আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো জার্মানি সম্পর্কে অজানা তথ্য বিষয় নিয়ে। আপনারা যারা
জার্মানি সম্পর্কে জানতে চান তারা এই লেখা টি অবশ্যই পড়ুন।এই লেখা টি থেকে আপনারা অনেক অজানা তথ্য জান্তে পারবেন।
আপনারা যদি আরো জানতে চান, পশ্চিম জার্মানির রাজধানীর নাম কি ও জার্মানি কত সালে বিভাজন হয়। এই সকল বিষয় নিম্নে
আলোচনা করা হলো। তাই আপনারা যারা জানতে ইচ্ছুক তারা আমার এই জার্মানি সম্পর্কে অজানা তথ্য লেখা টি প্রথম থেকে শেষ
পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
জার্মানি সম্পর্কে অজানা তথ্য
জার্মানি সম্পর্কে অজানা তথ্য: জার্মানি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় স্থান গুলির মধ্যে একটি আর এই কারণে, জার্মানি সম্পর্কে
অজানা তথ্য গুলো জেনে রাখাই ভালো। আপনি চাইলে জার্মানির মনমুগ্ধকর জায়গা গুলো ঘুরে দেখতে পারেন কারণ জার্মানিতে
মনোরঞ্জন করার মত অনেক জায়গা রয়েছে। আজকের এই লেখা টি থেকে জান্তে পারবেন জার্মানি সম্পর্কে অজানা তথ্য।
ইউরোপের মধ্যে সবচেয়ে বড় রেলস্টেশন হল জার্মানির বার্লিনে অবস্থিত। তাদের রেল ব্যবস্থা খুব অত্যাধুনিক ও উন্নত।জার্মানির
রাস্তাগুলোর হাইওয়েতে আপনাদের কোনো নির্দিষ্ট গতিতে চলতে হবে না। রাস্তাগুলো এমনভাবে তৈরী যা আপনাকে সর্বোচ্চ
নিরাপত্তা প্রদান করতে পারে।সবচেয়ে অবাক করা একটি বিষয় হলো, জার্মানিতে পড়াশোনার খরচ নেই। বিনামূল্যে পড়াশুনা করার
সুযোগ দেওয়ার কারনে জার্মান ছাত্র-ছাত্রীদের কাছে খুব জনপ্রিয় একটি দেশ।দেশি ও বিদেশি যেকোনো শিক্ষার্থীদের জন্য
জার্মানিতে পড়াশোনার খরচ একদম ফ্রী এবং পড়াশোনা মানও অনেক উন্নত।জার্মানির অধিকাংশ জায়গায় গাছপালা ও বন জঙ্গলে
ঘেরা।পৃথিবীতে তৃতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষা হল জার্মান ভাষা।জার্মানিতে জনবহুল স্থানে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ কিন্তু মদ্যপান
জার্মানিতে গ্রহণযোগ্য।পৃথিবীর প্রথম ম্যাগাজিন প্রকাশিত হয় জার্মানী থেকে ।অবাক হওয়ার মত একটি তথ্য হলো, জার্মানিতে কোন
জেলখানার আসামি পালানোর চেষ্টা করলে তাকে কোন শাস্তি দেওযা হয় না । পৃথিবীর প্রথম ছাপানো বই প্রকাশিত হয় জার্মানিতে।
জার্মানি সম্পর্কে এই তথ্য গুলো জেনে রাখা আপনাদের জন্য ভালো।
পশ্চিম জার্মানির রাজধানী নাম কি?
পশ্চিম জার্মানির রাজধানীর নাম কি?: জার্মান বুন্ডেসরেপুব্লিক ডয়চ্লান্ট, ২৩ শে মে ১৯৪৯ সাল থেকে ৩ এ অক্টোবর ১৯৯০
সাল পর্যন্ত দুই জার্মানির পুনঃএকত্রিত ভবন পর্যন্ত বিদ্যামান একটি রাষ্ট্র ছিল।এটি জার্মানির অভ্যন্তরীণ একটি সীমান্তের মধ্যে পূর্ব
জার্মানি থেকে বিচ্ছিন্ন ছিল।এরপর ১৯৬১ সালে পূর্ব জার্মানির সীমানার ভিতরে অবস্থিত বার্লিন শহরের পশ্চিম দিকে প্রাচীর তুলে
আলাদা করে দেওয়া হয়। ১৯৯০ সালে পূর্ব জার্মানি পাঁচ টি রাজ্য ও পশ্চিম জার্মানির দশ টি রাজ্যের সাথে একত্রিত হয় এবং সমগ্র
জার্মানির নাম রাখা হয় জার্মানি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র।ইতিহাসবিদরা পশ্চিম জার্মানিকে ‘বন প্রজাতন্ত্র’ এবং ১৯৯০- এর পরবর্তী
প্রজাতন্ত্রকে ‘বার্লিন প্রজাতন্ত্র’ নাম দিয়েছিলেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্রশক্তির তিন দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র যে
এগারো টি পশ্চিমভাগীয় জার্মান রাজ্য নিয়ন্ত্রণে রেখে ছিল, সে গুলোকে একত্রিত করে পশ্চিম জার্মানি গঠন করা হয়।মার্কিন ও
ব্রিটিশ সেনারা স্নায়ুযুদ্ধের পুরো সময়টাই দেশটিতে থেকে যায়।এখানকার জনসংখ্যা ১৯৫০ সলে ৫ কোটি ১০ লক্ষ ছিল । এরপরে
১৯৯০ সালে ৬ কোটি ৩০ লক্ষে পরিণত হয় ।বন শহর ছিল পশ্চিম জার্মানির রাজধানী।
জার্মানি কত সালে বিভাজন হয়
কত সালে জার্মানি বিভাজন হয়: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স-
জার্মানি কে যুদ্ধে পরাজিত করেন। একটা জাতিকে রাজনৈতিক ভাবে কি করে ভাঙ্গা যায়, তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে
জার্মানির বিভক্তি। এই বিভক্তি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মূল বিভক্তি হয়েছিল। একত্রিত করণ
এর নেতৃত্ব দিয়েছিল জার্মানিদের মাঝে সবচাইতে বড় রাজ্য প্রুশিয়া।প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পরে জার্মানি থেকে কিছু অংশ ভাগ
হয়ে যায়।তাই আপনারা যারা জানতে চান জার্মানি কত সালে বিভাজন হয়, তাদের জন্য আজকে এই আর্টিকেলটিতে উত্তর দিয়ে
দিলাম।তাই আপনারা প্রশ্নের উত্তর জান্তে চাইলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।আসেন তাহলে জেনে
নেই কত সালে জার্মানি বিভাজন হয়।ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ হল জার্মানি।জার্মানির ইতিহাস জটিল এবং সংস্কৃতি
সমৃদ্ধ ।আর আপনারা যারা জানতে চাচ্ছিলেন জার্মানি বিভাজন হয় কত সালে, আপনাদের সেই প্রশ্নের উত্তর টি হলো জার্মানি
বিভাজন হয় ১৯৪৫ সালে।১৯৪৪ সালের সেপ্টেম্বরে লন্ডন প্রোটোকলের আওতায় ঠিক করা হয় যে জার্মানিকে ভেঙে কোন কোন
অংশে ভাগ করে দেওয়া হবে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জার্মানি নিয়ন্ত্রণকারী চারটি পরাশক্তির প্রত্যেক অংশগ্রহণে জার্মানিকে
বিভাজিত করে ফেলে।আপনারা যারা জানতে চেয়েছিলেন জার্মানি বিভাজিত হয় কত সালে। আশা করি তারা উত্তর টি পেয়ে গেছেন।
জার্মানি সম্পর্কে অজানা তথ্য এর শেষ কথা
সবশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের জার্মানি সম্পর্কে অজানা তথ্য লেখা টি।এটি সুন্দর একটি তথ্য মূলক
লেখা। আশা করি এই লেখা থেকে অনেকেই উপকৃত হইবেন। আপনাদের যদি আরো কোন বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই
কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই বিষয় টি আপনাকে জানিয়ে দিব। আমরা বিদেশের ব্যাপারে সব সময় সব ধরনের তথ্য দিয়ে
থাকি। তাই যারা বিদেশের ব্যাপারে তথ্য পেতে চান তারা আমার এই সাইটে দেখতে পারেন।আশা করি উপকৃত হইবেন। আপনাদের
জন্য নিচে আরও কিছু লেখার লিংক শেয়ার করা হল। প্রয়োজন মনে করলে পড়তে পারেন ।আশা করি কাজে লাগবে। ধন্যবাদ
সবাইকে আজকে আমার এই জার্মানি সম্পর্কে অজানা তথ্য লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য। ভুল
ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
- দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩
- দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।