সৌদি ভিসা প্রসেসিং চেকিং ও কোন কাজের বেতন বেশি

সৌদি ভিসা প্রসেসিং চেকিং- অনেকেই বিদেশে যেতে চায় কিন্তু কোথায় গেলে তারা তাদের ভিসা ভালোভাবে প্রসেসিং

করতে পারবে। তা অনেক সময় জানেনা, তাছাড়া বিদেশি কম্পানি থেকে কাগজ অনুমোধন হয়ে আসার পরও কিভাবে

ভিসা চেকিং করতে হবে তাও আমরা জানিনা। আর এই জন্যই আমার এই লেখা । আজ আমি আপনাদের সাথে এই বিষয়

গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর সাথে আরো আলোচনা করব কোন কাজে বেতন বেশি। বিশেষ করে আমরা এই

সকল বিষয়গুলো না জানার কারণে অনেক সময় ঠকে যাই। এই ক্ষেত্রে অনেক সময় আমরা বিদেশ ভালোভাবে যেতেও

পারি না । তাই আমরা অনেক সময় বিভিন্ন দালালের পাল্লায় পড়ে সর্বস্ব হারিয়ে ফেলি । প্রথম অবস্থায় এই বিষয় গুলোতে

তেমন একটা গুরুত্ব দেইনা । কিন্তু যখন আমাদের ক্ষতি হয় তখন আমরা বুঝতে পারি এর গুরুত্ব কত বেশি ছিল। আর এই

বিষয় গুলো জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সৌদি ভিসা প্রসেসিং চেকিং পড়তে থাকুন। তাহলেই জানতে পারবেন

বিস্তারিত। আর এই বিষয় গুলো জানলে আপনি ক্ষতির হাত থেকে রেহাই পাবেন ইনশাল্লাহ।

সৌদি ভিসা প্রসেসিং

সৌদি ভিসা প্রসেসিং চেকিং
সৌদি ভিসা প্রসেসিং চেকিং

যখন কেউ বিদেশ যেতে চায় তখন ইচ্ছে করলেই যেতে পারেনা। তাই তাকে বেশি কিছু ধাপ পার হতে হয়। অন্যদিকে

কম্পানি বা কোন ব্যাক্তি যখন একজন লোক তার কাজের জন্য নিতে চায় তখন তাকেও কিছু ধাপ অনুসরণ করতে হয়।

আমি এখানে শুধু একজন চাকুরি প্রার্থী হিসেবে সৌদি ভিসা প্রসেসিং করতে যে সকল ধাপ অনুসরণ করতে হয় সেই সকল

বিষয় নিয়ে আলোচনা করবো। যদিও একেক ধরনের ভিসা প্রসেসিং করতে একেক রকমের ধাপ অনুসরণ করতে হয় । তার

পরেও আমি শুধু আপনাদের  বেসিক একটি ধারণা দিব। কারণ যদিও প্রসেসিং আলাদা কিন্তু সকল বিষয়ের সাথে মোটামুটি

মিল আছে। আর আপনার ভিসা প্রসেসিং করতে যে কাগজ পত্র গুলো প্রয়োজন হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা

হলো।

  • বৈধ এবং মেয়াদ সহ পাসপোর্ট থাকতে হবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে।
  • মেডিক্যাল সার্টিফিকেট থাকতে হবে।
  • ভিসা কপি থাকতে হবে।
  • কম্পানির কাজের চুক্তি পত্র থাকতে হবে।
  • ট্রেইনিং সার্টিফিকেট।
  • ম্যান পাওয়ার কার্ড।
  • ভ্যাকসিন সার্টিফিকেট।
  • মুভমেন্ট রেজিষ্ট্রেশন।
  • ইমিগ্রেশন স্লিপ।
  • সবশেষে এয়ার টিকেট।

সৌদি ভিসা প্রসেসিং খরচ কত

যদি কেউ উপরোক্ত কাজ গুলো কোন একটি এজেন্সি দিয়ে করতে চায় তবে খরচ কত পড়বে? এই প্রশ্নটি এখন আপনার

মনে জাগতে পারে। তাই  যারা উপরোক্ত সকল কাজ একজন দক্ষ এজেন্সি দিয়ে করতে যাবেন। বা কোন মাধ্যমে আপনি

সৌদি আরব যাবেন তখন আপনার কত খরচ পড়বে বা তারা কত টাকা আপনার কাছ থেকে নিবে সেটা সঠিক ভাবে কেউ

বলতে পারবেন না। কারণ কম্পানির সুযোগ সুবিধার উপর অনেক গুলো বিষয় নির্ভর করবে। তাই আপনি যে কাজের উপর

যাচ্ছেন এবং এই কাজের সুযোগ সুবিধা কি এই সকল বিস্তারিত জানার পর এই সকল কাজে এই ধরনের সুযোগ সুবিধায় যে

সকল লোক পূর্বে বিদেশ গিয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি টাকা দিবেন।

সৌদি আরব ভিসা চেকিং

অনেক সময় আমরা সৌদি আরব কাজের জন্য গিয়ে থাকি। কিন্তু বুঝতে পারিনা আমি যে ভিসায় কাজের জন্য যাচ্ছি সেই

কাজের বেতন কত? কম্পানি ঠিক আছে কিনা? কম্পানির সকল প্রকার তথ্য। এক সময় এই সকল বিষয় চেক করা অনেক

কঠিন ছিল। কিন্তু বর্তমানে এই বিষয় গুলো একদম সহজ। আর এর জন্য আপনাকে যে কাজ গুলো করতে হবে তা আমি

নিচে ধরাবাহিক ভাবে তুলে ধরলাম । আপনি শুধু এই পদ্ধতি অনুসরণ করবেন। আপনি মোবাইল ও কম্পিউটার উভয়

দ্বারাই ভিসা চেক করতে পারবেন।

প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে । এখানে আমি আপনাকে নিচে লিংক দিয়ে দিলাম।

 https://visa.mofa.gov.sa

উপরের লিংকে ক্লিক করার পরে আপনাকে নিচের দেয়া অপশনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি যদি সরাসরি নিচের

লিংকে ক্লিক করেন তবে সরাসরি কাজ করতে পারবেন। তাই আপনার কাজ কমানোর জন্য নিচের উপরের লিংক বাদ

দিয়ে সরাসরি নিচের লিংকেও ক্লিক করে ভিসা চেক করতে পারবেন।

             (সরাসরি ভিসা চেক লিংক এর জন্য এখানে ক্লিক করুন)

এর পরেও যদি করতে না পারেন আমাদের দেয়া নিচের ভিডিওটি দেখতে পারেন তবে আপনার বুঝার জন্য সহজ হবে।

তার পরেও যদি চেক করতে অসুবিধা হয় আমাকে জানাবেন । আমি আপনার ভিসা চেক করে দিব।

  (ভিসা চেক করার ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন) 

আশাকরি উপরোক্ত নিয়ম গুলো ফলো করলে আপনি আপনার বা আপনার আত্নীয়দের ভিসা খুব সহজেই চেক করতে

পারবেন। উপরোক্ত ভিডিও দেখে এবং লিংকটি অনুসরণ করে সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে । ঘরে

বসেই আপনার ভিসাটি চেক করতে পারবেন।

সৌদি আরবে কোন কাজের বেতন বেশি

অনেকেরেই মনে প্রশ্ন আমি সৌদি আরবে যাব কিন্তু সব থেকে বেশি বেতন কোন কাজে। কারণ আমাদের সবারই বাহিরে

যাওয়ার মূল উদ্দেশ্য থাকে টাকা আয় করার । তাই এই প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। আর তাদের উদ্দেশ্য এখানে কিছু কথা বলব

যে কথা গুলো সচারচর কেউ জানেনা বা বলতে চায়না। তাই আজ এখানে মূল বিষয়টি ব্যাখা করবো। যা আপনাদের জন্য

খুবই কাজে দিবে। কোন কাজে বেতন বেশি এই কথাটির উত্তর দেবার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কোন

কাজে দক্ষ কারণ কাজের দক্ষতা ছাড়া আপনার কোন কাজেই বেতন বেশি হবেনা এটাই স্বাভাবিক। তাই বিদেশ আসার

আগে আপনি কাজের উপর দক্ষতা অর্জন করবেন পরবর্তীতে সেই কাজের উপর আসবেন তবেই আপনি বেশি আয়

করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোন কাজের উপর দক্ষতা অর্জন করবো ।আপনার সুবিধার জন্য

আমরা নিচে কিছু পেশার কথা উল্লেখ করলাম যে কাজে সৌদি আরবে বেশি বেতন প্রদান করে থাকে। এবার আপনার

সুবিধা মত আপনি সেই কাজ গুলোর উপর সৌদি গেলে তবেই আপনি বেশি বেতন পাবেন। তবে একটি কথা উল্লেখ না

করলেই নয়। আর তা হলো আপনি যে কাজের উপর দক্ষতা অর্জন করেছেন সেই কাজের উপরেই আপনাকে বিদেশ যেতে

হবে তবেই আপনি বেশি বেতন পাবেন। উল্লেখযোগ্য পেশা সমূহ হলো-

  • ড্রাইভিং ভিসা।
  • মেকানিক্যাল ভিসা।
  • কার্পেন্টারের কাজ।
  •  এসি মেকার।
  •  ইলেকট্রেশিয়ান।
  • দোকানের ক্যাশিয়ার।
  • দোকানের ম্যানেজার।
  • ম্যাশনের কাজ ইত্যাদি।
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ
  • ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ
  • ডাটা এনালাইসিস
  • Web/software developer
  • Construction Project Manager
  • Information Technology Manager
  • Real estate agents
  • মানব সম্পদ ব্যবস্থাপক
  • ই-কমার্স ম্যানেজার
  • বিক্রয় সহযোগী
  • সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ
  • ফুড সার্ভিস ক্রু সদস্য
  • ম্যাসেজ থেরাপিস্ট
  • নার্স
  • ডাক্তার
  • অটো মেকানিক
  • গ্রাহক পরিষেবা প্রতিনিধি
  • প্রশাসনিক সহকারী
  • লজিস্টিক সাপোর্ট।

সৌদি ভিসা প্রসেসিং চেকিং এর শেষ উপদেশ

উপরোক্ত সৌদি ভিসা প্রসেসিং চেকিং লেখাটি যদি আপনি মনযোগ সহকারে পড়ে থাকেন তবে আশাকরি আপনার অনেক উপকারে অসবে। তবে

আপনাকে একটি বিষয়ে সর্তক করতে চাই। আর তা হলো আপনি যারই সহযোগীতা নিয়ে বিদেশ যান নাকেন। টাকা

লেনদেন করার আগে আপনার ভিসা আর কম্পানিটি অনলাইলে চেকিং করে নিবেন। যাতে করে ভূয়া কোন কাগজ পত্র

দিয়ে আপনার কাছে থেকে টাকা হাতিয়ে নিতে না পারে। এই ধরনের অনেক লেখা আছে যে গুলো আপনি ইচ্ছে করলে

পড়তে পারেন। আরো যদি কোন ধরনের প্রশ্ন থাকে তবে আমাকে জানাবেন। পরবর্তীতে উত্তর দিব। ধন্যবাদ কষ্ট্য করে

লেখাটি পড়ার জন। যদি মনে করেন লেখাটি সবার কাজে আসবে তবে সবার সাথে ফেসবুক সহ অন্যান্য সামাজিক

যোগযোগ মাধ্যমে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।

একই জাতীয় আরো লেখা :

About 24 Favor

Check Also

কাতারে কর্মী নিয়োগ

কাতার চাকরি এর জন্য কর্মী নিয়োগ

কাতার  চাকরি এর জন্য কর্মী নিয়োগ : আজকে আরো একটি সু-খবর নিয়ে আপনাদের সাথে হাজির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *