ইতালিতে নাগরিকত্ব বাসা ভাড়া ও গ্রিন কার্ড পাওয়ার উপায়

ইতালিতে নাগরিত্ব পাওয়ার উপায় লেখায় আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো যা আপনাদের অনেক কাজে

লাগবে। তাই বর্তমানে যারা আমরা ইতালিতে আছি তারা  বুঝতেই পারতেছিনা কিভাবে আমরা ইতালিতে নাগরিত্ব পাবো বা গ্রিন কার্ড

পাবো। আর তার জন্য অনেকেই আবার ইতালি যেতে চায় না। তারা ভাবতে থাকে আমি যদি ইতালিতে যেতে চাই সে ক্ষেত্রে আমি

নাগরিকত্ব বা গ্রীন কার্ড পাব কিনা এই দুশ্চিন্তার মধ্যে থাকে। আর যারা এই ধরনের সমস্যায় আছেন তাদের উদ্দেশ্যে আজকে

এখানে বিস্তারিতভাবে আলোচনা করব, আপনি কিভাবে খুব সহজেই ইতালিতে নাগরিকত্ব পাবেন।  সেক্ষেত্রে আপনার গ্রীানকার্ড

পাওয়ার সম্ভাবনা কতটুকু। এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের এই আলোচনার মধ্যে। তার জন্য প্রথম থেকে

শেষ পর্যন্ত ইতালিতে নাগরিত্ব পাওয়ার উপায়  লেখাটা পড়তে থাকুন, তাহলে আপনার এই বিষয়ে সকল ধরনের উত্তর পেয়ে

যাবেন।

ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায় বা ইতালি গ্রিন কার্ড

ইউরোপের দেশগুলোতে নাগরিক যে সকল সুবিধা গুলো রয়েছে তা ১০০ ভাগ পাওয়া যায় তাছাড়াও এই দেশগুলোতে যারা একবার

নাগরিকত্ব পেয়ে যায় তাদের জীবনে আর চিন্তা করার প্রয়োজন হয়না। কারণ তাদের সকল দায়-দায়িত্ব ওই দেশের সরকার নিয়ে

থাকেন । বিশেষ করে অনেকেই ইতালিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে থাকে। আর তাই প্রায় সবারই উদ্দেশ্য থাকে যখন ইতালিতে

আসে, তখন নাগরিকত্ব পাওয়া বা গ্রিন কার্ড পাওয়া জন্য। অনেক সময় এটা যেন একটা সোনার হরিণের মতো হয়ে যায় যা সবাই

ধরতে চায় কারণ যদি একবার ধরতে পারে তবে জীবনটা ধন্য হয়ে যায়। তাই আজকে এখানে আলোচনা করব আপনি কিভাবে গ্রিন

কার্ড বা নাগরিকত্ব পেতে পারেন। আবার অনেকেই চিন্তায় থাকেন আদৌও নাগরিকত্ব পাবো কিনা?  তবে আপনাদের একটি বিষয়

ইনসিওর করতে পারি আর তাহলো আপনি যদি কোন বড় ধরনের অপরাধ সংগঠিত না করেন বা নিজে ইচ্ছায়  ইতালি থেকে না

আসেন তবে একদিন না একদিন আপনি নাগরিকতা পাবেন। যেখানে অনেকেই খুব তাড়াতাড়ি পায়ে যায় আবার অনেকের ক্ষেত্রে

তা একটু দেরি হয়ে যায়। তবে আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি খুব তাড়াতাড়ি নাগরিকত্ব পেতে পারেন সে বিষয়টি

নিয়ে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন আপনার নাগরিকত্ব পাওয়া অনেক সহজ হয়ে যাবে।

এই দেশটিতে বৈধ হওয়ার ‍উপায় মূলত দুটি –

১। সানাটোরিয়া ( Sanatoria)

২। এসাইলাম ( Asylum/Refugee)

সানাটোরিয়া ( Sanatoria) 

আপনারা অনেকেই জানেন ইতালিয় সরকার অনেক সময় দেখা যায় তাদের দেশে যখন অবৈধ লোকের সংখ্যা অনেক বেশি হয়ে

যায় তখন সেই দেশে বৈধ হওয়ার সুযোগ দান করে থাকে। তখন সেই দেশে বৈধ হওয়ার জন্য আবেদন করা যায়। তবে বেশ কিছু শর্ত

সাপেক্ষে এই সানাটোরিয়ার মাধ্যমে বৈধতা দিয়ে থাকে। যেমন সবশেষে যে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল সেখানে নিয়ম ছিল –

  • আপনাকে কৃষি কাজে , প্রতিবন্ধী বা বৃদ্ধাদের সেবা অথবা গ্রহস্থালী কাজে নূন্যতম ৬ মাসের কাজের প্রমান থাকতে হবে।
  • আপনার অবস্থান ইতালিতে থাকতে হবে। কারণ অনেকেই অন্যদেশ থেকে এসেও এই ধরনের আবেদন করে থাকে সে ক্ষেত্রে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • এই ধরনের সুযোগ প্রতি বছর দেয়া হয়না। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ২ থেকে ৩ বছর পর পর হয়ে থাকে।

তবে বিশেষ ভাবে উল্লেখ্য একটি বিষয় হলো ইতালিতে বৈধ হওয়ার সবথেকে সহজ উপায় হলো এই পদ্ধতি। কারণ আপনি খুব

সহজেই মাত্র কয়েকটি নিয়ম মেনেই ইতালিতে বৈধতা পেয়ে যাবেন। তাই যদি কেউ এই দেশে বর্তমানে থেকে থাকেন তবে একটু

অপেক্ষা করুন আর উপরোক্ত কোন একটি কাজে যুক্ত থাকুন যাতে করে আপনি আপনার কাজের প্রমাণ পত্র দেখাতে পারেন।

সানাটোরিয়া ( Sanatoria) আবেদন পদ্ধতি

সরকার কতৃক ঘোসনার পর তাদের দেয়া শর্ত গুলো পুরণ হলে আপনি এবার উপরোক্ত কাগজ পত্র গুলো যেমন কাজের প্রমান পত্র

। আপনার পরিচয় পত্র আরো যদি কোন ধরনের কাগজ পত্রের কথা উল্লেখ থাকে সবগুলো সংগ্রহ করে সরকার দেয়া নির্দিষ্ট ফরম

পুরণ করে আপনার পুলিশ হেডকোয়ার্টার বা কুসতোরায় জমা দিতে হবে। এবার তারা আপনাকে প্রথমে ৬ মাসের থাকার জন্য

একটি অনুমতি পত্র দিবে। আপনার দায়িত্ব হলো এই সময় পার্মানেন্ট একটি কাজ নেয়া । যাতে করে আপনার গ্রীন কার্ড পাওয়া

সহজ হবে।

এসাইলাম ( Asylum/Refugee)

এই প্রক্রিয়ার অর্থ হচ্ছে আপনি ইতালিয় সরকারের কাছে তার দেশে থাকার জন্য আশ্রয় প্রার্থী । ইতারিয় সরকারী সংবিধানে উল্লেখ

আছে যে যদি তার দেশে কেউ কয়েকটি কারণে আশ্রয় প্রর্থনা করে তবে তাকে আশ্রয় দেয়া হয় তবে তা প্রমান সাপেক্ষে। আর এই

সকল বিষয় হলো সামাজিক ,ধমীয় ও রাজনৈতিক দিক থেকে যদি কেউ তার নিজ দেশে বঞ্চিত বা জীবননাশের হুমকি রয়েছে তবে

সেই ক্ষেত্রে এ দেশের সরকার তাদেরকে আশ্রয় দিয়ে থাকে।

এসাইলাম ( Asylum/Refugee) আবেদনের নিয়ম

যারা এই ধরনের আবেদন করবেন আপনি কয়েকটি ধাপে এই ধরনের আবেদন করতে পারবেন তার মধ্যে হলো আপনার বয়স যদি

১৮ বছরের নিচে হয় তবে আপনি আবেদন করতে পারবেন। আবার আপনি ইচ্ছে করলে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করতে

পারবেন। আবার অনেকেই মানবিক আশ্রয় চেয়ে আবেদন করে থাকে। তবে আপনি যেই ভাবেই আবেদন করেন আপনাকে

উপযুক্ত প্রমান পেশ করতে হবে। এবার তাদের উল্লেখ করা কাগজ পত্র সংগ্রহ করে যেমন – আপনি সেখানে কাজ করেন তার

প্রমান প্রত্র, আপনি যে দলের লোক ছিলেন তার প্রমাণ পত্র, প্রয়োজনে অনেক সময় ছবিও চাওয়া হয়। এর সাথে তাদের দেয়া ফরম

পুরণ করে পুলিশ হেডকোয়ার্টারে জমা দিতে হবে।

ইতালিতে বাসা ভাড়া

ইউরোপের দেশগুলোতে যেমন আয়-রোজগার বেশি, তেমনি জীবনযাত্রার খরচও বেশি। বিশেষ করে ইতালিতে যারা আছেন তাদের

খাবার দাবার থেকেও সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে বাসা ভাড়ার জন্য। অনেকেই বাসা ভাড়া নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন।

কেউ কেউ আবার বিষয়টাকে অনেক কষ্টের মনে করেন। তাই আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনি যদি ইতালিতে বাসা ভাড়া নিতে

চান তাহলে আপনার সবচেয়ে সহজ মাধ্যম নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করবো। প্রথমত আপনি যদি আপনার পরিচিতজনের

মাধ্যমে বাসা নিতে পারেন তবে সবথেকে ভালো । কারণ এই ক্ষেত্রে আপনার কোন প্রকার কমিশন দিতে হবে না। দ্বিতীয়ত আপনি

ভালো কোন এজেন্সির মাধ্যমে বাসা খুঁজতে পারেন যদিও আপনার কাছ থেকে এজেন্সি কিছু কমিশন নিবে তবে এক্ষেত্রে এজেন্সি

আপনাকে সব ধরনের তথ্য, এবং সুবিধা দিবে। এবার আসা যাক বাড়ি বাড়ার ব্যাপারে অর্থাৎ কোন ধরনের ও কোথায় বাসা নিলে কি

রকমের ভাড়া পড়বে? এই বিষয়ে বিস্তারিত- যদি আপনি শহরে বাড়ী ভাড়া নেন তাহলে আপনার খরচটা একটু বেশি পড়বে যেমন

সেই ক্ষেত্রে এক রুমের একটি ঘড় ৩৫০ থেকে ৪৫০ ইউরো লাগবে। আবার আপনি যদি ফ্লাট বাসা নেন তবে তা ৫৫০ থেকে ৬৫০

ডলার লাগবে। আবার যদি আপনি বাড়ীটি গ্রামের সাইডে নেন সেই ক্ষেত্রে আপনার এক রুমের একটি বাসা ২৫০ থেকে ৩০০

ইউরো হবে। এছাড়াও আপনি যদি ব্যাচেলর হয়ে থাকেন এখানে অনেকেই ফ্লাট বাসা ভাড়া নিয়ে  কয়েকজন মিলে মেস করে

থাকেন। সেই ক্ষেত্রে দেখা যায় বাড়ী ভাড়া ও খাওয়া খরচ অনেক কম পড়ে। আপনি ইচ্ছে করলে সেই রকম করেও থাকতে পারেন।

সেক্ষেত্রে আপনি অনেক সাশ্রয়ী ভাবে থাকতে পারবেন।

ইতালিতে নাগরিত্ব পাওয়ার উপায় এর শেষ কথা

আশা করি আজকের এই ইতালিতে নাগরিত্ব পাওয়ার উপায় লেখার মাধ্যমে আপনারা ইতালিতে গ্রীন কার্ড পাওয়া, এবং

এখানকার বাসা ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এবার সেই অনুপাতে আপনি আপনার পরিকল্পনা কে সাজাতে

পারবেন। এছাড়াও ইতালি সম্পর্কে আমাদের আরো অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে, সেই লেখাগুলোও  আপনি পড়তে

পারেন। আশা করি সেগুলো আপনার অনেক কাজে লাগবে। আমরা বরাবরই চেষ্টা করি তথ্যমূলক কিছু উপস্থাপন করার। যদি

আমার এই  ইতালিতে নাগরিত্ব পাওয়ার উপায় লেখাটি ভালো লাগে তবে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ প্রথম

থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য, সুস্থ থাকুন সুন্দর থাকুন।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমেরিকার ১ টাকা বাংলাদেশের কত টাকা: সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সুন্দর একটি বিষয় । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *