বাহরাইন ভিসা পাওয়ার উপায় : আশা করি আপনারা সকলেই ভালো আছেন । আজকে আপনাদের
সাথে আমরা যে বিষয় টি আলোচনা করবো তা আপনাদের জানা জরুরি। তাই আপনারা যারা বিভিন্ন দেশের
মত বাহরাইন যেতে চান তারা আমার এই লেখার মাধ্যমে জানতে পারবেন। বাহরাইন আপনারা কয়েক
রকম ভিসার মাধ্যমে যেতে পারবেন। আপনাদের জন্য নিম্নে আলোচনা করা হল বাহরাইন ভিসা পাওয়ার
উপায় ও বাহরাইন ভিসার দাম কত ? ইত্যাদি সম্পর্কে। আপনারা যারা এই সকল বিষেয়ে জানতে চান তারা
আমার এই লেখার থেকে জানতে পারবেন। তাই জানতে চাইলে আসুন আমরা এই বাহরাইন যাওয়ার উপায়
লেখা টি মনোযোগ দিয়ে পড়ি। নিম্নে আপনাদের জন্য বিস্তারিত ভাবে আলোচনা করা হল –
বাহরাইন ভিসা পাওয়ার উপায়
বাহরাইন ভিসা পাওয়ার উপায় : আপনারা যারা বাহরাইন ভিসা নিয়ে যেতে চান তারা কয়েক রাকম ভাবে
যেতে পারবেন। আসুন আমরা জেনে নিই যে কিভাবে বাহরাইন ভিসা পেতে পারি। প্রথমত আপনি চাইলে
এজেন্সির মাধ্যমে বাহরাইন যেতে পারবেন। আর আপনি যে সকল ভিসার মাধ্যমে যেতে পারবেন তাহল ,
বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ও ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদির ভিসা নিয়ে আপনারা এজেন্সির
মাধ্যমে বাহরাইন যেতে পারবেন। আবার আপনি যদি চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করে সকল
কাগজপত্র জমা দিয়েও যেতে পারবেন। আর আপনার যদি কোনো আত্মীয়-স্বজন বাহরাইন থাকেন তাহলে
তাদের মাধ্যমেও যেতে পারবেন । আর আপনাদের জন্য বাহরাইন সাড়ে ৪ বছর বন্ধ থাকার পরে এখন ভিসা
দিতে যাচ্ছেন বাহরাইন সরকার । আর এ কথা জানার ফেসবুক লাইভে মানামায় বাংলাদেশ রাষ্ট্রদূত নজরুল
ইসলাম । আরও জানান করোনার মধ্যে বাংলাদেশে এসে আটকে পড়া ১৬১ জনকে প্রথম ভিসা দেওয়া হবে
বলেন বাহরাইন সরকার। বিভিন্ন কারণে বাহরাইন সরকার ২০১৮ সাল থেকে বাংলাদেশ থেকে ভিসা বন্ধ
করে দিয়েছিলেন। আর এ কারণে করোনার মধ্যে যারা দেশে এসেছিল তারাও আটকা পড়েছিল। আর
বাহরাইন সরকারের ভালো ইঙ্গিত পাওয়ার পর আটকে পড়া প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়। আর তাই
৯৬৮ জন বাংলাদেশি ফেরার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়ে রাষ্ট্রদূত নজরুল বলেন , তাদের মালিক
পক্ষ বা নিয়োগকর্তা যাতে জানায় যে তাদের ফেরত নিতে তারা রাজি আছেন । আর এ থেকে যারা বাহরাইন
যেতে ইচ্ছুক তারা এখন থেকে বাহরাইন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বাহরাইন ভিসার দাম কত ?
বাহরাইন ভিসার দাম কত ? : আপনারা যারা বাহরাইন যেতে চান তাদের জন্য আজকের এই লেখা ।
বাহরাইন হল একটি আধুনিক শহর। আর এই শহরে প্রচুর পরিমান কাজের চাহিদা আছে। আর সেই জন্যই
বাহরাইন ভিসা পেতে একটু বেশি টাকা লাগে তেমন বেশি না বর্তমানে বাহরাইন যেতে আপনাদের টাকা
লাগবে ৪ থেকে ৬ লাখ টাকার মত । আর তাই আমরা যারা বাহরাইন কাজ করছি তার এই সম্পর্কে
মোটামুটি জানি। আর তাই আপনাদের জানাই যে আপনার বাহরাইন ভিসার জন্য চার থেকে ছয় লাখ টাকার
মত খরচ করলে আপনি ভিসা পেয়ে জাবেন। আর আপনাদের এ কথাটাও মনে রাখতে হবে যে ভিসার
ক্যাটাগরির উপর বৃত্তি করে টাকা কম বেশি হয়ে থাকে। আর আপনি যদি নিজে নিজে সব প্রসেসিং করেন
তাহলে আপনার টাকা লাগবে মাত্র ২ থেকে ২.৫ লাখ এর মত। আপনারা বুঝতেই পারছেন যে আপনি যার
মাধ্যমে ভিসা আবেদন করবেন তার উপর নির্ভর করবে যে আপনার কত টাকা লাগবে।
বাহরাইন ফ্যাক্টরি ভিসা পেতে কত টাকা লাগে
বাহরাইন ফ্যাক্টরি ভিসা পেতে কত টাকা লাগে : আপনারা সকলেই একটু হলেও জানেন যে বিভিন্ন
ক্যাটাগরির ভিসার বিভিন্ন ধরণের দাম। তাই এখন আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি বাহরাইন
ফ্যাক্টরি ভিসা পেতে কত টাকা লাগে । আপনারা ফ্যাক্টরি ভিসা নিয়ে যেতে চান তারা এখান থেকে জেনে
নিতে পারবেন । বাহরাইন একটি ফ্যাক্টরির ভিসা পেতে আপনার টাকা লাগবে প্রায় ৫ লক্ষ্য টাকার মত। তবে
আর একটি বিষয় হল আপনার কোম্পানির উপর নির্ভর করবে যে আপনার কত খরচ হবে।
বাহরাইন ড্রাইভিং ভিসার দাম কত ?
বাহরাইন ড্রাইভিং ভিসার দাম কত ? : আপনারা যারা বাহরাইন এ ড্রাইভিং ভিসা নিয়ে যেতে চান তারা
আমার এই লেখার মাধ্যমে জানতে পারবেন যে ড্রাইভিং ভিসা নিয়ে যেতে কত টাকা লাগে । আপনাদের
জানাই যে তুলনা মূলক ভাবে অন্য ভিসার চেয়ে ড্রাইভিং ভিসার দাম একটু কম। তাই আপনি যদি বাহরাইন
ড্রাইভিং ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যেই হয়ে যেতে পারে।
আপনি যদি ড্রাইভিং ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার একটি বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স থকতে
হবে। আর আপনার ড্রাইভিং লাইসেন্স টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে।
তাহলেই আপনি সহজে একটি বাহরাইন ড্রাইভিং ভিসা পেতে পারেন।
উপসংহার
আজকে আপনাদের সাথে আলোচনা করলাম বাহরাইন ভিসা পাওয়ার উপায় বিষয় টি নিয়ে । আপনারা
যারা বাহরাইন যাওয়ার উপায় খুজছেন তারা এই লেখার মাধ্যমে উপকৃত হইবেন আশা করি। আপনাদের
যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন । আমরা তার উত্তর দিয়ে আপনাকে জানিয়ে
দিবো । কারণ আমার এই সাইটে বিদেমের ব্যাপারে অনেক তথ্য দেওয়া আছে। আমরা সব সময় চেষ্টা করি
বিদেশের ব্যাপারে সঠিক তথ্য টি আপনাদের কাছে পৌছানোর । তাই আপনারা জানতে চাইলে আমার এই
সাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। নিম্নে আপনাদের সাথে কিছু লেখার লিংক শেয়ার করলাম ।
প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত
এখানেই শেষ করছি বাহরাইন ভিসা পাওয়ার উপায় লেখা টি । সাবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন। আর ভুল
ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।