সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট- লেখায় সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের জন্য শুরু করতে যাচ্ছি
এই গুরুত্বপূর্ণ লেখা। এখানে সিঙ্গাপুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো
আপনার সিঙ্গাপুরে যাওয়ার আগে জানা একান্ত প্রয়োজন। সেই বিষয়গুলো হচ্ছে সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট
কি বা কেন প্রয়োজন? ড্রাইভিং শিখতে গেলে সিঙ্গাপুরের কোথায় যেতে হবে? সিঙ্গাপুরের স্কেল করার
প্রতিষ্ঠানসমূহ, এবং আপনি খুব সহজেই সিঙ্গাপুরে কিভাবে ডিপ্লোমা করতে পারেন এই সকল বিষয়ে
বিস্তারিত। কারণ আপনি এই দেশে এসে ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার বেতন
অনেক বেশি হবে। আর এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট লেখাটি পড়তে
থাকুন তাহলে জেনে নিতে পারবেন সকল তথ্যগুলো।
সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট
সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট-ওয়ার্ক পারমিট যার বাংলা অর্থ হচ্ছে কাজের অনুমোদনপত্র, অর্থাৎ আপনি
যদি কোন দেশে কাজ করতে চান সে দেশের সরকার কর্তৃক আপনাকে সে দেশে কাজ করার জন্য একটি
অনুমতি পত্র দিয়ে থাকেন। যে কাগজ দ্বারা আপনি সেই দেশে কাজ করার অনুমোদন পেয়ে থাকেন। তাই
যারা সিঙ্গাপুরে আছেন তাদেরকে সিংগাপুর সরকারকর্তৃক বিভিন্ন কাজের উপর ওয়ার্ক পারমিট প্রদান করা
হয়। আর এই কাগজ নেওয়ার জন্য প্রতিবছর সিঙ্গাপুর সরকারকে একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হয় যেটা
অনেক সময় কোম্পানি বহন করে থাকে আবার অনেক সময় ব্যাক্তিগত ভাবে বহন করতে হয়। ওয়ার্ক
পারমিটের খরচ ভিন্ন ভিন্ন অংকের হয়ে থাকে, এবং এ ক্ষেত্রে সরকারের যেমন একজন দক্ষ লোকের কাছ
থেকে কম পরিমাণ খরচ নিয়ে থাকে পক্ষান্তরে একজন অ-দক্ষ লোকের বেশি টাকা নিয়ে থাকে। মোট
কথা আপনি যদি সিঙ্গাপুরে কাজ করতে চান তবে আপনার ওয়ার্ক পারমিট লাগবে।
সিঙ্গাপুর ড্রাইভিং কিভাবে শিখানো হয় ও লাইসেন্স পাওয়ার উপায়
সিঙ্গাপুর ড্রাইভিং কিভাবে শিখানো হয়-আপনার যদি গাড়ি চালানোর কাজে দক্ষতা থাকে এবং পূর্বের
৬ মাস মেয়াদী লাইসেন্স থাকে তবে খুব সহজেই সিঙ্গাপুর থেকে ড্রাইভিং শেখে লাইসেন্স গ্রহণ করতে
পারেন। তবে যাদের লাইসেন্স নাই বা গাড়ী চালাতে জানেনা ইচ্ছে করলে তাড়াও এই প্রশিক্ষণ কেন্দ্রে এসে
ভর্তি হয়ে গাড়ী চালানো শিখে পরিক্ষার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করে ড্রাইভিং লাইসেন্স পেয়ে
যেতে পারেন। তবে এক্ষেত্রে আপনার যে পরিমাণে টাকা খরচ হবে তাহলো
যেমন আপনার ভর্তি ফি লাগবে ৯৬.৩ ডলার
আই টেষ্টিং দেয়ার জন্য ১.৮২
ছবি তোলার জন্য লাগবে- ৬.৪২
প্রথম দুটো লেসন এর জন্য ৬৮.৪৮
অন্যান্য খরচও প্র্যাকটিস ক্লাস ২১৬.২৫
প্রাক্টিক্যাল ক্লাস দুই ধরনের ২০৩৭.২৮
টিপিডেস ও অন্যান্য ক্লাস ১০৫.৫৬
ফাইনাল পরীক্ষার জন্য ২৫২.৫২
তাহলে দেখা যায় আমাদের ড্রাইভিং শেখা থেকে শুরু করে গাড়ী চালানো লাইসেন্স পেতে মোট খরচ হবে
২৭৮৪.৬৩ সিংঙ্গাপুরী ডলার। । আপনি যদি এই ড্রাইভিং শিখতে চান তবে এখানে বেশ কয়েকটি
প্রশিক্ষণ কেন্দ্র আছে যে খান থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন । আপনি যদি এই প্রশিক্ষণ
কেন্দ্রের ঠিকানা না পান তবে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে ঠিকানা জানিয়ে দিব।
সিঙ্গাপুরে স্কেল করানোর জায়গা বা প্রতিষ্ঠান
সিঙ্গাপুরে স্কেল করানোর জায়গা- কম-বেশি সবারই জানা যারা সিঙ্গাপুর যান তারা বেশিরভাগই স্কেল
পাস করে যান, অর্থাৎ যেকোন একটি কাজের উপরে আপনার দক্ষতার পরীক্ষা নিয়ে সার্টিফিকেট অর্জন
করে সেই সার্টিফিকেট দেখিয়ে সিঙ্গাপুর যেতে হয়। আর এই সার্টিফিকেট প্রদান করা হয় সিঙ্গাপুর
সরকারকর্তৃক, তাই আপনি যদি তা না করেন তবে সিঙ্গাপুর যাওয়া আপনার জন্য একদিকে যেমন অনেক
কষ্টসাধ্য ব্যাপার হবে অন্যদিকে আপনি এই দেশে সহজে যেতে পারবেন না। এর সাথে সে দেশের সরকার
আপনার কাছ থেকে অনেক বেশি নেভি কাটবে। তবে যদি কেউ এই স্কেল না করে যান তবে সেখানে
গিয়েও তা করার সুযোগ আছে তবে সে ক্ষেত্রে যদি কম্পানির সুপারভাইজার বা বস আপনাকে করতে
দেয়। কারণ কাজের ফাঁকে বা ছুটির দিন আপনাকে স্কেল করতে হবে। আর এর জন্য আপনার খরচ হবে
১১০০ থেকে ১৭০০ ডলার এর মত। অনেক জায়গাতেই এই প্রশিক্ষণ কেন্দ্র আছে তবে আপনি চেষ্টা
করবেন বাংঙ্গালী প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে তাহলে আপনার সুবিধা হবে। অনেক সময় এই প্রশিক্ষণ কেন্দ্র
গুলো পাশের গ্যারান্টি দিয়ে ভর্তি করিয়ে থাকে। আপনি যদি এখানে এসে স্কেল করেন তবে সে ক্ষেত্রে
আপনার অনেক কম টাকা খরচ হবে। বাংলাদেশে যেখানে ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন হয় এখানে
সেটা ১ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে হয়ে যাবে।
সিঙ্গাপুরে ডিপ্লোমা করার উপায় ও জায়গা
সিঙ্গাপুরে ডিপ্লোমা করার উপায়– বাংলাদেশে যদিও ডিপ্লোমা কোর্সে তেমন একটি দাম নেই। কিন্তুসিঙ্গাপুরে ডিপ্লোমা সার্টিফিকেটের অনেক দাম। তাই অনেকেই ইলেকট্রিক,মেকানিক্যাল,সিভিল
ইন্জিনিয়ারিং সহ আরো অনেক কোর্স আছে । তাই আপনার যে সকল কাজে পূর্বের কাজের দক্ষতা আছে
আপনি চেষ্টা করবেন সেই কাজের উপর ডিপ্লোমা করতে। আপনার কাজের ফাঁকে বা ছুটির দিনে এই
ধরনের ডিপ্লোমা করতে পারবেন। তবে আপনি আপনার সুবিধা মত কাছা কাছি কোন একটি প্রতিষ্ঠানে
ভর্তি হতে পারেন। বর্তমানে অনেক ইয়াং ছেলেরা আছেন যারা জেনারেল লাইনে লেখা পড়া করে অল্প
বয়সে সিঙ্গাপুর গিয়েছেন কাজের জন্য, তারা বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা করতে চায় কিন্তু তথ্য না
জানার কারণে তা করতে পারেনা। তাই এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া হয়েছে যে খান
থেকে আপনি ইচ্ছে করলে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে পারেন-
International Foundation Diploma in Business and Information Technology
LSBF Singapore
LSBF Singapore
Singapore
The aim of the International Foundation Diploma in Business and Information Technology (FDBIT) program is to prepare students in creative, critical thinking, computational thinking, study, writing, communication, and numeracy skills. Students can make an informed choice in selecting from various specializations in Technology such as Information Technology (IT), Data Analytics, Business Intelligence, Data Analytics, Cyber Security, Information Security and Digital Forensics and IT, Business and Law, Banking and Finance, and Hospitality and Tourism Diploma, Advanced Diploma and/or Higher Diploma courses in LSBF Singapore.
Institute Of Technical Education
Institute Of Technical Education
Singapore
His course provides students with the skills and knowledge to set up and operate a restaurant and
সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট এর শেষ উপদেশ
পরিশেষে আপনাদের কে একটি অনুরোধ করি আপনি যদি সিঙ্গাপুর যান সেখানে গিয়ে আপনার যদি বেশ
কয়েকটি দক্ষতার সার্টিফিকেট গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জন্য সিঙ্গাপুর হবে আয় রোজগারের
সবচেয়ে ভালো একটি জায়গা। তাই আপনার ইনকাম আরো বহুগুণে বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা নিয়ে
আজকের লেখাটা এখানেই শেষ করতে যাচ্ছি। যদি আপনাদের এই লেখাটি উপকারে এসে থাকে, তবে
সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমরা সবসময়ই বিদেশের ব্যাপারে আপডেট তথ্য দিয়ে
থাকি, তাই আপনি মাঝেমধ্যে আমাদের সাইট ভিজিট করলে আপডেট তথ্য গুলো পেয়ে যাবেন। নিচে
লিংক প্রদান করা হল, যে লিংক গুলো আপনার কাজে লাগতে পারে । আপনি সেই লেখাগুলো পড়ে
দেখতে পারেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত
সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট লেখাটা পড়ার জন্য।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি
- সৌদি আরব ভিসা কত প্রকার
- কুয়েত মাজরা ভিসা।