হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো বাহরাইন স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা নিয়ে।
আপনারা যারা স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে বাহরাইন যেতে চান তারা আমার এই লেখা টি
পড়লে সব কিছু ক্লিয়ার ভাবে জানতে পারবেন। আপনি বাহরাইন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাইরে আপনার
প্রথমে একটি স্টুডেন্ট ভিসা প্রয়োজন হবে। আর বর্তমানে চাইলেই আপনারা বাহরাইন ভিসা নিতে
পারবেন। ২০২৩ সালে আপনি বিভিন্ন ধরণের ভিসা নিয়ে বহরাইন যেতে পারবেন। কারণ দীর্ঘ দিন বন্ধ
থাকার পরে বর্তমানে বাহরাইন ভিসা এখন খুলে দিয়েছেন। আর এই জন্য এখন আপনারা চাইলে কাজের
ভিসা নিয়ে কাজ করার জন্য অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন ঘুরার জন্য এবং স্টুডেন্ট ভিসা নিয়ে
যেতে পারবেন পড়ার জন্য । তাই আপনারা যারা বাহরাইন স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চান
তারা আমার এই লেখার মাধ্যমে জেনে নিন । আপনাদের জন্য নিম্নে বিস্তারিত ভাবে আলোচনা করা হল ।
তাহলে চলুন আপনারা যারা জানতে ইচ্ছুক তারা লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে
পড়ুন-
বাহরাইন স্টুডেন্ট ভিসা
বাহরাইন স্টুডেন্ট ভিসা : আপনারা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বাহরাইন যেতে চান তারা আমার এই
লেখার মাধ্যমে জেনে নিন বাহরাইন স্টুডেন্ট ভিসা সম্পর্কে। বাহরাইন এর শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ মডেল
অনুসরণ করে । আপনাদের জানাই যে, বাহরাইন এ দুই টি বিশ্ববিদ্যালয় আছে একটি হল বাহরাইন
বিশ্ববিদ্যালয় এবং আরেক টি হল মানামার আমেরিকান বিশ্ববিদ্যালয়। আর এই দুই বিশ্ববিদ্যালয়ই ব্যবসায়
প্রশাসন , প্রকৌশল , স্থাপত্য, চিকিৎসা, দন্তচিকিৎসা, আইন,ফার্মেসি ও ইত্যাদি সহ বিভিন্ন ক্ষেত্রে স্নাতক
ডিগ্রি প্রদান করে থাকে।
বাহরাইন স্টুডেন্ট ভিসার জন্য যোগ্যতা
আপনারা যারা বাহরাইন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান , তাদের অবশ্যই কিছু নিয়ম মানতে
হবে। আর আপনাক যে সকল নিয়ম মানতে হবে তা নিম্নে উল্লেখ করা হল –
- প্রথমত আপনাকে বাহরাইন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।
- আপনার পড়াশোনায় খরচ করার জন্য অবশ্যই পর্যাপ্ত টাকা- পয়সা থকতে হবে।
- আর অবশ্যই আপনাকে আপনার কোর্স ফ্রি সম্পূর্ণ ভাবে দিতে হবে , প্রথম বছরে জন্য বিশেষ করে।
- বাহরাইন থাকাকালীন আপনার অবশ্যই চিকিৎসা বীমার প্রমান থাকতে হবে।
- আর আপনাকে অবশ্যই বাহরাইন এর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে দেশে ফিরার মন মানসিকতা থাকতে হবে।
উপরোক্ত মানদণ্ডগুলি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তাহলেই আপনি বাহরাইন স্টুডেন্ট ভিসার
যোগ্য হবেন।
স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস
আপনি যদি বাহরাইন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনাকে কিছু ডকুমেন্টস দেখাতে হবে। আর
যে সমস্ত ডকুমেন্টস লগবে তা আপনাদের জন্য নিম্নে দেওয়া হল –
- আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে । যার মেয়াদ থাকতে হবে নিম্নে ছয় মাস।
- বাহরাইন স্টুডেন্ট ভিসার একটি আবেদন পত্র থাকতে হবে।
- আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
- ব্যাংক স্টেটমেন্ট লাগবে যাতে প্রমাণ করে আপনার বাহরাইন পড়াশোনা করার মত খরচ আছে।
- বাহরাইন একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ যোগ্যতা পত্র লাগবে।
- স্পনসরশিপের প্রমান।
- এন আইডি কার্ডের ফটোকপি লাগবে।
- করোনা ভ্যাকসিনের টিকা কাট লাগবে।
উপরোক্ত ডকুমেন্টস গুলো আপনার বাহরাইন স্টুডেন্ট ভিসা করার জন্য লাগবে। তাই আপনি বাহরাইন
স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাইলে উপরোক্ত কাগজপত্র গুলোতে কোনো ভুল থাকলে তা আগে থেকেই ঠিক
করে রাখবেন।
বাহরাইন ট্যুরিস্ট ভিসা
বাহরাইন ট্যুরিস্ট ভিসা : আপনারা যারা বাহরাইন স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তারা আমার এই লেখা
থেকে সব কিছু জনতে পারবেন। বাহরাইন হল মধ্যপ্রাচ্যের একটি দর্শনীয় স্থান। আর বাহরাইনে এখন
অনেক দর্শনীয় স্থান রয়েছে যা দেখার জন্য বিশ্বজুড়ে মানুষ সেখানে পাড়ি জমায়। আর এই জায়গা টি কে
খুব শান্তি প্রিয় একটি দেশ হিসেবে ধরা হয়। তাই আজকে আপনাদের জানাই যে , করোনা মহামারির জন্য
দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিস সহ সব ভিসা চালু
হয়েছে। কিন্তু আপনাদের জানাই যে আগের নিয়মের থেকে এখন কিছুটা চেঞ্জ হয়েছে। তাই এখন যারা
ট্যুরিস্ট ভিসা নিয়ে বাহরাইন যাবেন তাদের এই বিষয় গুলো জেনে যাওয়া উচিত। আর নতুন কিছু
রিকোয়ারমেন্ট আছে সেই গুলো যদি আপনি পূরন না করেন তাহলে আপনি বাহরাইন ট্যুরিস্ট ভিসা পাবেন
না।
উপসংহার
আপনারা যারা বাহরাইন স্টুডেন্ট ও ট্যুুরিস্ট ভিসা সম্পর্কে জানতে চান তারা এই লেখার মাধ্যমে জানতে
পেরেছেন আশা করি। আর আপনারা যারা জানার জন্য লেখা টি পড়েছেন তারা অবশ্যই কিছুটা হলেও
উপকৃত হইছেন । আপনাদের এছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।
আমরা তার উত্তর দিয়ে আপনাকে জানিয়ে দিবো। নিম্নে আপনাদের জন্য কিছু লেখার লিংক শেয়ার
করলাম । প্রয়োজন মনে করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আজকের মত এখানেই শেষ করছি বাহরাইন স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা লেখা টি । সবাই ভালো থাকুন
সুস্থ্য থাকুন। আল্লাহ্ হাফেজ।