সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সুন্দর একটি বিখ্যাত পাগল করা প্রেমের কবিতা লেখায় । আশা করি আজকে যে কবিতাটি আপনাদের উপহার দিবো, সেই কবিতাটি আপনার অনেক ভালো লাগবে। কারণ কবিতা পড়তে অনেকেই পছন্দ করেন। তাই অনেকেই আবার কবিতা লিখতেও পছন্দ করেন। আমি চেষ্টা
করেছি আপনাদের জন্য নতুন একটি কবিতা উপহার দেওয়ার। কবিতাটি অনেক ভালো লাগবে আশা করি। আশা করি এই কবিতাটি আপনি ইচ্ছে করলে প্রিয়জনদের সাথে মেসেজ করে শেয়ার করতে পারবেন।
এছাড়াও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। তাই কবিতাটি উপভোগ করুন ।
বিখ্যাত পাগল করা প্রেমের কবিতা
কবিতা সবাই ভালবাসে। কবিতা হচ্ছে মানুষের আবেগকে জাগ্রত করার একটি মাধ্যম। মানুষ তার প্রিয়জনকে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় এই কবিতা লিখে। তাই অনেক কবি তার জীবনকে সার্থক
করেছেন কবিতা লেখার মাধ্যমে। অনেকেই প্রিয়জনের মনকে করেছেন জয় এই কবিতার মাধ্যমে। তাই আজকে আমি এমন একটি কবিতা আপনাদেরকে উপহার দিব, যে কবিতা দিয়ে আপনি আপনার
প্রিয়জনের মনকে জয় করতে পারবেন। এছাড়াও এই কবিতাটি পড়লে অনেক ভালোলাগবে। আর সেই কবিতাটা হচ্ছে নিম্নরূপ-
বিখ্যাত পাগল করা প্রেমের কবিতা
প্রেয়সী আমার জান,
তুমি আমার ভালোবাসা
তুমি আমার মন প্রাণ।
তোমাকে দিব আমি নীল পদ্ম,
না হয় লিখে দিব এক গাদা গদ্য।
তোমাকে দিব অনাবিল ভালোবাসা,
না হয় দিব একবুক আশা।
তোমাকে দিব ঐ নীল আকাশ,
না হয় দিব আমার ভালোবাসার আশ্বাস।
তোমাকে দিব রজনীগন্ধা,
না হয় দিব তারা ভরা সন্ধা।
তোমাকে দিব লাল গোলাপ,
না হয় দিব ভালোবাসার প্রলাপ।
তোমাকে দিব ঐ চাঁদের হাঁসি,
তবেই বুঝবে তোমাকে কতটা ভালোবাসি।
তোমাকে দিব ঐ সাগরের ঢেউ,
যেখানে তুমি আমি ছাড়া থাকবেনা কেউ।
তোমাকে দিব হাজার রকমের ফুল,
আমাকে ভালোবাসতে করিওনা ভুল।
শেষ বক্তব্য
প্রিয় বন্ধুরা কেমন লেগেছে আমার বিখ্যাত পাগল করা প্রেমের কবিতা টি। আশাকরি অনেক ভালো লেগেছে। আর এই কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খারাপ লেগে থাকলেও তাও জানাবেন। আমার এই সাইটে অনেক সুন্দর সুন্দর কবিতা আছে। আপনি ইচ্ছে করলে সেই
কবিতা গুলোও পড়তে পারেন। আপনাদের সাথে সেই কবিতার লিংত গুলো নিচে শেয়ার করে দেয়া হলো। ইচ্ছে করলে সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কবিতাটি পড়ে নিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেমের কবিতা টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।