রোমানিয়া দেশ কেমন-আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা রোমানিয়া যেতে ইচ্ছুক। আজকে তাদের জন্য আমরা
আলোচনা করব রোমানিয়া দেশ কেমন? রোমানিয়া যেতে চাইলে অবশ্যই আপনাদের রোমানিয়া দেশ
সম্পর্কে জানা প্রয়োজন। তাই এই লেখাটি পড়লে আপনি রোমানিয়া দেশ সম্পর্কে সব কিছু জানতে
পারবেন। আপনারা যদি আরো জানতে চান রোমানিয়া বর্তমান অবস্থা, বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার
উপায়, রোমানিয়া ওয়ার্ক পারমিট ২০২৩ এবং রোমানিয়া ওয়ার্ক পারমিট এজেন্সি ।এই সকল আলোচনা
নিম্নে করা হলো। তাই যারা রোমানিয়া যেতে ইচ্ছুক তারা এই রোমানিয়া দেশ কেমন? লেখা টি প্রথম
থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশা করি এই লেখাটি পড়লে আপনি অনেক উপকৃত
হইবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
রোমানিয়া দেশ কেমন?
রোমানিয়া দেশ কেমন: রোমানিয়া মূলত দক্ষিণ -পূর্ব ইউরোপের একটি দেশ। রোমানিয়ার উত্তর -পূর্বে
রয়েছে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে রয়েছে হাঙ্গেরি ও সার্বিয়া এবং দক্ষিনে বুলগেরিয়া ও দানিয়ুব নদী
অবস্থিত। রোমানিয়ার পূর্ব দিকে কৃষ্ণ সাগর এবং কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণ অংশে রোমানিয়ার
মধ্যভাগ অবস্থিত। রোমানিয়ার রাজধানীর নাম বুখারেস্ট। স্বাধীনতার পূর্বে রোমানিয়া ওসমানিয়া সাম্রাজ্যের
অংশ ছিল। ২০০৪ সাল হতে রোমানিয়া নাটোর সদস্য এবং অচিরেই এটি ইউরোপ ইউনিয়নে যোগ দেবে।
রোমানিয়া ২০০৭ সালে ১ লা জানুয়ারি থেকে ইউরোপ ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভ করেন।
আয়তনের দিক থেকে ইউরোপ ইউনিয়নের নবম বৃহত্তম দেশ হলো রোমানিয়া এবং জনসংখ্যার দিক
থেকে ইউরোপ ইউনিয়নের সপ্তম বৃহত্তম দেশ হলো রোমানিয়া। রোমানিয়ার আয়তন হল ২৩৮.৪০০ বর্গ
কিলোমিটার ৯২.০০০ বর্গ মাইল। ১৯ মিলিয়নের বেশি জনসংখ্যা রয়েছে রোমানিয়ায়। রোমানিয়ার
রাজধানী ইউরোপ ইউনিয়নের দশম বৃহত্তম শহর যেখানে প্রায় ২ মিলিয়ন বা ২০ লাখ মানুষের বসবাস
রয়েছে। রোমানিয়া মূলত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ধর্ম নেই। এবং শিক্ষার হার
৯৮.৮%।
রোমানিয়ার বর্তমান অবস্থা
রোমানিয়ার বর্তমান অবস্থা: রোমানিয়া বর্তমানে অনেক লোক নিচ্ছে বাংলাদেশ থেকে। ২০২৩ সালে
রোমানিয়া সরকার এক লাখ লোক নিবে বাংলাদেশ থেকে এটা বাংলাদেশের জন্যে অনেক বড় একটি
সুখবর। তাই আমরা যারা রোমানিয়া যেতে চাই এই সুযোগে রোমানের যেতে পারব। রোমানিয়া সরকার
বর্তমানে সর্বনিম্ন বেতন ধরছে ৩০০০ লিউ যা আমাদের দেশে প্রায় ৭০০০০ টাকা।ফেব্রুয়ারিতে রোমানিয়া
থেকে কনস্যুলার টিম এসেছে বাংলাদেশে ১৫ হাজারের বেশি লোক নেবে বলে। তাই আপনারা যারা
রোমানিয়া যেতে চান তাদের জন্য ২০২৩ সালি বেস্ট। কারণ রোমানিয়া সামনে সেনজেন এর অন্তর্ভুক্ত
হবে।
বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উপায়: আগে বাংলাদেশ থেকে রোমানিয়ার যাওয়ার মাধ্যমগুলো
বন্ধ ছিল সেই কারণে বাংলাদেশের শ্রমিকরা বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে দিল্লি এম্বাসি এর
মাধ্যমে যাওয়া লাগতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে এখন রোমানিয়া যাওয়া যাচ্ছে সে ক্ষেত্রে
বাংলাদেশ থেকে ভিসা কার্যক্রম সবগুলোই করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ প্রবাসী
কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা সাথে যোগাযোগ করা লাগবে বিএমআইটি সহ বিভিন্ন কোম্পানি রয়েছে
যেগুলো বাংলাদেশ সরকার হতে পরিচালনা করা হয়।
রোমানিয়া ওয়ার্ক পারমিট-২০২৩
রোমানিয়া ওয়ার্ক পারমিট-২০২৩: বর্তমানে ইউরোপের যেসব দেশগুলোতে মানুষ কাজের জন্য পাড়ি
জমাচ্ছে তাদের মধ্যে অন্যতম দেশ হল রোমানিয়া। আপনারা যারা কাজের জন্য রোমানিয়া যেতে চান
তাদের অবশ্যই এই লেখাটি পড়া অত্যান্ত দরকার। কারণ রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে কি কি লাগবে
আপনারা তা জানেন না। তাই জানতে হলে আমার এই রোমানিয়া ওয়ার্ক পারমিট ২০২৩ লেখা টি পড়তে
থাকুন। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য অবশ্যই কিছু বাধ্যবাধকতা আছে। রোমানিয়া যেতে
যেসব কাগজপত্র লাগবে বা নিয়ম কানুন মেনে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে তা নিচে
আলোচনা করা হলো।
পাসপোর্ট: ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীকে অরজিনাল পাসপোর্ট জমা দিতে হবে। যারা মেয়াদ
সর্বনিম্ন 6 মাস থাকতে হবে।
ভিসা আবেদন:আ পনার সম্পর্কে যাবতীয় সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন
ফরমের ব্লগ ওয়াড ব্যবহার করতে হবে।
ছবি প্রদান: আবেদনকারীকে অবশ্যই ল্যাব প্রিন্ট চার কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে।
ল্যাব প্রিন্ট ছবি এই কারণে দিবেন যাতে ছবি গুলো তাড়াতাড়ি নষ্ট না হয়।
কভার লেটার: রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি যে কোম্পানিতে যাবেন তাদের কাছে
আপনার সম্পর্কে সব তথ্য উল্লেখ করে একটি লেটার লেখতে হবে।
ব্যাংক স্টেটমেন্ট: রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে সরকার
অনুমোদিত ব্যাংকের শাখার নাম এবং নম্বর জমা দিতে হবে।
রোমানিয়া ওয়ার্ক পারমিট এজেন্সি(রোমানিয়া দেশ কেমন)
রোমানিয়া ওয়ার্ক পারমিট এজেন্সি: বর্তমানে ঢাকাতে রোমানিয়া ওয়ার্ক পারমিট এজেন্সি রয়েছে। তবে
এ ক্ষেত্রে কিছু রিক্রুটিং এজেন্সি রয়েছে এ সমস্ত রিক্রুটিং এজেন্সি রোমানিয়া নিয়োগকর্তাদের থেকে
অ্যাপ্রভাল নিয়ে আসে বাংলাদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অ্যাপ্রভাল নেওয়ার পরেই সে সমস্ত
রিক্রুটিং এজেন্সি রোমানিয়া কাজের ভিসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং তারা লোক পাঠাতে পারে।
তবে এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিকে বিশ্বাস করো যাবেনা এক্ষেত্রে তাদের লাইসেন্স নাম্বার সহ আর এল
নাম্বার ফলো করতে হবে। যদি ঠিক থাকে তাহলে সেই সমস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রোমানিয়াতে
যেতে পারবেন। তাছাড়া সরাসরি আপনারা যদি রোমানিয়া ভিসা সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হয়
তাহলে বিএমইটি ভবনের মাধ্যমে জানতে পারেন।
রোমানিয়া দেশ কেমন এর শেষ উক্তি
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রোমানিয়া দেশ কেমন? এটি সুন্দর একটি
তথ্য মূলক লেখা। আশাকরি লেখাটি পড়লে আপনারা অনেকেই উপকৃত হইবেন। এরপর যদি আপনাদের
আরো কোন বিষয়ে জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তার উত্তর দিয়ে আপনাকে
সেই বিষয়টি জানিয়ে দিবো। আমরা বিদেশের ব্যাপারে সব আপডেট দিয়ে থাকি। তাই যারা জানতে ইচ্ছুক
তারা আমার এই সাইট থেকে জানতে পারবেন। আরো কিছু লেখার লিংক নিচে দেওয়া হল প্রয়োজন মনে
করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আজকেরে রোমানিয়া দেশ
কেমন? লেখাটি প্রথম থেকে শেষপর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য।
একই বিষয়ে পড়তে পারেনঃ
রোমানিয়া থেকে ইউরোপে ইতালি কিভাবে যাওয়া যায়?
রোমানিয়া থেকে ইউরোপের ইতালি কত কিলোমিটার?
রোমানিয়া থেকে ফ্রান্স কিভাবে যাওয়া যায়?
রোমানিয়া কি কি ভিসা পাওয়া যায়?
লন্ডনে নাগরিকত্ব পাওয়ার উপায়/নিয়ম
রোমানিয়া থেকে ফ্রান্স কত কিলোমিটার?
Your writing flows beautifully, it’s a joy to read.