আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য এই
বিষয় টি নিয়ে।আপনারা যারা রোমানিয়া যেতে ইচ্ছুক তারা অবশ্যই এই লেখাটি পড়ুন।কারণ আপনি
রোমানিয়া যাওয়ার আগে অবশ্যই রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য জানা প্রয়োজন আপনার । আপনি
রোমানিয়া গেলে বা আপনার কোন আপন জন কে পাঠাইতে চাইলে আপনার এই বিষয় গুলো অবশ্যই
জান্তে হবে যেমন রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য,রোমানিয়া নাগরিকত্ব এবং রোমানিয়া নাগরিকত্ব পাওয়ার
উপায়।এই সকল বিষয় নিম্নে আলোচনা করা হল। তাই যারা রোমানিয়া যেতে ইচ্ছুক তারা আমার এই
রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনেযোগ সহকারে পড়ুন। নিম্নে
বিস্তারিতো আলোচনা করা হল।
রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য
রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য: রোমানিয়া মূলত দক্ষিণ -পূর্ব ইউরোপের একটি দেশ ।রোমানিয়ার উত্তর-
পূর্বে রয়েছে ইউক্রেন ও মালদোভা, পশ্চিমে রয়েছে হাঙ্গেরি ও সার্বিয়া এবং দক্ষিনে , বুলগেরিয়া ও দানিউব
নদী অবস্থিত । রোমানিয়ার পূর্ব দিকে কৃষ্ণ সাগর এবং কার্পেথিয়ান পর্বতমালা পূর্ব ও দক্ষিণ অংশে
রোমানিয়ার মধ্যভাগ অবস্থিত। রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট।স্বাধীনতার পূর্বে রোমানিয়া উসমানিয়া
সাম্রাজ্যের অংশ ছিল। ২০০৪ সালে হতে রোমানিয়া নাটোর সদস্য এবং অচিরেই এটি ইউরোপ ইউনিয়নে
যোগ দিবে।২০০৭ সালের ১ এ জানুয়ারি থেকে ইউরোপ ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেন
রোমানিয়া।আয়তনের দিক থেকে রোমানিয়া ইউরোপ ইউনিয়নের নবম বৃহত্তম দেশ।এবং জন সংখ্যার
দিক থেকে ইউরোপ ইউনিয়নের সপ্তম বৃহত্তম দেশ হল রোমানিয়া।রোমানিয়ার আয়তন হল ২৩৮,৪০০
বর্গ কিলোমিটার। ১৯ মিলিয়ন এর বেশি জন সংখ্যা রয়েছে রোমানিয়ায় ।রোমানিয়ার রাজধানী বুখারেস্ট
ইউরোপ ইউনিয়নের দশম বৃহতম শহর ।যেখানে প্রয় ২ মিলিয়ন বা ২০ লখ মানুষ বসবাস করেন।
রোমানিয়া মূলত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর কোন নির্দিষ্ট রাষ্ট্রীয় ধর্ম নেই। ২০১৮ সালে রোমানিয়ার সাক্ষরতার
হার ছিল ৯৮.৮%।
রোমানিয়া নাগরিকত্ব কি?
রোমানি্য়া নাগরিকত্ব কি: নাগরিক বলতে সাধারণভাবে নগরের অধিবাসীদের বোঝায় নাগরিক শব্দটি
উদ্ভব হয়েছে প্রাচীন গ্রিসে।গ্রিসের নগর রাষ্ট্রের বসবাসকারী জনগণের মধ্যে যারা রাস্ট্র পরিচালনার কাজে
স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করতো তাদের নাগরিক বলা হত। বর্তমানে নাগরিক বলতে সেই ব্যক্তি কে
বোঝায় যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন ও রাষ্ট্রের পতি আনুগত্য প্রদর্শন করেন এবং যে রাষ্ট্র
কর্তৃক প্রদত্ত সকল প্রকার সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করেন।আর আপনি যে দেশের
নাগরিকত্ব অর্জন করতে চান সেই দেশের কিছু নিয়ম কানুন মেনে ঐ দেশের নাগরিক হতে পারেন।যেমন
ঐ দেশে জন্ম গ্রহণ করে নাগরিক হতে পারেন।আবার আপনি যদি চান সেই দেশের কোন ছেলে বা মেয়ে
কে বিয়ে করে নাগরিকত্ব অর্জন করতে পারেন। আবার কিছু কিছু সময় দীর্ঘ দিন একটি দেশে বসবাস করে
ঐ দেশের নাগরিকত্ব অর্জন করা যায় । উপরোক্ত নিয়ম কানুন মেনেই যে কোনো দেশের নাগরিকত্ব
পাওয়া সম্ভব ।
রোমানিয়া নাগরিকত্ব পাওয়ার উপায়
রোমানিয়া নাগরিকত্ব পাওয়ার উপায়: আমরা বিভিন্ন ধরণেন নিয়ম কানুন মেনে রোমানিয়ার নাগরিকত্ব
পেতে পারি এর মধ্যে নিম্নে চার টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো যেমন, জন্ম, দত্তক,
প্রত্যাবাসন এবং অনুরোধ। নিম্নে এই বিষয় গুলোর বিস্তারিত আলোচনা করা হলো,
জন্ম সুত্রে রোমানিয়ার নাগরিকত্ব পাওয়ার উপায়
রোমানিয়া নাগরিকদের কাছে রোমানিয়া জন্ম গ্রহণ কারী সমস্ত শিশুই জন্মের সাথে সাথেরোমানিয়া
নাগরিকত্ব অর্জন করে।শিশুটি রোমানিয়াতে জন্মের পর রোমানিয়ারা তাকে রোমানিয়ার নাগরিকত্ব দেয় ।
পিতা-মাতার যে কোন এক জন কে অবশ্যই রোমানিয়ান নাগরিক হতে হবে।
দত্তক হিসাবে রোমানিয়ার নাগরিকত্ব পাওয়ার উপায়
রোমানিয়ান নাগরিকরা যদি কোন শিশু কে দত্তক নেয় তাহলে ঐ শিশুটি কে রোমানিয়ারনাগরিকত্ব দেওয়া
হয়।কিন্ত পালক পিতা -মাতাকে রোমানিয়ার নাগরিক হতে হবে।তবে শিশুটি রোমানিয়ান নাগরিকত্ব
পাওয়ার যোগ্য কিনা তা পালক পিতা-মাতার দ্বারা সিদ্ধান্ত নেওয়া হবে।সেই সিদ্ধান্ত থেকে যোগ্য অনুযায়ী
আদালত সিদ্ধান্ত নিবে। তবে শিশুর বয়স যদি ১৪ বছর বা তার বেশি হয় সেই ক্ষেত্রে তার সম্মতি নিতে
হবে।
প্রত্যাবাসন এর পর রোমানিয়া নাগরিকত্ব পাওয়ার উপায়
রোমানিয়ান নাগরিকরা যদি কোন কারণে নাগরিকত্ব হারান তবে চাইলে তারা নাগরিকত্ব ফিরে পেতে
পারেন। নাগরিকত্ব হারিয়েছেন এমন কারো সন্তান বা নাতি -নাতনি প্রত্যাবাসনের অধিকার রয়েছে।
অনুরোধ দ্বারা অধিকার গ্রহণ করে রোমানিয়া নাগরিকত্ব পাওয়ার উপায়
রোমানিয়া নাগরিক ব্যতীত অন্য যে কোন ব্যাক্তিকে নাগরিকত্ব দেওয়া যেতে পারে কিন্ত সেক্ষেত্রে নিম্ন
লিখিত তিনটির মধ্যে একটির অন্তর্ভুক্ত হতে হবে বা যোগ্যতা অর্জন করতে হবে।যেমন,
১. রোমানিয়া জন্ম গ্রহণ করে এবং সেই খানে বসবাস করতে হবে ।
২. কম পক্ষে আট বছর রোমানিয়া বসবাস করতে হবে এবং
৩. রোমানিয়াতে বসবাস করছেন এবং রোমানিয়া নাগরিক কে বিয়ে করে কম পক্ষে পাঁচ বছর বসবাস করতে হবে।
আবেদন কারীর অবশ্যই কম পক্ষে ১৮ বছর হতে হবে এবং তাদের রোমানিয়া ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে
ভালো ধারণা থাকতে হবে। উপরোক্ত নিয়ম কানুন মেনে চললে আপনি হয়তো রোমানিয়ান নাগরিকত্ব লাভ
করতে পারেন।
রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য এর শেষ উক্তি
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য।এটি সুন্দর
একটি তথ্য মূলক লেখা।আশা করি উপরোক্ত লেখা থেকে যারা রোমানিয়া দেশ সম্পর্কে জান্তে চান তারা
অনেক উপকৃত হইবেন। আর এর পরেও যদি আপনাদের আরো কোন বিষয় জানার থাকে তাহলে কমেন্ট
বকসে জানাবেন।আমরা তার উত্তর দিয়ে আপনাকে সেই বিষয় টি জানিয়ে দিব।কারণ আমরা সব সময়
বিদেশের ব্যাপারে যে কোন তথ্য শেয়ার করার চেষ্টা করি ।তাই নিয়মিত তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
নিচে আরো কিছু লেখার লিংক দেওয়া হলো আপনারা যদি প্রয়োজন মনে করেন সেগুলো পড়তে পারেন।
আশা করি কাজে লাগবে।ধন্যবাদ সবাইকে আমার এই রোমানিয়া দেশ সম্পর্কে তথ্য লেখা টি প্রথম
থেকে শেষ পর্যন্ত মনেযোগ সহকারে পড়ার জন্য।
একই বিষয়ে পড়তে পারেনঃ
রোমানিয়া থেকে ইউরোপে ইতালি কিভাবে যাওয়া যায়?
রোমানিয়া থেকে ইউরোপের ইতালি কত কিলোমিটার?
রোমানিয়া থেকে ফ্রান্স কিভাবে যাওয়া যায়?
রোমানিয়া কি কি ভিসা পাওয়া যায়?
লন্ডনে নাগরিকত্ব পাওয়ার উপায়/নিয়ম
রোমানিয়া থেকে ফ্রান্স কত কিলোমিটার?