পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
স্মারক নং-২৮.০২.০০০.০১১.২৬.০২৬.২১.৩১ তারিখঃ ৩০/১২/২০২১ইং
বাংলাদেশ সরকারেরবাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপরেশন(Job circular in Petro Bangla) নিয়োগ। বেশ কিছু সংখ্যাক শূন্য পদে লোকবল নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা প্রকৃত বাংলাদেশী নাগরিক তাদের কাছ থেকে উক্ত পদ সমূহে দরখাস্ত আহ্ববান করা যাচ্ছে । আপনাদের সহযোগীতা করার জন্য নিম্নোক্ত (Job circular in Petro Bangla) পদ সমূহ এবং তার যোগ্যাতা সহ বিস্তারিত আলোচনা করা হলো। যা আপনারেদ উপকারে আসবে বলে আশাকরি।
১. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক( প্রশাসনিক পদ )
পদের সংখ্যাঃ ১০ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- প্রথম শ্রেণীর / সমমানের সিজিপিএ-এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর / সমমানের সিজিপিএ-এর স্নাতকোত্তরসমেত সন্মানে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ। অথবা ৪ (চার) বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর অনার্স ডিগ্রি।
২. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক( অর্থ বিষয়ক পদ)
পদের সংখ্যাঃ ১০ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- বানিজ্য বিষয়ে শ্রেণীর / সমমানের সিজিপিএ-এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীর / সমমানের সিজিপিএ-এর স্নাতকোত্তরসমেত সন্মানে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ। অথবা ৪ (চার) বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর অনার্স ডিগ্রি।
৩. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক( পেট্রোলিয়াম ইন্জিনিয়ারিং)
পদের সংখ্যাঃ ০৩ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- পেট্রোলিয়াম ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর বিএসসি ইন্জিনিয়ারিং ডিগ্রি। অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারী/ আধা – সরকারী /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসমেত পেট্রোলিয়াম ডিসিপ্নিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর ডিপ্লোমা-ইন ইন্জিনিয়ারিং ।
৪. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক( এনভায়রনমেন্ট এন্ড সেইফটি)
পদের সংখ্যাঃ ০২ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- পরিবেশ বিজ্ঞান (এনভায়রনমেন্ট সায়েন্স) বিষয়ে প্রথম শ্রেণী/সমমানের সিজিপিএ-এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর স্নতকোত্তর সন্মানে দ্বিতীয় শ্রেণী / সমমানের সিজিপিএ। অথবা পরিবেশ বিজ্ঞান ( এনভায়রনমেন্টাল সায়েন্স) বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর অর্নাস ডিগ্রি।
৫. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক( জিওলজি/জিওফিক্স)
পদের সংখ্যাঃ ০২ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- জিওলজি/জিওফিজিক্স বিষয়ে প্রথম শ্রেণী/সমমানের সিজিপিএ-এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর স্নতকোত্তর সন্মানে দ্বিতীয় শ্রেণী / সমমানের সিজিপিএ। অথবা উক্ত বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর অর্নাস ডিগ্রি।
৬. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক( হার্ডওয়ার/সফটওয়ার)
পদের সংখ্যাঃ ০২ (দুই) টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- কম্পিউটার বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর স্নতকোত্তর সহ সন্মানে দ্বিতীয় শ্রেণী / সমমানের সিজিপিএ অথবা কম্পিউটার বিজ্ঞান বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর অর্নাস ডিগ্রি।
- অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইন্জিনিয়ারিং/ ইনফরমেসন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন্য দ্বিতীয় শ্রেণী / সমমানের সিজিপিএ-এর স্নাতক( সন্মান) ডিগ্রি।
- অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারী/ আধা – সরকারী /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসমেত উল্লেখিত ডিসিপ্নিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর ডিপ্লোমা-ইন ইন্জিনিয়ারিং ।
৭. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক (মেকানিক্যাল ইন্জিনিয়ারিং)
পদের সংখ্যাঃ ০২ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- মেকানিক্যাল ডিসিপ্নিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর বিএসসি ইন্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারী/ আধা – সরকারী /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসমেত মেকানিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর ডিপ্লোমা-ইন ইন্জিনিয়ারিং ।
৮. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক (সিভিল ইন্জিনিয়ারিং)
পদের সংখ্যাঃ ০২ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- সিভিল ডিসিপ্নিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর বিএসসি ইন্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারী/ আধা – সরকারী /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসমেত সিভিল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর ডিপ্লোমা-ইন ইন্জিনিয়ারিং ।
৯. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক (ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং)
পদের সংখ্যাঃ ০১ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
- ইলেকট্রিক্যাল ডিসিপ্নিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর বিএসসি ইন্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারী/ আধা – সরকারী /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসমেত ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে দ্বিতীয় শ্রেণী/ সমমানের সিজিপিএ-এর ডিপ্লোমা-ইন ইন্জিনিয়ারিং ।
১০. পদের নামঃ সহকারী ব্যাস্থাপক (চিকিৎসা)
পদের সংখ্যাঃ ০১ টি ।
বেতন স্কেলঃ ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
গ্রেডঃ ৯
বয়স সীমাঃ অনুর্ধ্ব ৩০ ( ত্রিশ ) বছর।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাঃ
এম.বি.বিএস ডিগ্রি এরং বিএমডিসি এর রেজিষ্ট্রিশন ভূক্ত হতে হবে।
অন্যান্য শর্তাবলীঃ
১. বয়স সীমা ( Job circular in Petro Bangla) : ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে বয়ষ –
ক) জনপ্রশাসন মন্ত্রলায়ের পত্র নম্নর ০৫.০০.০০০০.১৭০.১১.১৭০.২০-১৪৩, তারিখ ১৯/৮/২০২১ খ্রিঃ অনুযায়ী উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স ১৮ (আঠারো) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে।
খ) মুক্তিযোদ্ধা / শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং প্রতিবন্ধি প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ ( আঠারো) হতে ৩২ (বত্রিশ) বছেরের মধ্যে হতে হবে।
গ) মুক্তিযোদ্ধা / শহিদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র কন্যার এরুপ প্রার্থীর ক্ষেত্রে বয়স ১৮ ( আঠারো) হতে ৩০ (ত্রিশ) বছেরের মধ্যে হতে হবে।
ঘ) বয়স প্রমানের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত এস.এস.সি / সমমানের পরিক্ষায় উত্তির্ণ সার্টীফিকেটে লিপিন্ধ জন্মতারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য করা হবে।
ঙ) বয়স সংক্রান্ত কোন এফিডেভিট( AFFIDAVIT) গ্রহণ যোগ্য হবে না। চাকুরীর প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
২. অনলাইলে আবেদন পত্র পুরণ এবং পরিক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময় ।
ক) ১৬/০১/ ২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকা হতে আবেদন পত্র দাখিল এবং পরিক্ষার ফি জমাদান শুরু হবে।
খ) ১৫/০২০২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫ঃ০০ ঘটিকার মধ্যে আবেদন পত্র জমাদান অব্শ্যই সম্পন্ন করতে হবে।
গ) শুধু মাত্র User ID প্রাপ্ত প্রর্থী গন উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্ট পর্যন্ত ( অর্থাৎ ১৮/০২/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত )
ঘ) এস.এম এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না।