লন্ডন যেতে কত টাকা লাগবে- ইউকে বা লন্ডন অনেকেই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। কিন্তু সেখানে যাওয়ার
বিষয়ে পর্যাপ্ত তথ্য না জানার কারণে অনেক সময় তারা যেতে পারে না । তাই আমি আমার এই লেখাতে আজ থেকে ধারাবাহিকভাবে
বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যাতে করে একজন মানুষ ইউকে যাওয়ার বিষয়ে সকল কিছু খুব সহজেই জানতে পারে।
আর এরই ধারাবাহিকতায় আজকে এখানে ইউকে ভিসা, লন্ডন যেতে কত টাকা লাগে?, এবং লন্ডনের রেস্টুরেন্ট ভিসা সম্পর্কে
বিস্তারিত আলোচনা করব। যাতে করে এই সকল বিষয়ে আপনারা ভালোভাবে জানতে পারেন। আশা করি লন্ডন যেতে কত টাকা
লাগবে এই লেখাটি আপনাদের উপকারে আসবে । পূর্ণ ধারণা নেয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে লেখাটি পড়ুন।
ইউকে ভিসা
ইউকে ভিসা-একটি দেশে যাওয়ার জন্য যখন সে দেশের সরকার কর্তৃক ভ্রমণের অনুমতি পত্র দেয়া তখন তাকে ভিসা বলে ।ইউকে যাওয়ার জন্যও সরকার বিভিন্ন সময় ইউকের অনুমতিপত্র দিয়ে থাকে , তবে সেখানে আপনি কি কাজের জন্য যাবেন সেটা
আপনার একান্তই ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করবে। অর্থাৎ কি ধরনের কাজে আপনি সেখানে ভ্রমন করছেন কারণ ইউকের
সরকার সকলকে এক ধরনের ভিসা প্রদান করেনা। সবার সে খানে যাওয়ার উদ্দেশ্য এক নয় তাই তারা ভ্রমনের উদ্দেশ্যর উপর ভিত্তি
করে একেকজনকে একেক রকম ভিসা প্রদান করে থাকে। এই দেশের সরকার কতৃক যে সকল ভিসা প্রদান করা হয় সেগুলো হলো-
- সে দেশে কাজের জন্য ভিসা।
- লেথা পড়া করার জন্য স্টুডেন্ট ভিসা।
- পরিবার নিয়ে বসবাসের জন্য ফ্যামিলি ভিসা।
- বেড়ানোর জন্য ট্যুরিস্ট ভিসা।
- সেখানে ব্যবসা পরিচালনা করার জন্য বিজনেস ভিসা।
- কোন কারণে সেই দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ট্রানজিট ভিসা ইত্যাদি।
লন্ডন যেতে কত টাকা লাগবে
লন্ডন যেতে কত টাকা লাগবে- অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন লন্ডন যেতে কত টাকা খরচ হয় ? কত টাকা হলে
আমি সেখানে যেতে পারবো? সত্যি বলতে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। কারন এখানে বিভিন্ন ক্যাটাগরি ভিসা নিয়ে
লন্ডন যাওয়া যায়। অনেক ক্ষেত্রে নির্ভর করবে আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে লন্ডন যাচ্ছেন। তাছাড়া আরো কিছু বিষয় নির্ভর
করতে পারে যেমন সেটা হচ্ছে আপনি কিভাবে লন্ডন যাচ্ছেন? অর্থাৎ আপনি কি আপনার পরিচিত কারো সাহায্য নিয়ে লন্ডন
যাচ্ছেন নাকি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। এ সবগুলো বিষয় বিচার বিশ্লেষণ করলে তবেই কেবল বলা যাবে যে আপনার লন্ডন
যেতে কত টাকা খরচ হতে পারে। তবে নিচে আমরা যে খরচ গুলো উল্লেখ করব তা কেবল আপনি যদি কোন পরিচিত লোকজন
মাধ্যমে অথবা আপনার আত্মীয়-স্বজন এর মাধ্যমে নিজের প্রচেষ্টায় যেতে পারেন তাহলে নিম্নোক্ত পরিমাণ টাকা খরচ হবে।
ইউকে/লন্ডন স্টুডেন্ট ভিসার খরচ–
ইউকে/লন্ডন স্টুডেন্ট ভিসার খরচ- ৬.৫ থেকে ১০.৫ লাখ । তবে এই খরচ অনেক সময় নির্ভর করবে কলেজের বা স্কুলের
টিও্যশন ফির উপর। কারণ তাদের ফি যদি বেশি বা এক সাথে পরিশোধ করতে হয় তবে খরচ বেশি হয়। আর যদি কোন কারণে
উপবৃত্তি বা ফি কম হয়। আবার অনেক সময় দেখা যায় টিউশন ফি অর্ধেক পরিশোধ করা যায় তখন খরচ কম হয়ে থাকে।
ইউকে/লন্ডন ভিজিট ভিসার খরচ-
ইউকে/লন্ডন ভিজিট ভিসার খরচ– সাধারণত দেখা যায় এই ভিসার ফি হলো ১০ হাজার টাকা। আর বিমান ভাড়া যদিও নির্ভর
করবে আপনি কোন ধরনের টিকেট কাটবেন তবে দেখা যায় ১ লক্ষ টাকার মধ্যে হয়ে যায়। আর সেখানে আপনি যদি হোটেলে
থাকতে চান তবে খরচ হবে প্রতি দিন ১০ হাজার টাকার মত। আমি এই খরচ হিসাব দেখালাম একজন সাধারণ ভিজিটরের কথা
মাথায় রেখে এই খরচ অনেক সময় পর্যটকের উপর অনেকাংশে নির্ভর করে । তবে ধরে নেয়া যায় কেউ যদি ১ মাস সেখানে অবস্থান
করে তবে ৪.৫ লাখ টাকার মত খরচ হবে।
ইউকে/লন্ডন কাজের ভিসার খরচ-
ইউকে/লন্ডন কাজের ভিসার খরচ- আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজেই সকল প্রসেস সম্পন্ন করেন তবে
সেক্ষেত্রে দেখা যায় ৫ থেকে ৭ লক্ষ টাকা খরচ হয়ে থাকে। আর যদি আপনি কোন এজেন্সির মাধ্য যান তবে দেখা যাবে ১৫ থেকে
২০ লক্ষ টাকা তারা নিয়েছে। তবে অনেক সময় এই বিষয়ে প্রতারণাও করে থাকে। তাই সবসময় প্রতারক থেকে সাবধান।
সাধারণত এই সকল ভিসায় সবাই লন্ডন যায় বিধায় আমি তিন ধরনের ভিসার খরচ আলোচনা করলাম। আপনি যদি অন্য কোন
ভিসায় যান তবে আমাদের কাছে লিখতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আপনাকে সেই ধরনের ভিসায় যেতে কত টাকা খরচ হবে তা জানিয়ে দিব।
লন্ডন রেস্টুরেন্ট ভিসা
লন্ডন রেস্টুরেন্ট ভিসা- যেহেতু প্রচুর পরিমাণে পর্যটক লন্ডনে আসে বা অনেক বিদেশি সেখানে বসবাস করে তাই এখানে অনেক
রেস্টুরেন্ট গড়ে উঠেছে যাদের অনেক গুলোর মালিক বাংলাদেশি ও ইন্ডিয়ান। তাই যারা বর্তমানে লন্ডন আছেন বা যেতে চাচ্ছেন
তাদের জন্য রেস্টুরেন্ট ভিসা/কাজ হচ্ছে বড় ধরনের সুযোগ। কারণ এই হোটেল গুলো বাংলাদেশ ও ইন্ডিয়ান লোকদের হওয়াতে
আপনি সহজেই চাকুরি পেয়ে যাবেন। একই সাথে এখানে থাকা, এবং খাওয়ার সুবিধা তারা অনেকাংশেই দিয়ে থাকে। তাই আপনি
যদি এই রেস্টুরেন্টগুলোতে কাজ করেন তবে দেখা যাবে আপনার বেতন তারা যা প্রদান করবে তা মূলত আপনার কাজের দক্ষতার
উপর নির্ভর করে ১২০০০০ থেকে ৪৫০০০০ হাজার পর্যন্ত দিয়ে থাকে। তবে যদি আপনি খাওয়া ও থাকার দাম হিসেব করেন সে
ক্ষেত্রে এই বেতন আরো ৬০ থেকে ৭০ হাজার টাকা যোগ হয়। কারণ একজন মানুষ এই দেশে থাকতে গেলে তার থাকা ও খাওয়া
বাবাদ কম করে হলেও এই পরিমাণ টাকা লাগে। তাই আপনি যদি এই ধরনের ভিসায় আসতে চান তবে আপনি খুব সহজেই আসতে
পারেন। এই ভিসা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের কাছে কমেন্স করতে পারেন পরবর্তীতে আপনার প্রশ্নের ধরন
অনুযায়ী উত্তর দিব।
লন্ডন যেতে কত টাকা লাগবে এর শেষ কথা
আশা করি উপরোক্ত লন্ডন যেতে কত টাকা লাগবে লেখাটি আপনাদেরকে পর্যাপ্ত তথ্য দিতে পেরেছে। এছাড়াও যদি অন্য কোন
বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকে আমাদের কাছে কমেন্টস করে জেনে নিতে পারেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার
প্রশ্নের উত্তর দিব। এ ছাড়াও বিদেশে যাওয়ার বিষয়ে আমাদের আরো অনেকগুলো লেখা আছে। আপনি ইচ্ছে করলে সেই
লেখাগুলো পড়তে পারেন। আশা করি অনেক কাজে লাগবে। আপনাদের সুবিধার জন্য নিচের লিঙ্কগুলো শেয়ার করা হলো।
ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত লন্ডন যেতে কত টাকা লাগবে লেখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য। ভাল থাকুন, সুস্থ থাকুন আল্লাহ
হাফেজ।
আরো পড়তে পারেনঃ
যুক্তরাজ্য বা ইউকের জনসংখ্যা কত?
লন্ডনের স্পাউস ও ওয়ার্ক পারমিট ভিসার দাম কত ২০২৩
লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
যুক্তরাজ্য বা ইউকের মুদ্রার নাম কি?
লন্ডন / ইউকে/যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা প্রসেসিং এজেন্সি
লন্ডন/ইংল্যান্ড বা যুক্তরাজ্য কেয়ার ওয়ার্কার জব ভিসা আবেদন ২০২৩
কানাডায় নাগরিকত্বের প্রয়োজনীয়তা
বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে লন্ডন দূরুত্ব কত?
যুক্তরাজ্য/ লন্ডনে / ইউকে কাজের ভিসা ২০২৩
কানাডায় নাগরিকত্ব পাওয়ার উপায় বা সিটিজেনশিপ
ইউকে স্পাউস ভিসা প্রসেসিং খরচ ও সময় ২০২৩
Assalamualaikum,amar mamato bhair resturent ase ami রেস্টুরেন্ট এ যেতে হলে শেফ হিসেবে আমার কি কি যোগ্যতা লাগবে ?এবং কত টাকা লাগতে পারে আমার খরছ?আর কতদিন লাগতে পারে যেতে? তিনটা প্রশ্নের উওর দিলে উপকৃত হব , প্লিজ ভাইয়া।:
আসসালামুয়ালাইকুম,ইউকে আমার মামাতো ভাইয়ের রেস্টুরেন্ট এ যদি শেফ হিসাবে যেতে চাই ,তাহলে কি কি যোগ্যতা বা কোর্স করা প্রয়োজন আর কত টাকা খরছ হবে এবং ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন ? তিনটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন ভাইয়া প্লিজ।
আসসালামুয়ালাইকুম,ইউকে আমার মামাতো ভাইয়ের রেস্টুরেন্ট এ যদি শেফ হিসাবে যেতে চাই ,তাহলে কি কি যোগ্যতা বা কোর্স করা প্রয়োজন আর কত টাকা খরছ হবে এবং ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন ? তিনটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন ভাইয়া প্লিজ।