বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা : আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা
করব বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে। আপনারা যারা এ বিষয় টি নিয়ে জানতে চান তারা বিস্তারিত
ভাবে এই পোষ্ট এর মাধ্যমে জানতে পারবেন। আপনাদের সকলেরি স্বপ্ন থাকে ইউরোপ এ যাওয়ার আর
বুলগেরিয়া হল ইউরোপ এর দেশ। আপনারা অনেকেই আবার রোমানিয়া বন্ধ হওয়ার কারনেও বুলগেরিয়াতে
যাচ্ছেন। আর তাই আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বুলগেরিয়াতে যেতে চান তারা আমার এই
সম্পূর্ণ লেখার সাথে থাকলে বিস্তারিত ভাবে জানতে পারবেন। আপনারা এই লেখার মাধ্যমে জানতে
পারবেন বুলগেরিয়া যেতে কত টাকা লাগে এবং বুলগেরিয়া কাজের বেতন কত । এ সকল বিষয় আপনাদের
জন্য নিম্নে আলোচনা করা হল । আসুন তাহলে আপনারা যারা ইউরোপ এর দেশ বুলগেরিয়াতে যাবেন তারা
লেখা টি পড়তে থাকি –
বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা
বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা : আপনারা যারা বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের জন্য
আজকে জানাব বিস্তারিত ভাবে । তাই যারা বিস্তারিত ভাবে জানতে চান তারা আমার এই পোষ্ট এর মাধ্যমে
জানতে পারবেন। বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট আমাদের কাছে স্বপ্নের মত । কারন আমরা সবাই স্বপ্ন দেখি
ইউরোপ এ যাওয়ার আর বুলগেরিয়া হল ইউরোপ এর দেশ । তাই আমরা অনেকেই স্বপ্ন দেখি বুলগেরিয়া
যাওয়ার । আর বর্তমান সময় বুলগেরিয়া সরকার বাংলাদেশ থেকে অনেক কর্মী নিতেছে তাই আপনারা যারা
ইউরোপ এ যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য এখনি সময় যাওয়ার। আর আমাদের বাংলাদেশ থেকে অনেক
শ্রমিক বর্তমান সময় রোমানিয়া বন্ধ থাকার কারণে বুলগেরিয়া, সার্বিয়া , কসোভো এই সকল দেশ গুলোতে
যাচ্ছে। আর এই দেশ গুলো বাংলাদেশ থেকে অনেক কর্মী নিতেছে। তাই আমরা যারা বুলগেরিয়া যেতে চাই
তারা এই লেখার মাধ্যমে সকল কিছু বিস্তারিত ভাবে জানতে পারবেন। আপনি আপনার পরিচিত কোন
এজেন্সির মাধ্যমে ভিসা করে যেতে পারবেন। কিন্ত আপনাদের আর একটি কথা জানিয়ে রাখি যে
বুলগেরিয়ার ভিসা ইন্ডিয়া গিয়ে করতে হয়। আপনি বাংলাদেশের এজেন্সির মাধ্যমে আবেদন করে ইন্ডিয়া
গিয়ে এম্বাসি ফেস করে বুলেগেরিয়া যেতে পারবেন । আর তানাহলে আপনার যদি কোন আত্মীয়-স্বজন
বুলগেরিয়া থাকে তাহলে তার মাধ্যমে আবেদন করে ভিসা নিয়ে যেতে পারবেন। আপনি একটি ওয়ার্ক
পারমিট নিয়ে বুলগেরিয়া যেতে পারবেন অতি সহজে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন।
বুলগেরিয়া যেতে কত টাকা লাগে ?
বুলগেরিয়া যেতে কত টাকা লাগে ? : আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে বুলগেরিয়া যেতে চান তার
প্রথমে এই কথা টি জিজ্ঞাস করে থাকেন । তাই আপনারা যারা এই কথা জিজ্ঞাস করে থাকেন তাদের জন্য
আজেকে জানিয়ে দিব যে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট নিয়ে যেতে কত টাকা লাগে। আপনাদের আগে একটি
কথা বলে রাখি যে , আপনার ভিসার উপর নির্ভর করবে যে আপনার কত টাকা লাগবে। কারন একেক রকম
ভিসার দাম একেক রকম হয়ে থাকে তাই আপনি কোন কাজের ভিসা নিয়ে যাবেন তার পরে ঠিক করে বলা
যাবে যে কত টাকা লাগবে। তবে আপনাদের আজকে এই লেখার মাধ্যমে একটি ধারণা দিব। তাই আপনারা
যারা এই ধারণা জানতে পারবেন তারা ঠকবেন না বা কোন এজেন্সির মাধ্যমে প্রতারিত হবেন না। কারন
অনেক এজেন্সি আছে যারা টাকা নিয়ে প্রতারণা করে। তাই টাকা জমা দেওয়ার আগে কার কাছে টাকা
দিচ্ছেন তা ভালো করে জেনে শুনে তারপরে দিবেন। আপনারা যারা বর্তমান সময় বুলগেরিয়া যেতে চান
তাদের সাধারণত খরচ হবে ৬ লাখ ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ খরচ হবে ৮ লাখ টাকা পর্যন্ত। আমি মনে
করি নন সেনজেন একটি ইউরোপ এর দেশ এ এর চেয়ে বেশি টাকা দিয়ে যাওয়া ঠিক হবে না। তাই আপনারা
যারা বুলগেরিয়া যাবেন তারা এই বাজেট এর মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন। আর এর চেয়ে যদি বেশি টাকা
নেয় তাহলে সেটা অতিরিক্ত হবে।
বুলগেরিয়া বেতন কত ?
বুলগেরিয়া বেতন কত ? : আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে বুলগেরিয়া যাবেন তারা যাওয়ার পর কত
টাকা আয় করতে পারবেন এই কথা যাওয়ার আগে জিজ্ঞাস করে থাকেন যারা যাবেন তারা । তাই
আপনাদের জানানোর জন্য আজকে এই লেখা টি নিয়ে এসেছি যে বেতন কত হবে বা কত টাকা আয় করতে
পারবেন। আপনারা যারা কাজ করার জন্য বুলগেরিয়া যাবেন তারা প্রতি মাসে আয় করতে পারবেন ৪০ -৫০
বা ৬০ হাজার টাকার মত। ইউরোপ এর নন সেনজেন দেশ গুলোর মধ্যে বুলগেরিয়ার অবস্থান অনেক
ভালো । তাই এই দেশে একটু বেশি আয় করা যায়। আপনারা যারা বেতন কত জানতে চেয়েছিলেন তারা
জানতে পেরেছেন আশা করি।
বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা এর শেষ কথা
আজকে আপনাদের জানালাম বুলগেরিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে । আপনারা যদি আরও কিছু
জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন । আমরা তার উত্তর দিয়ে দিব। আর নিম্নে কিছু লেখার লিংক
দিয়ে দিলাম প্রয়োজন মনে করলে পড়তে পারেন । আশা করি কাজে লাগবে। লেখাটি পড়ার জন্য সবাইকে
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।