আপনারা যারা বাংলাদেশ থেকে কসোভো যাওয়ার উপায় খুজছেন তারা আমার এই লেখার মাধ্যমে
জানতে পারবেন যে কি ভাবে বাংলাদেশ থেকে কসোভো যাওয়া যায়। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে
কসোভো সরকার লোক নিতেছে। তাই আপনারা অনেকেই কসোভো যেতে চান । আবার অনেকেই ইতালি
যাওয়ার জন্যও কসোভো যান। কসোভো কে একটি নতুন দেশ ও বলা যায়। কারণ অনেক দিন যুদ্ধ হওয়ার
পরে এখন স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। তাই এই দেশে এখন অনেক কাজ আছে । তাই তারা বাংলাদেশ
থেকে অনেক শ্রমিক নিচ্ছে। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে কসোভো যাওয়ার উপায় খুজছেন তারা
এখন বাংলাদেশ থেকে কসোভো যেতে পারবেন। কারণ কসোভো সরকার যাওয়ার জন্য সুযোগ দিয়েছে
বর্তমান সময়ে। তাই যারা কসোভো যেতে চান তারা আমার এই বাংলাদেশ থেকে কসোভো যাওয়ার
উপায় লেখা টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আর আপনাদের জন্য বিস্তারিত ভাবে
নিম্নে আলোচনা করা হল । চলুন তাহলে আমরা বিস্তারিত ভাবে জেনে নেই –
বাংলাদেশ থেকে কসোভো যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে কসোভো যাওয়ার উপায়: যারা ইউরোপ এর দেশ কসোভোতে যাওয়ার উপায় খুজছেন
তারা আমার এই লেখার মাধ্যমে জানতে পারবেন। কসোভো হল ইউরোপ এর বলকান অঞ্চলের একটি রাষ্ট্র।
আর এটি পূর্বে সার্বিয়ার একটি প্রদেশ ছিল। প্রদেশ টি ১৯৯৯ সালের থেকে জাতিসংঘ প্রশাসনের
তথ্যাবধানের অধীনে রয়েছে। আর ২০০৮ সালে এটি স্বাধীনতা লাভ করে । মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ
বেশ কিছু দেশ কসোভো কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর কসোভোর সীমন্তে রয়েছে মনটি নিগ্রো,
আলবেনিয়া ও মেসিডোনিয়া অবস্থিত । আর এই দেশের জন সংখ্যা ২০ লক্ষ। আর এদের বেশির ভাগ
মানুষই আলবেনিয়। দেশটির সবচেয়ে বড় শহর হল ক্রিস্টিনা। আপনাদের সাথে একটু কসোভো দেশ
সম্পর্কে আলোচনা করলাম । আপনারা যারা কসোভো যাবেন তারা বাংলাদেশের সরকার কর্তৃক যে সকল
এজেন্সি আছে তাদের মাধ্যমে যেতে পারেন। আবার আপনি কসোভো যেতে চাইলে অনলাইন এর মাধ্যমে
আবেদন করে তারপরেও যেতে পারেন। আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে বাংলাদেশে
কসোভোর কোনো এম্বাসি নেই তাই আপনারা যারা কসোভো যেতে চান তার বাংলাদেশ থেকে আবেদন
করে ইন্ডিয়ার এম্বাসির মাধ্যমে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি ভাবে কসোভো
যেতে হবে।
কসোভো যেতে কত টাকা লাগে
কসোভো যেতে কত টাকা লাগে: আপনারা যারা কসোভো যাবেন তারা যাওয়ার আগে অবশ্যই যেতে কত
টাকা লাগে তা জানতে চান। তাই আপনারা যারা কত টাকা লাগে জানতে চান তারা আমার এই লেখার
মাধ্যমে জানতে পারবেন এবং একটু হলেও উপকৃত হইবেন আশা করি। আমরা যারা কসোভো যাব তারা
যাওয়ার আগ অবশ্যই জেনে শুনে তারপরে যাবো কারণ আপনি যদি ভালোভাবে না জেনে যান তাহলে
আপনার টাকা বেশি লাগতে পারে তাই যাওয়ার আগে জেনে যাবেন যে কসোভো যেতে কত টাকা লাগে।
আপনারা যারা বাংলাদেশ থেকে কসোভো যাবেন তাদের খরচ হবে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার মত।
আপনাদের টাকা কম বেশি হতে পারে সেটা এজেন্সি ভেদে। কারণ কোন কোন এজেন্সি টাকা কম নেয়
আবার কোন কোন এজেন্সি টাকা একটু বেশি নেয়। তাই আপনার এজেন্সির উপরো টাকা কম বেশি নির্ভর
করে। আর এখন বর্তমানে খুব সহজে এজেন্সি মাধ্যমে আপনারা কসোভো যেতে পারেন।
কসোভো ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে
কসোভো ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগে: আপনাদের এর আগের লেখা গুলোতেও বলেছি যে
আপনি যে দেশেই যান না কেনো আপনার কিছু ডকুমেন্টস লাগবেই । তেমনি আপনি কসোভো যেতে
চাইলেও আপনার কিছু ডকুমেন্টস লাগবে। কিন্ত আপনাদের আর একটি কথা জানিয়ে রাখি যে আপনার কি
কি ডকুমেন্টস লাগবে তা কম বেশি হতে পারে আপনার ভিসার ক্যাটাগরির উপর বৃত্তি করে। তাহলে চলুন
আমরা জেনে নেই কসোভো ভিসার জন্য কি কি ডকুমেন্টস লগবে –
- আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে ।
- ভিসা আবেদন ফরম লাগবে আর এই ফরম টি কসোভো এম্বাসির মাধ্যমে ডাউনলোড করতে হবে।
- আপনার সদ্য তুলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ছবির ব্যাগ্রউন্ড থকতে হবে সাদা।
- একটি নিয়োগ পত্র লাগবে।
- ভিসা পেমেন্ট রিসিভ ইনভয়েস।
- মেডিকেল রিপোর্ট।
- এন আইডি কার্ডের ফটো কপি লাগবে।
- হেলথ ইনস্যুরেন্স।
- ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
- করোনা র্টিকা কার্ড লাগবে।
আপনারা যারা কসোভো ভিসা নিয়ে যেতে চান তাদের উপরোক্ত কাগজপত্র গুলো লাগবে । তাই আপনার
কাগজপত্রে যদি কোন সমস্যা থাকে তাহলে আগে থেকেই ঠিক করে রাখবেন। তাহলে যাওয়ার সময় আর
কোন জামেলা করতে হবে না।
উপসংহার
আজকে আপনাদের সাথে আলোচনা করলাম বাংলাদেশ থেকে কসোভো যাওয়ার উপায় কি এই বিষয়
টি নিয়ে। আপনারা যারা এই লেখা টি পড়েছেন তারা একটু হলেও উপকৃত হইবেন আশা করি। আর এর
পরেও যদি আপনাদের আরও কোন বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর
দিয়ে আপনাকে জানিয়ে দিবো। নিম্নে আপনাদের জন্য কিছু লেখার লিংক শেয়ার করলাম। প্রয়োজন মনে
করলে পড়তে পারেন। আশা করি কাজে লাগবে। সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এই কামনায় এখানেই
শেষ করছি আজকের মত। আল্লাহ্ হাফেজ।