নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও জনসংখ্যা কত?

হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও জনসংখ্যা কত? বিষয় টি

নিয়ে। আপনারা যাদি নিউজিল্যান্ড সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার এই লেখা টি পড়ুন।

আপনারা এই লেখা থেকে আরও জানতে পারবেন, নিউজিল্যান্ড ধর্ম, নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা কত?

ও নিউজিল্যান্ডে ইসলাম প্রবেশ। এ সকল বিষয় নিম্নে আলোচনা করা হল। আপনারা যারা নিউজিল্যান্ড

সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আজকে আমার এই নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও জনসংখ্যা কত?

লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

নিউজিল্যান্ড দেশের পরিচিতি

নিউজিল্যান্ড দেশের পরিচিতি

নিউজিল্যান্ড দেশের পরিচিতি: নিউজিল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত

দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডের বিভিন্ন অংশ ও অঞ্চলের আলোচনা। নিউজিল্যান্ডে আনুমানিক ৬০০ দ্বীপ রয়েছে।

আকারে দুটি বড় দ্বীপ হল উত্তর দ্বীপ(তে ইকা-আ-মাউই)  এবং দক্ষিণ দ্বীপ(তে ওয়াইপুনামো)।এই দুটি দ্বীপ

কুক প্রণালী দ্বারা বিভক্ত। তৃতীয় বৃহত্তম দ্বীপ হল স্টুয়ার্ট দ্বীপ(রাকিউরা)যা দক্ষিণ দ্বীপ থেকে ফভোয়া

প্রণালী দিয়ে ৩০ কিলোমিটার অর্থাৎ ১৯ মাইল দূরে অবস্থিত ।এই এলাকার অন্যান্য দ্বীপ গুলো তুলনামূলক

ছোট।বৃহত্তম তিনটি দ্বীপ অক্ষাংশের  দক্ষিনে প্রায় ১,৫০০ কিলোমিটার(৯৩০ মাইল) জুড়ে অবস্থিত।

নিউজিল্যান্ড বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ দেশ,যার ভূমির আয়তন ২৬৭,৭১০ বর্গ কিলোমিটার(১০৩,৩৬০ বর্গ

মাইল)।নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় ৪৯ লাখ। নিউজিল্যান্ড প্রধানত একটি শহুরে দেশ যেখানে

জনসংখ্যার ৭০ শতাংশ প্রধান শহুরে এলাকায় বসবাস করেন। আনুমানিক ৫৩ শতাংশ চার টি শহরে যেমন-

ওয়েলিংটন, অকল্যান্ড,হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চ  এ বসবাস করেন।২০৫০ সালের মধ্যে  ‍নিউজিল্যান্ডের

জনসংখ্যা ৬ মিলিয়নে পৌঁছবে বলে অনুমান করা হয়।নিউজিল্যান্ডের অর্থনীতি একটি উন্নত বাজার

অর্থনীতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে। এটি সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি এবং অর্থনৈতিক

স্বাধীনতার ক্ষেত্রে উচ্চ স্থান অধিকার করে। দেশের অর্থনীতি সমৃদ্ধি নিষ্কাশন শিল্পের উপর ভিত্তি করে তৈরি

হয়েছে। উচ্চতর জীবনযাত্রার মান এবং মানসম্পন্ন জীবন অর্জন করা হয়েছে যুক্তরাজ্য এবং মার্কিন

যুক্তরাষ্ট্র থেকে কৃষিজাত পণ্যের উচ্চ চাহিদা মাধ্যমে। নিউজিল্যান্ডের অর্থনীতিরও উদ্ভাবন থেকে

ব্যাপকভাবে উপকৃত হয়েছে ।দেশটি আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল।

নিউজিল্যান্ডের ধর্ম

নিউজিল্যান্ডের ধর্ম:নিউজিল্যান্ডে ইউরোপীয়দের আগমনের পূর্বে মাওরি ধর্ম ছিল এখানকার একমাত্র

ধর্ম।১৮ শ ও ১৯ শ শতকে ইউরোপীয়রা বেশির ভাগ মাওরিকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করতে সক্ষম হয়।

এরপর থেকে খৃষ্টধর্ম এখানকার প্রধান ধর্ম। তবে ইদানিং কালে নিউজিল্যান্ডে ধর্মনিরপেক্ষতা বা ধর্মহীনতা

একটি বড় রূপ ধারণ করেছে। সাম্প্রতিক আদমশুমারি অনুযায়ী এক-তৃতীয়াংশেরও বেশি নিউজিল্যান্ড বাসী

কোন ধর্মের অনুসারী নয়।আপনারা এই লেখা থেকে বুজতে পেরেছেন নিউজিল্যান্ড ধর্ম সম্পর্কে।

নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা কত?

নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা কত:নিউজিল্যান্ডে প্রায় ৪২ লক্ষ লোক বসবাস করেন। তাদের মধ্যে

প্রায় ৭৩% লোক ইউরোপীয় বংশদ্ভূত।১৩% লোক আদিবাসী মাওরি জাতির লোক। এছাড়াও

নিউজিল্যান্ডের প্রায় 8% লোক এশীয় (মূলত পূর্ব এশীয়) এবং ৬% লোক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুলির

বিভিন্ন জাতির লোক।আশা করি আপনারা নিউজিল্যান্ড জনসংখ্যার ধারণা পেয়েছেন।

নিউজিল্যান্ডে ইসলাম প্রবেশ

নিউজিল্যান্ডে ইসলাম প্রবেশ:১৮৭০সালে দেশটিতে ইসলাম ধর্মের বিকাশ শুরু হয়। ব্রিটিশ শাসন

প্রতিষ্ঠার পর ইউরোপ এশিয়া, আফ্রিকার ও মিডলইস্ট সহ নানা দেশ থেকে অনেক মানুষ এখানে এসে

বসতি স্থাপন করে। নিউজিল্যান্ডে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় লাক্ষের কাছে। নয়নাভিরাম সৌন্দর্যের

দেশটিতে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয় মূলত অভিবাসীদের মাধ্যমে।সে সময় স্বর্ণ অনুসন্ধানকারী

পেশার  ১৫ জন চীনা মুসলমান জীবিকার অন্বেষণে পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডে।পরে ১৯০০ সালের

শুরুর দিকে গুজরাটের তিনটি মুসলিম পরিবার সেখানে বসতি স্থাপন করেন। তারপর ১৯৬০ সাল পর্যন্ত

সময়ে পূর্ব ইউরোপ এবং ভারত থেকে আসা আরো কিছু অভিবাসী মুসলমান সেখানে বসবাস শুরু করে

স্থায়ীভাবে।নিউজিল্যান্ড সরকারের হিসাব মতে ১৯৫০ সালে নিউজিল্যান্ডে মুসলমান অধিবাসী ছিল মাত্র

১৫০ জন। ১৯৬০সালে জনসংখ্যা বেড়ে হয় ২৬০ জন। অভিবাসী মুসলমানদের বড় আকারে বসতি স্থাপন

শুরু হয় ১৯৭০ সালে। সে সময় ফিজি থেকে আসা ভারতীয় বংশোদ্ভূত মুসলমানরা নিউজিল্যান্ডে বসতি

স্থাপন শুরু করেন।বর্তমানে নিউজিল্যান্ডে মুসলমানের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। ভারতীয়

উপমহাদেশ থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করে এদেশে এসেছেন এমন অনেক যোগ্য ও অভিজ্ঞ আলেম

রয়েছে দেশটিতে। তারা নিউজিল্যান্ডে ইসলাম প্রচার ও সেখানকার মুসলিমদের ইসলামী শিক্ষায় শিক্ষিত

করার পেছনে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের প্রায় ৭৭%  মুসলমান বিদেশে জন্মগ্রহণ করেছে,

তাদের অধিকাংশই ভারতীয়।অনুপাত হিসেবে মুসলমানদের মধ্যে ২৯% ভারতীয়, আর মধ্যপ্রাচ্যের প্রায়

২১%।ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও মুসলমানরা এগিয়ে রয়েছে। নিউজিল্যান্ডের মুসলিম কমিউনিটিতে তাদের

আবাসস্থল ঘেঁষে মসজিদগুলো গড়ে তোলা হয়েছে। মসজিদ সংলগ্ন কমপ্লেক্সে শিশুদের প্রাথমিক ধর্মীয়

শিক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়াও বেশ কিছু হিফজুখানাও গড়ে উঠেছে। কয়েকটি মসজিদের উদ্যোগে

’সানডে স্কুল’ প্রতিষ্ঠা করা হয়েছে ।ছুটির দিনে শিশুদের দিনব্যাপী ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তাতে। মুসলমানরা

নিউজিল্যান্ডের শান্তিপূর্ণভাবে নিজেদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করলেও ক্রাইস্টচার্চে দুটি মসজিদে 

ভয়াবহ হামলা তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে।

নিউজিল্যান্ড দেশের পরিচিতি এর শেষ উক্তি

সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে নিউজিল্যান্ড দেশের পরিচিতি ও জনসংখ্যা

কত? লেখা টি।এটি সুন্দর একটি জ্ঞানমূলক লেখা। আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে।

আপনাদের যদি আরো কোন বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার

উত্তর দিয়ে আপনাকে সেই বিষয় টি জানিয়ে দেবো। আমরা বিদেশের ব্যাপারে সব সময় সব ধরণের তথ্য

দিয়ে থাকে। তাই আপনারা যারা বিদেশের ব্যাপারে তথ্য জানতে ইচ্ছুক তারা আমার এই সাইট থেকে

জানতে পারবেন। নিম্নে আপনাদের সাথে আরও কিছু লেখার লিংক শেয়ার করা হল। প্রয়োজন মনে করলে

পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আজকে আমার এই নিউজিল্যান্ড দেশের

পরিচিতি ও জনসংখ্যা কত? লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য। ভুলত্রুটি

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।

একই জাতীয় আরো লেখা :

 

About 24 Favor

Check Also

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত বিস্তারিত

আল নাখিল বাংলা বাজার ( Al- Nakheel Bangla Bazar) সংযুক্ত আরব আমিরাত হচ্ছে  সংযুক্ত আরব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *