয়ম অনুযায়ী ২৪ বছর বয়সে আপনার কোর্স শেষ হবে।কারণ একটা
প্রোগ্রাম শেষ হতে সময় লাগে তিন থেকে চার বছর।আবার অনেক সময় তির চার বছরের প্রোগ্রাম ৫ বছরও লেগে যায় ।তাই একটু
আগে শেষ করতে পারলে ক্ষতি নেই আবার একটু দেরীতে শেষ করলেও ক্ষতি নেই, শুধু একটু বয়সটা বেড়ে যাবে।বয়সের হিসাব টাও
জানা জরুরি কারণ আপনার ভবিষ্যৎ ভাবনায় অনেক কাজে দেবে।আশা করি সকলেই বুঝতে পেরেছেন কত সময় লাগে ।
জার্মানিতে ব্যাচেলর করতে কি প্রয়োজন
জার্মানিতে যারা ব্যাচেলর করতে ইচ্ছুক। কিন্ত জানেন না যে ব্যাচেলর করতে কি কি প্রয়োজন, তাদের জন্য ব্যাচেলর করতে কি কি
প্রয়োজন নিম্নে উল্লেখ করা হল।
- এসএসসি মার্কশিট
- এসএসসি সার্টিফিকেট
- এইচএসসি / ডিপ্লোমার সকল মার্কশীট
- এইচ এস সি / ডিপ্লোমা সার্টিফিকেট
- ইউনিভার্সিটির এক বছরের সকল মার্কশিট
- পাসপোর্ট
- আইইএলটিএস এর স্কোর
- জার্মান ভাষা বি১ / বি২ জার্মান কোর্সের ক্ষেত্রে
- মোটিভেশন লেটার
- সিভি ইত্যাদি
জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ এর শেষ কথা
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ লেখা টি।এটি সুন্দর একটি গুরুত্বপূর্ণ
তথ্য মূলক লেখা।আশা করি এই লেখা থেকে অনেকেই উপকৃত হইবেন। আপনাদের যদি আরো কোন বিষয়ে জানার থাকে তাহলে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন । আমরা তার উত্তর দিয়ে সে বিষয়টি আপনাকে জানিয়ে দিবো। আমরা বিদেশের ব্যাপারে সব সময়
সব ধরণের তথ্য দিয়ে থাকি। তাই যারা বিদেশের ব্যাপারে তথ্য জানতে চান তারা আমার এই লেখা গুলো পড়তে পারেন। আশা করি
কাজে লাগবে।নিম্নে আপনাদের সাথে আরও কিছু লেখার লিংক শেয়ার করা হল।প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি
উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে আজকে আমার এই জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত
মনোযোগ সহকারে পড়ার জন্য। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।