মুক্তপাঠ সকল কোর্স রেজিষ্ট্রেশন – প্রিয় বন্ধুরা বর্তমান সময়ের আলোচিত এক শিক্ষক ব্যবস্থার নাম হচ্ছে মুক্তপাঠ ।
এখানে ছোট-বড় সকলেই তাদের প্রয়োজন অনুযায়ী অনেকগুলো বিষয়ের উপরে শিক্ষা গ্রহণ করতে পারেন। শুধু তাই নয়,
শিক্ষা শেষে হওয়ার পর প্রদান করা হয় অনলাইন সার্টিফিকেট। আর এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কেউ ইচ্ছে করলেই
অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতেই শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাই এটা হয়ে উঠেছে অনেক জনপ্রিয়। আর
এজন্যেই বর্তমানে অনেকেই বেছে নিয়েছে এই ব্যবস্থাকে। এখানে কোন বয়সের ব্যবধান নেই, নেই কোন পুরুষ মহিলার
ভেদাভেদ। সবাই নিতে পারবেন এখান থেকে কর্মমুখী শিক্ষা থেকে শুরু করে স্বাভাবিক শিক্ষা। তাই আসুন আজকে
মুক্তপাঠ বিষয়ে সকল কিছুর উত্তর জেনে নিব এখান থেকে। যদি কেউ মুক্তপাঠ সকল কোর্স রেজিষ্ট্রেশন পড়েন তবে এ
সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এবং এখান থেকে জানতে পারবেন কিভাবে লগইন করতে হয় সকল বিষয়ে বিস্তারিত।
আর তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত লেখাটি ভাল ভাবে পড়তে হবে।
muktopaath/মুক্তপাঠ কি?
বর্তমানে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে মুক্তপাঠ বিষয়টি কি? বিশেষ করে যারা এই বিষয়ে না জানেন তাদের মনে আরো
বেশি কৌতুহল। এই বিষয়টি হলো মূলত বাংলা ভাষায় নির্মিত একটি উন্মুক্ত ই লার্নিং প্লাটফর্ম যে প্ল্যাটফর্মে ছোট বড় সকল
শ্রেণীর মানুষ শিখতে পারে। অর্থাৎ যেখানে যে কোন বয়সের ব্যাক্তি তাদের মধ্যে থেকে আগ্রহী যে কেউ যেকোনো সময়
যেকোনো স্থান থেকে অনলাইনে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এই
প্লাটফর্ম সাধারণ শিক্ষা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে । এমনকি বাংলাদেশের
সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীরও এই প্লাট ফর্ম থেকে বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ পেতে
পারেন।
মুক্তপাঠ শিখুন / কাদের জন্য এই মুক্তপাঠ কোর্স
কাদের জন্য মূলথ এই শিক্ষা। কে কে গ্রহণ করতে পারবে এই ধরনের শিক্ষা সবার মনেই থাকে এই প্রশ্ন। আসুন জেনে
নেয়া যাক কাদের জন্য থাকবে এই শিক্ষা? মুক্তপাঠ এর ব্যবহারকারী হলো শিক্ষক-শিক্ষার্থী ও যুবসমাজ থেকে শুরু করে
কর্মজীবী ব্যক্তিবর্গ বিদেশগামী কর্মী। ঘরের মেয়ে কিংবা গৃহিণীরা ও নিতে পারবে এই শিক্ষা। এখানে রয়েছে সাধারণ
কারিগরি ও বৃত্তিমূলক বৃত্তিমূলক শিক্ষা, এবং বিদেশ যাওয়ার কর্মীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ। এছাড়াও আরো কিছু
নতুন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য মডিউল তৈরীর কাজ চলছে। তাই যারা এই কোর্স করতে আগ্রহী তারা এই কোর্সে
অংশগ্রহণ করে প্রদত্ত মানসম্পন্ন করে বিভিন্ন কুইজ, প্রশ্নের উত্তর ও পরিক্ষায় অংশ নিয়ে অনলাইন সার্টিফিকেট পেতে
পারেন। মুক্তপাঠের অনলাইন কোর্স করার পাশাপাশি রয়েছে অফলাইন ভার্সন এর মাধ্যমেও এর বিভিন্ন কনটেন্ট
ডাউলোড করে গ্রহণ করতে পারেন এই শিক্ষা।
মুক্তপাঠ সকল কোর্স কারা তৈরী করে থাকেন?
এই শিক্ষা ব্যবস্থা খৃুবই কার্যকরী, কারণ এই সকল কারিকুলাম যারা নিয়ন্ত্রন করেন তারা হলেন বিভিন্ন সরকারি ও স্বনামধন্য
বেসরকারি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান যাদের সংশ্লিষ্ট বিষয়ে প্রচুর ধারণা রয়েছে। আর এর সকল কার্যক্রম তাদের মাধ্যমেই
পরিচালিত হয়ে থাকে বিধায় শিক্ষার মান নিয়ে সংসয় থাকার কোন অবকাশ নেই।
মুক্তপাঠ রেজিষ্ট্রেশন করার নিয়ম
এই কোর্স করার জন্য আপনাকে যা করতে হবে তাহলো প্রথমে আপনাকে একটি কম্পিউটার বা মোবাইল থাকতে হবে।
আর এই মোবাইলে দিয়ে আপনাকে গুগলের প্লে-স্টোর গিয়ে এই শিক্ষার এ্যাপটি ডাউনলোড করতে হবে। এর পর এখানে
আপনার প্রয়োজনীয় কোর্সটি বেছি নিয়ে চালু করতে পারবেন আপনার শিক্ষা কার্যক্রম। আপনার পছন্দের কোর্সটি বাছাই
করার পর আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রশন করতে হবে। যা পরবর্তীতে লগইন অপশনে গিয়ে লগইন করে আপনা
muktopaath লগইন / muktopaath login / মুক্তপাঠ login
অনেকেই এই পাঠকে অনেক কঠিন মনে করে থাকেন কিন্তু আসলে এই পাঠ ব্যবস্থাকে খুব সহজ করে সাজানো হয়েছে।
আপনার কাছে যদি সাধারণ কোন একটি কম্পিউটার অথবা কমদামের এন্ড্রয়েট মোবাইল ফোন থাকে তবে আপনি গ্রহন
করতে পারবেন এই শিক্ষা। আর এর জন্য আপনাকে যে ভাবে লগইন / login করতে সে পদ্ধতিটিও খুবই সাধারণ। এখানে
শুধু আপনি এই App টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড নিয়ে ইনস্টল করার পর আপনার পছন্দের কোর্স নির্বাচন
করবেন। তার পর সেখানে আপনাকে তারা কিছু তথ্য পুরণ করে লগইন/ogin করতে বলবেন। আর হয়ে গেল আপনার
লেখা পড়া শুরু।
মুক্তপাঠ শিখুন … যখন যেখানে ইচ্ছে
বিশেষ করে যারা গৃহীনি বা বয়স একটু বেশি বা মুক্ত মনা । তাদের জন্য এই মাধ্যমটি খুবই কার্যকরী। আপনি যেকোন সময়
আপনার পছন্দের সময় অনুযায়ী গ্রহন করতে পারবেন এই শিক্ষাটি। আপনার জন্য সময় বা স্থান কোন কিছুই বাধ্যবাধকতা
নেই। আর তাই বর্তমানে এই মাধ্যমটি হয়ে উঠছে অনেক আকর্ষণীয়। এর পরেও কিছু মানুষ এর সুবিধা না জানার কারণে
এই সুবিধা থেকে আকর্ষণীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আর আমাদের উপরোক্ত দেওয়া সাইটে গিয়ে জানতে পারবেন
বিস্তারিত।
কম্পিউটার থেকে শিখতে ক্লিক করুন এখানে। আর শুরু করে দিতে পারবেন আপনার লেখা পড়া।
মুক্তপাঠ সার্টিফিকেট আবেদন
আপনার যে কোন কোর্স করার পর আপনি আপনার সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আপনি যখন
আপনার প্রোফাইলটি লগইন করার পর খুলবেন সেখানে দেখবেন সকল অপশন চালু আছে। আপনি যদি সাধারণ ব্যবহার
কারীও হয়ে থাকেন তাহলেও আপনার এটা ডাউনলোড করতে অসুবিধা হবেনা। তার পরেও যদি আপনি কোন ধরনের
সমস্যার সন্মুখিন হোন তবে আমাদের কাছে লিখলে আমি আপনাদের সাহায্য করবো ।
মুক্তপাঠ সকল কোর্স রেজিষ্ট্রেশন এর শেষ কথা
আশাকরি মুক্তপাঠ সকল কোর্স রেজিষ্ট্রেশন সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়েছেন। বর্তমান যেহেতু শিক্ষাব্যবস্থা
সরকার অনেক সহজ করে দিয়েছে । তাই সবার কাছে অনুরোধ আপনার প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে একটি
সার্টিফিকেট অর্জন করে রাখুন। দেখবেন এই সার্টিফিকেট অনেক উপকারে এসেছে। তাই কোনো কিছুকে অবহেলা না
করে নিজের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করুন । নিজে আত্মনির্ভরশীল হন অন্য কারো উপর নির্ভরশীল না
হয়ে। নিজে কিভাবে আয় রোজগার করতে পারেন সে বিষয়ে সচেষ্ট হোন, দেখবেন আপনার অনেক উপকার হয়েছে। আর
একদিকে আপনি যেমন ভালো থাকবেন অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
আরো পড়ুন:
২. পহেলা বৈশাখের বিভিন্ন উৎসব।
One comment
Pingback: শিল্পী আসিফ আকবর জন্ম বিরহের নতুন জনপ্রিয় গান