আধুনিক প্রেমের কবিতা লেখার মাধ্যমে সবাই কে আবারো স্বাগতম যানাচ্ছি। আশাকরি এই কবিতা
গুলো আপনাদের অনেক ভালোলাগবে। এই কবিতা গুলো আপনি ইচ্ছে করলে আপনার বন্ধু বান্ধবের
সাথেও শেয়ার করতে পারবেন। কারণ আমাদের প্রতিটি কবিতা ইউনিক এই কবিতা গুলো আর কোথাও
আপনি পাবেন না। কবিতা গুলো আপনি নিজের মনে করে চালিয়ে দিতে পারবেন। সুন্দর সুন্দর কবিতা
গুলো পড়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই আধুনিক প্রেমের কবিতা লেখাটি পড়তে থাকুন।
প্রেম নিবেদন
সুন্দরী মেয়ে তুমি
সুন্দর তোমার রূপ
তোমায় দেখতে ইচ্ছে করে
আমার মনে প্রাণে খুব।
তোমার রূপের ছটায় যেন
আলো নিভে যায়।
তোমার ভালোবাসা যেন
মনটা আমার পায়।
হাঁসি যখন মার তুমি
গালে পড়ে টোল
তোমার হাঁসির ঝলকেতে আমার
থাকেনা কথার বোল।
দীঘল কালো চুল তোমার
মেঘের মত কালো।
কালো চুলের বাহারেতে
তোমায় লাগে অনেক ভালো।
হেলে দুলে হাটো তুমি
পিছর ফিরে চাও ,
তুমি আমায় ভালোবাস
এ কথাটি বলে যাও।
নিচের কবিতাটি আপনাদের নতুন এক আনন্দ দিবে। কারণ অনেক সময় দেখা যায় সংসার জীবনে এই
ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর সেই সময় দেখা যায় বউয়ে সাথে আমাদের অনেক ধরনে সমস্যার সৃষ্টি
হয়। আর তাই তখন এই কবিতার মাধ্যমে সেই সমস্যাকে ব্যাখা করতে পারি। আর এর জন্য নিচের
কবিতাটি পড়তে পারেন।
বউ
বউ আমার কথা শুনেনা।
কি যে করি বালো
বউয়ের মন পাইতে গেলে
বউয়ের মত চলো।
বউ আমার অভিমানি
কিযে করি বলো
অভিমান যেন না করে
তাহার কথায় চলো।
বউ আমার বেশি রাগী
কি যে করি বলো
বউয়ের রাগ উঠলে পড়ে
সোনার গয়না কিনতে চলো।
বউ আমার অতি কাদুনি
কিযে করি বলো
বউ কান্না করলে পড়ে
বউয়ের বাপের বাড়ী চলো।
বউ আমারয় ভালোবাসে
মনপ্রাণ দিয়ে।
তাইতো আমি জীবন কাটাই
বউয়ের খারাপ গুন নিয়ে।
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করতে চাচ্ছি আমার এই আধুনিক
প্রেমের কবিতা লেখাটি। আমার বিশ্বাস এই কবিতা গুলো আপনার অনেক ভালোলেগেছে। এছাড়াও
আরো অনেক গুলো নতুন নতুন কবিতা লেখা আছে আমার এই সাইটে। আশাকরি সেই লেখা গুলোও
আপনাদের অনেক বেশি ভালোলাগবে। আপনাদের সুবিধার জন্য নিচে সেই লেখা গুলোর লিংক শেয়ার
করা হলো। আপনি ইচ্ছে করলে সেই লেখা গুলোও পড়তে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্তরআধুনিক
প্রেমের কবিতা লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।