আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে যেতে ইচ্ছুক। আজকের তাদের জন্য আমরা আলোচনা করব জার্মান স্টুডেন্ট
ভিসা -২০২৩ সম্পর্কে। তাই স্টুডেন্ট ভিসায় যেতে চাইলে আপনাদের অবশ্যই জার্মান স্টুডেন্ট ভিসা সম্পর্কে জানা প্রয়োজন। তাই এই লেখাটি পড়লে
আপনি জার্মানির ভিসা সম্পর্কে সব কিছু জানতে পারবেন।এই লেখাটি থেকে আপনারা আরো জানতে পারবেন, জার্মানি স্টুডেন্ট ভিসার যোগ্যতা
, জার্মান স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে । এ সকল আলোচনা নিম্ন করা হলো। তাই যারা জার্মান স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুক তারা
আমার এই জার্মান স্টুডেন্ট ভিসা- ২০২৩ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশাকরি লেখাটি থেকে আপনারা অনেক উপকৃত
হইবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
জার্মানি স্টুডেন্ট ভিসা-২০২৩
অনেকের মনে প্রশ্ন জাগে জার্মান স্টুডেন্ট ভিসা -২০২৩ পড়াশোনা করতে যাব কিভাবে যাব। আবার কারো কারো স্বপ্ন থাকে জার্মানিতে পড়াশোনা
করার। শিক্ষাব্যবস্থা, গবেষণা, শিক্ষা বৃত্তির সুবিধাসহ নানারকম সুবিধার কারণে সেখানে অনেক পড়াশোনা করতে যান। পৃথিবীর বিভিন্ন দেশের
ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান জার্মানিতে । জার্মানিতে সি জি পি-১ এ সবথেকে ভাল গ্রেড এবং সি জি পি এ -৪সবথেকে খারাপ গ্রেড।
বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য সিজিপিএ ২.৫ এর কম হলে সে ভর্তির জন্য যোগ্য হবে না। আপনারা সকলেই জানেন পৃথিবীর বিখ্যাত মনীষীদের জন্মগ্রহণ
জার্মানি এবং বিজ্ঞান চর্চার তীর্থস্থান জার্মানিতে। শিক্ষাদান করার জন্য অর্থ নেয় না বললেই চলে। জার্মানিতে একজন স্টুডেন্ট জব করে সে খুব
ভালোভাবেই সেখানে জীবন পরিচালনা করতে পারবে। আরো অনেক কারণ আছে সেগুলোর জন্য জার্মানিতে অনেক দেশ থেকে
পড়াশোনা করতে যান। জার্মানিতে উন্নত শিক্ষা ব্যবস্থার কারণে ছাত্রছাত্রীরা সেখানে যেয়ে থাকেন।
জার্মানি স্টুডেন্ট ভিসার খরচ
জার্মানি স্টুডেন্ট ভিসার খরচ: জার্মানি একটি উন্নত দেশ । অনেক দেশ থেকে শিক্ষার্থী পড়াশোনা করার জন্য জার্মানিতে এসে থাকেন। জার্মানি
স্টুডেন্ট ভিসা নিয়ে যারা ২০২৩ সালে জার্মানিতে যেতে চাচ্ছেন আপনাদের খরচ হবে ছয় থেকে আট লক্ষ টাকা। আপনি যদি স্কলারশিপ এর মাধ্যমে
যেতে চান তাহলে আপনার খরচ হবে এক লক্ষ টাকার। ব্লক একাউন্ট যে ছয় থেকে আট লক্ষ টাকা জমা হয় সেটি আপনি জার্মানিতে যাওয়ার পর জব
করে বাসায় ফেরত দিতে পারবেন।ব্লক একাউন্টে যে টাকা রাখবেন সেটা আপনার একাউন্টে জমা হবে অন্য কাউকে দিতে হবেনা।ব্লক মানি রাখতে হয়
শুধুমাত্র দেখানোর জন্য। বাংলাদেশ থেকে জার্মানি যেতে আপনার ফ্লাইট খরচ হবে।এটা নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে।যদি আপনি কোন এজেন্সির
মাধ্যমে যান তাহলে আপনার অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে এবং অনেক রকম সমস্যা হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জার্মানি
স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে।
স্টুডেন্ট ভিসার যোগ্যতা
জার্মানিতে ব্যাচেলরস মাস্টার্স ডক্টোরেট ডিগ্রি দেওয়া হয়। এছাড়া ডিপ্লোমা করারও ব্যবস্থা আছে। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুই সেমিস্টার
এ ভর্তির সুযোগ থাকে। সামার ও উইন্টার সেমিস্টার। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সামার সেমিস্টার এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত উইন্টার
সেমিস্টারে ভর্তি করা হয় ।ইদানিং বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ার জন্য জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালযয়ে ভর্তি হচ্ছে।
ভর্তির জন্য যোগ্যতা:
- আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৩.৫ পেতে হবে।
- গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ডিগ্রিতে কমপক্ষে জিপিএ ৯.০০ থেকে ৩.৫ পেতে হবে।
- আই এল টি এস এ ৬.৫ থেকে ৭.০০ পেতে হবে।
- রিকমেন্ডেশন লেটার (শিক্ষাপ্রতিষ্ঠান থেকে)
- পূরণকৃত ভর্তির আবেদনপত্র।
- মূল পাসপোর্ট এবং ফটোকপি।
- যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাবেন সেখান থেকে ইস্যুকৃত লেটার অফ এ্যাকসেপ্টেন্স।
- আর্থিক স্বচ্ছলতার প্রমাণ।
স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র
জার্মান স্টুডেন্ট ভিসা২০২৩ সালে যারা যেতে চান ।অনেকে জানার জন্য প্রশ্ন করে থাকেন জার্মানি স্টুডেন্ট ভিসার জন্য
কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সেই সম্পর্কে। আপনি যদি জার্মানির স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার যে সকল ডকুমেন্টগুলো
প্রয়োজন হবে তা নিচে দেওয়া হল।
- অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে ।যদি আপনার কাছে আগের পাসপোর্ট থাকে তাহলে সেটি কনভার্ট করে এমআরপি পাসপোর্ট করে নিতে হবে।
- আপনি যদি স্টুডেন্ট ভিসায় জার্মানির যেতে চান তাহলে আপনার আইইএলটিএস সার্টিফিকেটের প্রয়োজন হবে। আইইএলটিএস এর রেজাল্ট দেখতে হবে আপনার ৬ এর উপরে অথবা ৬।
- আপনাকে একটি লেটার লিখতে হবে। লেটারটিতে আপনার অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চান সেই বিষয়ের ওপর ।যেনো তারা আপনার প্রতি কনভেন্স হয় এবং সেখানে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এটা অনেক সময় নিয়ে ভেবেচিন্তে লিখবেন।
- লেটেস্ট রেজমি এর প্রয়োজন হবে।
- আপনার এসএসসি এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট লাগবে।
- আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর প্রয়োজন হবে।
- আপনার দুই কপি রঙ্গিন ছবি প্রয়োজন হবে।
জার্মানি স্টুডেন্ট ভিসা-২০২৩ এর শেষ উক্তি
পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের জার্মানি স্টুডেন্ট ভিসা-২০২৩ লেখটি।এটি সুন্দর একটি তথ্য মূলক লেখা। আশাকরি
লেখাটি পড়লে আপনারা অনেকেই উপকৃত হইবেন। এরপরও যদি আপনাদের আরো কোন বিষয়ে জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ।
আমরা তার উত্তর দিয়ে আপনাকে সেই বিষয়টি জানিয়ে দিব।আমরা বিদেশের সব তথ্য দিয়ে থাকি। তাই যারা বিদেশের ব্যাপারে তথ্য জানতে ইচ্ছুক তারা
আমার এই সাইট থেকে জানতে পারবেন ।নিচে আরও কিছু লেখা লিংক দেওয়া হল। প্রয়োজন মনে করলে সেগুলো পড়তে পারেন। আশা করি কাজে
লাগবে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত জার্মানি স্টুডেন্ট ভিসা -২০২৩লেখাটি পড়ার জন্য।
একই জাতীয় আরো লেখা :
- দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
- দুবাই হাউজ ড্রাইভার নিয়োগ ২০২৩
- দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানি ২০২৩
- দুবাই যেতে কত টাকা লাগে?
- দুবাই যেতে কত বছর বয়স লাগে ২০২৩?
- দুবাই কাজের সন্ধান
- দুবাই কাজের ভিসা ২০২৩
- দুবাই সর্বনিম্ন বেতন কত?
- দুবাই বা আরব আমিরাতে কোন কাজের চাহিদা বেশি
- কুয়েত খাদেম ভিসা।
- কুয়েত কোম্পানি ভিসা ২০২২।
- কুয়েত জব ভিসা।
- কুয়েত হোটেল ভিসা।
- কুয়েত মসজিদের হারেজ ভিসা।
- কুয়েত কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়া কলিং ভিসা এজেন্সি
- মালয়েশিয়া কাজের ভিসা-২০২২
- মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
- সৌদি ভিসা প্রসেসিং
- সৌদি আরব ভিসা চেকিং
- সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
- কাতারে কোন কাজের চাহিদা বেশি।
- সিংঙ্গাপুরে কোন কাজের চাহিদা ও বেতন বেশি।
- কানাডায় কোন কাজের চাহিদা বেশি।
- মালয়েশিয়ায় কোন কাজের চাহিদা বেশি